Nogor Barta

Nogor Barta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nogor Barta, News & Media Website, jirtoli bazar, Begumganj.

20/02/2024

এত নাটকের কি আছে সোজা বলে দিলেই হয় সব কাথার আগে বঙ্গবন্ধু উচ্চারণ করতে হবে।
বিশেষ করে চুরির আগে বেশি বেশি বলতে হবে।

23/01/2024

সহযোগিতা পোস্ট আপডেট।
আলহামদুলিল্লাহ ভাই টির পরীক্ষার ফি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন।

সহযোগিতার আবেদন। একজন হত দরিদ্র পারিবারের সন্তান চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার ছাত্র, জিরতলী ইউনিয়নের কৃতি সন্তান যিনি অ...
23/01/2024

সহযোগিতার আবেদন।
একজন হত দরিদ্র পারিবারের সন্তান চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার ছাত্র, জিরতলী ইউনিয়নের কৃতি সন্তান যিনি অনেক কষ্ট করে নিজের পড়াশোনার খরচ বহন করেন আমি এমন ও দেখিছি মাদ্রাসা বন্ধের সময় যখন বাড়িতে আসতেন যখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারিকেল সুপারি পেড়ে দিয়ে নিজের পড়াশোনার খরচ ব্যবস্থা করতেন,এই ভাই টির সামনে পরীক্ষা কিন্তু তার কাছে পরীক্ষার ফি দেওয়ার মত কোনো ব্যবস্থা নাই তার জন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা হাত বাড়িয়েছেন,ইনশাআল্লাহ আসকরি আপনার সবাই যার যার জায়গায় থেকে ভাই টিকে সহযোগিতা করবেন।এটা উনার বিকাশ নাম্বার পার্সোনাল 01780158725 এবং যোগাযোগের নাম্বার।
বি:দ্র: যারা সহযোগিতা করতে ইচ্ছুক আপনারা সরাসরি ভাই টির সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন।

ইনশাআল্লাহ মুক্তির বছর হবে ২০২৪...দমবন্ধ হওয়া অনুভূতির শেষ হবে...স্বাধীন পতাকা নিয়ে স্বাধীনভাবে রাজপথে হেটে বেড়াবে মানুষ...
31/12/2023

ইনশাআল্লাহ মুক্তির বছর হবে ২০২৪...দমবন্ধ হওয়া অনুভূতির শেষ হবে...স্বাধীন পতাকা নিয়ে স্বাধীনভাবে রাজপথে হেটে বেড়াবে মানুষ...মুক্ত কোলাহলে মুখরিত হবে নগরী...আমরা স্বপ্নকে স্বপ্ন দেখাবো...২০২৪ হবে স্বপ্নপূরণের বছর ইনশাআল্লাহ....!

আমার ভোট তুমি দিবে..যাকে খুশি তাকে দিবে !!(মার্কা এক হলেও ব্যক্তি কিন্তু হরেকরকম)
03/12/2023

আমার ভোট তুমি দিবে..যাকে খুশি তাকে দিবে !!
(মার্কা এক হলেও ব্যক্তি কিন্তু হরেকরকম)

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ টা আসলে এখানেই, বিএনপি ভদ্রলোকের দল আর আওয়ামী লীগ কাদের দল সেটা আপনারাই বলুন।
13/09/2023

আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ টা আসলে এখানেই, বিএনপি ভদ্রলোকের দল আর আওয়ামী লীগ কাদের দল সেটা আপনারাই বলুন।

আপার দেওয়া কলম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রলীগের এই ভাইটি।
04/09/2023

আপার দেওয়া কলম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রলীগের এই ভাইটি।

দেশের মানুষের সাথে এমন ঠাট্টা করার অধিকার আপনাকে কে দিয়েছে আপা।
30/08/2023

দেশের মানুষের সাথে এমন ঠাট্টা করার অধিকার আপনাকে কে দিয়েছে আপা।

তাহলে আমদানি না করে কাদের কে ধনী বানানো হচ্ছে।
27/08/2023

তাহলে আমদানি না করে কাদের কে ধনী বানানো হচ্ছে।

ঐতিহাসিক ৩ টি জানাযার নামাজের দৃশ্য।
21/08/2023

ঐতিহাসিক ৩ টি জানাযার নামাজের দৃশ্য।

এমন সংগঠন করে লাভ কি, মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করলে বহিষ্কার হতে হয়।এই জন্য-ই হয়তো এদের সংগঠনের নেতাদের জানাযায় ১৬ জন...
21/08/2023

এমন সংগঠন করে লাভ কি, মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করলে বহিষ্কার হতে হয়।এই জন্য-ই হয়তো এদের সংগঠনের নেতাদের জানাযায় ১৬ জন লোক হয়।

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই ...
21/08/2023

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••

-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!

-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।

-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।

-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।

তখন এটা মশা মাছির খাবার হবে...

∆ তোমাকে এটাই বলতে চাই ∆

👉 তোমার দেহকে এমন করো না যে, সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে।

👉 তোমার মন কে আলুর মতো করো না যে, সবাই মিশবে বাট কেউ-ই পছন্দ করবে না।

👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।

তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না। যেখানে মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না।😔

তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে।

যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে " ও " ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,

"""বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না"".....

আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏cp

উন্নয়ন এর জোয়ারে, মানুষ কাঁদে আঁধারে।
12/08/2023

উন্নয়ন এর জোয়ারে, মানুষ কাঁদে আঁধারে।

৭ তারিখ পল্টন, ৯ তারিখ সিলেট, ১২ তারিখে আবার পল্টন,১৪ তারিখ নোয়াখালী,১৬ তারিখ কাজির দেউড়ি, ১৭ তারিখ খুলনায়, ১৮ তারিখ গাব...
19/07/2023

৭ তারিখ পল্টন, ৯ তারিখ সিলেট, ১২ তারিখে আবার পল্টন,১৪ তারিখ নোয়াখালী,১৬ তারিখ কাজির দেউড়ি, ১৭ তারিখ খুলনায়, ১৮ তারিখ গাবতলী থেকে পদযাত্রা আজকে ১৯ তারিখ আবার গেছেন দিনাজপুরে মেহনতি মানুষের পদযাত্রায়!!

জানলে অবাক হয়ে যাবে তরুণ প্রজন্ম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামের এই মানুষটার বয়স চলে ৭৩ বছর!!

আমি দেখেছি উনার হার না মানা প্রতিজ্ঞাবদ্ধ চেহারা। যিনি কর্মীদের ব্যাথায় বাচ্চার মতন কাঁদতে জানেন। আবার সেই কর্মীদের শৃঙ্খলা শেখাতে কঠোর হয়ে শাসন করতে জানেন।

আপনাকে ভালোবাসি ফখরুল স্যার। টানা প্রোগ্রাম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে যখন আপনার এই অবিরাম পথচলা দেখি,তখন আবার উঠে দাঁড়াই। নিজেকে নিজেই বলি, ৭৩ বছরের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারলে আমি কেনো পারবো না?

একটি দল কতটা দেউলিয়াত্ব হলে, একজন সাধারণ প্রার্থীর উপর এমন হামলা করে।হিরো আলম এর মত একজন প্রার্থী কেউ তাদের তারা তাদের প...
17/07/2023

একটি দল কতটা দেউলিয়াত্ব হলে, একজন সাধারণ প্রার্থীর উপর এমন হামলা করে।হিরো আলম এর মত একজন প্রার্থী কেউ তাদের তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন।

 াত্রদল_কর্মীর_ঈদ.....🙂নিজের অন্যান্য সব চাকুরিজীবী এবং ব্যবসায়ী বন্ধুরা যখন ঈদের কেনাকাটায় ব্যাস্ত; একজন ছাত্রদল কর্মী...
27/06/2023

াত্রদল_কর্মীর_ঈদ.....🙂
নিজের অন্যান্য সব চাকুরিজীবী এবং ব্যবসায়ী বন্ধুরা যখন ঈদের কেনাকাটায় ব্যাস্ত; একজন ছাত্রদল কর্মী তখন গত বছরের পাঞ্জাবী পাজামা ধুয়ে স্তারি করা হয়েছে কিনা তা নিয়ে চিন্তিত। নিজের চেয়ে খারাপ রেজাল্ট করা বন্ধুটি যখন তার মা-বাবার জন্য পাঞ্জাবী-শাড়ী কেনায় ব্যাস্ত; একজন ছাত্রদল কর্মী তখন তার মা-বাবার কাছে নিজের খরচের টাকা কিভাবে চাইবে সেটা নিয়ে চিন্তিত।প্রতিষ্ঠিত বন্ধুরা যখন তাদের প্রিয়তমা স্ত্রী অথবা গার্লফ্রেন্ডের জন্য দামী গিফট কেনায় ব্যস্ত। সদ্য জেলখেটে বের হওয়া একজন ছাত্রদল কর্মী তখন তার ছোট ভাইদের নিয়ে বসে চা খাওয়ার টাকা কোথা থেকে পাবে তা নিয়ে চিন্তিত। শৈশবের বন্ধুরা একসাথে বসে যখন তাদের জীবনের ভবিষ্যত পরিকল্পনার কথা বলে যাচ্ছে; ছাত্রদল কর্মীটি তখন চুপচাপ আনমনে বসে পরবর্তী বিক্ষোভ মিছিলের ছক কষায় ব্যাস্ত। বাড়ি থেকে ফেরার পথে বন্ধুরা যখন যে যার মা-বাবার হাতে টাকা দিয়ে আসছে; ছাত্রদল কর্মীটি তখন ঈদ পরবর্তি রাজনৈতিক প্রোগ্রাম কবে হবে, সেই প্রোগ্রামের এরেজমেন্ট কিভাবে করবে তা নিয়ে চিন্তিত। প্রতিটি ছাত্রদল কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ তিতুমীর কলেজ সহ ঢাকার সব নামিদামি কলেজ/ ইন্সটিটিউট, বিশ্ববিদ্যালয় থেকে ভাল রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন/পোস্ট গ্রাজুয়েশন করা। চাকুরী, ব্যবসা, গার্লফ্রেন্ড, বিয়ে সব বাদ দিয়ে এরা জিয়া পরিবার এবং রাজপথ টাকেই ভালবাসা হিসেবে বেছে নিয়েছে। অথচ এরা নিজেরাই জানেনা যে কখনো এই ভালবাসার মূল্য পাবে কিনা! নিজের অনিশ্চিত জীবনকে হাতের মুঠোয় রেখে
শহীদ জিয়ার স্মরণে
ভয় করিনা মরণে,
আমার নেত্রী আমার মা
বন্দি থাকতে দিবো না,
তারেক রহমান বীরের বেশে
আসবে ফিরে বাংলাদেশে।
স্লোগানে স্লোগানে রাজপথ উত্তপ্ত করে রাখা ছেলেটাই বুক ফুলিয়ে গর্ব করে বলে, আমি একজন ছাত্রদল কর্মী।
এটাই জীবন

24/02/2023
24/01/2023

বাংলাদেশ থেকে কেউ যদি রোমানিয়া যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
১০০℅ নিশ্চিতা ভিসা না হলে টাকা ফেরত।

25/07/2022

যারা শুরু আওয়ামী লীগ এর উন্নয়ন উন্নয়ন বলে মুখে পেনা তোলে এইটা তাদের জন্য।

23/07/2022

Dubai Mall

10/02/2022

আল্লাহ আপনি হেফাজত করুন।

29/01/2022

বতর্মানে বিএনপি সহ সরকার বিরোধীদের প্রতিপক্ষ শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ পুলিশ লীগ। কারন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন পুরো সরকারি দলের নেতৃবৃন্দের মত সভা- সেমিনারে বক্তব্য দিচ্ছেন। এবং আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় টিকিয়ে রাখছেন। যার ফলশ্রুতিতে এতদিন সরকার মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের নামে নামিদামী নেতৃবৃন্দকে গুম করে হত্যা এবং গুলি করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে। এর একটাই কারন বিরোধী দলের নেতাকর্মীদের মনে ভয়ভীতি পদর্শন করা যাতে গুছিয়ে আন্দোলন করতে না পারে। কোনপ্রকার ভয়ভীতি দেখিয়ে কখনও মুক্তিকামী জনগণের দমিয়ে রাখা যায় না, পৃথিবীর ইতিহাসে কেউ পারেনি। সুতরাং বর্তমান সরকার এবং তাদের পালিত রক্ষীবাহিনীও পারবে না। জনগণের জয় হবেই, ইনশাআল্লাহ্, সেদিন খুব দুরে নয়!!

28/01/2022

”যে রাজাকারের বাচ্চা দেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর বিরোধিতা করেন তাদেরকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না।”

সদ্য মার্কিন নিষেধজ্ঞা খেয়ে মিয়া হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক এর মাথা বিগড়ে যাবার পর এমন মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ যদি আদৌ কোন সভ্য দেশ হতো- বর্বর রাষ্ট্র না হতো; তাহলে এতোক্ষনে সংবিধান স্পর্শ করে শপথ নেয়া এই মন্ত্রীর মন্ত্রীত্ব বাতিল করে দিতো বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

বাংলাদেশে কে থাকবে - কে থাকবে না সেটা তার জন্মগত নাগরিক অধিকারই সে নিশ্চয়তা দেয়; অপরাধ করলে তার শাস্তি হয়। কিন্তু কোন ক্ষমতা বা আইনবলেই কাউকে দেশ থেকে বের করে দেবার ক্ষমতা কাউকে দেয়া হয়নি।

28/01/2022

একজন দেশ প্রেমিক মানুষ।

Address

Jirtoli Bazar
Begumganj
3821

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nogor Barta:

Videos

Share


Other News & Media Websites in Begumganj

Show All