Hello Bauphal

Hello Bauphal প্রান্তিক জনজীবনের প্রতিচ্ছবি
(3)

প্রকৃতি সব সময়েই তার মতই সুন্দর, তবে এই সুন্দর আস্বাদনের সময় সীমিত, তাই এই সীমিত সময়ে ভালোবাসা হোক সকল প্রানে।
29/12/2024

প্রকৃতি সব সময়েই তার মতই সুন্দর, তবে এই সুন্দর আস্বাদনের সময় সীমিত, তাই এই সীমিত সময়ে ভালোবাসা হোক সকল প্রানে।

28/12/2024

সারারাত ভিজিয়ে সংগ্রহ করা হয় ছৈলার মধু। ছৈলা একটি লবন সহিষ্ণু বৃক্ষ।


#করা #লবন #সারারাত

27/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Tuhin Islam, Sahidul Islam Rana, Ferdous Moon, MD Bayzid, Riaz Sikder, আজিজুল কুল, MD Bellal, Rasel Rasel, Tahirin Islam, Tanjila Jannat ❤️

27/12/2024

এক সিদ্ধ ও দুই সিদ্ধ পদ্ধতিতে সিদ্ধ হয় ধান


#এক #ও

21/12/2024

অনেকে মনে করেন, এর নাম আসলে উল্টো কমল। কারণ ফুল দেখতে কিছুটা পদ্মফুলের মত, কিন্তু থাকে উলটা হয়ে। মুখে মুখে উল্টো কমল হয়ে গেছে উলট কম্বল। তবে নাম যাই হোক ভেষজগুণে এটি অতুলনীয়।
#উলটকম্বল

সময় তার আপন গতিতে চলে, সে তার প্রয়োজনে তার চারপাশকে বদলে দেয়, পুরাতন সরিয়ে নতুনকে জায়গা করে দেয়, কাল আবার সকাল হবে তবে আ...
20/12/2024

সময় তার আপন গতিতে চলে, সে তার প্রয়োজনে তার চারপাশকে বদলে দেয়, পুরাতন সরিয়ে নতুনকে জায়গা করে দেয়, কাল আবার সকাল হবে তবে আজ সূর্যাস্ত, এভাবেই সময় চলমান

19/12/2024

অঞ্চলভেদে গাছ আলুর বিভিন্ন নাম আছে; মাছ আলু, মোম আলু, মেটে আলু, পেস্তা আলু, চুপরি আলু, গজ আলু, বাতাসী আলু ও প্যা/চরা আলু নামে পরিচিত। এই আলু বেশ সুস্বাদু। রান্না ও সেদ্ধ করার পাশাপাশি আগুনে পুড়িয়েও খাওয়া যায়। এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো ফাইবার বা তন্তু, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ প্রোটিন আছে।

নবান্নের উৎসব না থাকলেও খুশি কৃষক আর কৃষানি
17/12/2024

নবান্নের উৎসব না থাকলেও খুশি কৃষক আর কৃষানি

17/12/2024

ধানের বৈজ্ঞানিক নাম ওরিজা সাতিভা। ধান পোয়াসি গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। উষ্ণ জলবায়ুতে, বিশেষত পূর্ব-এশিয়ায় ব্যাপকভাবে ধান চাষ হয়। ধানবীজ বা চাল সুপ্রাচীনকাল থেকে লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রায় ১০,০০০ বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে জানা যায়।

বাড়ি ফেরা
13/12/2024

বাড়ি ফেরা

12/12/2024

প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরে এই পেশার উদ্ভব ঘটে। প্রাগৈতিহাসিক সময়ে ক্ল্যাম শেল, হাঙ্গরের দাঁত এবং চকমকি ব্যবহার করা হতো শেভ করার জন্য।


#এই #এবং #পাঁচ

10/12/2024

ঘোলের স্বাস্থ্যগুণ দুধের চেয়ে কম তো নয়ই, বরং কোনো কোনো ক্ষেত্রে ঘোল দুধের তুলনায় বেশি উপকারী। এতে লাইভ কালচার প্রোবায়োটিকস বা অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী ব্যাকটেরিয়ার প্রাকৃতিক জোগান থাকে ভরপুর। এসব উপকারী ব্যাকটেরিয়াকে সমষ্টিগতভাবে বলা হয় মাইক্রোবায়োম যা আমাদের সুস্থ পরিপাকতন্ত্র, রোগ প্রতিরোধব্যবস্থা বা ইমিউন সিস্টেম এবং দেহের পুষ্টির পরিপূর্ণ ভারসাম্য রক্ষায় অতুলনীয়।

09/12/2024

সুপারি গাছ এক ধরনের পামজাতীয় উদ্ভিদ, এটি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর, এশিয়া ও পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায়। সুপারি গাছের উৎপত্তি ফিলিপাইনে, তবে অনেক দেশেই এর চাষাবাদ বিস্তৃত এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নিউগিনি, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন দেশে প্রাকৃতিকভাবেই জন্মে।
কন্টেন্টটি ভালো লাগলে জনস্বার্থে লাইক শেয়ার ও মন্তব্য করে পাশে থাকবেন।

ফুল আপনার জন্য ফোটেনা
08/12/2024

ফুল আপনার জন্য ফোটেনা

07/12/2024

বাঁশ মূলত এক প্রকারের ঘাস, বাঁশের ফুল ফোটা উদ্ভিদবিদদের কাছে এখনো রহস্য তবে তাঁরা এর একটি ব্যাখ্যা দিয়েছেন।

06/12/2024

মধ্যযুগে তীক্ষ্ণ লোহার রড উত্তপ্ত করে কাচ কারা হতো। রডের উত্তপ্ত লাল গরম বিন্দুটি কাচের উপর টেনে কাচ কাটতো। কিন্তু এতে করে নিঁখুত করে কাটা বেশ কঠিন এবং সময়সাপেক্ষ ছিলো।

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না
05/12/2024

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না

05/12/2024

এই উদ্ভিদটি নিজেই তাঁর আত্মরক্ষা করে, কখনোই এদের বাঁচানোর জন্য কেউ বেষ্টনী দিয়ে ঘিরে দেয় না। গরু ছাগল ও অন্যান্য তৃণ ভোজী প্রাণীরা এদের ছায়াও মাড়ায় না কারন এই উদ্ভিদটির মধ্যে রয়েছে স্পাইল্যান্থল মলিকিউল, যা তৃণভোজী প্রাণীদের মুখে চেতনানাশক হিসেবে কাজ করে।

Address

Patuakhali
8620

Telephone

01712-104630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bauphal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Bauphal:

Videos

Share

Category