Ashraful Islam omor

Ashraful Islam omor video maker

তোমাকেই লাগবে 😊
29/05/2023

তোমাকেই লাগবে 😊

তোমাকে পাইয়া গেলে এই অপূর্ণ জীবনও পূর্ণতা পাইতো!🌼
28/03/2023

তোমাকে পাইয়া গেলে এই অপূর্ণ জীবনও পূর্ণতা পাইতো!🌼

বৃষ্টি সবার জন্য আনন্দের হয়না। বৃষ্টির দিনে সবাই গরম খিচুড়ির জোগাড় করতে পারেনা। আজ উপকূলের মানুষ এই ঝড়বৃষ্টির সাথে লড়ে য...
24/10/2022

বৃষ্টি সবার জন্য আনন্দের হয়না।
বৃষ্টির দিনে সবাই গরম খিচুড়ির জোগাড় করতে পারেনা।

আজ উপকূলের মানুষ এই ঝড়বৃষ্টির সাথে লড়ে যাচ্ছে নিজেদের সর্বশেষ সম্পদ রক্ষার জন্য।
একটি ট্রলার ১০ টি পরিবারের খাবারের জোগাড় করে দেয়। সেই ট্রলার যদি ভেসে যায় তবে খাবে কি?
বড় বড় ঢেউকে উপেক্ষা করেও সবাই মিলে লড়ে যাচ্ছে শুধু একটু সুন্দর জীবনের আশায়।

তাদের জন্য দোয়া করুন।

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি একটি গরিব পরিবারের...
22/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ রহমতকে এ...
21/10/2022

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ রহমতকে একশ ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে একভাগ অবতীর্ণ করেছেন। ঐ এক ভাগের কারণেই সৃষ্টজগৎ একে অন্যের উপর দয়া করে। এমনকি জন্তু তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে, সে ব্যথা পাবে।
অন্য এক বর্ণনায় আছে, নিশ্চয় আল্লাহর একশটি রহমত আছে, যার মধ্য হতে একটি মাত্র রহমত তিনি মানব-দানব, পশু ও কীটপতঙ্গের মধ্যে অবতীর্ণ করেছেন। ঐ এক ভাগের কারণেই (সৃষ্টজীব) একে অপরকে মায়া করে, তার কারণেই একে অন্যকে দয়া করে এবং তার কারণেই হিংস্র জন্তুরা তাদের সন্তানকে মায়া করে থাকে। বাকী নিরানব্বইটি আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন, যার দ্বারা তিনি কিয়ামতের দিন আপন বান্দাদের উপর রহম করবেন।
এ হাদীসটিকে ইমাম মুসলিমও সালমান ফারেসী (রাঃ) থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলার একশটি রহমত আছে, যার মধ্য হতে মাত্র একটির কারণে সৃষ্টিজগৎ একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে। আর নিরানব্বইটি (রহমত) কিয়ামতের দিনের জন্য রয়েছে।
অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তা‘আলা আসমান যমীন সৃষ্টি করার দিন একশটি রহমত সৃষ্টি করলেন। প্রতিটি রহমত আসমান ও যমীনের মধ্যস্থল পরিপূর্ণ (বিশাল)। অতঃপর তিনি তার মধ্য হতে একটি রহমত পৃথিবীতে অবতীর্ণ করলেন। ঐ একটির কারণেই মা তার সন্তানকে মায়া করে এবং হিংস্র প্রাণী ও পাখীরা একে অন্যের উপর দয়া করে থাকে। অতঃপর যখন কিয়ামতের দিন হবে, তখন আল্লাহ এই রহমত দ্বারা সংখ্যা পূর্ণ করবেন।
(বুখারী ৬০০০, মুসলিম ৭১৪৮-৭১৫১)

আল্লাহ তায়ালা নিজেই বলেন, নিশ্চয় তিনি আল্লাহ, ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। (সূরা: হজ্, আয়াত: ৬০)

ধৈর্যধারণকারীর প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, যারা ধৈর্য্ধারণ করেছে ও সৎকার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা: হুদ আয়াত: ১১)

রাসূলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তায়ালা বান্দার তওবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন। (বোখারি : ৬৩০৯)

গোনাহের বোঝা ভারি করতে করতে নিজেদের প্রতি আমরা কি কম জুলুম করেছি? তবুও দয়ার প্রভু ঘোষণা করেন,(হে নবী,আপনি) বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সব গোনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু! (সূরা জুমার, আয়াত: ৫৩)

অন্যত্র বলেন, তিনিই তো স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। (সূরা শূরা, আয়াত: ২৫)

আল্লাহ তায়ালা আরও বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর; তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। (সূরা নূর, আয়াত : ৩১)

শুরুতে ব্যাপারটা ছিল নিছক হাসিফুর্তিকিন্তু এখন?লরিটা ১০০ মাইল গতিতে ছুটতে শুরু করার পর বিষয়টা আর খেলা থাকল না। প্রতি সেক...
20/10/2022

শুরুতে ব্যাপারটা ছিল নিছক হাসিফুর্তি
কিন্তু এখন?
লরিটা ১০০ মাইল গতিতে ছুটতে শুরু করার পর বিষয়টা আর খেলা থাকল না। প্রতি সেকেন্ডে ঝুলন্ত শিশুগুলো বাড়িঘর থেকে, চেনাজনা জায়গা থেকে শত মাইল বেগে দূরে সরে যাচ্ছে। চাইলেও নামতে পারছে না।
প্রবৃত্তির হারাম চাহিদায় জড়ানোটাও এমন। শুরুতে ব্যাপারাটা নিছক কৌতুলহলবশত ইন্দ্রিয়লিপ্সা চরিতার্থ করা ছিল। কালক্রমে নাফস পাপাসক্ত হয়ে পড়লে, চাইলেও সহজে ছুটে আসা যায় না। শয়তান আর নাফস হাজার মাইল গতিতে আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। এখন চাইলেও চট করে গতি থামানো যাচ্ছে না।
জালেমদের অবস্থাও এমন। শুরুতে ক্ষমতার মোহে যাচ্ছেতাই করে বেড়ায়। ধরাকে সরা জ্ঞান করে। পুরো দেশটাকে হাতের মোয়া মনে করে। যখন পতনের আলামত দেখা যেতে থাকে, চাইলেও নিজের গতি থামাতে পারে না। প্রতিটি জালিমকেই নির্মম পরিণতি ভোগ করতেই হয়।

রাব্বে কারীম হেফাজত করুন। আমীন।

-  শেষবারের মতো ((দেখতে)) বিদায় জানাতে এভাবেই দৌড়াতে  -  দৌড়াতে আসবে আমার কোনএক প্রিয়জন 🥲😪💔🥀
19/10/2022

- শেষবারের মতো ((দেখতে)) বিদায় জানাতে এভাবেই দৌড়াতে
- দৌড়াতে আসবে আমার কোনএক প্রিয়জন 🥲😪💔🥀

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু হওয়ার ভান করে।
19/10/2022

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু হওয়ার ভান করে।

যারা আমাকে পাওয়ার জন্যে রাস্তা তালাশ করে ;  তারা যদি রাস্তা  খুঁজে  নাও পায়, আমি  আল্লাহ স্বয়ং  তাকে  রাস্তা  দেখিয়ে দিব...
19/10/2022

যারা আমাকে পাওয়ার জন্যে রাস্তা তালাশ করে ; তারা যদি রাস্তা খুঁজে নাও পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিবো।
সূরাঃ আনকাবুত

19/10/2022

night sky😍

18/10/2022

Amazing!

17/10/2022

শরতে কাশফুল,আকাশে ভাঙ্গা মেঘ…
আজ বৃষ্টি ভাঙ্গাবে তোমার যত আবেগ। 😍

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা! 💗পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ পরকালে ভালো রাখুক। আমিন🖤
17/10/2022

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা! 💗
পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ পরকালে ভালো রাখুক। আমিন🖤

একদিন আকাশ ছোঁয়া সপ্নগুলো সত্যি হবে ইনশাআল্লাহ!🤲🖤🌸
17/10/2022

একদিন আকাশ ছোঁয়া সপ্নগুলো সত্যি হবে ইনশাআল্লাহ!🤲🖤🌸

17/10/2022

দেশে খাবার কিনতে হিমশিম অবস্থা ৬৮% মানুষের। খাবার কিনতে সম্পদ বিক্রি করছেন মানুষ।
বড় অংশ করছে ঋণ।

16/10/2022
16/10/2022

মানুষ রিজিক নিয়ে বড়ই চিন্তিত।
কিন্তু মানুষের মৃত্যু যেমন নির্ধারিত,
রিজিকও কিন্তু সেভাবেই নির্ধারিত।
মানুষ মৃত্যুকে যেমন হঠাতে পারবেনা ঠিক তেমনি তার রিজিক কেউ কিন্তু সে তার বরাদ্দের বাইরে কম-বেশি করতে পারবে না।
(তাই রিজিকের চিন্তা করা বৃথা মাত্র)

15/10/2022

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন : ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও।

আল্লাহ হেফাজত করুন।

14/10/2022

My sun is rising. My honey's sunshine. Wrapped beautiful morning.

13/10/2022

হে ইসরায়েলি বাহিনী তোমাদের শেষ পরিনীতি খুব ভয়াবহ হবে।

তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন কর, যা আমি অবতীর্ণ করেছি সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুতঃ তোমরা তার প্রা...
11/10/2022

তোমরা সে গ্রন্থের প্রতি
বিশ্বাস স্থাপন কর,
যা আমি অবতীর্ণ করেছি
সত্যবক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুতঃ তোমরা তার প্রাথমিক অস্বীকারকারী হয়ো না আর
আমার আয়াতের অল্প মূল্য দিও না। এবং আমার (আ'যাব) থেকে বাঁচ।

সূরাঃ আল-বাকারা [2:41]

11/10/2022

সূরা আল কাহফ : আয়াত নং - ১০৯

09/10/2022

মা অসুস্থ হয়ে পড়লে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়।😒😌

09/10/2022

ঈদে মিলাদুন্নবী ইসলামের একটা বড় বিদা'আত!
🎙️ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ)

08/10/2022

যেই ঈদ রাসূল ﷺ পালন করেন নাই❗ সাহাবায়ে কেরাম পালন করেন নাই❗ আব্বাসী উমাইয়্যা খেলাফতে কোনো দিন প্র্যাকটিস হয়নি❗চার ইমামের কেউ পালন করেন নাই❗সেটা কিভাবে সকল ঈদের সেরা ঈদ হয়ে গেলো❓ নির্সন্দেহে বিদ'আত"

08/10/2022

টাকা ইনকাম আসলে অনেক কষ্ট। 🙂

জুমা মোবারক
07/10/2022

জুমা মোবারক

আজ ৬ ই অক্টোবর, শহীদ আবরার দিবস 💔Room No - 2011 🙂
06/10/2022

আজ ৬ ই অক্টোবর, শহীদ আবরার দিবস 💔
Room No - 2011 🙂

প্রকৃতি সেই সৌন্দর্য, যা প্রতিনিয়ত আরো অপরুপ রুপে সাজে🖤🍂শুভ সকাল 🥱🙋‍♂️
06/10/2022

প্রকৃতি সেই সৌন্দর্য, যা প্রতিনিয়ত আরো অপরুপ রুপে সাজে🖤🍂
শুভ সকাল 🥱🙋‍♂️

06/10/2022

যে শহর সেজেছে সবুজে
চলুন ঘুরে আসি আমরা সবাই মিলে 🌼

Ta Ha ২০:৫৫مِنْهَا خَلَقْنَٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ মাটি থেকেই আমি তোমাদেরকে স...
05/10/2022

Ta Ha ২০:৫৫

مِنْهَا خَلَقْنَٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন
04/10/2022

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন

সকল অহংকার এখানেই শেষ।
03/10/2022

সকল অহংকার এখানেই শেষ।

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "ছোট পাপ থেকে সতর্ক থাকো। কারণ তা একজন লোকের ভাগে ...
03/10/2022

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

"ছোট পাপ থেকে সতর্ক থাকো। কারণ তা একজন লোকের ভাগে জমতে থাকে যতক্ষণ না সেই ব্যক্তি ধ্বংস হয়"

মুসনাদে আহমদ, ৩৮০৮

03/10/2022

ওহে হারানোর বেদনায় কাদা ব্যক্তি, তুমি কি তোমার প্রাপ্তির দিকে তাকাবে না, যা(প্রাপ্তি)হারানোর তুলনায় কয়েক লক্ষ বেশি। তোমার তো রবের শুকরিয়া আদায়ে ব্যস্ত থাকা উচিৎ হারানোর বেদনার নয়।

- খুব ভালো ছিলো ঐ দিন গুলো.!😊- যখন ভোরে ওঠে ফোন নয়,কোরআন নিয়ে আরবী পড়তে যেতাম.!📖❤️🥀
02/10/2022

- খুব ভালো ছিলো ঐ দিন গুলো.!😊

- যখন ভোরে ওঠে ফোন নয়,
কোরআন নিয়ে আরবী পড়তে যেতাম.!📖❤️🥀

😢...মৃত্যু বড়ই সহজ, যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় । 😭
02/10/2022

😢...মৃত্যু বড়ই সহজ, যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় । 😭

যখন এই দাগটা সোজা হয়ে যাবে, তখন হঠাৎ করে সব্বাই আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে।কিন্তু এই দাগটা সোজা হওয়ার পর হয়তবা আপন...
02/10/2022

যখন এই দাগটা সোজা হয়ে যাবে, তখন হঠাৎ করে সব্বাই আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে।

কিন্তু এই দাগটা সোজা হওয়ার পর হয়তবা আপনি আর নিজেকে ভালোবাসতে পারবেন না।তখন মনে হবে যে আমি কেন আমার রবের আরেকটুখানি বেশি ইবাদত করলাম না। তখন মনে হবেঃ-
ইস আমি যদি নিজের সময় নষ্ট না করতাম।
ইস আমি যদি আরেকটু কোরআন পড়তাম।
ইস আমি যদি নামাযে আরো সময় দিতাম।
ইস আমি যদি মানুষের হক নষ্ট না করতাম ইত্যাদি ইত্যাদি আফসোস লেগেই থাকবে সাথে আজাবও।

এটা তো গেল যারা কিছু করেছে তাদের কথা, কিন্তু যারা কিছুই করেনি তারা বলবে "হায়! আমি যদি আজ মাটি হতাম" (আন নাবা ৪০)

Address

Basurhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Islam omor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Islam omor:

Share


Other Digital creator in Basurhat

Show All

You may also like