14/12/2024
সাত প্রকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন না
১।যে ছেলে অশ্লিল ভাষা ব্যাবহার করে গালি গালাজ করে।এবং উগ্র মেজাজি, তার সাথে মেয়ে বিয়ে দেবেন না।কারণ এটা জারস সন্তানের আলামত।
২। যেই ছেলে দায়িত্ব পালণে অবহেলা করে।
যে দায়িত্ব পালণে অবহেলা করে তার ঘরে মেয়েরা
কখনো শান্তি পায়না।এটা পরিক্ষিত কথা।
দায়িত্ব বোধহীন ছেলের সাথে মেয়ে বিয়ে দেবেন না।
৩। যেই ছেলে নেশা করে তার সাথে মেয়ে বিয়ে দিবেন না।আজকে সমাজে দেখা যায় মেয়েরা স্মার্ট সিগারেট খোর ছেলে পছন্দ করে।
আবার ছেলের সিগারেটের আগুন গালফ্রেন্ড ধরিয়ে
দেয়।আহা কি লাইলি মজনুর প্রেম।স্মার্ট নেশা খোর ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন না।নয়তো সারাজীবন সংসারে অশান্তি হবে
৪। যে ছেলে জুয়া খেলে তার সাথে মেয়ে বিয়ে দিবেন না।নয়তো অন্যের কাছে আপনার মেয়েকে
বন্ধক রাইখা জুয়া খেলবে।
সব জুয়া খোর এক নয়,বরং সংসারে বরকত নষ্ট
হয়ে যাবে।
৫। যে ছেলে হালাল হারাম বেচে চলে না। তার সাথে মেয়ে বিয়ে দিবেন না।মেয়ের বাবা আজকে চাকরি জিবি টাকা ওয়ালা ছেলের সাথে বিয়ে দেয়।
একবারো যাচাই করেনা।ছেলেটা হালাল হারাম মেনে চলে কিনা।এদের পরিবারে যে বাচ্চা গুলো আসে বেশির ভাগ প্রতি বন্ধি হয়।
কারণ মা বাবার কিছু পাপ সন্তানের বহন করতে হয়
যদিও বাচ্চাটি নিশ্পাপ
৬। যে ছেলে নবীর সুন্নাত মানে না। তার সাথে মেয়ে বিয়ে দেবেন না।কারণ ওই ছেলে আপনার মেয়েকে ইসলামী শরিয়াহ অনুযায়ী চালাতে পারবে না।
৭। যেই ছেলেরা অহেতুক ব্যায় করে বেশি তার সাথে মেয়ে বিয়ে দেবেন না।কারণ এদের কারণে অভাব দূর হয়না।জীবনে উন্নতির মুখ দেখতে পায়না।
মেয়েকে বিয়ে দেবার আগে দেখুন ছেলে মানুষ
নাকি জানোয়ার।কারণ একটা মেয়ে না খেয়ে মারা যায় না।মারা যায় তো জানোয়ার গুলোর অত্যাচারে।তাই সরকারি চাকরি প্রবাসী খোজার আগে তার দ্বীনদারিতার খবর নিন...!!!!
মা বাবার ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন মেয়েকে
কষ্টের বুঝা বহন করতে হয়।
সাবধান মা বাবা কিয়ামতের দিন কিন্তু আসামির কাট গড়ায় দাড় হতে হবে।