Sumaiya Vlog

Sumaiya Vlog �দুই নবাবের মাম্মা�
(4)

25/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Raihan

শুভ রাএি সবাই ❤️❤️❤️❤️
24/01/2025

শুভ রাএি সবাই ❤️❤️❤️❤️

24/01/2025

প্রথমবারের মতো লাইভে আসতেছি সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি।

24/01/2025

শুভ সকাল 🥰🥰🥰
কি হবে অহংকার করে! জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে।😊
অহংকার করো না….! অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে।
মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে, সে নিজের মানুষের গুরুত্বও বুঝতে পারে না।
মনের মধ্যে অহংকার আনবেন না!!! নইলে জিতে গিয়েও হেরে যাবেন!
একটা কবরস্থানের বাইরে লেখা ছিল,, এখানে শতাধিক কবর আছে, যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না।
অহংকার দ্বারা কিছুই অর্জিত হয় না!! বরং মানুষ তার যা আছে তা হারায়।
অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে! আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে।
একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে..! যখন ভুলের কারনে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।
কিসের এতো অহংকার! ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল।
চোখ বুজে দেখো! সাদা কাপড়, খাটিয়া, আর সাড়ে তিন হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই।
অহংকার ত্যাগ করুন এবং জীবনকে সফল করুন!

23/01/2025

যখন চুপচাপ ছিলাম সবাই বোকা ভাবতো 🤔
শুভ সন্ধ্যা।

23/01/2025

শুভ দুপুর

22/01/2025

শুভরাত্রি!
মনে রেখো,
প্রতিটি রাত
এক নতুন দিনের
সম্ভাবনা নিয়ে আসে।

22/01/2025

শুধু সামনে এগিয়ে যাও,
কে কী বলছে তাতে কান দিও না।
নিজের ভালোর জন্য যা করতে হবে,
করতে থাকো।
শুভ বিকাল।

21/01/2025

দিনের ব্যস্ততা শেষে
শান্তির ঘুমে হারিয়ে যাও।
তোমার রাত কাটুক প্রশান্তি
আর ভালোবাসায়।
শুভ রাত্রি!

21/01/2025

বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না।

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো,আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি।মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হও...
21/01/2025

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো,আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি।

মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে।

মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না, কারন বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।

কে চলে গেলো; কেনো চলে গেলো,
এসব কারণ আর খোঁজা হয়না,
আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই।

20/01/2025

শুভ সন্ধ্যা

20/01/2025

আমাদের জীবনের ভালো সময় গুলো একটা ভালো সৃতি রেখে যায়,

আর খারাপ সময় গুলো আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে যায়।।
শুভ বিকাল 😍

19/01/2025

ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইত জানাই এবার
—শুভ রাত্রী

18/01/2025

নিরব নিস্তব্ধ এই রাতে।
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত…
-শুভ রাত্রি

শুভ রাএি 🥰🥰
17/01/2025

শুভ রাএি 🥰🥰

– ইসলাম অহংকার করতে শেখায় না!🌸– ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়!🤲🕋জুম্মা মোবারক 🕌         #জুম্মামোবারক
17/01/2025

– ইসলাম অহংকার করতে শেখায় না!🌸
– ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়!🤲🕋
জুম্মা মোবারক 🕌
#জুম্মামোবারক

আলহামদুলিল্লাহ আমার  কলিজাটার আজকে ৫ মাস পূর্ণহলো🥰🥰 সবাই  মাশাল্লাহ বলবেন 🙏🙏শুভ রাএি 🥰🥰
16/01/2025

আলহামদুলিল্লাহ আমার কলিজাটার আজকে ৫ মাস পূর্ণহলো🥰🥰 সবাই মাশাল্লাহ বলবেন 🙏🙏
শুভ রাএি 🥰🥰

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share