বরিশাল বিএম কলেজ প্রথম গেট - First Gate, BM College, Barisal

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বরিশাল বিএম কলেজ প্রথম গেট - First Gate, BM College, Barisal

বরিশাল বিএম কলেজ প্রথম গেট - First Gate, BM College, Barisal 🚀 Let's open the 'First Gate' to endless possibilities!
সীমাহীন সম্ভাবনার 'প্রথম দ্বার' খুলে যাক 🚀 In here we want to introduce with all the batches of B. M.

college 1st gate, who or whom passed, running and upcoming to spent their valuable times by sharing their happiness, sorrows and all kind of speech with their own friends circle.

বাংলাদেশে, ভারতীয় দূতাবাসের সামনের রাস্তার নামকরণ করা হলো "শহীদ ফেলানী সড়ক"। ধন্যবাদ "পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (PAC)" ...
13/09/2024

বাংলাদেশে, ভারতীয় দূতাবাসের সামনের রাস্তার নামকরণ করা হলো "শহীদ ফেলানী সড়ক"। ধন্যবাদ "পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (PAC)" কে এই উদ্যোগ নেয়ার জন্য।

#ফেলানি_সড়ক

কিভাবে রক্ষা করবে তোমাদের স্বাধীনতা?কিভাবে বাচাবে তোমাদের দেশ??  #আনসারআন্দোলন  #ভারতেরআগ্রাসন
25/08/2024

কিভাবে রক্ষা করবে তোমাদের স্বাধীনতা?
কিভাবে বাচাবে তোমাদের দেশ??


#আনসারআন্দোলন

#ভারতেরআগ্রাসন

22/08/2024

বিপদও নিয়ামত যদি তা রবকে স্মরণ করায় এবং বন্ধুবেশী শত্রুকে চিনিয়ে দেয়।

Post Courtesy: Mizanur Rahman Azhari

যারা বলে ভা*রত বাংলাদেশ ভাই ভাই;দুঃখজনক হলেও সত্য, তাদের জন্মের ঠিক নাই...!
22/08/2024

যারা বলে ভা*রত বাংলাদেশ ভাই ভাই;
দুঃখজনক হলেও সত্য, তাদের জন্মের ঠিক নাই...!


ফেনীর 'মুহুরী নদীর' পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। (সূত্র: দৈনিক প্রথম আলো)
22/08/2024

ফেনীর 'মুহুরী নদীর' পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
(সূত্র: দৈনিক প্রথম আলো)

20/08/2024

উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন৷ আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।
গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?
ওনারা রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।

Courtesy by: Mizanur Rahman Azhari

মাথায় সাদা লম্বা চুল। দু’একটি কালোর রেখা শুধু তাতে। পরনে লাল প্রিন্টের শার্ট। তার উপর চাপানো ছাইরঙা স্যুট। সঙ্গে রংচঙা ট...
18/08/2024

মাথায় সাদা লম্বা চুল। দু’একটি কালোর রেখা শুধু তাতে। পরনে লাল প্রিন্টের শার্ট। তার উপর চাপানো ছাইরঙা স্যুট। সঙ্গে রংচঙা টাই। স্যুটের পকেটে একটি লাল গোলাপ। কে বলবে তার বয়স আশি পেরিয়েছে! যেন এখনও ২০ বছরের টগবগে যুবক। তারুণ্য, রোম্যান্টিকতা ধরে রাখার জন্য যে একটি সুন্দর মনই যথেষ্ট তা একজন শফিক রেহমানকে দেখলেই বোঝা যায়।
নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত লাল গোলাপ অনুষ্ঠানের নিয়মিত দৃশ্য ছিল এটি।
উল্লেখ্য, সাংবাদিক শফিক রেহমান ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন তিনি।
গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অ*পহ*রণ করে হ*ত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কিন্তু প্রশ্ন হলো, প্রিয় লাল গোলাপ অনুষ্ঠান কি আবার চালু হবে?

18/08/2024
বন্দী শিবিরের এই গল্প, এই সংলাপ পৌঁছায় না ইথারে হয়তো কোনদিন ঠাঁই মেলে না কোন ইতিহাসের দলিলের পুরনো পৃষ্ঠায়।📍কেন্দ্রীয়...
03/08/2024

বন্দী শিবিরের এই গল্প, এই সংলাপ পৌঁছায় না ইথারে
হয়তো কোনদিন ঠাঁই মেলে না কোন ইতিহাসের দলিলের পুরনো পৃষ্ঠায়।

📍কেন্দ্রীয় শহীদ মিনার,ঢাকা বিশ্ববিদ্যালয়।
Posted by: Kazi Ziaul Islam

আজ পবিত্র 'আশুরা' কিন্তু দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাংলাদেশ এখন দ্বিতীয় 'কারবালা'!    #কোটাআন্দলন
16/07/2024

আজ পবিত্র 'আশুরা' কিন্তু দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাংলাদেশ এখন দ্বিতীয় 'কারবালা'!


#কোটাআন্দলন

একুশে ফেব্রুয়ারি, আমাদের সংহতি ও ঐতিহ্যের প্রতীক। ভাষার জন্য প্রাণ দানকারীদের আত্মত্যাগ আমাদের স্মরণে থাকবে চিরকাল।     ...
20/02/2024

একুশে ফেব্রুয়ারি, আমাদের সংহতি ও ঐতিহ্যের প্রতীক। ভাষার জন্য প্রাণ দানকারীদের আত্মত্যাগ আমাদের স্মরণে থাকবে চিরকাল।

🌼Candy Stripe Cosmos flower 📸Camera: Canon 80d + 100mm Macro L
16/02/2024

🌼Candy Stripe Cosmos flower
📸Camera: Canon 80d + 100mm Macro L

Address

BM College Road
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল বিএম কলেজ প্রথম গেট - First Gate, BM College, Barisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share