24/08/2024
-হিন্দুরা বলতাছে এইবারে পূজার বাজেট কমিয়ে এনে ঐ টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো হোক! মুসলিমরা বলতাছে পাগলা মসজিদের সব টাকা বন্যার্তদের সাহায্যের কাজে দেওয়া হোক, পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে, শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি, সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো, জেগে উঠেছে নতুন বাংলাদেশ সারা দেশের মানুষের মাঝে আজ তৈরী হয়েছে
-এক অভূতপূর্ব ঐক্য..
-We are proud we are Bangladeshi🌺