06/06/2024
বর্ষা আসছে
একটা অনুরোধ
-----------------------------------------------------
আপনারা যারা আম, জাম, লিচু, কাঠাল, জাম খান।
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না।
সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যখন কোথাও দূরে ঘুরতে যান তখন সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন।
আসছে বর্ষা মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে যায়, তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দেয় না, ফল খেতে অনেক পাখি আসে গাছে গাছে।
আমরাই পারি রক্ষা করতে প্রকৃতির সবুজায়নকে।
যদি এই পোস্টটি প্রয়োজনীয় মনে করেন তবে শেয়ার করার অথবা রি পোস্ট করার অনুরোধ করছি ।
মহান আল্লাহ্ সকলের মঙ্গল করুন।
সংগৃহিত
Everyone Products