Unity Of Muslim Ummah

Unity Of Muslim Ummah ONE ALLAH
ONE PROPHET
ONE BOOK
ONE KIBLAH
ONE UMMAN
THE UNITY OF MUSLIM UMMAN

05/01/2025

মৃত্যু পর্যন্ত ফজর সালাত কাজা হবেনা,যদিও আপনাকে হত্যা করা হয়,যদিও সমস্ত মানব ও জীব একসাথে হয় তারপরও না।ইংশাআল্লাহ জান্নাতি হবেন।

05/01/2025

দুনিয়ার সব আলো নিভে গেলেও একটা আলো অন্তরে ঠি রাখবেন, আল্লাহর নুর।

05/01/2025

যারা খেলাফতের বিরুদ্ধে যাবে তাদের সাথে বিতর্ক করে আপনার মৃল্যমান সময় নষ্ট করবেন না। যদি খেলাফত কায়েমে বাধা প্রমাণ করে হত্যা করবেন।

04/01/2025

আল্লাহর বান্দাদের কাছে শীত কিছুই না।
তারা আল্লাহর ইবাদত করবেই যতই শীত,গরম, বর্ষা আসুক না কেন।

04/01/2025

আল্লাহর তায়ালার ইবাদত করুন।দুনিয়ার বুকে সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে চলুন। একদিন এত বেশি খুশি হবেন যে,কাঁদতে কাঁদতে আপসোস হবে।

04/01/2025

নতুুন বছর কেমন যাচ্ছে আপনাদের?
আগের বছরের চেয়ে কিছুটা পরিবর্তন হতে হবে এই বছরে এবং সেটা হতে হবে সৎভাবে।

03/01/2025

জামায়াত ও হেফাজত ইসলামের বিরুদ্ধে যাওয়া মানি ইসলামের বিরুদ্ধে যাওয়া৷
আপনি মানলেও সত্য, না মানলেও সত্য।

03/01/2025

মু'মিনদেরকে সাহায্য করা আল্লাহ তায়ালার দায়িত্ব। 💔✅

03/01/2025

নতুন বছরের প্রথম জুমার নামায।

03/01/2025

জুমার' বয়ানে শেষ কাতারে বসা মানুষটি আজ মাহফিলে প্রথম কাতারে এবং মাহফিল পরিচালনা দায়িত্ব পালন করে।এই হচ্ছে বেশিভাগ মাহফিলের অবস্থা।

03/01/2025

একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে এ কথা চিন্তা করবে না যে, আমি হালাল পন্থায় উপার্জন করছি, নাকি হারাম পন্থায়।[ সহীহ বুখারী-২০৫৯]

02/01/2025

বেনামাজি ব্যক্তিকে ভোট দেওয়া তো দৃরে কথা। ওদের কোন বিচার ফয়সালা মানা যাবেনা।

02/01/2025

যারা ইসলামি খেলাফতের বাহিরে রাজনীতি করে তারা কখনো ইমানদার হতে পারে না। ইমানদার কখনো ইসলামি খেলাফতের বাহিরে রাজনীতি করতে পারেনা।

02/01/2025

৬০ বছরের নফল ইবাদতের চেয়েও উওম;
যোন ব্যক্তির চুপ থাকা।
[মিসকাতুল মাসাবীহ -৪৮৬৫]

31/12/2024

কার উপদেশ কে শুনে!
এ বছর তো দেখি আরো বেশি আতসবাজি ফোটানো হচ্ছে!
এগুলো বন্ধ করা আসলেই কি অসম্ভব?
সায়েখ মুখতার আহম্মেদ

31/12/2024

ভালোভাবে ওযু করে প্রস্তুত গ্রহণ করুন!ঠিক ১২:০০ বাজে তাহাজ্জুদের নিয়ত করুন।ওরা বেদয়াত ও হারাম দিয়ে শুরু করবে। আমরা তাহাজ্জুদ দিয়ে শুরু করব।ওদের কথাই মানলাম, ওরা বলতো যে,বছরের প্রথম দিন ভালোকাটালে বাকি সব দিন ভালো কাটবে।তেমনি বছরের প্রথম দিন বেদয়াত, হারাম দিয়ে কাটালে বাকি সব দিনও একই কাটবে। আর বছরের প্রথম দ্বীন যদি তাহাজ্জুদের মাধ্যমে কাটান বাকি সব দিনও এভাবে কাটবে ইংশাআল্লাহ।

31/12/2024

হে আল্লাহ,আমাদের শেষ বছরের করা সমস্ত ভুল,পাপগুলো ক্ষমা করে দিন।নিশ্চিয় আপনি ক্ষমাশীল,ক্ষমা করতে ভালোবাসেন সবাইকে ক্ষমা করে দিন🙏

31/12/2024

নতুন বছর শুরু করুন ভালো কিছুর মাধ্যেমে।
মানি তাহাজ্জুদ নামায দিয়ে শুরু করুন।

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unity Of Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share