Sakibul's English Care

Sakibul's English Care Video Creator

19/03/2023

*সঠিক Article দিয়ে শূন্যস্থান পূরন করুন।

*English is......... International language.

সঠিক উত্তর দাতার জন্য একটি আকর্ষণীয় গিফট।

19/03/2023

✒️✒️বিসিএস প্রিলি, সিলেবাস সংক্ষিপ্ত করুন,অহেতুক পড়বেন না,কমিয়ে আনুন নেগেটিভ মার্কিং।
(১ম পর্ব)
_____________________

✍️শুরুতেই একটা সাধারণ ‘রোগ’ ও এর প্রতিকারের কথা বলব, এ রোগ হলো— ‘ভুলে যাওয়া রোগ।’ আপনাদের নিশ্চিত হয়ে বলছি ৯৯% পরীক্ষার্থী এ রোগে ভোগে এবং ভুগতে ভুগতে এক সময় বিসিএস নামক সাগর পাড়ি দেয়।

✍️আমি পরীক্ষার্থীদের ৩ ভাগে ভাগ করব।
(১) যারা কিছুই পড়েননি,
(২) যারা মোটামুটি পড়েছেন,
(৩) যারা আগে পড়েছেনএবং ভালো প্রস্তুতি নিয়েছেন।

✍️ যারা কিছুই পড়েননি এবং মোটামুটি পড়েছেন তাদের জন্য চারটি টিপস।

📌প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— এবারের পরীক্ষাটাকে গুরুত্ব সহকারে নিন। এবার ছেড়ে দিলাম, পরেরটা দেখে নিব চিন্তা থেকে দয়া করে বেরিয়ে আসুন।

📌দ্বিতীয়ত, ৩৯তম থেকে ১০ম বিসিএস পর্যন্ত সকল প্রিলির প্রশ্ন সমাধান করুন।

📌তৃতীয়ত, একটা ডাইজেস্ট কিনে যতটা সম্ভব পড়ে ফেলুন।

📌চতুর্থত, যত বেশি সম্ভব মডেল প্রশ্ন সমাধান করুন।

✍️আর যারা অনেক পড়েছেন তারাও এই টিপস ৪টি মনে রাখুন। আপনার পড়া সিলেবাসটাকে কিছুটা সংক্ষিপ্ত করুন।

✍️অপ্রয়োজনীয় কোনো কিছু মুখস্থ করা বা মনে রাখার মধ্যে বীরত্ব নেই। ২০০ প্রশ্নেরই সঠিক উত্তর দিবেন এরকম আত্মবিশ্বাসও পাগলামী চিন্তা পরিহার করুন।

✍️‘পরীক্ষার হলে সবচেয়ে বড় যে ভুলটা হয় তা হলো ‘প্রশ্নের টাইপ ধরতে না পারা’। প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে -এটা ধরতে না পারলে কতগুলো দাগানো উচিত সেটা বোঝা যায় না।

📍 যেমন ৩৭,৪০ ও ৪১ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন বেশ আনকমন ছিল; কিন্তু অনেকেই তা ধরতে পারেনি। তারা না বুঝেই বেশি দাগিয়েছে। ফলে নেগেটিভ মার্কসের কারণে প্রিলি থেকে বাদ পড়েছে।এই পরীক্ষা ৩টির কাট মার্ক ছিলো ৯৮ থেকে ১০৫ রেঞ্জের মধ্যে।...

📍আবার ৪৩ ও ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন সহজ ছিলো তাই নাম্বার অনেক বেশি লেগেছিলো।এক্ষেত্রে বেশি প্রশ্নের উত্তর করতে হয়েছে।
এই পরীক্ষা দুটির কাট মার্ক ছিলো ১১০ থেকে ১২০ রেঞ্জের মধ্যে।

📍মোটকথা বলা যায় ১২০ থেকে ১২৫ এই রেঞ্জের মধ্যে আপনার নাম্বার থাকলে অবশ্যই পাস করে যাবেন।এজন্য আপনাকে আগেই টার্গেট মার্ক সেট করে নিতে হবে।

✍️‘‘ঝুঁকি নিয়ে সবাই কমবেশি দাগায় কিন্তু তারও একটা লিমিট থাকা উচিত৷ কারণ অধিকাংশ মানুষই নেগেটিভ নাম্বারের বিষয়টা মাথায় না রাখার কারণে প্রিলি ফেল করে।’তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে।

📌সবচেয়ে জরুরি, পরীক্ষা কেন্দ্রে নিজেকে নিয়ন্ত্রণ করা। টার্গেট অনুসারে উত্তর প্রদান করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, ঝুঁকি নেওয়া যাবে না। অনেকে কনফিউশন ও ভুল উত্তর দাগিয়ে নেগেটিভ নম্বরের পরিধি বাড়ান; যেটি সঠিক নয়।

🎯সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।❤️❤️

📌সৌজন্যে: Sakibul's English Care

_____________________

16/03/2023

-মানসিক দক্ষতা-
আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামার বউ
আপনার কি হয় ?
Sakibul's English Care

15/03/2023

💥২০২০ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল ধাপের ইংরেজি প্রশ্নের সব ভোকাবুলারি আইটেমের পোস্ট মর্টেমঃ
(পর্ব-২)চলবে....

📌📌ধরন ৪-(Preposition):
______________________
★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (৩য় পর্যায়):২টি।

1. He insisted ___ my going there.
a) for
b) over
c) to
d) on

**ব্যাখ্যাঃ
কোনো বিষয়ের উপর জোর দেওয়া বোঝাতে insist on ব্যাবহার করা হয়।

2. He is jealous ____ my prosperity.
a) over
b) for
c) of
d) with

**ব্যাখ্যাঃ
Jealous এর সাথে সঠিক preposition হিসেবে of যুক্ত হয়। যার অর্থ
হলো ঈশান্বিত হওয়া।

★Note: ২০২০ সালের দ্বিতীয় ধাপে কোন preposition ছিল না।

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (১ম পর্যায়):২টি।

1) Are you doing anything special ____ the weekend?
a) by
b) in
c) at
d) on
**ব্যাখ্যাঃ
week, month , year এর পুর্বে preposition 'at' ব্যবহৃত হয়। তাই
সঠিক উত্তর at হবে।

2) Learn the poem ____ heart.
a) by
b) within
c) in
d) with

**ব্যাখ্যাঃ 'Learn by heart ' অর্থ কণ্ঠস্থ করা বা মুখস্থ করা।
তাই ans হবে a ।

📌📌ধরন ৫- (phrase and idiom)
_______________________________

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (৩য় পর্যায়):১টি।


1) Penny wise pound ____
a) callous
b) foolish
c) rich
d) poor

**ব্যাখ্যাঃ
Penny wise, pound foolish - idiom টির অর্থ বজ্র আঁটুনি
ফস্কা গেরো। Ans : b

★Note: ২০২০ সালের দ্বিতীয় ধাপে কোন idiom ছিল না।

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (১ম পর্যায়): ১টি।

1) " To read between the lines" means---
a) To read quickly to save time
b) To read carefully to find out any hidden meaning
c) To read carefully
d) To read only some lines

**ব্যাখ্যাঃ
"to read between the lines" অর্থ ভালোভাবে পড়ে অন্তর্নিহিত
অর্থ খুজে বের করা । সেক্ষেত্রে সঠিক উত্তর হবে : b)

✍️সৌজন্যে: Sakibul's English Care

14/03/2023

💥২০২০ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল ধাপের ইংরেজি প্রশ্নের সব ভোকাবুলারি আইটেমের পোস্ট মর্টেমঃ
(পর্ব-১)চলবে....

📌📌ধরন ১-(Analogy items):
______________________

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (৩য় পর্যায়):২টি।
1. sin is to confess as fault is to-
a)forgive
b)admit
c)accept
d)consider
**ব্যাখ্যাঃ
*sin (পাপ ) থেকে confess(পাপ স্বীকার) হলে,
* fault (ভুল) থেকে admit (ভুল স্বীকার) হবে।
-----
2. which one is similar to adult:child -

a)swine:saw
b)human:animal
c)horse:mare
d)cat:kitten
**ব্যাখ্যাঃ
*যেমন adult (পূর্ণবয়স্ক মানুষ) এক সময় child (শিশু) ছিলো,
*তেমনই Cat (বিড়াল) এক সময় kitten ( বিড়াল ছানা) ছিলো।
-----
★Note: ২০২০ সালের প্রথম ও দ্বিতীয় ধাপে কোন analogy ছিল না।

📌📌ধরন ২-(interchange of parts of speech):
__________________________

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (৩য় পর্যায়):৩টি।

1. what is the adjective form of the word 'people'?
a) popular
b) popularity
c) popularise
d) populous
**ব্যাখ্যাঃ
Populous (জনবহুল জায়গা) বলতে এমন জায়গায়কে বুঝানো হয় যেখানে অনেক people বসবাস করে।
____
2. what is the adjective of the word 'heart'?
a)heartful
b)heart
C)hearten
d)heartening
**ব্যাখ্যাঃ
heart শব্দটি noun যার adjective form হলো heartening.

3. What is the verb of the word 'ability'?
a) ably
b) enable
C) ableness
d) able

**ব্যাখ্যাঃ
ability অর্থ সক্ষমতা যা noun ;এই শব্দটির verb ফর্ম হলো enable যার অর্থ সক্ষম করা।

★Note: ২০২০ সালের প্রথম ও দ্বিতীয় ধাপে interchange of parts of speech থেকে কোন প্রশ্ন ছিল না।

📌📌ধরন ৩-(One word substitution):
_____________________________

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (৩য় পর্যায়):১টি।

1. The study of plants-
a)Biography
b)Botany
C)Biology
d)Plantation
**ব্যাখ্যাঃ
plants বা উদ্ভিদ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় botany.

★★সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ (২য় পর্যায়):২টি।

1.A stage of short sightedness -
a) Myopia
b) Autopsy
C) Maternity
d) Abortion
**ব্যাখ্যাঃ
দূরবর্তী কোনো বস্তু স্পষ্ট দেখতে না পাওয়ার যে অবস্থা তাকে Myopia বা ক্ষীন দৃষ্টি বলে।

2. A remedy for all diseases-
a) all cure
b) panorama
c) polyglot
d) panacea
**ব্যাখ্যাঃ
panacea বলতে বুঝায় সর্বরোগ নিরাময়কারী ঔষধ বা remedy for all diseases।
---------------
Sakibul's English Care লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।
পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন জবের জন্য উপকারী পোস্ট!!!

14/03/2023

আজ ১৪ই মার্চ
বিশ্ব (π) পাই দিবস;
π-এর মান কত?
Sakibul's English Care

13/03/2023

১৩ বছর পর আবারো সক্রিয়-🔥 মেরাপি আগ্নেয়গিরি। ‘মেরাপি আগ্নেয়গিরি’ কোন দেশে অবস্থিত?
Sakibul's English Care

13/03/2023

💥১৮তম শিক্ষক নিবন্ধন!
★★বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________

✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি?
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

📌 NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি পর্যায়ে হয়ে থাকে। কলেজ পর্যায়, স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২।

📌📌এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

♦️প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়।

♦️পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

♦️চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।
-----

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু নম্বর বন্টনঃঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.০৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

✍️সৌজন্যেঃ Sakibul's English Care লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।আর আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য কাজ করে নতুন ভাবে জীবন সাজান।আশাকরি আপনিও পারবেন আমরা আছি আপনার পাশে🖤

13/03/2023

💥 পড়া মনে রাখার গুরুত্বপূর্ণ উপায়ঃ
__________________________

★প্রতিদিন শুধু একটানা ১৩/১৪ ঘণ্টা পড়লেই চাকরি পরীক্ষার মজবুত প্রস্তুতি নেওয়া যায় না।

★আপনি কতক্ষণ পড়লেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কতটুকু পড়া মনে রাখতে পারেন।

★এক্ষেত্রে পড়া মনে রাখার জন্য সবচেয়ে জরুরি হলো প্রচুর পরিমানে রিভিশন করা

★আপনার মেমরির সর্বোচ্চ আউটপুট পেতে একটি স্মার্ট রিভিশন চক্র অনুসরণ করুন।

🎯🎯স্মার্ট রিভিশন চক্রঃ
_____________________

#প্রথম রিভিশন: যে কোনো পড়া মুখস্ত করার পর তা ১ ঘন্টা পর আবার মনে করার চেষ্টা করুন।এক্ষেত্রে প্রতিটি রিভিশনের জন্য মাত্র ৫-৬ মিনিট ব্যয় করুন।

# দ্বিতীয় রিভিশন: ২য় রিভিশনটি ঠিক ২৪ ঘন্টা (১ দিন) পরে দিন। ফলে আপনার মুখস্থ তথ্যগুলো আগামী এক সপ্তাহ মনে থাকবে।

# তৃতীয় রিভিশন: ৩য় রিভিশন ঠিক ৭ দিন (১ সপ্তাহ) পরে হওয়া উচিত। এতে আপনি আগামী এক মাসের জন্য আপনার বেশিরভাগ তথ্য মনে রাখতে সক্ষম হবেন।

# চতুর্থ (চূড়ান্ত) রিভিশন: শেষ রিভিশনটি ঠিক এক মাস পর হতে হবে। ফলে আপনার মুখস্থ তথ্যগুলো আপনার মেমরি সিস্টেমে স্থায়ী হবে।

★★এভাবে চক্রাকারে রিভিশনের মাধ্যমে আপনার পড়াগুলো দীর্ঘদিন স্থায়ী হবে।

**সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।❤️❤️

________________________
Sakibul's English Care লাইক,কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন🫶🫶🫶

13/03/2023

💥ভানুসিংহ কার ছদ্মনাম? ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.সত্যেন্দ্রনাথ দত্ত গ.মাইকেল মধুসূদন দত্ত ঘ.প্রমথ চৌধুরী

12/03/2023

বিসিএস,ব্যাংক,নন ক্যাডার, নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ব্যতিক্রমধর্মী বাংলা শব্দার্থ: পর্ব-০১

➤ ‘ অভিরাম ’ শব্দের অর্থ- সুন্দর
➤ ‘ নীপ’ শব্দের অর্থ- কদম
➤ ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ- নির্বোধ
➤ ‘ সারমেয় ’ শব্দের অর্থ- কুকুর
➤ ‘ হর্ষ ’ শব্দের অর্থ- আনন্দ
➤‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ- মেঘমালা
➤ ‘ অপলাপ ’ শব্দের অর্থ- অস্বীকার ।
➤ ‘ বীজন ’ শব্দের অর্থ - পাখা
➤ ‘ সনাতন ’ শব্দের অর্থ- চিরন্তন
➤‘ কুটুম্ব ’ শব্দের অর্থ- আত্মীয়

Sakibul's English Care এর সাথেই থাকুন"!!!

12/03/2023

💥 যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন থাকবে!

✅বাংলা বর্ণমালায় মোট বর্ণ –
৫০টি ( স্বরবর্ণ – ১১ টি,ব্যঞ্জনবর্ণ – ৩৯টি)
✅ মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
✅ মাত্রা বিহীন বর্ণ– ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
✅ অর্ধমাত্রাযুক্ত বর্ণ– ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
✅ পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ, ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )
✅পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি
( অ,আ,ই,ঈ,উ,ঊ )
✅ পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি
( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,­
ষ,স,হ,ড়,ঢ়,য় )
✅ স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
আ=া, ই= ি,
ঈ=ী, উ=ু,
ঊ=ূ,ঋ ৃ,
এ= ে, ঐ= ৈ,
ও= ো, ঔ= ৌ।
✅কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
✅যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
✅ যৌগিক স্বরধ্বনির
সংখ্যা – ২৫ টি
✅ মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
✅ মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
✅ অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
✅ অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
( খ,গ,ণ,থ,ধ,প,শ )
✅ হ্রস্বস্বর – ৪টি
( অ,ই,উ,ঋ )
✅ দীর্ঘস্বর - ৭টি
( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )

Sakibul's English Care

একছের মজা😋😋😋
12/03/2023

একছের মজা😋😋😋

12/03/2023

💥পড়তে ভালো লাগে না? কী করবেন?
★(প্রতিদিন ৮-১০ঘন্টা পড়তে হলে মানতে হবে মাত্র ৮ টি কৌশল)
__________________________

✍️কিছু কৌশল আছে, যা অবলম্বন করলে পড়ায় মনোযোগ আনা সম্ভব। চলুন জেনে নেই সেসব বিষয়গুলো।

✍️বইটাকে হাতে তুলে নিন; চিন্তা করুন কী ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে চাকরির বাজারে। এর মাঝে টিকে থাকতে হলে সময় কাজে লাগাতেই হবে।

✍️ একটি চিরন্তন সত্যি কথা মনে রাখবেন -‘বর্তমানের প্রতি মুহূর্তের অপচয়ের জন্য আপনাকে ভবিষ্যতে মূল্য দিতে হবে’।

📌📌পড়ায় আগ্রহ তৈরির কৌশল:
____________________________

১.কেন পড়ছেনঃ
______________
প্রথমেই আপনাকে জানতে হবে কেন পড়ছেন। যখন আপনি বুঝবেন, এই পড়াটা ভালোভাবে করার মাধ্যমেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনার পক্ষে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সম্ভব, তখনই আপনি আগ্রহী হবেন। আর আগ্রহ থাকলে যেকোনো কাজে মনোযোগ এমনিতেই আসে।

২. বিষয়ের বৈচিত্র্যঃ
________________
বিষয়ের বৈচিত্র্য রাখুন। ভাগ ভাগ করে বিভিন্ন সাবজেক্ট পড়ুন। একঘেয়েমি আসবে না। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন। রং বেরঙ্গের পেন দিয়ে বই দাগানোর অভ্যাস করতে পারেন। এটিও পড়াকে আনন্দঘন করে তুলতে সাহায্য করে।

৩. পড়ার আগে কিছু টার্গেটঃ
_______________________
মনোযোগের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ। পড়তে বসার আগে একটু চিন্তা করুন- কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন। যেমন, এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী পড়ব।

৪. এনার্জি লেভেলের গুরুত্বঃ
_______________________
এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি, মনোযোগী হওয়ার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে এক ঘণ্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন।

৫.পড়ার মাঝে ছোট্ট বিরতিঃ
______________________
একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে, সাধারণত একটানা ৪০ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৩০-৪০মিনিট পড়ার পর ৫-১০ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন।

৬.উপযুক্ত ডায়েট প্ল্যানঃ
____________________
পড়ার সাথে যেহেতু এনার্জি লেভেলের একটা নিবিড় সম্পর্ক আছে,তাই নজর দিন দৈনন্দিন খাবার গ্রহণের সঠিক সময়ের দিকে।পাশাপাশি পড়াশুনার মাঝে মাঝে গ্রহণ করুন পুষ্টিকর কিছু হালকা খাবার।তা হতে পারে ২টি খেজুর বা এমন অন্য কিছু।আর প্রতিদিন প্রচুর পানি পান করুন যা আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে।

৭.পড়ার রুমের পরিবেশঃ
____________________
পড়ার পরিবেশ আপনার মনোযোগ তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার চোখের পরিধির মধ্যে বই এর আশেপাশের কোনো আকর্ষণীয় বস্তু (ছবি, শোপিস, মোবাইল) যেন চলে না আসে তা খেয়াল রাখতে হবে। এ জন্য সাদামাটা পরিবেশে পড়ার চেষ্টা করতে হবে।

৮.পড়ার সময় চিন্তাগুলোকে নিয়ন্ত্রণঃ
_____________________________
পড়তে বসলেই বাইরের হাজারো কাজের কথা মনে আসে। কিন্তু, সাবধান! পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না, বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন।

★★একটা কথা সর্বদা মাথায় রাখবেন,আপনার প্রিয় মানুষগুলোর জীবন সাজাতে হলে আগে তো আপনার নিজেকেই স্বাবলম্বী হতে হবে।

★★এখন নিজেকেই নিজে প্রশ্ন করুন- পারবেন, শুধু মাত্র আর্থিক অক্ষমতার জন্য নিজের প্রিয় মানুষগুলোর হাসিমুখ বিসর্জন দিতে? চাকরি না পেয়ে যাযাবরের মতো জীবন কাটাতে? কিংবা নিম্নমানের একটা চাকরি পাওয়ার পর ‘নুন আনতে পান্তা ফুরায়’ এমন অবস্থা সহ্য করতে?

📌📌তাই বলছি, সময় ফুরিয়ে যায়নি। আপনার আপ্রাণ চেষ্টা যেকোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়।

✍️সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল । ❤️❤️

12/03/2023

এক ব্যক্তি তার প্রতি জন্মদিনে, মাটির ব্যাংকে ১ টাকা করে জমা রাখল! ঠিক ষাট বছর পর যদি সে ব্যাংক থেকে ১৫/- পায়,তবে তার জন্মদিন কবে?

10/03/2023

Sakibul's English care!! about Medicine

Address

Barishal

Telephone

+8801720916659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakibul's English Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakibul's English Care:

Videos

Share

Category