News Of People

  • Home
  • News Of People

News Of People This is social news publication...

https://alordak.com/archives/3748
12/01/2024

https://alordak.com/archives/3748

গলাচিপা উপজেলা শআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। ব....

প্রতিবেপটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রতিবেশীর আনছার বেপারী লাশ আনতে গিয়ে সায়েদ খা,র ...
10/01/2024

প্রতিবে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রতিবেশীর আনছার বেপারী লাশ আনতে গিয়ে সায়েদ খা,র ছেলে ছালাম খা নিজেই লাশ হয়ে ফিরে এলেন পরিবারের কাছে।ছালাম খা এর মৃত্যুে তার দুই ছেলে ও এক মেয়ে বাবা মা ভাই বোনসহ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন।

জানা যায়,গত ৯-১-২৪ ইংরেজি রোজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় মাছ ধরা ছোট টলার নিয়ে এলাকার সাতজন যুবক প্রতিবেশী মৃত হাসেম বেপারী ছেলে আনছার বেপারী লাশ পানপট্রি ঘাটে আনতে যাওয়ার সময় চর কাজল ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম কোণের পাঙ্গাসিয়া মোহনার কিছু আগে টিসিবির পন্যসামগ্রিই বাহী টলারের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ছোট টলারটি
ডুবে যায়।ছোট টলারে থাকা সাত জনের মধ্যে একজন আহত আর পাঁচজন কে অক্ষত অবস্থা পাওয়া গেলেও সালাম (৪৫)কে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের সহযোগিতায় ১০ঘন্টা ভোর পাঁচটার সময় জেলেদের জালে ছালামের মরাদেহ পাওয়া যায়।

এবিষয় ছোট টলারে থাকা আহত মোঃ শাহিন হাওলাদার বলেন,পাঙ্গাসিয়ার মোহনা মোরে যখন পড়েছি,আমাদের সামনের দিকে থেকে মালবাহী বড় টলারটি এসে আমাদের টলারের উপর উঠেয়ে দেয়,তারপর কি হয়েছে আমি আর বলতে পারিনা।তবে বড় টলারে কোন সিগন্যাল দেওয়ার মত কোন লাইট ছিলোনা।

ডিলার সুমন বলেন,আমরা শিতের কারণে টলারের ভিতরে ছিলাম এমন সময় দেখি আমাদের মালবাহী টলার দুলতেছে।হঠাৎ দেখি ৬-৭জন লোক সাঁতরাই তেছে। আমরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সালাম নামের ব্যক্তিকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি।

বড়টলারে মাঝি সাইদুল বলে,আমি যখন পাঙ্গাসিয়া মোর ঘরি ঘন কুয়াশা কারণে সামনের দিকে কিছু দেখা যায় না।তারপর কি হয়েছে তা আমি নিজেও জানিনা।

এই বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে,তার পর সজনদের কাছে হস্তান্তর করা হবে।

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে মশিউর রহমান রানা সৃতি টুনামেন্ট ২০২৩ ফাইনাল খেলায় শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ৩ আসনের এমপি...
12/11/2023

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে মশিউর রহমান রানা সৃতি টুনামেন্ট ২০২৩ ফাইনাল খেলায় শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ৩ আসনের এমপি মহাদ্বয়ের এস এম শাহাজাদা। তিনি জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের পর পর শুরু হয় খেলা।

বল যতই গড়াচ্ছে ততই বাড়ছে টান টান উত্তেজনা আর সে সাথে দর্শকদের হাত তালি, দীর্ঘ দিন পর হাঁটি হাঁটি পা করে মশিউর রহমান রানা সৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার শেষ প্রান্তে।

খেলা দেখে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ফুটবল প্রেমী দর্শকরা ।মাঠের চার পাশে খেলা দেখতে ঢল নামে হাজারো ফুটবল প্রেমী মানুষের । সুস্থ ধারার খেলা ধুলার মাধ্যমে সামাজিক অস্থিরতা রোধ করতে এ আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আইন সহায়তা কেন্দ্র প্রধান উপদেষ্টা মোঃ মজিবুর রহমান খান ।

খেলোয়ারদের পায়ে বল গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছাস আর উত্তেজনা । ।
সবার দৃষ্টি মাঠের খেলোয়াদের পায়ের দিকে । চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বল নিয়ে খেলোয়ারদের পায়ের কসরতে প্রাণ ফিরে পায় সবুজ মাঠ । শীতের পরন্ত বিকেলে গ্রামের আঁকাবাকা জনপদে আবহমান বাংলার জনপ্রিয় এ ফুটবল খেলার প্রচারণা চালাতে হয়নি তেমনটা। দুপুর পর থেকেই মাঠে তিল ধারণের যেন ঠায় নেই । খেলা দেখতে ঢল নামে নানা শ্রেনী পেশার মানুষের ।

বেশ ক জন দর্শনার্থী বলেন, খুব ভাল লাগছে খেলা দেখে । অনেক দিন ধরেই করোনার কারণে ফুটবল খেলা হয়না । এমন সময় এ আয়োজন বেশ আনন্দ পায় দর্শনার্থীরা ।গোল পোষ্টে বল ঠেলে দিতে দু পক্ষের ছিল সমান চেষ্টা ।

দীর্ঘ দুমাস খেলায় অক্লান্ত পরিশ্রম দিয়ে সার্বিক সহযোগিতা দিয়েছেন চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,আইন সহায়তা কেন্দ্র(,আসক)এর প্রধান উপদেষ্টা, চরকাজল ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মজিবর রহমান খান।তিনি প্রতিটি খেলায় বিজয়ীদের মাঝে তার ব্যাক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের উৎসাহিত করা জন্য পুরস্কার বিতরণ করেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ বাংলার মেহনতী মানুষের প্রিয় মুখ পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা(শাজু) এমপি।বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ,আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ও আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা।

খেলায় স্পন্সর দেন তরুণ সমাজ,উক্ত খেলায় অক্লান্ত দিয়ে সহযোগীতা করেন সহযোগী আয়োজকরা।যথা,মোঃ ইব্রাহিম খান,আবদুল হাই রাহাত,জামাল মোল্লা,জহির মোল্লা,মিলন গাজী,জামাল সিকদার,অলিল হাওলাদার,অনিক খান,তুহিন খান,একলাস দফাদার ও আবু সাঈদ দফাদার,সেচ্ছাসেবক মোঃ সাব্বির আহাম্মেদ রিদয়সহ আরো অনেকে।

মশিউর রহমান রানা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্যেগে ১০টি দলের খেলা হয় । ফাইনাল খেলায় কিংস এলেবেনকে পরাজিত করে অর্নিবান সৃতি সংসদ বিজয়ী হয়।

20/12/2022

Hey folks! Watch me play Garena Free Fire!
Join my Club on Turnip Lia: https://club.turnip.gg/AbnGRiTdxhiQ7B1AA

Thank you for watching my Garena Free Fire stream. And for all the support you are showing! 🔥,
If you liked my stream, please like and subscribe. It motivates me a lot. :)
And share my channel with your game friends. 🙂 See you on my next stream!!!,

Become a star streamer - https://get.turnip.gg/become-star-streamer

🎮 Streaming via Turnip



Today I am streaming garenafreefire. Other popular games:
PUBG Mobile
Garena Free Fire
Among Us
Call of Duty Mobile
Fall Guys
Call of Duty: Warzone
Grand Theft Auto V
Fortnite
Roblox
Minecraft

10/10/2022

Address


Telephone

+8801782592675

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Of People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Of People:

  • Want your business to be the top-listed Media Company?

Share