MRS Kulsom

MRS Kulsom - assalamualaikum ��
- it's our page please support �� Allhamdullia everything

02/08/2024

>- One day uss.!😌🥰

02/08/2024

> আল্লাহ আজকে পবিত্র জুম্মার দিন এই উসিলায়
আমাদের সবাইকে মাফ করে দিও!🙏🕋

12/07/2024

- Assalamu alaikum...!🥰
- Jummah Mubarak☺️
🕌❤️

09/07/2024

- আল্লাহর কাছে সবারই একদিন একা যেতে হবে.!😌✨

08/07/2024

_ জীবনে সুখে থাকতে তেমন বড় বড় দালান কোঠা,টাকা পয়সার দরকার নাই।শুধু মানসিক শান্তি দরকার.!✨💝🌸

08/07/2024

_True love never dies!🌸❤️

06/07/2024

- নতুন বউকে বরণ.!🙂

27/06/2024

- মানুষ শুধু স্বার্থের জন্যই কাছে আছে.!😅

27/06/2024

- হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন.!🥰😌

25/06/2024

তাঙ্গে তাঙ্গে

24/06/2024
23/06/2024

মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি
শুধু কোন না কোন বোনের উপকারে আসবে
তাই লিখলাম।আর যদি একজন বোনের ও
উপকারে আসে তাহলে আমার লিখাটা স্বার্থক
হবে।

গরীব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম
তার বৃস্টি। বাবা মায়ের এক মাত্র সন্তান বৃস্টি।
অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে
তারা পড়া শোনা করাচ্ছেন।মেয়েটা লেখাপড়ায় ও ফাস্ট, অনেক মেধাবী একটি
ছাত্রী। জি পি এ ফাইভ নিয়ে ঢাকায় একটি
ভাল কলেজে ভর্তি হয়েছে।এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে।
মেয়েটি অনেক স্বপ্ন দেখতো অনেক
লেখা পড়া করে ভাল একটা জব করবে।
বাবা মা কে নিয়ে একটু ভাল ভাবে বাঁচবে।
অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে
মেয়েটা।

কয়েক মাস পর কলেজের একটা ছেলে
বৃস্টি কে প্রপোজ করলো ছেলেটার নাম
ছিল বাবর। ভিষন ভাল ছেলে তার পরও
বৃস্টি প্রপোজ টা গ্রহন করেনি, সে বাবরকে
বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা
করতে পারো তাহলে অকে।বাবর বলল আমি
তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।

এই ভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল
এখন বৃস্টি ফাইনাল ইয়ার এ দুই মাস
পর তার ফাইনাল পরিক্ষা। বৃস্টির এক
বান্ধবীর বিয়ে, বৃস্টি কে অনেক
মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে।

এখন বৃস্টি ভাবছে বড় লোক বান্ধবীর
বিয়ে একটু ভাল করে পার্লারে সাজ গুজ করে
যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে বাবর
কে গিয়ে বললো আমাকে ১ হাজার টাকা
ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব।
বাবর বলল আচ্ছা দিব, পরের দিন বৃস্টি
চলে গেল একটি পার্লারে তার আরেকটা
বান্ধবী কে নিয়ে। জীবনের প্রথম গেছে
সে পার্লারে সাজতে।আর সেই পার্লারের
মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে, টাকা
ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত
ছিল, সে সুন্দর সুন্দর মেয়েদের কে ফাদে
ফেলে ঐ পয়সা ওলাদের কাছে পাটিয়ে
দিত।

বৃস্টি তার ফাদে পড়ে গেল, বৃস্টি কে বলল
আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে
স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে
সিট ও খালি নেই সে চলে গেল উপরের
রুমে। আর যেতেই রুমের ভিতর তিনটা
ছেলে ছিল দুজনে বৃস্টির মুখে কাপর দিয়ে
বেধে নিল একজনে দরজা লাগিয়ে দিল
পরে মেয়েটি কে দুজন ধরে রাখলো এক জন
ধর্ষণ করল।ছিঃ এরা আবার নিজেকে পুরুষ
বলে, তিন জন মিলে বন্ধ রুমে একটি অসহায়
মেয়েকে রেপ করে এদের কে হিজড়া বললে
হিজড়া দের ও অপমান করা হবে।ওরা তো
পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে
ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিছে।
ধিক্কার জানাই এই রকম পুরুষ দের।

বৃস্টির বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল
আমার বান্ধবী কই সে বলল তোমার
বান্ধবী তো অনকে আগেই চলে গেছে তার
পর সেও চলে গেল। ওরা বৃস্টি কে দুইদিন
রেপ করে ছাড়ল। মেয়েটি তখন আদ মরা
কি করবে গিয়ে বান্ধবী কে সব বলল,
বান্ধবী বৃস্টি কে নিয়ে থানায় মামলা
করলো। বৃস্টি কে হাসপাতালে নেওয়া হল
সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা
পরিক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা
খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ
খেয়ে কোর্ট এ মিথ্যে সাক্ষী দিল ভাল
মেয়ে টা কে চরিত্রহীনা বানিয়ে দিল।
এই হল আমাদের দেশের আইন ব্যবস্থা।
যেখানেই শুধু বড় লোক রাই বিচার পায়
আর গরিবের কোন বিচারই নেই।
ভাবতে অবাক লাগে এই সোনার দেশে কি
আমরা জন্ম নিয়েছি 😔

এখন এই অসহায় মেয়েটি সমাজে কি
ভাবে মুখ দেখাবে।পরের দিন ই মেয়েটির
ভিডিও টি ইন্টার নেটে ছেড়ে দিল।
গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে
অনেক অপমান করছে আর বলছে তোমরা
শহরে পড়ার নাম করে মেয়েটি কে দিয়ে
খারাপ কাজ করাচ্ছো ছিঃ ছিঃ । গ্রামের লোকের
অপমান সহ্য না করতে পেরে বৃস্টির বাবা
মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন।

বৃস্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে
সুইসাইড করল,আর বৃস্টি মারা যাওয়ার
পর বাবর টা ও পাগল হয়ে গেল।চারটা প্রান
আর একটা ভালবাসার ঘর অকালে ঝরে গেল..............

শেষকথাঃসব বোন দের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোন পার্লারে একা কখনো যাবেনা।আর গেলে নিজের ভাই অথবা
বোন কে নিয়ে যাবে। কারন আপন তো
আপনই।কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়।আর আমার এই পোস্ট টা
লাইক না দিয়ে একটা সেয়ার দাও যাতে
সারা দেশের বোনেরা পড়তে পারে আর একটু
সচেতন হতে পারে

03/12/2023

Big shout out to my newest top fans! Naßima Akther

25/10/2023

যদি মনে হয়,
আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন ;তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর চেয়েও উত্তম কিছু তিনি দিবেন!'

- ইনশাআল্লাহ্!'🖤

Address

Bhola
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when MRS Kulsom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRS Kulsom:

Videos

Share

Category