Nasim Uddin Dulal

Nasim Uddin Dulal দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না....

18/05/2024

ধৈর্য ধরা শিখলাম,,,
মানিয়ে নেওয়া শিখলাম,,
নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম,,
পারিনা শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে,,,,

 #দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন ...
24/04/2024

#দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি বৈশিষ্ট্য যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি বৈশিষ্ট্য হলো :

১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না,

২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,

৩. #হান্নানা- হান্নানা এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।

৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।

৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিসও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।

৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।

৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।

#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

07/12/2023
06/12/2023

প্রাচুর্যের মধ্যে থাকা কালে দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ

14/11/2023

মুক্তি মুক্তি মুক্তি চাই মুন্না ভাইয়ের মুক্তি চাই

07/03/2023

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা ,,🤲

প্রিয়  লিডার
07/03/2023

প্রিয় লিডার

10/02/2023

আমাকে পছন্দ না হলে
দূরত্ব বজায় রাখুন
কারণ আমি সবার মতো
আলগা পিরিত পারি না

জীবনে এমন কিছু মানুষ থাকে.!যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায়.!
10/02/2023

জীবনে এমন কিছু মানুষ থাকে.!
যারা কাছে থাকলেও কাঁদায়
আবার দূরে গেলেও কাঁদায়.!

09/12/2022

চলো চলো ঢাকা চলো আগামীকাল ১০ই ডিসেম্বর ২০২২ সমাবেশ সফল করো।

09/12/2022

এবার চলো ঢাকা-
কথা, সুর ও কন্ঠঃ রাহাত শান্তনু - জনতার কবিয়াল।


Follow and Subscribe:
YouTube.com/ourbnp
Facebook.com/ourbnp.org
Facebook.com/bnpcpo
Facebook.com/bdbnp.net
Instagram.com/ourbnp
Twitter.com/ourbnp

Address

Bhola
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasim Uddin Dulal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasim Uddin Dulal:

Videos

Share