Tajuddin MD Munir

Tajuddin MD Munir আমি ভাগ্যবান কারণ আমি হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত
(1)

05/08/2023

ফজিলত
১. হযরত আবু হোরায়ারা (রাঃ) বর্ণনা করেন, একবার রসুলুল্লাহ (সাঃ) বললেনঃ তোমরা সবাই দলবদ্ধ হয়ে যাও আমি তোমাদেকে পবিত্র কোরানের এক তৃতীয়াংশ শুনাবো। তারপর সবাই একত্রিত হল এবং রসুলুল্লাহ (সাঃ) সূরা ইখলাস পাঠ করে শুনালেন। এরপর বললেন রা ইখলাস পবিত্র কোরানের এক তৃতীয়াংশ। (মুসলিম, তিরমিযী)

২. আবু দাউদ, তিরমিযী ও নাসায়ীর এক দীর্ঘ রেওয়ায়েতে রসুলুল্লাহ (সাঃ) বলেনঃ যে ব্যক্তি সকাল-বিকাল সূরা ইখলাস, ফালাক্ব ও নাস পাঠ করে তা তাকে বিপদ-আপদ ও শয়তানের খারাপই থেকে বাঁচিয়ে রাখার জন্যে যথেষ্ট হয়। – (ইবনে-কাসীর)

৩. ওকবা ইবনে আমের (রাঃ)-এর রেওয়ায়েতে রসুলুল্লাহ (সাঃ) বলেনঃ আমি তোমাদেরকে এমন তিনটি সূরা বলছি, যা তওরাত, ইঞ্জীল, যবুর ও কোরআনসহ সব কিতাবেই রয়েছে। রাতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না, যতক্ষণ সূরা এখলাস, ফালাক ও নাস না পাঠ কর। ওকবা (রাঃ) বলেনঃ সেদিন থেকে আমি কখনও এই আমল ছাড়িনি। – (ইবনে কাসীর)

৪. যে ব্যক্তি অধিক পরিমানে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।

৫. যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তায়ালা তাঁর লাশ বহন করার জন্য ফেরেশতা হয়রত জিবরাঈল (আঃ) এর সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরন করবেন। সেই ফেরেশতারা তাঁর লাশ বহন করবে এবং জানাজায় শরিক হবে।

৬. রাসুল (সাঃ) এর সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার আসলো। বিচারের দাবী ছিল যে সেই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ত। এই প্রসঙ্গে সেই সাহাবীকে তিনি জিজ্ঞেস করলে সাহাবা উত্তরে বললেন, হে আল্লাহর রাসুল (সাঃ) সূরা ইখলাসে আল্লাহর পরিচয় বর্ণিত আছে এ কারণে এ সূরাকে আমি অনেক ভালবাসি। তাই আমি সব নামাজে এই সূরা পড়ি।

এই কথা শুনে আল্লাহ রাসুল (সাঃ) কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে শুধু তার সূরা ইখলাসের প্রতি এই ভালবাসাই তার জন্য জান্নাত নিশ্চত করে দিয়েছে।

প্রিয় ভাই ও বোনেরা সূরা ইখলাসের ফজিলত অনেক যা হয়তো লিখেও শেষ করা যাবে না। আসুন আমরা দৈনিক বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করি। লিখাটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

04/08/2023

দু’টি জিনিস খুবই সোজা......?
১. অন্যকে ভুল বোঝা,
২. অন্যের ভুল খোঁজা,

04/08/2023

#কুইজ

না ব হ ল্লা সু হা

04/08/2023

#কুইজ


ল্লা
মা

শা

04/08/2023

▪️দাইয়ুস (دَّيُوْثُ) কাকে বলে ?

ঐ ব্যক্তিকে "দাইয়ুস" (دَّيُوْثُ) বলে - যে তার স্ত্রী'কে ও পরিবারের অন্য সদস্যদেরকে বেপর্দা, অশ্লীল বেহায়াপনা কাজ ও ব্যভিচারের সুযোগ দেয় বা সুযোগ করে দেয় এবং সকল শরীয়াহ বিরোধী কাজকে মেনে নেয়। এ ক্ষেত্রে স্ত্রী যদি পর্দা মেনে বাবার বাড়ি যায় তবে স্বামী দাইয়ুস নয় যদিও তার অনুমতি না দেয়। এখানে অনুমতি ছাড়া অন্যত্র যাওয়া দাইয়ুস দাইয়ুসি নয়।
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তা‘আলা জান্নাত হারাম করে দিয়েছেন। সর্বদা মদ্যপায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং দাইয়ূস (পাপাচারী কাজে পরিবারকে বাধা দেয় না)। (আহমাদ ও নাসায়ী)[1]

[1] হাসান : নাসায়ী ২৫৬৩, আহমাদ ৫৩৭২, সহীহ আল জামি‘ ৩০৫২, সহীহ আত্ তারগীব ২৩৬৬।

দাইয়ূছী

যে নারী বা পুরুষ পর্দা মানে না তাকে দাইয়ূছী বলা হয়। ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ، وَالْعَاقُّ، وَالدَّيُّوثُ "، الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ»

“তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। লাগাতার শরাব পানকারী, মাতা-পিতার অবাধ্য সন্তান এবং দাইয়ূছী, যে নিজ পরিবারের মধ্যে বেহায়াপনাকে জিইয়ে রাখে’। [1]

আমাদের যুগে পর্দাহীনতার নিত্যনতুন সংস্করণ বের হচ্ছে। বাড়ীতে কন্যা কিংবা স্ত্রীকে একজন বেগানা পুরুষের পাশে বসে আলাপ করতে দেখেও বাড়ীর কর্তা পুরুষটি কিছুই বলেন না। বরং তিনি যেন এরূপ একাকী আলাপে খুশীই হন। মহিলাদের কোনো বেগানা পুরুষের সাথে একাকী বাইরে যাওয়াও দাইয়ূছী। ড্রাইভারের সাথে অনেক স্ত্রীলোককে এভাবে একাকী বাইরে যেতে দেখা যায়। বিনা পর্দায় তাদেরকে বাইরে যেতে দেওয়াটাই দাইয়ূছী। এভাবে বাইরে বের হলে পুরুষের লোলুপ দৃষ্টি তাদের প্রতি পড়ে।আবার ফিল্ম কিংবা যে সকল পত্রিকা পরিবেশকে কলুষিত করে ও অশ্লীলতার বিস্তার ঘটায় সেগুলো আমদানী করা এবং বাড়ীতে স্থান দেওয়াও দাইয়ূছী। সুতরাং এসব হারাম থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে।

> [1] মুসনাদে আহমদ; সুনান নাসাঈ; মিশকাত, হাদীস নং ৩৬৫৫।

04/08/2023

#কুইজ

ইমান কি........…?

04/08/2023

#কুইজ

ল ল্লা ম
দু হ
হা লি আ

04/08/2023

ফজরের নামাজের পর জায়নামাজে বসা।
হঠাৎ এক মুসল্লী সামনে এসে অত্যান্ত আদবের সাথে বসে বললেন, হযরত! আমি বিয়ে করেছি আজ প্রায় সাত-আট বছর। আমার স্ত্রী কয়েকবার কন্সিভ করার পরেও মাস দুই-এক হতে না হতেই বাচ্চা নষ্ট হয়ে যায়। কত যে ডাক্তার দেখিয়েছি হযরত। কোনো সমাধান পাইনি। কিন্তু একদিন আপনি জুমার বয়ানে যাকারিয়া (আঃ) এর ঘটনা বলে বলেছিলেন, তাহাজ্জুদে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয় কবুল করবেন। যাকারিয়া (আঃ) যদি বুড়ো হয়ে, তাঁর স্ত্রী বন্ধা হয়ে বাচ্চা পেতে পারেন, আপনি তো বুড়ো না, আপনার স্ত্রী বন্ধাও নন, তাহলে আপনি কেন পাবেন না? সেদিন থেকে স্বামী-স্ত্রী আল্লাহর কাছে চেয়েছি, কেঁদেছি। হযরত! গতকাল রাত আড়াইটায় আমার একটা রাজকন্যা হয়েছে!
এতটুকু বলেই লোকটা কাঁদছিল! আনন্দের কান্না। তৃপ্তির কান্না।

বললাম, বাচ্চার আকিকা দিয়েন। সুন্দর নাম রাইখেন। এ বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার!

একটা সত্য কথা বলি?
জীবনে তাহাজ্জুদে আল্লাহর কাছে চেয়ে পাইনি এমন কিছু আমার জীবনে নেই! আলহামদুলিল্লাহ।

04/08/2023

#কুইজ
আরবি হরফ কয় টি..........?

04/08/2023

#কুইজ
কালিমা কয়টি....?
এবং কালিমা তামজীদ বলেন তো.....?

04/08/2023

#কুইজ
হজরত মুহাম্মাদ সাঃ এর দুধ মায়ের নাম কি.......?

04/08/2023

কারো জন্মদিনের উইশ করে দোআ করাটা কতটুকু যৌক্তিক......?

04/08/2023

কুইজ
7up কোম্পানির
মালিক মুসলিম কি........?

04/08/2023

হাজারো সমস্যার একটাই সমাধান #নামাজ🖤
আর যদি শান্তির কথা বলেন
তাহলে
আর কোথাও নেয় সেই শান্তি
যেইটা আপনি সিজদাহ্ তে পাবেন

04/08/2023

ইসলামিক দিস্টিতে সুদ খাওয়ার সব থেকে ছোট অপরাধ কি.....?

04/08/2023

জুম'আর দিন ৫ টি কাজ করার মাধ্যমে জুম'আর নামাজে অংশ নিলে মহান আল্লাহ তা'য়ালা বান্দার প্রতি কদমে কদমে ১ বছর নফল নামাজ ও ১ বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। [আবু দাউদ- ৩৪৫]

🔸 অর্থাৎ কারো বাসা থেকে যদি মসজিদের দূরত্ব ১০০ কদম হয়, তাহলে এই পাঁচটি কাজ করার দ্বারা সে ব্যক্তি ১০০ বছর নফল নামাজ ও ১০০ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করবে, সুবহা-নাল্ল-হ। কাজগুলো হচ্ছেঃ-

১) গোসল করা, ২) আগে আগে মসজিদে যাওয়া, ৩) পায়ে হেটে মসজিদে যাওয়া, ৪) ইমামের কাছাকাছি বসা, ৫) অনর্থক কথা বার্তা না বলে মনযোগ সহকারে খুতবা শোনা।

🔹 আলহামদুলিল্লাহ কতই না সৌভাগ্যবান সেই সকল দ্বীনী ভাইয়েরা যাদের কিনা কোনো জুম'আর দিনেই এই ফজিলতপূর্ণ আমলটি ছুটে যায় না।

🔲 মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন, আমিন💞✅

03/08/2023

বলেন তো
ইসলাম স্বামীকে
কি বলে ডাকতে বলেছে........?

03/08/2023

ফেইসবুকে স্ত্রীর ছবি তারাই আপলোড দেয়
যারা মনে করে আমার স্ত্রী শুধু আমার একার নয় গোটা দেশের সম্পদ
বেহায়া,নির্লজ্জ স্বামী!

03/08/2023

📖"যে ব্যক্তি কোরআনের একটি
হরফ পাঠ করলো সে যেন দশটি
নেকি লাভ করলো।"📖
_"(তিরমিজি- ২৯১০)"

03/08/2023

ফজর কাজা হয়ে গেছে, দিনটা রোজা রেখে কাটিয়েছে।
তাহাজ্জুদ ছুটে গেছে, ফজর পড়ে সূর্যোদয় পর্যন্ত মসজিদে কাটিয়েছে।
গতকাল একপারা তিলাওয়াত ছুটে গেছে, আজ দুইপারা পড়ে নিয়েছে।

এমন মুমিনকে শয়তান ভয় পায়।
ভবিষ্যতে ওয়াসওয়াসা দেয়ার ব্যাপারে সতর্ক থাকে।

07/07/2023

অন্তর নষ্টকারী বিষয় হচ্ছে ৫টি
‌‌‌‌১. অতিরিক্ত ঘুম
২. ভরপেট আহার
৩. অত্যাধিক আশা
৪. মানুষের সাথে বেশি মেলামেশা
৫. গায়রুল্লাহর সাথে সম্পর্ক করা
- ইমাম ইবনুল কায়্যিম (রাহ.)
[মাদারিজুস সালিকীন: ২/৮৭, দারু ইবন হাযম, ২০১৯ ঈ.]

02/06/2023

ফিতনার যুগে যে ব্যক্তি রাসূল ﷺ এর সুন্নাহ আঁকড়ে ধরবে,
সে ৫০ জন সাহাবীর সমান সাওয়াব অর্জন করবে।
তিরমিজিঃ ৩০৫৮

30/05/2023

ফজর কাজা হয়ে গেছে, দিনটা রোজা রেখে কাটিয়েছে।
তাহাজ্জুদ ছুটে গেছে, ফজর পড়ে সূর্যোদয় পর্যন্ত মসজিদে কাটিয়েছে।
গতকাল একপারা তিলাওয়াত ছুটে গেছে, আজ দুইপারা পড়ে নিয়েছে।

এমন মুমিনকে শয়তান ভয় পায়।
ভবিষ্যতে ওয়াসওয়াসা দেয়ার ব্যাপারে সতর্ক থাকে।

~ আতিক উল্লাহ [হাফিজাহুল্লাহ]

30/05/2023

হে আল্লাহ আপনি সবাইকে
সুস্থতা দান করুন
এবং ইহকালে ও পরকালে সান্তি
দান করুন আমিন 🤲

30/05/2023

যে মানুষটা সর্ব অবস্থায় আল্লাহর উপর
ভরসা করে, সে কখনো ডিপ্রেশনে ভোগে না।

আলহামদুলিল্লাহ💞

29/05/2023

ভালো মানুষের কদর নাই
সৎ মানুষের মূল্য নাই
সরল মানুষের রেহাই নাই
বিবেকবান মানুষের শান্তি নাই।

মন্দ মানুষের কষ্ট নাই
অসৎ মানুষের বিবেক নাই
চরিত্রহীনের লজ্জা নাই
নির্লজ্জদের কিছুই নাই।

দুঃষ্ট লোকের মিষ্টতার অভাব নাই
মিথ্যেবাদী মানুষের মুখোশের শেষ নাই
বাটপার মানুষের ছলচাতুরির সীমা নাই
তবুও আমরা নামের মানুষ সবাই

"নামের মানুষ সবাই"

29/05/2023

ধৈর্য ধরুন মহান আল্লাহ দু:খের পর সুখের ফয়সালা অবশ্যই করবেন।
আমিন

29/05/2023

পৃথিবীতে এক মাত্র শান্তির
জায়গা কোথায় জানেন?
আল্লাহর ঘর মসজিদ।

আলহামদুলিল্লাহ

29/05/2023

সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না অসম্মান অহংকার আর বেয়াদবির কারণে শেষ হয়।

29/05/2023

৩০০ থেকে ৫০০ লোক নিয়ে বিয়ে করতে যান। বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না।
কাদের খাওয়ান??

29/05/2023

🍀🍀পৃথিবীতে সেই ব‍্যক্তি সবচাইতে কৃপণ।যে
ছালামের জবাব দেয় না....
🥰আসসালামু আলাইকুম🥰

29/05/2023

ফকির কাকে বলে জানেন
পুরুষ হয়ে জন্ম নিয়ে মেয়ের বাড়িতে যৌতুক
আবদার করাকেই ফকির বলে।

28/05/2023

যখন তুমি কোন কাজের সিদ্ধান্ত কর তখন আল্লাহর উপর ভরসা কর
(সূরা ইমরান আয়াত --১৫৯)
আলহামদুলিল্লাহ❣️❤️,

28/05/2023

- কোন পীর কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না আল্লাহ ছাড়া কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না.!🙂💝

27/05/2023

আমি হব
– কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসম-বাগে
উঠব আমি ডাকি!
সূয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
হয়নি সকাল, ঘুমো এখন,
মা বলবেন রেগে৷
বলব আমি _ আলসে মেয়ে
ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল তাই বলে কি
সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে৷

25/05/2023

বিবাহর আগে তিনটি কাজ করে বিবাহ করুন। ১ থাকার স্থান ২ গোসল খানা এবং টয়লেট ৩ রান্নাঘর

21/05/2023

দরিদ্র ঘরে জন্ম নিয়েছি তাতে কোনো সমস্যা নাই,
শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি
এতেই খুঁশি🥰
🥰 আলহামদুলিল্লাহ 🥰

21/05/2023

- আজকে একটা প্রশ্ন সবার জন্য।
- মাকে কান্না করতে দেখলে আপনার কাছে তখন কেমন লাগে ??..!! 😢😔☹️

20/05/2023

_একজন নারীর জীবনে
ফেরাউন এর মতো ধনী স্বামীর চেয়ে,,হযরত আলী (রা,) এর মতো গরীব স্বামী অনেক উওম.🌼

19/05/2023

হে আল্লাহ্‌!
"আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে, দুনিয়ার ফিতনা-ফ্যাসাদ থেকে এবং কবরের আজাব হতে, আমিন!
(বুখারি: ৫৮৮৮)।

Address

Barishal

Telephone

+8801905362587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajuddin MD Munir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajuddin MD Munir:

Share

Category



You may also like