26/12/2024
💥বাংলা ব্যাকরণঃ ভাষা,ধ্বনি ও বর্ণ
---------------------------------------------------------------------------------
1. বাংলা বর্ণমালার সংখ্যা = ১ টি।
2. বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা = ৫০ টি।
3. বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা = ৫০ টি।
4. বাংলা বর্ণমালায় মোট ধ্বনির সংখ্যা = ৩৭ (৭+৩০) টি।
5. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ = ১১ টি।
6. মৌলিক স্বরধ্বনি = ৭ টি (অ, আ, ই, উ, এ, এ্যা, ও)।
7. মৌলিক স্বরবর্ণ = ৬ টি (অ, আ, ই, উ, এ, ও)।
৪. কেন্দ্রীয় স্বরধ্বনি= ১ টি (আ)।
9. যৌগিক স্বরধ্বনি / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর ধ্বনি = ২৫ টি।
10. যৌগিক স্বরবর্ণ / যৌগিক স্বরজ্ঞাপক / যুগ্মস্বর / সন্ধিস্বর / সান্ধ্যক্ষর /দ্বিস্বর / দ্বৈতস্বর বর্ণ = ২ টি (ঐ, ঔ)।
11. হ্রস্ব স্বর= ৪ টি (অ, ই, উ, ঋ)।
12. দীর্ঘ স্বর= ৭ টি (আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ)।
13. অর্ধ্বস্বর = ৪ টি (ও, ই, উ, এ)।
14. সংক্ষিপ্ত স্বর/ কার = ১০ টি ('অ' বাদে)।
15. নিলীন বর্ণ= ১ টি (অ)।
16. সংক্ষিপ্ত ব্যঞ্জন / ফলা= ৬ টি (ম, ন, য, র, ব, ল)।
17. মোট ব্যঞ্জনবর্ণ = ৩৯ টি।
18. মোট ব্যঞ্জনধ্বনি = ৩০ টি।
19. বর্গীয় বর্ণ = ২৫ টি (ক-ম)।
20. বর্গীয় ধ্বনি = ২৩ টি (ঞ, ণ বাদে ক-ম)।
21. নাসিক্য ব্যঞ্জন / নাসিক্য বর্ণ / অনুনাসিক বর্ণ = ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
22. নাসিক্য ধ্বনি / অনুনাসিক ধ্বনি = ৩ টি (ঙ, ন, ম)।
23. ঘৃষ্ট ধ্বনি / ঘৃষ্ট বর্ণ = ৪ টি (চ, ছ, জ, ঝ)।
24. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট ধ্বনি
= ১৬(না থাকলে ২০ টি)
26. স্পর্শ ব্যঞ্জন / স্পৃষ্ট বর্ণ (ক-ম)
= ২৫ টি
26. উষ্মবর্ণ = ৪ টি (শ, স, ষ, হ)।
27. উষ্মধ্বনি = ৩টি (শ, স, হ)।
28. শিস বর্ণ = ৩ টি (শ, স, ষ)।
29. শিস ধ্বনি = ২ টি (শ, স)।
30. তাড়িত ধ্বনি / তাড়নজাত বর্ণ = ২ টি (ড়, ঢ়)।
31. কম্পিত ধ্বনি / কম্পনজাত বর্ণ = ১ টি (র)।
32. অন্তঃস্থ বর্ণ = ৪ টি (য, র, ল, য়)।
34. অযোগবাহ বর্ণ = ২ টি ( ং, ঃ)।
35. পরাশ্রয়ী বর্ণ = ৩ টি ( ং, ঃ,ঁ)
36. পার্শ্বিক ধ্বনি - ল ১টি
37. মাত্রাহীন মোট বর্ণ - ১০
38.পূর্ণমাত্রা মোট বর্ণ- ৩২
39. অর্ধমাত্রা মোট বর্ণ- ৮
40.পূর্ণমাত্রা স্বরবর্ণ- ৬
41.অর্ধমাত্রা স্বরবর্ণ- ১
42. মাত্রাহীন স্বর বর্ণ - ৪
43. পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ- ২৬
41.অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ- ৭
42. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ - ৬
43.অনুবর্ণ হয়-৩ ধরনের
44.কণ্ঠনালীয় ধ্বনি- ১ টি - হ.
45. দন্ত্যমূলীয় ধ্বনি- ৪ টা(ন,র,ল, স)
( #সংগৃহীত)