Address:Icha kathi, Kashipur, Barisal
Nationality: Bangladeshi. Religion: Islam. Work's at: Student. Hight:6 feet
Hair color: Black. FAMILY:
''''''''''''''''
There have 5 member's in
my family
(Me,sister,brother,Mother &
Father). EDUCATION:
''''''''''''''''''''''''
PSC :কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল
JSC : Kashipur High School and College,Barisal. SSC :Kashipur High School and
College,Barisal. HSC : Govt. Barisal college, Barisal
FAVOURITE'S:
''''''''''''''''''''''''''
PERSON: Muhammod (sm)
& Parent's. WORK: Namaz. WORD: Allahu Akbor. COLOR'S:Black,blue,light pink. HOBBY:Bike riding,Facebook,Freedom life
GMAE'S:
Cricket,footboll.Ludu
LIKE'S:Friendship
r
ami মানুষটা ভাল
ছাত্র খারাপ
so..............,
শত্রু কে হাজার বার সুযোগ দাও
বন্ধু হতে, কিন্তু
বন্ধুকে একবারও শত্রু
হওয়ার সুযোগ দিও না।
কারন বন্ধু যদি একবার শত্রু হয়,
তবে সেটা হবে অনেক ভয়ংকর!"
বন্ধুত্ত অনেক হয় কিন্তু
প্রকৃত
বন্ধু কয়জনেই হতে পারে।
চারদিকে শুধু বন্ধুত্তের
মাঝে স্বার্থপরতার ছড়াছড়ি।
" স্বার্থের টানে পাশে আনে,
বন্ধু
তখন মনে পড়ে।
স্বার্থ শেষে ছেড়ে যেতে,
বন্ধু তাহার
বিবেক না বাধে।"
কথায় আছে
"বন্ধুত্ত করার চেয়ে বন্ধুত্ত
ধরে রাখাটা অনেক কঠিন"
যে জিনিষ
অতি সহজে পাওয়া যায়
সে জিনিষের কদর অতি দ্রুত
কমে যায়।
তাই বন্ধুত্ত করবেন
ভেবে চিন্তে করবেন,
পরে পস্থাতে হবে না।
"ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না"
ছোট বেলায় পড়েছিলামঃ
"সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু
নয়,
দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু"
মনে রাখলে কাজে লাগবে।
"বুদ্ধিমান তো সেই
ব্যক্তি যে অতীত
থেকে শিক্ষাগ্রহন
করে বাস্তবে একি ভুল
না করে সামনের
দিকে এগিয়ে যায়"
কিছু অতিথি পাখী থাকে তাদের
চিনে নিতে হয়ঃ
"মুখে মুখে অনেক বন্ধু বলে,
বন্ধু
সে তো আপন নয়।
মনে প্রানে সুখে দুঃখে যে থাকে,
বন্ধু
সে আপন হয়।"
বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবলঃ
আমি আমার জীবনে কিছু বন্ধু
পেয়েছি তাই
আমি গর্বিত, তারাও
আমাকে বন্ধু
হিসেবে পেয়ে অনেক
হয়েছে ধন্য।
ভালবাসি তাদের সরল মনের
বন্ধুদের।
"কারো সুখের সময়ে যদিও
বা কাছে না থাকতে পারি,
কিন্তু দুঃখের
সময়ে পাশে আছি থাকব
এই কথা দিতে পারি।"
সকল বন্ধুদের জন্য অনেক অনেক
শুভ কামনা রইলো।