04/01/2026
নিজেকে বুঝে নেওয়া আর নিজের সম্মান রক্ষা করতে পারা—এটা দুর্বলতা নয়, এটা শক্তি।
কখনো কখনো কোনো জায়গা, কোনো সম্পর্ক বা পরিবেশ আমাদের শান্তি নষ্ট করে। সেখানে জেদ করে থাকার চেয়ে চুপচাপ সরে যাওয়াই বেশি বুদ্ধিমানের কাজ। কারণ—
যেখানে সম্মান নেই, সেখানে থাকা আত্মসম্মানকে ধীরে ধীরে ভেঙে দেয়
যেখানে বারবার কষ্ট হয়, সেখানে দূরত্বই শান্তি আনে
সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয়
ইসলামেও আছে—
“মুমিন সে-ই, যে ফিতনা থেকে নিজেকে রক্ষা করে। ゚viralfbreelsfypシ゚viral