Suvilasa Gopesvara Das

Suvilasa Gopesvara Das Haribol. Please like and follow this page. I always try to upload spiritual or religious content.

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ২৫-০১-২০২৫ ইং তারিখ রোজ শনিবার পবিত্র ষটতিলা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বাংলা...
24/01/2025

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ২৫-০১-২০২৫ ইং তারিখ রোজ শনিবার পবিত্র ষটতিলা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৬:৪১-১০:২১
(পশ্চিমবঙ্গ) ০৬:১৯-০৯:৫৯
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে অাপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।

🙏❤️❤️একাদশী ব্রত মাহাত্ম্য❤️❤️🙏
মাঘ মাসের কৃষ্ণপক্ষের `ষটতিলা' একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে।
যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ! মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি, ফল কি সবিস্তারে আমাকে বলুন।
ভগবান বললেন, এই তিথি ষটতিলা নামে জগতে প্রসিদ্ধ।
একসময় দাল্ভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন।
ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ! তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোন বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড,নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে `কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত্বমগতীনাং গতির্ভব' ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। `কৃষ্ণ আমার প্রতি প্রীত হন' বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস,ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে।স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ।
হে দ্বিজত্তম! ঐ প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উত্পন্ন হয়, তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পন, তিল ভোজন এবং তিল দান-এই ৬ প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এইজন্য এই একাদশীর নাম ষটতিলা।
হে যুধিষ্ঠির, এককালে নারদ ও এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনী বলেছিলাম,তা শ্রবন করো।
পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজাপরায়না ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভরে দান করত।কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহুবছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি।তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম।
ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে, তা আামাকে বলো।
আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নেক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম।
বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিলনা। গৃহশূণ্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত,কৃচ্ছ্রসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি।এখন হে জনার্দন!আমার গৃহে কিছুই দেখছি না কেন?
আমি বললাম, তুমি নিজগৃহে দরজা বন্ধ করে বসে থাকো।মর্ত্যলোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে।তুমি দরজা খুলবেনা।তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে।তারা রাজি হলে দরজা খুলবে।
এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল।এক দেবপত্নী তার ষটতিলা ব্রতের পুণ্যফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল ও তার গৃহ ধনধান্যে ভরে গেল।দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন।
হে নারদ,অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তশাঠ্যও অকর্তব্য। নিজ সাধ্যমত তিল,বস্ত্র ও অন্ন দান করবে।ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্র্য, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়।

11/01/2025
ভগবানের পুষ্যাভিষেক ২০২৫
11/01/2025

ভগবানের পুষ্যাভিষেক ২০২৫

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ১০-০১-২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার পবিত্র পুত্রদা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বা...
08/01/2025

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ১০-০১-২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার পবিত্র পুত্রদা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৬:৪২-০৮:৫৩
(পশ্চিমবঙ্গ) ০৬:২০-০৮:২৪
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে অাপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।

🙏❤️❤️একাদশী ব্রত মাহাত্ম্য❤️❤️🙏
যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ! পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি,কোন দেবতা ঐদিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী `পুত্রদা' নামে প্রসিদ্ধ। সর্বপাপবিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতৃ দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন।এখন আমার ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন।
ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন।তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম-কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোন সুখ ছিলনা। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ-দেব-মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয়না। পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের অায়ু, আারোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে,কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না।
তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা-তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন।সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগন বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত্ প্রণাম করলেন।
মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি।আপনার কি প্রার্থনা বলুন।
রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন?
মুনিগণ বললেন, হে মহারাজ, অামরা `বিশ্বদেব' নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে পাঁচদিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা।
তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক। তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন।
মুনিগন বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি। তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন।দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পারণ করলেন।মুনিদের প্রণাম নিবেদন করে নিজগৃহে ফিরে এলেন। ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল।
হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য।মানব কল্যান কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠাসহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা `পুত' নামক নরক থেকে পরিত্রান লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ-কীর্তনে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ডপুরানে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
Follow our page/YouTube/Instagram/Twitter: GaurNitaiTV

একাদশী ব্রত তালিকা ২০২৫, বাংলাদেশ (চট্টগ্রাম ব্যতীত) চট্টগ্রামে পারনের সময়ে কিছুটা পরিবর্তন আছে তাই চট্টগ্রামের ভক্তবৃন...
07/01/2025

একাদশী ব্রত তালিকা ২০২৫, বাংলাদেশ (চট্টগ্রাম ব্যতীত) চট্টগ্রামে পারনের সময়ে কিছুটা পরিবর্তন আছে তাই চট্টগ্রামের ভক্তবৃন্দরা স্থানীয় মন্দির প্রদত্ত একাদশী ব্রত তালিকা অনুসরণ করুন 🙏
#একাদশী_ব্রত_তালিকা_২০২৫ #একাদশী #একাদশীব্রততালিকা২০২৫

06/01/2025

শ্রীধাম মায়াপুরে নৃত্য কীর্তনে... 😍🥰❤🙌

02/01/2025

কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার
31st Night Kirtan, Part 2, ISKCON Barishal

01/01/2025

31st Night Kirtan 2024, ISKCON Barishal, Part 1

30/12/2024

Durgapuja 2024 Barishal, #বরিশালের_দুর্গাপূজা ২০২৪

🙏 হরেকৃষ্ণ 🙏 একাদশী সংবাদ🌹আগামী ২৬-১২-২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল(বা...
25/12/2024

🙏 হরেকৃষ্ণ 🙏
একাদশী সংবাদ🌹
আগামী ২৬-১২-২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশীর উপবাস ব্রত। পারন পরেরদিন সকাল
(বাংলাদেশ) ০৭:৩৯-১০:১৩
(পশ্চিমবঙ্গ) ০৭:১২-০৯:৫১
তাই আসুন আমরা সবাই ভগবান প্রদত্ত একাদশী ব্রত পালন করি এবং মানব জীবন সার্থক করি।
🙏কৃপাকরে অাপনি নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন ।।
Follow our page/YouTube/Instagram/Twitter: GaurNitaiTV

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তঃহরেকৃষ্ণ,আগামীকাল১৯ডিসেম্বর, ২০২৪খ্রিস্টাব্দ।৪পৌষ , ১৪৩১বঙ্গাব্দ।৪ নারায়ণ , ৫৩৮গৌরাব্দবৃহস্প...
18/12/2024

শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তঃ
হরেকৃষ্ণ,
আগামীকাল
১৯ডিসেম্বর, ২০২৪খ্রিস্টাব্দ।
৪পৌষ , ১৪৩১বঙ্গাব্দ।
৪ নারায়ণ , ৫৩৮গৌরাব্দ
বৃহস্পতিবার।
তিথি- কৃষ্ণ চতুর্থী
গৌড়ীয় সিংহগুরু ও রূপানুগ গৌড়ীয় বৈষ্ণবগগনের প্রানপুরুষ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের মহিমান্বিত ৮৭ তম তিরোভাব তিথি বিরহ মহোৎসব।
দুপুর পর্যন্ত উপবাস।

23/11/2024

Madhavika's Krishna Consciousness Celebration,

13/11/2024

মহিমান্বিত #ভীষ্মপঞ্চক ব্রতের দ্বিতীয় দিবস 🧘
#তর্পন, #গঙ্গাস্নান 🕚📿🙏❤️

02/11/2024

বৈষ্ণবের কৃষ্ণভাবনাময় শুভ জন্মদিন উদযাপন 🥰

Address

Barishal
8200

Website

https://gaurnitaitv.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Suvilasa Gopesvara Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share