It's Refat Shad

It's Refat Shad Don't Forget To Follow My Page�

02/01/2025

You said peace, I heard my village!

02/01/2025

দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করেছে “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নামে একটি অনলাইন রচনা প্রতিযোগিতা | আশপাশে অনেক অনিয়ম, দুর্নীতি, সমস্যা | নতুন দিনে আমরা সেসব চাইনা | এমন এক বাংলাদেশ দেখি যেখানে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য থাকবে না | দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করেছে “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নামে একটি অনলাইন রচনা প্রতিযোগিতা | কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে ৫০০ শব্দের ভিতর রচনা লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে | যাদের রচনা হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং মেন্টরদের পরামর্শের ভিত্তিতে প্রথম তিন জনের জন্য থাকছে শিক্ষাসফর হিসেবে কক্সবাজার ট্রিপ এবং পরবর্তী সাত জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।

অংশগ্রহণের নিয়মসমূহ :
১. যে সকল শিক্ষার্থীদের বয়স ১৫ থেকে ২৫ বছর তারা অংশগ্রহণ করতে পারবে।

2. কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে ৫০০ শব্দের ভিতর রচনা লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে |

৩. “আমার স্বপ্ন আমার বাংলাদেশ” নিয়ে ৫০০ শব্দে রচনা লিখে এই হ্যাশট্যাগ যুক্ত করে যেকোনো ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করতে হবে এবং পোস্টটি প্রাইভেসি পাবলিক মুডে রাখতে হবে।

৪. নিজের নাম, বয়স, পিতার নাম, রিজিয়নের নাম, মোবাইল নাম্বার, আপলোডকৃত রচনার লিংক ও নিজের ছবিসহ মোল্লা সুপার সল্ট এর ফেসবুক পেজের ইনবক্সে দিতে হবে।

৫. রচনা লিখে পাঠানোর শেষ সময় ৩১শে ডিসেম্বর, ২০২৪।

৬. কিশোর তরুণদের চোখ দিয়ে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে লেখা রচনার মধ্যে যাদের রচনা হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং মেন্টরদের পরামর্শের ভিত্তিতে প্রথম তিন জনের জন্য থাকছে শিক্ষাসফর হিসেবে কক্সবাজার ট্রিপ এবং পরবর্তী সাত জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।

বিঃ দ্রঃ প্রয়োজনে যেকোনো সময় মোল্লা সুপার সল্ট এই প্রতিযোগিতার সকল শর্তাবলি এবং নিয়মাবলি পরিবর্তনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে | প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর ছবি পরবর্তীতে প্রোমোশনাল কাজে ব্যবহার করা হতে পারে।

#আমার_স্বপ্ন_আমার_বাংলাদেশ

16/07/2024

একবার যখন ভেঙ্গেছে এ ঘুম!
ঘুম পাড়ানি ছড়া শুনিয়ে মোদের লাভ নেই।
শান্ত নয়ন যুগলে যখন লেগেছে আগুন,
স্বৈরচারী দের নিপাতে সে তো জ্বলবেই!

অগ্নিশিখা হাতে নামো - দেখো এ কালো রাতে,
পথ আগলে আছে নিকৃষ্ট সব কালপ্রিট।
যাদের বর্ষনে রঞ্জিত হয়েছ শহরের পাথর-ইট।
ভয়ে তুমি পালিয়ো না, থেকো মুক্তিকামীদের সাথে।

হয়ে ওঠো "কসুম কুমারী দাশের" আদর্শ সেই ছেলে!
তেজে ভরা মন যার, বুক ভরা বলে।
অন্যায় সহে না সে, ডরে না ঝড় এলে।
জালিম শাসক ও নাকে খত দেয় তার পদতলে!

এ নিয়ে কাব্যের ভাষায় কী বলিবো আর?
হয়তো কেউ বলে উঠবে: "শালা রাজাকার"
সংখ্যাগরিষ্ঠদের চাওয়া যদি অন্যায় দাবিই হবে!
একাত্তরের মুক্তিকামীরাও রাজকারই কী তবে?

ভাষা বা কোটা যুদ্ধ সবই দেশের স্বার্থে...
এ কাজে যারা বাধা দেয়, বলি তাদের জ্ঞাতার্থে:-
"মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম"
"মোরা ঝর্ণার মতো চঞ্চল"

জাগো
-মো: সাদ হাওলাদার



23/06/2024

তোদের কারনে আমার কিচ্ছু হলো না!
না হলো কোন বন্ধু, না হলো কোন শত্রু।
তোরাই আমার সব হয়ে গেলি?!
-Refat Shad


13/04/2024

বৈশাখ এলো
মোঃ সাদ হাওলাদার
বৈশাখ এলো, বৈশাখ এলো, একটি বছর পরে।
পিঠা-পুলি হবে তৈরি সবার ঘরে-ঘরে!
বাঙালির প্রানের উৎসব এলো, বহু পতিক্ষার পরে।

এসো হে বৈশাখ তুমি বাড়ির আঙিনাতে।
করবো বরণ বৈশাখ তোমায়, বরণ ডালা হাতে।
তোমার ছোয়ায় এমনই যায় সারাটি বছর যাতে।

খোকা পড়েছে পাঞ্জাবি আর খুকি পড়েছে শাড়ি।
মনের আনন্দে নাড়ছে খুকি, হাতের রেশমি চুরি।

খোকা-খুকি মেলায় যাবে, খাবে মুড়কি-মুড়ি।
মেলার মাঠে উরছে দেখ! নানান রঙের ঘুড়ি।
পাপড়-জেলেপী, খাবে সবাই খুব মজা করে।
এমন মজা থাকুক বাংলায়, সারা জনম ধরে।

খোকা কিনবে লাটিম-ঘুড়ি,
খুকি কিনবে চুরি, আরও কিনবে আয়না।
কিনে দিতে হবে সবকিছু ধরেছে তারা বায়না।

বালকদের ভেপুর শব্দে, মুখোরিত মেলা।
মেলার মাঠে চলছে দেখ কত রকম খেলা।

কৃষ্ণচূড়ার ডাল আজ, সেজেছে লালে-লালে!
ছুকরি দেখ তুলেছে নাচ, ভাটিয়ালির তালে।
বাউল ভাই ধরেছে গান, এক তারার নালে।
বাইছ নৌকা চলছে বেগে বিশখালীর জলে।

নাগর দোলায় চড়ছে সবাই, চড়ছে টাট্টু ঘোরা।
বাউল গানের আসর বসেছে, ছুটে আয়রে তোরা!

আবিরের ছড়া-ছড়িতে মুখোরিত হাওয়া,
পুরোনো সব কালো স্মৃতি করছে সে ধাওয়া।

হাতে-হাত রেখে চলার এই তো বেলা।
সাম্যের গান গাইবো মোরা, করবো না অবহেলা।

কপোত-কপোতী, হাতে-হাত রেখে,
জমে গেছে প্রেম ভারী।
কবি ভাই বসে বসে ছন্দ বাধছে তারই!

শিল্পীর ছবির মতোই, যেন এ প্রহর।
না চাইতেই কেটে যাবে, এ মূহুর্তের ঘোর।

নানান সব উৎসবের মাঝে, পহেলা বৈশাখ হবে পার।
যার জের ধরে থাকবো বসে, একটি বছর আবার।

রমাদান মুবারাক 🌙
11/03/2024

রমাদান মুবারাক 🌙

Rock On🤟
29/05/2022

Rock On🤟

দেশের লুঙ্গি, দশের লুঙ্গি 🤟
18/05/2022

দেশের লুঙ্গি, দশের লুঙ্গি 🤟

লেখনির মাধ্যমে প্রাপ্তি❤️
18/04/2022

লেখনির মাধ্যমে প্রাপ্তি❤️

17/04/2022

MakeUp Tutorial🤣
Mention Your MakeUp Lover Friends🙂

Congratulation Swords club kathalia❤️And all the best for next match😃
14/09/2021

Congratulation Swords club kathalia❤️
And all the best for next match😃

Address

Kasipur Bazar
Barishal

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801952063890

Alerts

Be the first to know and let us send you an email when It's Refat Shad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Refat Shad:

Videos

Share