Aruha

Aruha পেইজটিকে ফলো দিয়ে পাশে থাকুন❤️🥀

প্রচুর পড়তে হবে....🤦🏻‍♀️
01/11/2024

প্রচুর পড়তে হবে....🤦🏻‍♀️

23/05/2024

রিলেশনশিপ দীর্ঘ মেয়াদি করতে নেই!'যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা উচিত!'না হয় সময় গড়াবে সময়ের সাথে সাথে কেউ একজন ফুরিয়ে যাবে!'💔

12/05/2024

Turn your worry into worship
‘আপনার দুশ্চিন্তাগুলোকে ইবাদতে পরিণত করুন’।

বিপদের সময়টাতে মানুষের মন ভাঙা থাকে। বিপদ কাটিয়ে উঠতে সে বেশি বেশি নফল সালাত-সিয়াম আদায় করে। দু’হাত তুলতেই চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরে। বান্দা তখন যা চায়, আল্লাহ তাই কবুল করে নেন। কারণ বান্দার কান্নারত মোনাজাতের দৃশ্যটা আল্লাহর কাছে ভীষণ প্রিয়। অনেক ক্ষেত্রে আল্লাহ এভাবেই তার গুনাহগার বান্দাকে পাক-সাফ করে নেন। কাছে টেনে নেন। পরম মমতায় আগলে নেন তাকে।

অতএব, জীবনের দুঃখ-কষ্টগুলোকে চাইলেই আমরা ইবাদতের রূপ দিতে পারি।❤️

----আবুল হাসানাত কাসিম

05/05/2024

আমার সাথে তর্কে না পেরে একদম ফুফুদের মতো হয়েছে বলা আমার আম্মু....🙂

Priority matters....❤️🔐
13/04/2024

Priority matters....❤️🔐

08/04/2024

বিয়ের পরেও যখন একজন নারী সুন্দর থাকে,পরিপাটি থাকে,প্রানচঞ্চল থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে; তখন সেটার পেছনে সেই নারীর হাসবেন্ড এর কৃতিত্ব অনেক। কারণ যত্নে রেখেছে বলেই না সুন্দর আছে!
যার যত্নে থেকে নারী সুন্দর থেকে আরও সুন্দরতম হয়ে ওঠে, সবটুকু ভালবাসা এবং কৃতজ্ঞতা বোধ সেই মানুষ টাকে ঘিরেই হোক....!❤

❤️
31/03/2024

❤️

✅
21/03/2024

🙃
08/03/2024

🙃

06/03/2024

সুন্দর ছবি তুলে দিতে পারে এমন একটা ফ্রেন্ড থাকা সৌভাগ্যের ব্যাপার! এমন ফ্রেন্ড থাকলে প্রাউড ফিল করা উচিত!🖤

18/01/2024

কিসের গোসল!
লাগা perfume.....🙂

Deep Message....❤️🤍
17/01/2024

Deep Message....❤️🤍

ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে।এই সমাজ এমন ভাবে অধঃপতনের পিছনের কারণ কি হতে পারে....??🙂
16/01/2024

ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে।
এই সমাজ এমন ভাবে অধঃপতনের পিছনের কারণ কি হতে পারে....??🙂

09/01/2024

আমি একটা নারী রে পুরুষ মাইনষ্যের লাইগা কাঙাল হইতে দেখছি। শরতের দোপরে পরাণের আতুর ঘরে সাদা মেঘ জমাইতে দেখছি। হ আমি এলোকেশে পুকুর ঘাটে একখান নারী রে পানকৌড়ির লাহান ফোপায় কানতে দেখছি।

নারীরা বলদ ; হ বলদ!
হেরা পুরুষ মাইনষ্যের কাছ থেইকা খালি ভালোবাসা খুজে। আর আমরা পাষাণ নির্দয়া পুরুষ হেগ সরলতার সুযোগ লই ; মন ভাঙি ; দুঃখ দেই!

অথচ কিছুকাল আগেও হেই নারী কত্ত হাসিখুশি ছিল ; দোপরের স্নান রইদে পায়ে আলতা দিয়া রইদ পোহাইতো, মাঝে মইধ্যে আবার জ্যোৎস্না রাইতে কমলা রঙের শাড়ি পড়তো প্রেমিকের মন জয় করার লাইগা।

তারে অনেকেই কইছিল, হোন ছেড়ি বেটা মানুষ রে এত ভালোবাসা দেহান লাগে না ; হেরা পাষাণ! কিন্তু সে ছিল মেলা একরত্তি মাইয়্যা, কারো কথা হুনতো না। কইতো ওনি মেলা ভালা মানুষ আমারে কহনো দুঃখ দিব না। আপনাগো পরাণ জ্বলে আমগোরে দেইখা। তাই না??

কিন্তু কিছুকাল পরে আইজ মাইনষ্যের কথাই সইত্য হইলো। নারীর এই অন্ধ ভালোবাসায় ; একজনার উপ্রে নির্ভর করা তারে আইজ পুরাপুরি শেষ করছে। সেই পুরুষ ঠিকই আইজ চইল্যা গেছে তারে লুটপাট কইরা। আইজ সেই নারী নিঃস্ব। বুনোহংসীর মতন সর্বহারা । 🙂🙂

লেখা : Sanjid Hasan

08/01/2024

লাইফ পার্টনার হতে হবে একদম সরকার এর মতো,
জোর করে হলেও কেয়ামত পর্যন্ত থাকতে চাইবে।😌

08/01/2024

খালাতো বোন কে জ্বী"নে ধরছে এখন কবিরাজ আনছে। কবিরাজ জ্বী"নকে প্রশ্ন করলো তুই কি চাস? জ্বী"ন বলল আমি সাগরকে চাই।
এখন আমি বুঝতে পারছি না এটা কি জ্বী"ন বলছে নাকি খালাতো বোন নিজে বলছে অভিজ্ঞদের থেকে জানতে চাই!🥹

ভাগ্য লাগে....😅❤️
03/01/2024

ভাগ্য লাগে....😅❤️

Address

Barishal
8210

Alerts

Be the first to know and let us send you an email when Aruha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share