Youth Force Foundation Bangladesh - YFFB

Youth Force Foundation Bangladesh - YFFB We_Serve_Humanity

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী। চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা...
17/04/2022

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী।
চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন শিশুদের চিকিৎসায়।
কোটিপতি নন। ছাপোষা জীবন। ওষুধ কোম্পানির সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে নিত্যন্ত সাদামাটা সংসার। নিজের তিলে তিলে করে জমানো সবটুকু অর্থ তুলে দিয়েছেন তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়।
যার কিছুই নাই তিনি নিজের সর্বস্ব দান করে দিয়েছেন শিশুদের চিকিৎসায়। যাদের অনেক অনেক অনেক আছে তারা পাচার করে গড়ে তোলে বেগম পাড়া, হয় ফরেন দেশের সেরা ধনী।
কাজী মোহাম্মদ আলী বলেন, ‘ আমি ৫০ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে। শতভাগ শান্তি পাব যখন শুনব এই সহায়তায় ক্যানসার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’
#সংগৃহীত

14/12/2021
03/12/2021

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক বদরখালী ইউনিয়ন পরিষদে নাটক

শুভ জন্মদিন প্রিয় বন্ধু আসলাম হোসাইনপ্রতিষ্ঠাতা প্রধান  ইয়ুথ ফোর্স ফাউন্ডেশন তোর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি
20/11/2021

শুভ জন্মদিন প্রিয় বন্ধু
আসলাম হোসাইন
প্রতিষ্ঠাতা প্রধান
ইয়ুথ ফোর্স ফাউন্ডেশন
তোর উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি

মা এখনও অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও ব...
10/11/2021

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো সৃষ্টি কর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সম্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন।যাদের মা মারা গেছেন তারা মা এর জন্য নিয়মিত দোয়া করেন।

মা ছাড়া দুনিয়া অন্ধকার 🖤🌺

বরগুনায় তিনটি করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এবং জনাব মোঃ হাবিবুর রহমান জেল...
19/08/2021

বরগুনায় তিনটি করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করেন
পৌর মেয়র
অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ
এবং
জনাব মোঃ হাবিবুর রহমান
জেলা প্রশাসক বরগুনা

বরগুনা পৌরসভার উদ্যোগে পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে তৈরি এ বুথে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার থেকে যে কেউ হ্যান্ড স্যানিটাইজ করতে পারবেন। প্রয়োজন হলে নিতে পারবেন মাস্ক।

বৃহস্পতিবার ১১ টায় পৌরসভা প্রাঙ্গণে,১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ করোনা প্রতিরোধ বুথের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ। এসময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে তৈরি এ বুথের ব্যবহারিক প্রয়োজনীয়তা ও কার্যকরীতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা পৌর শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে অফিস-আদালতসহ পাড়ায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হবে।

করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত রঞ্জন শীল, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমূখ।

এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম  শাহাদত বার্ষিকী।Youth...
14/08/2021

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।Youth Force এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে I

সবাইকে ইদের শুভেচ্ছা ইদ মোবারক।❤️
20/07/2021

সবাইকে ইদের শুভেচ্ছা ইদ মোবারক।❤️

Youth Force এর সকল দাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ  Ahsan ভাই Youth Force,Barguna কে সার্বিকভাবে সহযো...
08/07/2021

Youth Force এর সকল দাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ Ahsan ভাই Youth Force,Barguna কে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। আপনাদের সহযোগিতায় আমারা পরিবারটি কে এক মাসের বাজার করে দিতে সক্ষম হয়েছি। এখানে ছিলঃ-
চাল-২৫ কেজি।
ডাল-২ কেজি
তেল-৫ কেজি
আলু- ৫ কেজি
পিয়াজ- ৩ কেজি
চিনি-১কেজি
আম-৫ কেজি ও
লবন,হুইলের গুড়া, সাবান,রসুন, হলুদ, মরিচ, ইত্যাদি। সাথে নগদ ৫০০ টাকা।
Youth force এর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ ❤️🌹

 #জনসেবা_মূলক_কাজের_বিবরণসংগঠনঃ Youth Force,Barguna প্রতিষ্ঠাকালঃ ২০১৮এখন পর্যন্ত মোট খরচ- ৬১,৬৮০টাকা।💥.২রা জানুয়ারি, ২০...
06/07/2021

#জনসেবা_মূলক_কাজের_বিবরণ
সংগঠনঃ Youth Force,Barguna
প্রতিষ্ঠাকালঃ ২০১৮
এখন পর্যন্ত মোট খরচ- ৬১,৬৮০টাকা।

💥.২রা জানুয়ারি, ২০১৯
➡️ ফুলঝুড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ বাবদ- ১,০০০/- টাকা।

💥. ১৯ জানুয়ারি, ২০১৯
➡️ ফুলঝুড়ি স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও পুরস্কার বিতরণ বাবদ- ৫,০০০/- টাকা।

💥. ০৫ মে, ২০২১
➡️ করোনা প্রতিকারে মাস্ক ও জনসচেতনায় লিফলেট বিতরণ বাবদ- ২৫০০/- টাকা।

💥. ৬ই মে-২০ই মে, ২০২১
➡️ বরগুনায় ডায়রিয়া প্রতিকারে পুশ স্যালাইন(১৫০ পিস), খাবার স্যালাইন(১২০০ পিস), ও ঔষধ বিতরণ বাবদ- ২২,০০০/- টাকা।

💥. ১০ই মে, ২০২১
➡️ ইদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ১০১টি দুঃস্থ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ বাবদ- ২০,৭৮০/- টাকা।

💥 ১২ই মে, ২০২১
➡️ পবিত্র মাহে রমজান উপলক্ষে অনলাইনে হামদ-নাত,গজল ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাবদ- ১,০০০/- টাকা।

💥. ২৯ মে, ২০২১
➡️ একজন কোরআনের হাফেজের বাবার লাশ ঢাকা-বেতাগী পাঠাতে এ্যাম্বুলেন্স ভাড়া বাবদ-৭,০০০/- টাকা।

💥. ১৫ জুন, ২০২১
➡️ লিভার আক্রান্ত একজন মুমূর্ষু রোগীকে আর্থিক সাহায্য প্রদান বাবদ-২৪০০/- টাকা।

ধন্যবাদান্তে,
মোঃ আসলাম হোসেন।
প্রতিষ্ঠাতা সদস্য,
ইয়ুথ ফোর্স, বরগুনা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
19/06/2021

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

"পারিবো না’–এ-কথাটি বলিও না আর,কেন পারিবে না তাহা ভাবো একবার।পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা!পারো কি না পারো করো যত...
15/06/2021

"পারিবো না’–এ-কথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাবো একবার।
পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা!
পারো কি না পারো করো যতন আবার,
একবার না-পারিলে দেখো শতবার"

একটি সংগঠন করবো যার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। মানুষের সেবা করা, মানুষের সাহায্যে এগিয়ে আসা। কিন্তু এর জন্য দরকার সেচ্ছাসেবী মানুষ, মানুষের সাহায্যে এগিয়ে আসার প্রবল ইচ্ছা, দরকার নিরলস কাজ করে যাওয়া! সংগঠন শুরুর পূর্বে এরকম নানা জল্পনা, কল্পনা মনের কোনে উকি দিচ্ছিলো। কিন্তু সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা এতটাই একনিষ্ঠ ছিলো যে উপরিউক্ত কালীপ্রসন্ন ঘোষের কবিতাকে বারবার মনে করিয়ে দিয়েছে। ফলস্বরূপ কোনো পিছুটানই তাদের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি।

সংগঠনের যাত্রা শুরু হওয়ার পর নানাবিধ জনকল্যাণ, মানুষের সাহায্যে এগিয়ে আসা, এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় ১নং বদরখালী ইউনিয়নের মানুষের পাশে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে গেছে প্রানপ্রিয় সংগঠনটি। যার প্রাথমিক ফলাফল আজ আপনাদের উদ্দেশ্যে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। জ্বি, আপনাদের নিরলস কাজের অগ্রগতির পুরষ্কার "মানবাধিকার শান্তি পদক-২০২১" আমরা পেয়ে গেছি।

গতকাল রোজ ১৪ জুন ঢাকায় "বাংলাদেশ-ভারত মানবাধিকার মৈত্রী সংস্থা'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে সাবেক সাংসদ এবং ধর্মমন্ত্রী জনাব এম নাজিম উদ্দীন আল আজাদ'র এর সভাপতিত্বে তিনি আমাদের Youth Force,Barguna পরিবারকে উক্ত " মানবাধিকার শান্তি পদক-২০২১" এর সম্মাননা স্মারক তুলে দেন। এখানে উপস্থিত ছিলেন Youth Force পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আসলাম হোসেন ও মাহমুদুল হাসান ভাই এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব, মেহরাব হোসেন কামাল ভাই।

যে কোনো কাজের স্বীকৃতি যখন হাতে আসে তখন কাজ করার স্পৃহা বহুগুনে বেড়ে যায়। আমাদের এই অর্জন সামনে এগিয়ে নিতে সক্ষম করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ-ভারত মানবাধিকার সংস্থার প্রতি জানাই অন্তরের অন্তস্থল থেকে অবিরাম ভালোবাসা।

অভিনন্দন ইয়ুথ ফোর্স,বরগুনা পরিবারের সকল সদস্যকে। ❤️

Address

Phuljhuri
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Youth Force Foundation Bangladesh - YFFB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Youth Force Foundation Bangladesh - YFFB:

Videos

Share