30/07/2024
#কোটা #আন্দোল #মাদারীপুর
ফেসবুকে একটা ১৭ বছরের ছেলের রিমান্ড দেওয়ার খবর ছড়িয়ে পড়লে তার রিমান্ড ক্যান্সেল করা হয় ,,
একটা পোষ্টের কতো ক্ষমতা, আমাদের মাদারীপুরের একজন শিক্ষার্থী যে কিনা মাত্র ১৬ বছর ১০ মাস বয়সের , ১৭ জুলাই সকাল ১০,৩০ এ তাকে লেকপার থেকে পুলিশ ধরে নিয়ে যায়, আমার অনেক খোজ করার পর নিউজে ওকে দেখতে পাই থানায় গেলে বলা হয়,,এই নামে কাউকে ধরে আনা হয় নি,, আমরা ভিডিও দেখালে বলে ওকে ছেড়ে দেওয়া হয়েছে,১১ থেকে রাত ১০ থেকে আমরা এস পি অফিস থেকে শুরু করে পুলিশ লাইন সদর থানা, সদর হাসপাতাল সব জায়গায় পাগলের মতো খুজি, গোপন সূত্রে জানা যায় ওদের পুলিশ লাইনে রাখা হয়েছে আমরা সেখানে গেলে,,সে খানে কাউকে রাখা হয়নি বলে আমাদের তারিয়ে দেওয়া হয়,, ,,,, সারা দিন আমরা থানার সামনে বসে থাকি ওর মা পুলিশের কাছে হাত জোড় করেও ওর খোঁজ জানতে পারে নি,, পরে রাত ১১ টায় ওদের পুলিশ আম্বুলেন্জে করে আনা হয়,,আমরা ওর ফেস কিছু টা দেখতে পাই,, এর থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নি,,১১ দিন হয়ে যাচ্ছে কিন্তু আমরা আজও ওর মুখ তো দুরের কথা কথা ও শুনতে পারি নি,,
রাদিন Madaripur UI Govt High school
থেকে SSC পরিক্ষা দেয় বিজ্ঞান বিভাগ থেকে
,, রেজাল্ট জি পি -৫ 😔
ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত,ওর শরীরে রক্ত কম, নিয়মিত ঔষধ খেতে হয়,,
সে labid hospital,dhanmoddi , থেকে চিকিৎসা নিচ্ছিলো,,
ওর ডক্টরের দেওয়া খাদ্য তালিকা ফলো করতে হয় ,,,
একটা ১৬ বছরের শিশু জেল কি বোঝে???
ওকে কেনো কারাগারে রাখা হলো??????
জীবনের শুরু তেই ওকে আসামি নাম দেওয়া হলো কেনো??????
মাদারীপুরের এই খবর গুলো কেনো চাপা পড়ে যায়?????
আমার ভাইকে কারাবন্দি কেনো করা হলো?????
ও একজন ছাত্র,ওর হাতে কলম ছাড়া কিছুই থাকার কথা না, ওকে কেনো এমন শাস্তি পেতে হলো,,,????
ও কিভাবে বেঁচে আছে আমরা জানি না,, !!!!
আর কতো??????
ওকে কতো গুলো ধারা দিয়ে মামলা দিয়ে দায়,,
সেই ধারা গুলো এতো কঠিন যে ওর পুরো জীবন শেষ হয়ে যাবে ❗🙏❎