Ziaul Hasan

Ziaul Hasan Welcome to ZH Academy. Dive into a world of learning and discovery with us. Let's embark on a journey of growth together.

Join our vibrant community and let's inspire each other to reach new heights! Is Power"

রাসেলস ভাইপার আবার ফিরে এসেছে!আতঙ্ক না ছড়িয়ে সর্বদা উপযুক্ত জুতা পরুন, লম্বা ঘাস ও পাথুরে এলাকা এড়িয়ে চলুন এবং সম্ভব হ...
21/06/2024

রাসেলস ভাইপার আবার ফিরে এসেছে!
আতঙ্ক না ছড়িয়ে সর্বদা উপযুক্ত জুতা পরুন, লম্বা ঘাস ও পাথুরে এলাকা এড়িয়ে চলুন এবং সম্ভব হলে সাপে কামড়ের কিট সাথে রাখুন। নিরাপদ থাকুন এবং এই মোহান্দকার প্রাণীদের দূর থেকে সম্মান করুন।
#বাংলাদেশের_সাপ (Bangladesher_Sap) - Bangladeshi Snakes
#রাসেল_ভাইপার (Rasel_Viper) - Russell's Viper
#সাপের_নিরাপত্তা (Saper_Nirapotta) - Snake Safety
#বাংলাদেশের_বন্যপ্রাণী (Bangladesher_Bonnyaprani) - Bangladeshi Wildlife
#সচেতনতা (Socetana) - Awareness
#নিরাপদে_থাকুন (Nirapode_Thakun) - Stay Safe
অবাঞ্ছিত সাপের কামড় এড়াতে নিজেকে এবং অন্যদেরকে সাপের নিরাপত্তা সম্পর্কে শিক্ষিত করুন। আপনার বন্ধুবান্ধব এবং পরিবারকে অবহিত রাখতে এই তথ্যটি তাদের সাথে শেयर করুন। সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন! সাপের_নিরাপত্তা বাংলাদেশের_বন্যপ্রাণী সাবধান_হোন
সচেতনতা ছড়িয়ে দিতে এই পোস্টটি শেयर করুন বাংলাদেশে সাপের নিরাপত্তা সম্পর্কে!

19/05/2024

এমন কোনও কথা, যা সম্মানজনক নয় তা কখনো সন্তানের সামনে ব্যবহার করবেন না কিংবা এমন ব্যবহার থেকে নিজেরাও বিরত থাকুন।

শিশুর যত্ন: সন্তানকে স্কুলে পাঠানোর আগে এই বিষয়গুলো শেখান! ভুলেও শিশুর সামনে এই কাজ করবেন না!সন্তানকে সু-নাগরিক গড়ে তুলত...
18/05/2024

শিশুর যত্ন: সন্তানকে স্কুলে পাঠানোর আগে এই বিষয়গুলো শেখান! ভুলেও শিশুর সামনে এই কাজ করবেন না!
সন্তানকে সু-নাগরিক গড়ে তুলতে মা-বাবার দায়িত্ব অনেকটাই। বাড়িতে দেওয়া শিক্ষার ওপরই নির্ভর করবে সন্তানের ভবিষ্যৎ। সেজন্য নিজের সন্তানের মাঝে মূল্যবোধ, দক্ষতা এবং নৈতিকতা গড়ে উঠেবে বাড়িতেই।
সন্তানকে বড় হওয়া দেখতে থাকা মা-বাবাদের কাছে সবচেয়ে সুন্দর মূহুর্তের মধ্যে একটি। একটি সুন্দর জীবন দেওয়ার জন্য স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদের কিছু মৌলিক বিষয় শিখিয়ে নেওয়া উচিত।
বাড়িতে মা-বাবা বা পরিবারের অন্য সকলের মত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে শেখান ছোট থেকেই।
এমন কোনও কথা, যা সম্মানজনক নয় তা কখনো সন্তানের সামনে ব্যবহার করবেন না কিংবা এমন ব্যবহার থেকে নিজেরাও বিরত থাকুন।
সবারই ব্যক্তিগত পরিসর রয়েছে। কেউ কোন কথা বলতে না চাইলে জোর করা উচিত নয়। প্রিয় বন্ধু হলেও মজা করে তার গায়ে হাত দিয়ে কথা বলা যায় না। বাচ্চার সামনে ভুলেও করবেন না! না হলে সেও এমনটা শিখে যাবে!
শিশুদের চাহিদা এবং অনুভূতিগুলোর প্রতিদান দেওয়া না হলে তারা হতাশ এবং হিংস্র হয়ে ওঠতে পারে। তাই তাদের চাহিদাগুলো শুনুন। সাধ্য থাকলে তা পূরণ করুন। শিশুকে সময় দিন! শিশু কী বলতে চাইছে শুনুন! অহেতুক বকাবকি করবেন না! বাচ্চার উপর চিৎকার করবেন না।

16/05/2024

A Journy To Good Health [ Health is Wealth ]

কলার মোচাতে রয়েছে ফাইবার, যাতে উচ্চ মাত্রার লৌহ উপাদান থাকে এবং লোহিত কণিকার উৎপাদন বাড়ায়। এতে করে হিমোগ্লোবিন এর মাত...
14/05/2024

কলার মোচাতে রয়েছে ফাইবার, যাতে উচ্চ মাত্রার লৌহ উপাদান থাকে এবং লোহিত কণিকার উৎপাদন বাড়ায়। এতে করে হিমোগ্লোবিন এর মাত্রা বেড়ে যায়। ফলে নিয়মিত কলার মোচা খেলে রক্তে চিনির মাত্রা কমে ও ইনসুলিন এর মাত্রা ঠিক থাকে। অর্থাৎ ডায়াবেটিস ও রক্তশূন্যতা দূর করতে কলার মোচা বেশ উপকারী।

09/05/2024
14/03/2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ বিদ্যালয়ের সকল ক্লাস ও কোচিং বন্ধ থাকবে।

18/02/2024
সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর বাবার মৃত্যুতে গভীর শোকসহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর বাবা আলম ফকিরের মৃত্যুতে গভীর...
13/02/2024

সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর বাবার মৃত্যুতে গভীর শোক

সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর বাবা আলম ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন এর পরিচালক, সহকারী পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন.... আমিন।

উল্লেখ্য, সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন এর বাবা মতাসার ফকির বাড়ির আলম ফকির মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে মৃত্যু বরণ করেছেন। আজ মাগরিব বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন হবে।

গত ২৮ জানুয়ারি দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন- ব্রেইন স্ট্রোক হওয়ায় আলম ফকির এর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। কিছুটা উন্নতি হওয়ায় ২/৩ দিন আগে তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল। নিজ বাড়িতেই রাত সাড়ে ৩ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এবারের গন্তব্য ‘শাহী পার্ক’.............ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ও মননের লক্ষে শিক্ষা সফরের বিকল্প নেই। এরই ধারাবাহিক...
17/01/2024

এবারের গন্তব্য ‘শাহী পার্ক’.............

ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ও মননের লক্ষে শিক্ষা সফরের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আসছে ৩১ জানুয়ারি বুধবার সুপ্তবিকাশ কিন্ডারগার্টেনের আয়োজনে শিক্ষাসফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ আকর্ষণঃ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীরা এন্ট্রি ফি জমা দিয়ে ২২ জানুয়ারির মধ্যে আসনপত্র সংগ্রহ করুন।

নবীন বরণ
14/01/2024

নবীন বরণ

ভদ্র ছেলে সাজিদ খান...
14/01/2024

ভদ্র ছেলে সাজিদ খান...

বই উৎসব ২০২৪
04/01/2024

বই উৎসব ২০২৪

সুপ্তবিকাশের ছোট্ট সোনামনিরা নতুন বছরের নতুন বই  পাওয়ার জন্য নিশ্চিই তোমরা ব্যাকুল হয়ে আছো। খুশির খবর হলো ইতোমধ্যে নতুন ...
22/12/2023

সুপ্তবিকাশের ছোট্ট সোনামনিরা নতুন বছরের নতুন বই পাওয়ার জন্য নিশ্চিই তোমরা ব্যাকুল হয়ে আছো। খুশির খবর হলো ইতোমধ্যে নতুন বই বিদ্যালয়ে পৌঁছে গেছে। এখনও যারা ভর্তি হওনি খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আগামী ১ জানুয়ারি তোমাদের বই উৎসব অনুষ্ঠিত হবে।

18/11/2023

বৃত্তি পরীক্ষা শেষে আনন্দে মেতে ওঠে সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন এর শিশুরা...

আমাদের বৈশিষ্ট্যসমূহ- # সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদান। # মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষাদান...
07/11/2023

আমাদের বৈশিষ্ট্যসমূহ-
# সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদান।
# মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা।
# ছাত্র/ছাত্রীদের বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ।
# ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান।
# হাতেখড়ি থেকে ২য় শ্রেণি পর্যন্ত নূরানী পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা।
# সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা ও মেধা যাচাইয়ের জন্য সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা।
# ছাত্র/ছাত্রীদের কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
# অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও তাদের পরামর্শ অনুযাযী ব্যবস্থা গ্রহণ করা।
# সার্বক্ষণিক সি.সি ক্যামেরার মাধ্যমে মনিটরিং- এর ব্যবস্থা।

পিকনিকে...
28/04/2023

পিকনিকে...

নূরানী ও সাধারণ বিভাগে ভর্তি চলছে
13/11/2022

নূরানী ও সাধারণ বিভাগে ভর্তি চলছে

Address

Suptabikash Kindergarten
Barishal Sadar

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801745849593

Alerts

Be the first to know and let us send you an email when Ziaul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziaul Hasan:

Videos

Share


Other Barishal Sadar media companies

Show All