গ্রন্থ-হ্রদ

গ্রন্থ-হ্রদ গ্রন্থ-হ্রদ: শিল্প সাহিত্যের উন্মুক্ত প্লাটফর্ম।💙🌱

27/04/2024

❝ বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। ❞

~ কাজী নজরুল ইসলাম।

তুমি হইও নক্ষত্র ©মাইমুনা খানম
24/04/2024

তুমি হইও নক্ষত্র
©মাইমুনা খানম

মসজিদে-মন্দিরে ঈশ্বর নেই। কিন্তু আমি লাইব্রেরিতে ঈশ্বরের উপস্থিতি ঠের পেয়েছি। মসজিদে-মন্দিরে ঈশ্বর না থাকলেও লাইব্রেরিতে...
18/03/2024

মসজিদে-মন্দিরে ঈশ্বর নেই। কিন্তু আমি লাইব্রেরিতে ঈশ্বরের উপস্থিতি ঠের পেয়েছি। মসজিদে-মন্দিরে ঈশ্বর না থাকলেও লাইব্রেরিতে ঈশ্বর আছেন- নিশ্চয়ই আছেন।

- সাদী আরিফিন সকাল

10/03/2024

জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে।🌼
একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি।💔

~হুমায়ুন আহমেদ ( শঙ্খনীল কারাগার)

06/03/2024

বাঁচতে চায় এই পৃথিবীর ক্ষুধার্ত সব রূহ
নদী ডেকেছে বান- আত্মারা ডেকেছে বিদ্রোহ।

- জরাসন্ধ রুদ্র
৪ ঠা মার্চ ২০২৪

04/03/2024

🖤

23/02/2024

অধিকার হলো প্রকৃতির মতো
রঙ্গ, রূপ , রস , বেশ পালটিয়ে রুক্ষ অশান্ত ,
গ্লাইকোজেনের মতো রক্তে মিশে
তাণ্ডবের লীলাখেলায় হরণ করে ব্যক্তিত্বের চাওয়া পাওয়া ।

নাশিদ সুলতানা
১/২/২৪ ইং

From 'রাষ্ট্রভাষা বাংলা চাই' To 'IELTS স্কোর 7.5 চাই' We all grew up
22/02/2024

From 'রাষ্ট্রভাষা বাংলা চাই' To 'IELTS স্কোর 7.5 চাই'

We all grew up

বইমেলার এই ভিউটা বেশীই সুন্দর, তাই না ?::_____________Project: বইবৃক্ষ-বইমেলা ২০২৪ Powered By Cafelytics Photographer: W...
08/02/2024

বইমেলার এই ভিউটা বেশীই সুন্দর, তাই না ?

:

:

_____________
Project: বইবৃক্ষ-বইমেলা ২০২৪ Powered By Cafelytics
Photographer: Wasell Chowdhury

#বইমেলা

01/02/2024

এই যে পৃথিবীতে এতো ধ্বংসস্তুপ-
চোখের পলকে জ্বলে উঠা আগুনে ঝলসে যায় মানবদেহ,
এইসবের জন্য দায়ী কে?
হায়েনা বা চিতা?
ওরা তো কেবল থাবা দিয়ে একপিন্ড মাংস নিয়েই চলে যায়
ওরা যদি হিংস্র হয়
তবে মানুষ- সে তো নির্ঘাত কিয়ামত।
মানুষের হাতে মৃত্যু ঘটে যে প্রাণটি এখনো পৃথিবীতে আসেনি-
তার
এইতো সেদিন পুরান ঢাকার বস্তিটা পুড়ে হলো ছারখার!
ডেমোক্রসির সংজ্ঞা না জানা মানুষগুলোও
বলছে এদেশ ডেমোক্রেটিক!

- রুদ্র - Rudro

30/01/2024

জীবন বড়ই বিচিত্র; সন্ধ্যা কাটেনা
অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে!

-মির্জা গালিব

বলেন তো ছবিটা ভোরবেলা তোলানাকি সন্ধ্যা বেলা তোলা?Photo by Mr. Momentwala 🌿
24/01/2024

বলেন তো ছবিটা ভোরবেলা তোলা
নাকি সন্ধ্যা বেলা তোলা?

Photo by Mr. Momentwala 🌿

ফুল যেমন পবিত্র, তেমনি গড়িও তোমার চরিত্র। আকাশ যেমন নীল,তেমনি তোমার চলার ভুবন হোক সমীহীন।🍂২৩-২-১৯৯৩স্থিরচিত্রঃ- Prattoy
23/01/2024

ফুল যেমন পবিত্র, তেমনি গড়িও তোমার চরিত্র।
আকাশ যেমন নীল,তেমনি তোমার চলার ভুবন হোক সমীহীন।🍂

২৩-২-১৯৯৩
স্থিরচিত্রঃ- Prattoy

আমি চিরতরে দূরে চলে যাব- কাজী নজরুল ইসলামআমি চিরতরে দূরে চলে যাবোতবু আমারে দিবোনা ভুলিতে,আমি বাতাস হইয়া, জড়াইবো কেশবেনী ...
20/01/2024

আমি চিরতরে দূরে চলে যাব
- কাজী নজরুল ইসলাম

আমি চিরতরে দূরে চলে যাবো
তবু আমারে দিবোনা ভুলিতে,
আমি বাতাস হইয়া, জড়াইবো কেশ
বেনী যাবে যবে খুলিতে।

তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমারো বক্ষে দুলিতে।

আসিবে তোমার পরম উৎসব
কত প্রিয়জন, কে জানে
মনে পড়ে যাবে কোন সেই ভিখারী
পাইনি ভিক্ষা এখানে।

তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকে থামিয়া যাবে বেদনায়
দেখিব কে যেন মরে পড়ে আছে
তোমার পথের ধূলিতে।

বই পড়েন কেন?এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েন তো!দেখি কার উত্তর কেমন হয়!-সংগৃহীত
15/01/2024

বই পড়েন কেন?
এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েন তো!দেখি কার উত্তর কেমন হয়!

-সংগৃহীত

14/01/2024

হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো: চারিদিকে পিরামিড— কাফনের ঘ্রাণ;

জীবনানন্দ দাশ -

উত্তরযোনি!::আন্তভূমির আত্মজসবুজ মন্ডল
12/01/2024

উত্তরযোনি!

:

:

আন্তভূমির আত্মজ
সবুজ মন্ডল

প্রাণের বইমেলা আসছে। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে।📸: Mahmud Rayyan
11/01/2024

প্রাণের বইমেলা আসছে। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে।

📸: Mahmud Rayyan

05/01/2024

তোমার শহরের আকাশটা ভীষণ রকম নীল। আকাশের নীল রঙ আমার সবচেয়ে প্রিয়। তোমার শহরের রাস্তা- অলিগলি গুলোতে প্রাণ আছে- আছে সুনিবিড় ছায়া। সেই ছায়াতে মিশে আছে আমার বেঁচে থাকার অক্সিজেন। তোমার শহরে রাত্রিবেলা যখন ল্যাম্পপোস্ট জ্বলে, সেই নিয়ন আলোতে পড়ে আমার ছায়া- সেই ছায়াতে আমি ঘ্রাণ পাই তোমার।

অথচ একদিন যেদিন তুমি তাড়িয়ে দিলে, সেদিন অসুস্থতা তাড়া করেছিলো আমাকে। অতঃপর আমি প্রস্থান করতে চেয়েছিলাম তোমার শহরের দেয়াল ভেঙে। কিন্তু আমি দেখলাম কোথাও কেউ নেই। এবং পেছন থেকে ধাক্কা দিলো কেউ, অনউদ্যত পা-কে পিষে দিয়ে গেলো৷ যখন জ্ঞান ফিরলো, তখন আমি গদিতে শুয়ে আছি৷ সেটা গদি ছিল না, যেদিন শ্মশানের জ্বলন্ত কাঠ-কয়লা। আমি তাতে পুড়ছিলাম।

আমি সেদিনই বুঝেছিলাম, তোমার শহর আমার নিরাপদ আশ্রয়। তোমার শহর ছেড়ে গেলে, বা তুমি তাড়িয়ে দিলে মৃত্যু আমাকে ছুঁয়ে দেবে, পৃথিবীর রঙ আমি আর দেখতে পাব না।

04/01/2024

২০২৪ সালে আপনার পড়া প্রথম বই কোনটি?

#জিজ্ঞাসা_পোস্ট

সমসাময়িক কবিতার বই "কংক্রিটে বিলুপ্ত প্রেম" গ্রন্থটি প্রি-অর্ডার করতে কমেন্ট করুন। কুরিয়ার খরচ সহ মূল্য ১৫০ টাকা। সঙ্গে ...
03/01/2024

সমসাময়িক কবিতার বই "কংক্রিটে বিলুপ্ত প্রেম" গ্রন্থটি প্রি-অর্ডার করতে কমেন্ট করুন। কুরিয়ার খরচ সহ মূল্য ১৫০ টাকা। সঙ্গে কবি'র অটোগ্রাফ তো থাকছেই।

এই পেজে এক্টিভ সদস্য যারা আছেন তারা বইটির প্রচার করতে পারেন। প্রচারকারীদের মধ্যে একজন পাবেন বইটির এক কপি সৌজন্য কপি। ৩/৪ দিনের মধ্যে হাতে এসে যাবে বইটি।

কংক্রিটে বিলুপ্ত প্রেম
কবি: হাফসা ইসলাম মোহ
প্রকাশনী: বিভাস পাবলিকেশন্স
জনরা: কবিতা
মূল্য: ১৫০৳

31/12/2023

২০২৩ সালে আপনার পড়া বইয়ের সংখ্যা কত?

#জিজ্ঞাসা_পোস্ট

29/12/2023

ছুটির দিনে কে কোন বইটি পড়ছেন?

আজ পর্যন্ত যদি এরকম একটা গিফট না পেয়ে থাকো তাহলে নিজেকে চকলেট লাভার বলা বাদ দাও! 🫰
27/12/2023

আজ পর্যন্ত যদি এরকম একটা গিফট না পেয়ে থাকো তাহলে নিজেকে চকলেট লাভার বলা বাদ দাও! 🫰

বইটি পড়েছেন? কেমন? কয়েকবাক্যের একটি রিভিউ দিন।😊
26/12/2023

বইটি পড়েছেন? কেমন? কয়েকবাক্যের একটি রিভিউ দিন।😊

25/12/2023

আপনার বইপড়াকে নেশা য় পরিণত করার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?

#জিজ্ঞাসা_পোস্ট

24/12/2023

❝এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক — আমি এখন হাসতে জানি, শ্যাওলা জমা পুকুর জুড়ে রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি।❞
—সাদাত হোসাইন

24/12/2023

আপনি যদি এই পোস্টটি দেখে থাকেন, তার মানে পেজের পোস্ট আপনার নিউজফিডে যায়।
জানতে পারি কোথায় থেকে আপনি দেখছেন এই পোস্ট? 🖤🌸

বই - হৃদয় সীমান্তেকবি তানভীর কালাম আজীমি
14/12/2022

বই - হৃদয় সীমান্তে
কবি তানভীর কালাম আজীমি

”**জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।**” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
12/12/2022

”**জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।**”
– ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

Address

Barishal Division

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থ-হ্রদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রন্থ-হ্রদ:

Share