Jhuma das Tiya

Jhuma das Tiya নিজেকে নিয়ে নিজের কাছেই আমার
শত অভিযোগ.! 🌸🖤

আমার থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না,যেমন আজ আমিও যদি তেমন হই নিতে পারবে?ডাকলে কাছে না আসলে সইতে পারবে?তোমার মতো অভ...
03/09/2024

আমার থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না,
যেমন আজ আমিও যদি তেমন হই নিতে পারবে?
ডাকলে কাছে না আসলে সইতে পারবে?
তোমার মতো অভিজ্ঞতা করতে যেদিন শিখে যাবো কেমন করে তুমি তখন অশ্রুকম দেখবো আমি!

-আমি তোমাকে পাই না আবার পাই, আমি খুসরো পয়সার মতো বুকপকেটে তোমার স্মৃতি জামাই।

-আমি তোমাকে চাই না আবার চাই, তোমাকে আমার না হলেও চলবে অভিনয় করে যাই।
তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়। হারানোর হিসেব নিকেস এই ভাবায়,জীবনের সব মানে নিয়ে তুমি আছো,"কখন"আবার অর্থহীন অযথাই,,

বনমেঘ তুমুল আবেগ সমস্তটা নিয়ে বেঁচে আছি তুমি না থাকার মত করে পাশে আছো তাই!!🖤🌸

পুরুষের সৌন্দর্য কীসে? .পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে, পুরুষের সৌন্দর্য তার চরিত্রে, পুরুষের সৌন্দর্য তার দাড়িতে, পু...
03/09/2024

পুরুষের সৌন্দর্য কীসে? .
পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে,
পুরুষের সৌন্দর্য তার চরিত্রে,
পুরুষের সৌন্দর্য তার দাড়িতে,
পুরুষের সৌন্দর্য একজন দায়িত্বশীল মনুষ্যত্বে,
পুরুষের সৌন্দর্য তার যত্নশীল ভালোবাসায়!!
এবং,,
care,, or,, personality. 🖤🌷

যত্নে রাখলে সব সম্পর্কই টিকে। যাকে ভালোবাসেন তার যত্ন নিন। তাকে প্রায়োরিটি দিন। কারণ ভালোবাসা নামক শান্তির কাছে বাকী সব...
03/09/2024

যত্নে রাখলে সব সম্পর্কই টিকে। যাকে ভালোবাসেন তার যত্ন নিন। তাকে প্রায়োরিটি দিন। কারণ ভালোবাসা নামক শান্তির কাছে বাকী সব কিছুই তুচ্ছ! 🌸🖤

ইউরকার আমি রহোনের কাছে আমি ডাল ভাত,,কিন্তু এই যে আমি তোমার দু চোখে তাকিয়ে কতকাধ। এর কী হবে?প্রকৃতি কিসের মায়ায় সাজিয়...
03/09/2024

ইউরকার আমি রহোনের কাছে আমি ডাল ভাত,,
কিন্তু এই যে আমি তোমার দু চোখে তাকিয়ে কতকাধ।
এর কী হবে?

প্রকৃতি কিসের মায়ায় সাজিয়েছে ওই দু চোখ!
সমুদ্রের গভীরতায়"না"শরৎএর আকাশে!
কূল কিনার খুঁজেই পাচ্ছি না।
"শুধু" ডুবেই যাচ্ছি.
ডুবে যাওয়ার নেই ভয়, কিছু সুন্দরযে মন হারিয়ে কেবল
ডুবে যেতে হয়!!🌼🦋

ঘুরার আমার অনেক শখ ছিল, অতপর জীবন এমন ভাবে ঘুরে গেলো!!😅
02/09/2024

ঘুরার আমার অনেক শখ ছিল,
অতপর জীবন এমন ভাবে
ঘুরে গেলো!!😅

সবার ভালোবাসা দেখেছি কিন্তু মায়ের মতন না,মা আমায় তখন থেকে ভালোবাসে যখন আমার কোনো অস্তিত্ব ছিল না,সবার থেকে এক বছর হলেও ম...
02/09/2024

সবার ভালোবাসা দেখেছি কিন্তু মায়ের মতন না,মা আমায় তখন থেকে ভালোবাসে যখন আমার কোনো অস্তিত্ব ছিল না,সবার থেকে এক বছর হলেও মা আমাদের একটু বেশিই চিনে,ঘরে আসলেই যে আমরা এত সান্তি পাই, সেই কারণ টা "মা" বাড়ি ফেড়েই যার জন্য মনটা আকুবাকু করে সেটা হলো মা যে নিজের আগে আমাদের খেয়াল রাখে সেটা মা,টাকা পয়সা পজিশন সাকসেস দেখে যে আমাদের কে ভালোবাসে না,যার ভালোবাসায় কোনো খাত নেই সেটা আমাদের মা।কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক যেই মানুষটা সবসময় তোমার পাশে থাকবে সেটা" মা"তুমি যদি ভাবো মায়ের মতন কেউ খেয়াল রাকবে,, এটা একমাত্র বেখেয়ালি ভাবনা,যে আমাদের এ দুনিয়া দেখিয়েছে দুনিয়ায় সবটুকু খুশি জানো তার প্রাপ্য হয়।

যখন যখন তোমার মনে হবে এ দুনিয়ায় তোমার জন্য কেউ নেই শুধু মনে রাখবে, তোমার মার কাছে তুমিইই দুনিয়া "

ওই যে বলে না মা মাইই হয়
মায়ের মতন কেউ হয় না।

আজও ক্লান্ত হয়ে শুধু তোমায় খুঁজি❤️🌸
মা🌸

কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে" কিন্তু" দীর্ঘ  সময়ের স্মৃতি রেখে যায়! 🌸💙
02/09/2024

কিছু মানুষ স্বল্প সময়ের জন্য
আমাদের জীবনে আসে" কিন্তু" দীর্ঘ সময়ের
স্মৃতি রেখে যায়! 🌸💙

02/09/2024

কেউ কারো মনের মত হয় না,কেউ কারোর মনের মতো হওয়াটা সম্ভব ও না কোনোদিন, যেখানে এই পৃথিবীতে একটা মানষের সাথে আরএকটা মানুষের মিল নেই সেখানে একটা মানুষ আরেকটা মানুষের মনের মতো হবে ভাবাটা
বোকামী।

আপনি যাকে ভালোবাসেন আপনি তার রাগ গিলে খেতে পারলে সে মানুষটা সুন্দর।আপনি তার অভিমান ভাঙ্গিয়ে মুখে হাসি ফুটিয়ে দিতে পারলে ভালোবাসা সুন্দর।আপনি তার ছোট ছোট আবদার মিটিয়ে দিতে পারলে সম্পর্ক সুন্দর।

মেনে নেয়ার উপরে কিছু নেই।
মেনে নিতে পারলে পৃথিবী ধ্বংস ও সুন্দর।

লেখা ্্অভাগী জীবন 🖤

Address

Barishal
Barishaba

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhuma das Tiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share