03/09/2024
আমার থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না,
যেমন আজ আমিও যদি তেমন হই নিতে পারবে?
ডাকলে কাছে না আসলে সইতে পারবে?
তোমার মতো অভিজ্ঞতা করতে যেদিন শিখে যাবো কেমন করে তুমি তখন অশ্রুকম দেখবো আমি!
-আমি তোমাকে পাই না আবার পাই, আমি খুসরো পয়সার মতো বুকপকেটে তোমার স্মৃতি জামাই।
-আমি তোমাকে চাই না আবার চাই, তোমাকে আমার না হলেও চলবে অভিনয় করে যাই।
তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়। হারানোর হিসেব নিকেস এই ভাবায়,জীবনের সব মানে নিয়ে তুমি আছো,"কখন"আবার অর্থহীন অযথাই,,
বনমেঘ তুমুল আবেগ সমস্তটা নিয়ে বেঁচে আছি তুমি না থাকার মত করে পাশে আছো তাই!!🖤🌸