Daily Barisal Jhalakathi. দৈনিক বরিশাল ঝালকাঠি .

  • Home
  • Bangladesh
  • Barishal
  • Daily Barisal Jhalakathi. দৈনিক বরিশাল ঝালকাঠি .

Daily Barisal Jhalakathi. দৈনিক বরিশাল ঝালকাঠি . PRESS

যারা বাসায় আছেন অন্তত এতোটুকু কাজ করতেই পারেন। সবার সহযোগিতা দরকার 😥তাই ১৫/০৭/২৪ইং সোমবারের হামলার ফটোগুলাই সবাই আল-জাজ...
16/07/2024

যারা বাসায় আছেন অন্তত এতোটুকু কাজ করতেই পারেন। সবার সহযোগিতা দরকার 😥

তাই ১৫/০৭/২৪ইং সোমবারের হামলার ফটোগুলাই সবাই আল-জাজিরা, সিএনএন, বিবিসি সহ ইন্টারন্যাশনাল চ্যানেলের জি-মেইলে সেন্ড করেন(দরকার পড়লে গণহারে)প্লীজ।

আমাদের এখন আন্তর্জাতিক মিডিয়া সাপোর্ট সবচেয়ে বেশি দরকার।
WhatsApp Number-
1 .BBC : +44 7756 165803
2 .Al Jazeera : +974 5080 0207
3 .CNN : (646) 397-6705
4 . Reuters: +44 20 7542 9978
5 . Associated Press (AP): +1 212-621-1500
6 . The New York Times: +1 844-698-6397
7 . The Guardian: +44 20 3353 2000
8 . Reuters: +1 646-223-4000
9 . AFP (Agence France-Presse): +33 1 40 41 46 00
10 . Bloomberg: +1 212-318-2000
11 . CNBC: +1 201-735-2622
12 . BBC World Service (London): +44 20 3614 1111
বাকিটা আপনি জানেন কি পাঠাতে হবে
আপনারা দয়া করে আমাদের একটু পাশে দাঁড়ান 🙏

এমন দেশ ধ্বংসকারী প্রকল্ল মানি না, মানবো না। আপনার মতামত কি
27/06/2024

এমন দেশ ধ্বংসকারী প্রকল্ল মানি না, মানবো না। আপনার মতামত কি

★★সন্ধান চাই★★সাংবাদিক MD Samim Hossain  MD Abul Bashar Sumon  এর পিতা মো: শাহআলম হাওলাদার ঠিকানা : পারকেফাইত নগর, ঝালকা...
23/05/2024

★★সন্ধান চাই★★

সাংবাদিক MD Samim Hossain MD Abul Bashar Sumon এর পিতা মো: শাহআলম হাওলাদার
ঠিকানা : পারকেফাইত নগর, ঝালকাঠি সদর।
গতকাল দুপুর ২:৩০ মিনিটের দিকে বাসা থেকে বের হয় মেয়ের বাড়ি যাওয়ার কথা বলে। রিকশা যোগে গাবখান টোল প্লাজায় নামে। এরপর মেয়ের বাড়ি তে যায়নি অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি। সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। সাথে কোন মোবাইল নাই। কেউ যদি দেখে থাকেন তাহলে এই01740807395
01728253555 (ছেলে) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আজকের মোঃ সুলতান হোসেন খানের পক্ষে প্রচারের কিছু তথ্য নিন্মরূপঃআজকের১০/০৫/২৪ তারিখ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার ন...
10/05/2024

আজকের মোঃ সুলতান হোসেন খানের পক্ষে প্রচারের কিছু তথ্য নিন্মরূপঃ

আজকের১০/০৫/২৪ তারিখ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। মেজর ডোনার মেম্বার ও উপদেষ্টা, মোংলা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব, রোটারি লিডার আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানের পক্ষে গণসংযোগ করার জন্য বরিশাল সমিতির একটি প্রতিনিধি দল অদ্য ১০ মে শুক্রবার ঝালকাঠি গমন করেছেন। সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মো: ফিরোজ আলম খান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি, ঝালকাঠি সদরের চৌমাথা, কামারপট্টি, কুমার পট্টি, তামাক পট্টি, তুলা পট্টি, মুদিপট্টি, বাজার রোড, কালীবাড়ি রোড, স্টেশন রোড, লঞ্চঘাট, ফায়ার সার্ভিস রোডসহ...... বিভিন্ন এলাকায়... চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের দোয়াত - কলম মার্কার পক্ষে লিফলেট বিতরণ সহ ব্যাপক গণ সংযোগ করেন। প্রতিনিধি দলটি দুপুরে নেছারাবাদ কমপ্লেক্সে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে ব্যাপক গণসংযোগ করেন এবং দোয়াত- কলম মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে বরিশাল সমিতির নেতৃবৃন্দ.....নেছারাবাদ হুজুর আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে সুলতান হোসেন খানের পক্ষে দোয়া কামনা করেন।

সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

18/04/2024

★জেনে শুনে বিপদ থেকে প্রাণ বাঁচাতে দুটি দাবী ★

ঝালকাঠি কি বিপদ শুরু হয়েছে।বাসন্ডা নেছারাবাদ ব্রিজ বলেন আর গাবখান টোলঘর বলেন।ঘাতক ট্রাক যেন কন্টাক্টটে খুন করতে এসেছে। ভিডিও দেখে এমনটাই মনে হচ্ছে। তাই বিষয় গুলো ভালো ভাবে পর্যাবেক্ষণ করে দেখা দরকার। সেই সঙ্গে অপরাধ চিহ্নিত করে অপরাধীদের কঠোর শান্তির ব্যবস্থা চাই।

আমাদের দেশে অনেক খাতেই ভর্তুতি দেওয়া হয়।
তাই আমার দাবী ভর্তুকি দিয়ে হলেও গাবখান টোল বন্ধ করা হউক। আর বাসন্ডা দশফান্ডের দান বাক্স এদিক সেদিক রাখুক। কিন্তু মহাসড়কে দশফান্ডের টাকা কালেকশন বন্ধ করা হউক।

17/04/2024

খুবই ইমারজেন্সি 😥😥

একটি মানবিক আবেদন, একটা মায়ের জন্য ইমারজেন্সি রক্তের প্রয়োজন
💁রোগীর সমস্যাঃ হার্টের সমস্যা খুব অসুস্থ
🔴রক্তের গ্রুপঃ (B -)
💉রক্তের পরিমাণঃ 2 ব্যাগ(শুক্র বার এক ব্যাগ তার পরের সপ্তাহে এক ব্যাগ)
🩸হিমোগ্লোবিন : 6.০০
📆রক্তদানের তারিখঃ ১৯/০৪/২০২৪
⌚রক্তদানের সময়ঃ শুক্রবার😥
🏥রক্তদানের স্থানঃ বাকেরগঞ্জ
☎যোগাযোগ নাম্বারঃ+01747713594 আব্দুর রহমান

আগামীকাল (২৮ রমজান) ৮এপ্রিল ২০২৪ইং সোমবার ঝালকাঠি ইকোপার্ক রক্ষা, নদী-খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির সৌজন্যে ইফতার ম...
07/04/2024

আগামীকাল (২৮ রমজান) ৮এপ্রিল ২০২৪ইং সোমবার ঝালকাঠি ইকোপার্ক রক্ষা, নদী-খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির সৌজন্যে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। স্থান ছিল ইকোপার্কে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। আন্দোলনে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করছি।

ইকোপার্ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক আজকের ০৫/০৪/২০২৪ ইং শুক্রবার সকাল ১০টায় ইকোপার্ক রক্ষা, খাল নদী ও ...
05/04/2024

ইকোপার্ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজকের ০৫/০৪/২০২৪ ইং শুক্রবার সকাল ১০টায় ইকোপার্ক রক্ষা, খাল নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির এক বিশেষ সভা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝালকাঠি'র অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।কমিটির সভাপতি মুঃ আল আমীন বাকলাইয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক প্রশান্ত দাস হরি, অত্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি, কমিটির প্রচার সম্পাদক এস এ জুয়েল হাওলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সদস্য শফিউল আজম প্রিন্স, চাঁদনি জাহান প্রমূখ। বক্তাগণ ছাড়াও কমিটির সভায় উপস্থিত ছিলেন গাজী গিয়াস পাশা, তোফাজ্জল হোসেন,এস এম হুমায়ুন কবীর, মেজবাউল ইসলাম পান্না, মুহিত খান, ডালিয়া, মুনিয়া, রুবি আক্তার, বিথী বণিক শর্মা, কনা আক্তার, মুক্তা আক্তার প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে ভূমিদস্যূদের হাত থেকে ঝালকাঠি ইকোপার্ক মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।ধানসিঁড়ি ফাউন্ডেশন ঝালকাঠির দলিল( দলিল নাম্বার৯, তারিখ১৪ /১০/২০০২) মোতাবেক ৫০একর জমিতে ইকোপার্ক ট্রাস্ট বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসক মিহির কান্তি মজুমদার কর্তৃক প্রদানকৃত দলিল বাস্তবায়ন করার জন্য প্রশাসনের নিকট দাবি জানানো হয়। আগামী ২৮ শে রমজান সোমবার এই কমিটির উদ্যোগে ইকোপার্কে ইফতার করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

10/03/2024
09/07/2023

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

Address

Barisal & Jhalakati
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barisal Jhalakathi. দৈনিক বরিশাল ঝালকাঠি . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Barisal Jhalakathi. দৈনিক বরিশাল ঝালকাঠি .:

Videos

Share

Nearby media companies