
02/02/2025
ইসলাম ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা গেলে এ দেশে ইসলাম খুজে পাওয়া জাবে না। এগুলো তাহারাই ইঙ্গিত।
ইসলামে গান-বাজনা হারাম প্রমাণ না করতে পারলে পেটানোর হুমকি
ইসলাম ধর্মে গান-বাজনা হারাম কিনা এটি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের পেটানোর হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। তার এ বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সিকদার বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি বাউল গানের স্টেজে বক্তব্য রাখার সময় বলেন, ‘যদি কেউ কোরআন থেকে স্পষ্টভাবে দেখাতে পারে যে, গান-বাজনা হারাম, তাহলে আমি মেনে নেব। আর যদি না পারেন, তাহলে এসব আলেমদের উচিত ভালোভাবে পেটানো। এতে আমি যদি মার্ডার মামলার আসামি হই, যদি জেল খাটা লাগে আমি জেল খাটব।’