ABR Media

ABR Media একটি ইসলামিক মিডিয়া

08/11/2023

হৃদয় দিয়ে গাইলে জানলে কন্ঠ আর চেহারার প্রয়োজন হয় না🤍
🎤Abujor Bin Hossain

25/10/2023
25/10/2023

লাইভ🔴 ফি*লি*স্তি^নে*র_ মু*স*ল*মা*ন*দের_ উপরে গ°ণ°হ*ত্যা*র প্রতিবাদে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বিশাল মানববন্ধন। স্থানঃ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম- ঢাকা।

25/10/2023

লাইভ🔴 ফি*লি*স্তি^নে*র_ মু*স*ল*মা*ন*দের_ উপরে গ°ণ°হ*ত্যা*র প্রতিবাদে ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে বিশাল মানববন্ধন। স্থানঃ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম- ঢাকা। সময়ঃ বা'দ যোহর।

13/10/2023

Live🔴 আলোচকঃ মুফতী আব্দুল মুনয়িম খান।
ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল। স্থানঃ আকবর শাহ জনতা কলনী- চট্টগ্রাম।

13/10/2023

ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে ফি*লি*স্তি*ন ইস্যুতে বিশাল মানববন্ধন -চট্টগ্রাম বিভাগ। অনলবর্ষী বক্তব্য দিলেন মুফতি আব্দুল মুনয়িম খান।

11/10/2023

Live🔴 -১৫ দিনব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। আলোচকঃ মুফতি ওবায়দুর রহমান খান নদভী। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

11/10/2023

লাইভ🔴 আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হাফেজ ছাত্রদেরকে সংবর্ধনা ।

10/10/2023

Live🔴 - আলোচকঃ মাওলানা আমান উল্লাহ কাছেমী ।ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মাহফিল। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

10/10/2023

Live🔴 - আলোচকঃ মাওলানা রুহুল আমিন খান উজানভী ।ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মাহফিল। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

09/10/2023

Live🔴 - আলোচকঃ মুফতী ওসমান গনি সালেহী ।ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মাহফিল। স্থানঃ শহীদ পার্ক জামে মসজিদ-মোহাম্মদপুর,ঢাকা।

09/10/2023

Live🔴 - আলোচকঃ মাওলানা নূরুল হাসান তাওহীদ।ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মাহফিল। স্থানঃ শহীদ পার্ক জামে মসজিদ-মোহাম্মদপুর,ঢাকা।

09/10/2023

Live🔴 - আলোচকঃ মুফতী সৈয়দ নজরুল ইসলাম কাছেমী ।ঈদে মিলাদুন্নবী (সঃ) এর মাহফিলে। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

08/10/2023

Live🔴 - চলছে গজল অনুষ্ঠান ।ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে গজল মাহফিল। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

07/10/2023

Live🔴 -ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল। আলোচকঃ মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

07/10/2023

Live🔴 -ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল। আলোচকঃ শাইখুল হাদীস ড. মোস্তাক আহমেদ। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

07/10/2023

Live🔴 -ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল। আলোচকঃ ড. মোস্তাক আহমেদ। স্থানঃ বাইতুল মোকাররম মসজিদ- ঢাকা।

06/10/2023

Live🔴 -আলোচনা করছেন শিল্পীগুরু মাওলানা রফিকুল ইসলাম তানজিম। ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ-উত্তরা, ঢাকা

06/10/2023

Live🔴 -ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে চলছে গজল অনুষ্ঠান। বাদ এশা আলোচনা করবেন শিল্পী গুরু মাওলানা রফিকুল ইসলাম তানজিম।

06/10/2023

যারা বলে রাসুলের ৪০ বছরে জীবনে অনুসরণীয় কিছু নেই তাদেরকে কঠিন শিক্ষা দিলেন । লাইভ 🔴
আলোচকঃ মুফতি ওসমান গনি সালেহী।

04/10/2023

হুজুর নিজেই মিলাদ কিয়াম করলেন বাইতুল মোকাররম মসজিদে 😱|| শায়খ সাইফুল আজম আজহারী || ABR Media

04/10/2023

ঈদে মিলাদুন্নবীর গরম আলোচনা লাইভ🔴
আলোচকঃ শায়েখ আল্লামা সাইফুল আযম আল আজহারী। খতিব ও পরিচালক- নর্থ ব্রক্সস ইসলামিক সেন্টার, যুক্তরাষ্ট্র।

02/10/2023

সরাসরি লাইভ/Live🔴 বাইতুল মোকাররম মসজিদ।
ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল।
আলোচকঃ মুফতি দেলোয়ার হোসাইন।

30/09/2023

🔴 সরাসরি হযরত পীর সাহেব হুজুর কেবলার মাহফিল থেকে লাইভ || গাউছুল আজম জামে মসজিদ ঢাকা।
আলোচকঃ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নাছর নেছার উদ্দিন আহমদ হোসাইন। (বড় শাহ সাহেব হুজুর)

30/09/2023

সরাসরি লাইভ 🔴 ঈদে মিলাদুন্নবী মাহফিল || গাউছুল আজম জামে মসজিদ ঢাকা।
আলোচকঃ মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ।

29/09/2023

সরাসরি লাইভ/Live🔴
ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা ।
আলোচকঃ ড. মুফতী মোরশেদ আলম সালেহী।
স্থানঃ ফুলতলী কমপ্লেক্স -খিলগাঁও, ঢাকা।

29/09/2023

ইসলামী প্রশ্নত্তর || Tv live🔴

29/09/2023

সরাসরি লাইভ/Live🔴
ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা ।
আলোচকঃ মুফতি ওসমান গনি সালেহী।
স্থানঃ শহীদ পার্ক জামে মসজিদ -মোহাম্মদপুর,ঢাকা।

28/09/2023

গাউসুল আজম জামে মসজিদে ৩ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল || তৃতীয় দিনের প্রধান অতিথী ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা || প্রথম দিনে আলোচনা পেশ করছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব।

22/09/2023

🔴 Live/সরাসরি...ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ২০২৩ ||M***i Abdul Munim khan

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।😓প্রিয় ভাই Abu Saleh Muhammad Eahya র বাবামাওলানা আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা (...
22/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।😓
প্রিয় ভাই Abu Saleh Muhammad Eahya র বাবা
মাওলানা আবু জাফর মোহাম্মদ শামসুদ্দোহা (আমতলী হুজুর)১১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

02/05/2023

আপনি কি কথা বলতে পারেন? তাহলে জেনে নিন আপনার জবানের "হক" কি!! || M***i Abdul Munim Khan || ABR Media

21/04/2023

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক🥰
সূত্র : সময় টিভি।

20/04/2023

আলহামদুলিল্লাহ।
সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামীকাল সৌদিতে ঈদ। আশা করা যায় বাংলাদেশে শনিবার ঈদ হবে।

13/04/2023

ইফতারের পরে সকল মানুষ ক্লান্ত হয়ে পড়লেও একজন মা/স্ত্রী কখনই ক্লান্ত হন না...এটাই হলো নারী জাতি। তাই তাদের প্রতি সদয় হওয়া উচিত।🤍

12/04/2023

হে আল্লাহ....এই রমজানের উসিলায় সকল মু'মিন মুসলমানদের তুমি মাফ করে দাও🤲

লেখাটি M***i Hasan Bin Habib ভাইয়ের আইডি থেকে কপি করে নেওয়া....সময় হলে সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।একটি দ্বীনি  আবেদন ও মঠ...
12/04/2023

লেখাটি M***i Hasan Bin Habib ভাইয়ের আইডি থেকে কপি করে নেওয়া....সময় হলে সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

একটি দ্বীনি আবেদন ও মঠবাড়িয়া হুজুর মাওলানা হাবীবুর রহমান (র.) এর ইন্তেকাল সময়কালীন ঘটনার স্মৃতিচারণ
-------------- ------------------------------------------------------
আমার সম্মানিত পিতা ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান ( মঠবাড়ীয়া হুজুর) রহ. গত ২৫/৩/২০২৩ রোজ শনিবার চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে প্রিন্স আওলাদ লঞ্চে মুন্সিগঞ্জের কাছাকাছি বাদ ফজর ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার ইন্তেকালের পূর্বে আমাকে কিছু ওসিয়াত, নসিহত করেন ও তার প্রিয় ছাত্রদের উদ্দেশ্যে কিছু আবেদন এবং ইন্তেকাল সময়কালীন ঘটনার স্মৃতিচারণ তুলে ধরা হলো:
তিনি লঞ্চে উঠে তারাবীহের নামাজ আদায় করেন, রাতের খাবার গ্রহণ করে ঘুমিয়ে পড়েন, আমি তার পাশের কেবিনে ছিলাম আর তার কেবিনে দুজন ছাত্র খাদেম ছিল। রাত্র যখন দুইটা বাজে তখন আমাকে ডেকে বললেন আমার সময় শেষ, কিছুক্ষণের মধ্যেই আমার ইন্তেকাল হবে।

আমি ৬ মাস আগে জানি যে, আজকে এই দিনে যাত্রা পথে আমি চলে যাব, ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবো না, গত দুইদিন আগে আমি ভালো একটা স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি দেখেছেন? তিনি বললেন, বলা যাবে না। আমি তাকে বললাম আপনার কিচ্ছু হবে না, এই স্বপ্ন ইঙ্গিত এগুলো বাদ দেন, সুস্থ হয়ে আবার ছারছিনা যাবেন। তিনি বললেন, আমি যা বলছি তাই সত্যি। তুমি আমার কথা শোনো! আমি তোমাকে কিছু হিসাব দিচ্ছি, আমার মোবাইলে ৫৪০ টাকা আর একটা সিমে ৬৩০ টাকা আমার নিজের ব্যক্তিগত, বাকি টাকাগুলো মাদ্রাসার।
ছারছিনা লাইব্রেরির কিছু কেতাব আমার বাসায় উলিতে খেয়েছে, নাজিরপুরি হুজুরের সাথে আলাপ করে তার দাম মাদ্রাসায় দিয়ে দিও। তারপরে অনেক নসিহত করলেন, পরিবার, আত্মীয়-স্বজন, মাদ্রাসা সব বিষয়ে কথা বললেন, কবর কোন জায়গায় হবে তাও বললেন, বিশেষ করে তার প্রতিষ্ঠিত দ্বীনিয়া মাদ্রাসার ব্যাপারে বললেন বাবা মাদ্রাসাটা ভালোভাবে ধইরা রাইখো, আমার অনেক ছাত্র ও মোহাব্বতের কিছু লোক আছে যারা মাদ্রাসার দাতা সদস্য। তাদের জন্য সব সময় আমি দোয়া করি। এটা একটা মাকবুল প্রতিষ্ঠান। এখানে মান্নত করলে আল্লাহ কবুল করেন। আমার দাতা সদস্যদেরকে নিয়ে মাদ্রাসাটা চালাবে। কথাগুলো বলতে বলতে অসুস্থ হয়ে পড়েন, বুকে প্রচন্ড ব্যথা করে। আমরা পাশে বসে দোয়া-দরুদ পড়তে থাকি। তিনি বলেন, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহ আমাকে ধৈর্য দাও, বা-ঈমান(ঈমানের সাথে) মৃত্যু দাও, পরীক্ষায় পাশ করাও, আল্লাহ রহমত নাযিল কর। শরীর প্রচন্ড কাঁপতে ছিল। আমাকে বললেন, বাবা আমাকে একটু জড়িয়ে ধরো! আমি তাকে জড়িয়ে ধরি। তিনি বললেন, বাবা তোমার বুকে আমি অনেক শান্তি পাই। আমি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করি। তিনি বললেন তোমার উপর অনেক দায়িত্ব, তোমাকে শক্ত থাকতে হবে, কান্নাকাটি করা যাবে না। কথাগুলো বলতে বলতে সাহরির সময় হল। ছাত্র দুজনকে বললেন, তোমরা সাহরি খেয়ে আসো। কিন্তু আমাকে যেতে বললেন না, শেষ সময় আমাকে বললেন তুমি এক গ্লাস পানি খাও, আমাকেও এক গ্লাস পানি দাও! আমরা দুজনেই পানি খেয়ে রোজা রাখলাম। তখন তার অবস্থা খুবই খারাপ, প্রচন্ড পরিমাণ শরীর কাঁপতে ছিল। আমাকে বলল, দেখো নামাজের সময় হয়েছে কিনা? তখন তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। আমি বললাম, নামাজের সময় হয়েছে। তিনি উপরের দিক তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমার জিম্মায় নামাজ চলে এসেছে । আমার কাছে মনে হচ্ছিল আজরাইল (আ) কে দেখে বলতেছেন, আল্লাহ আমাকে একটু সময় দাও। দ্রুত অজু করাইতে বললেন। সুন্দরভাবে নামাজ আদায় করলেন। নামাজ শেষে বললেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এই কথা বলার পরেই উপরের দিকে হাত জাগাইয়া বলতেছেন, রহমত নাযিল হচ্ছে! রহমত নাযিল হচ্ছে! বলতে বলতে রফিকে আলার সান্নিধ্যে চলে গেলেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) ।

দোয়া চাই
আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার প্রতিষ্ঠিত দ্বীনিয়া মাদ্রাসাকে কবুল করেন।

বিশেষ আবেদন
মঠবাড়ীয়া হুজুর রহ.-এর প্রতিষ্ঠিত চালিতা বুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া মাদ্রাসা, যা ছারছিনার আলা হযরত পীর সাহেব হুজুর কেবলার দোয়া ও এযাজতে ২০১১ সালে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির দুটি একতলা বিশিষ্ট ভবন ও একটি মসজিদ রয়েছে, যা মেরামত প্রয়োজন। ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে দ্বিতীয় তলা প্রস্তুত করা খুবই জরুরী। গরিব ও এতিম ছাত্রদের জন্য লিল্লাহ বোর্ডিং-এর ব্যবস্থা রয়েছে। ছাত্রদের খাবার খরচ ও শিক্ষকদের বেতনের জন্য প্রতিমাসে ১ লক্ষ ৫০ হাজার টাকার মতো ব্যয় হয়। হুজুর অসুস্থ অবস্থায় বিছানায় বসেই উক্ত টাকার ব্যবস্থা করতেন। বর্তমানে প্রতিষ্ঠানটির তিন লক্ষ টাকা ঋণ রয়েছে।

অতএব উক্ত দ্বীনি প্রতিষ্ঠানটি সুন্দরভাবে সুচারুরূপে চলার জন্য হুজুরের ইন্তেকালের পূর্বে তার প্রিয় ছাত্র, দাতা সদস্য ও মোহাব্বাতি ভাইদের প্রতি যে আবেদন করেছেন, তার উপরে ভিত্তি করে সকলের কাছে অনুরোধ, আপনাদের যাকাত, ফিতরা, দান সদকা ও মান্নত-এর একটা বিশেষ অংশ প্রতিষ্ঠানে দান করে দ্বীনি প্রতিষ্ঠানটি সচল রাখবেন বলে আশা রাখি ।

নিবেদক
মোঃ হাসান
মোবাইল: 0 1718-621546

ছবিটি ২০১৯ সালে ভাইয়ের সাথে বরিশাল লঞ্চ টার্মিনালে তোলা।
ক্লিকঃ M***i Abdul Munim Khan(প্রিয় দুলাভাই)♥

11/04/2023

সারা বিশ্ব হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে🌅 আর তাপমাত্রা হেরে যাচ্ছে একজন রোজাদার ব্যক্তির কাছে📿
এটাই ইসলাম🕌আলহামদুলিল্লাহ🕋

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when ABR Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABR Media:

Videos

Share

Category

ABR Media

please Like This Page For Islamic Song