ইসলামের রাস্তার নক্ষত্র

ইসলামের রাস্তার নক্ষত্র This is a page which is just for people to follow Islam. In sha Allah, you will bring this

22/12/2023

বাঁচিয়ে রাখার ক্ষমতা কোন নেতার নাই,
আছে একমাত্র আল্লাহর
তোমরা তারই ইবাদত কর।

20/12/2023

سبحان الله
আল্লাহ পবিত্র।

19/12/2023
18/12/2023

নামদারী সুন্নির বাচ্চার মুখোস উন্মোচন করা শুরু করলাম।
শেয়ার (SHARE) করে সুন্নিদের দেখার সুযোগ করে দিন।

17/12/2023

الحمد لله.
সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামীনের।

15/12/2023

১ কেজি মিষ্টির দাম ২৮০ টাকা হইলে ১টি কার্টুনের দাম কত? ১টি কার্টুনের ওজন ১০০ গ্রাম।

আলহামদুলিল্লাহ, বিকল্প এসে গেছে! 🇦🇫ই|মার|তে ইসলামিয়ার স্বনামধন্য পামির গ্রুপের প্রোডাক্ট। এই গ্রুপের রয়েছে লোভে পড়ে য...
14/12/2023

আলহামদুলিল্লাহ, বিকল্প এসে গেছে! 🇦🇫ই|মার|তে ইসলামিয়ার স্বনামধন্য পামির গ্রুপের প্রোডাক্ট। এই গ্রুপের রয়েছে লোভে পড়ে যাওয়ার মতো অনেকগুলো প্রোডাক্ট। বিশেষ করে তাদের আনার-জুসগুলো দেখলে জিভে জল এসে যায়। এক কথায় লাজিজুন জিদ্দান😋 সম্প্রতি জেনারেল মুবিন তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। দেখলাম, অসাধারণ উৎপাদন-প্রক্রিয়া। যেখানে নিশ্চিত করা হয় সর্বোচ্চ গুণগতমান। এর পক্ষে একটি প্রমাণই যথেষ্ট, অতি সম্প্রতি তারা তাদের নিয়মিত রপ্তানির অংশ হিসেবে আমেরিকায় ৪৫ টন আনার-জুস পাঠিয়েছে। মাগদুবদের বর্বরতার কারণে যখন বিশ্বব্যাপী পশ্চিমা পণ্য বর্জনের জোয়ার চলছে তখন বিকল্প পণ্য নির্দেশ করা জরুরি হয়ে পড়েছে। সেজন্যই মূলত আমরা এই প্রচারণায় অংশ নিয়েছি। পামির গ্রুপের পণ্যগুলো বাংলাদেশে যদি কেউ আমদানি করেন অর্থাৎ, এদেশে কান্ট্রি-এজেন্ট হয়ে পরিবেশনার দায়িত্ব নেন তাহলে আমাদের বিশ্বাস, খুব সহজেই মার্কেট ধরতে পারবেন। যাদের সামর্থ্য আছে ভেবে দেখতে পারেন। আর হ্যাঁ, এই পোস্টটির প্রচার-প্রচারণায় যে-কেউ অংশ নিতে পারেন।

কপিৃকত

অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনার রক্তের গ্রুপ, নাম, জেলা ও মোবাইল নাম্বার বললে খুশি হইতাম। কমেন্ট বক্সে জান...
12/12/2023

অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনার রক্তের গ্রুপ, নাম, জেলা ও মোবাইল নাম্বার বললে খুশি হইতাম। কমেন্ট বক্সে জানিয়ে যান।
বিঃদ্রঃ অবশ্যই নেশামুক্ত ৫ ওয়াক্ত নামাযি ব্যক্তি হইতে হইবে।

07/12/2023

استغفر الله

06/12/2023

الله اكبر.
আল্লাহ সর্বশক্তিমান।

আজকের দিনে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে।
06/12/2023

আজকের দিনে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে।

05/12/2023

আলহামদুলিল্লাহ।

05/12/2023

ইজতেমা মাঠের আখেরি মুনাজাতের উদ্দেশ্যে আমরা সবাই

03/12/2023

উত্তরা সেন্টার থেকে মেট্রো রেলের খোজে

03/12/2023

মেট্রো রেলের খোজে

হিজামা একটি সুন্নাতি চিকিৎসা।
02/12/2023

হিজামা একটি সুন্নাতি চিকিৎসা।

01/12/2023

الحمد لله

29/11/2023

انا لله وانا اليه راجعون
আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব।

27/11/2023

اللهم باسمك اموت واحيا
হে আল্লাহ, আমি তোমার নামে মারা যাইতেছি এবং তোমার নামে জাগ্রত হইতেছি।

26/11/2023

اللهم اجرني من النار
হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

25/11/2023

لا اله الا الله
আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই।

23/11/2023

সুবহানাল্লাহ

সহীহ বুখারী ও সহীহ মুসলিমসহ হাদীসের বিখ্যাত গ্রন্থগুলোতে একটি হাদীস বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রাসূল সাল্লাল...
22/11/2023

সহীহ বুখারী ও সহীহ মুসলিমসহ হাদীসের বিখ্যাত গ্রন্থগুলোতে একটি হাদীস বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার একটি বাগান থেকে বের হয়ে (দুটি কবরের কাছ দিয়ে অতিক্রমকালে) দু’জন মানুষের আওয়াজ শুনতে পেলেন, যাদের কবরে আযাব হচ্ছিল। তিনি বললেন-

يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، وَإِنَّهُ لَكَبِيرٌ، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ.

দুজনের আযাব হচ্ছে। তবে সে আযাব কঠিন কোনো কারণে হচ্ছে না। (অর্থাৎ যা থেকে বিরত থাকা ওদের জন্য কঠিন ছিল) তবে নিশ্চয়ই তা গুরুতর। এদের একজন পেশাব থেকে বাঁচত না। অন্যজন চোগলখোরি করে বেড়াত।... -সহীহ বুখারী, হাদীস ৬০৫৫; সহীহ মুসলিম, হাদীস ১১১

অর্থাৎ একজনের আযাব হচ্ছে পেশাব থেকে শরীর ও কাপড় পাকসাফ না রাখার কারণে আর অপরজনের আযাব হচ্ছে চোগলখোরির কারণে। চোগলখোরি মানে একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যার ফলে মনোমালিন্য ও বিবাদ-বিসংবাদের সৃষ্টি হয়। তাহলে এ দুটি বিষয় কবর-আযাবের কারণ। সুতরাং তা গুরুতর।

পরিণাম ও আখেরাতের শাস্তির দিক থেকে যেমন পার্থিব ক্ষতি ও অনিষ্টের দিক থেকেও তেমনি। চোগলখোরির কারণে মনোমালিন্য সৃষ্টি হয়, প্রীতি ও আস্থা বিনষ্ট হয়। বিবাদ-বিসংবাদ তৈরি হয় এবং গীবত-শেকায়েত, মিথ্যা অপবাদ, প্রাণহানী-সম্পদহানী একে একে সবই ঘটতে থাকে। অথচ চোগলখোরি কাজটা থেকে বিরত থাকা কঠিন ছিল না। এর জন্য প্রয়োজন শুধু সংযম ও সংকল্প। ব্যক্তি যদি কথা বলার ক্ষেত্রে সংযমের অভ্যাস গড়ে তোলে এবং চোগলখোরি থেকে বিরত থাকার সংকল্প করে তাহলেই আল্লাহর তাওফীকে তা থেকে বিরত থাকা সম্ভব।

মানুষকে দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এটা মানুষের কাছে আল্লাহর আমানত। শুধু যে ক্ষেত্রে দৃষ্টি দেওয়া বৈধ সেক্ষেত্র...
20/11/2023

মানুষকে দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এটা মানুষের কাছে আল্লাহর আমানত। শুধু যে ক্ষেত্রে দৃষ্টি দেওয়া বৈধ সেক্ষেত্রে দৃষ্টি দিতে পারবে। অন্যথায় আমানতের খেয়ানত হবে। যারা দৃষ্টির অপব্যবহার করে, অপাত্রে দৃষ্টি দেয় আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত। কুরআন মজীদে ইরশাদ হয়েছে-

یَعْلَمُ خَآىِٕنَةَ الْاَعْیُنِ وَ مَا تُخْفِی الصُّدُوْرُ

অর্থাৎ চোখের অপব্যবহার ও অন্তরে যা গোপন রয়েছে সে সম্পর্কে তিনি জানেন।-সূরা মুমিন : ১৯

অপাত্রে দৃষ্টি দেওয়া এবং দৃষ্টির অপব্যবহারকে হাদীস শরীফে চোখের যিনা বলা হয়েছে।

19/11/2023

صلى الله عليه وسلم

17/11/2023
17/11/2023

আস্তাগফিরুল্লাহ

17/11/2023

Live বরিশালের বাকেরগঞ্জ এ বনলতার পরিস্থিতি

পুরুষের জন্য অলঙ্কার ব্যবহারের হুকুম কী? তারা কি যে কোনো ধাতবের অলঙ্কার এবং যে কোনো ধাতবের আংটি ব্যবহার করতে পারবে? মহিল...
16/11/2023

পুরুষের জন্য অলঙ্কার ব্যবহারের হুকুম কী? তারা কি যে কোনো ধাতবের অলঙ্কার এবং যে কোনো ধাতবের আংটি ব্যবহার করতে পারবে? মহিলারা কী সোনা-রূপা, তামা-পিতল, কাঁচ-হীরা এবং ইমিটেশনের আংটি ব্যবহার করতে পারবে? দয়া করে জানাবেন।
উত্তরঃ
পুরুষের জন্য সকল প্রকার অলঙ্কার নিষিদ্ধ। আর আংটির মধ্যে কেবলমাত্র রূপার আংটি ব্যবহার করা জায়েয আছে। তবে তা এই শর্তে যে, রূপার পরিমাণে এক মিসকালের চেয়ে কম অর্থাৎ সাড়ে চার মাশার চেয়ে কম হতে হবে। গ্রামের হিসাবে এক মিসকালের পরিমাণ হল ৪.৩৭৪ গ্রাম। রূপা ছাড়া অন্য কোনো ধাতব বা বস্তুর আংটি ব্যবহার করা পুরুষের জন্য নিষেধ। হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পরিহিত দেখে তার থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। লোকটি দেখে তা খুলে ফেলল। এরপর সে লোহার আংটি বানাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আরো মন্দ,এটা জাহান্নামীদের অলঙ্কার। তখন ঐ ব্যক্তি তা খুলে ফেলল এবং একটি রূপার আংটি বানাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিরব থাকলেন।Ñমুসনাদে আহমদ, হাদীস : ৬৫১৮

সুনানে আবু দাউদের এক বর্ণনায় আছে, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আমি তবে কিসের আংটি বানাব? তিনি বললেন, রূপার আংটি বানাও। তবে এক মিসকাল পূর্ণ করো না।

আর মহিলাদের জন্যও লোহা, তামা ও পিতলের আংটি ব্যবহার করা নিষেধ। এসব ধাতবের আংটি ব্যতীত তাদের জন্য সোনা-রূপার আংটি ব্যবহার করা জায়েয। তদ্রƒপ পাথর, হীরা, মাটি, পুতি, কাঁচ ও ইমিটেশনের আংটিও তারা ব্যবহার করতে পারবে। আর আংটি ছাড়া অন্যান্য অলঙ্কারের ক্ষেত্রে তারা যে কোনো ধাতব বা বস্তু ব্যবহার করতে পারবে।

Ñমুআত্তা ইমাম মুহাম্মাদ ৩/৩৭৬; কিতাবুল আসার ২/৭২৬; ফাতাওয়া কাযী খান ৩/৪১৩; হেদায়া ৪/৪৪১; ইমদাদুল আহকাম ৪/৩৫৮ ফাতাওয়া রহীমিয়া ১০/১৫৮

সত্রঃhttps://www.alkawsar.com/bn/qa/answers/detail/1984/

15/11/2023

আল্লাহু আকবার।

Address

Barishal. Bakergonj
Barisal
8432

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের রাস্তার নক্ষত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের রাস্তার নক্ষত্র:

Videos

Share