দৈনিক সাহসী বার্তা

  • Home
  • দৈনিক সাহসী বার্তা

দৈনিক সাহসী বার্তা news সত্য প্রকাশে আপোষহীন Bangla news
সত্য ও ন্যায় প্রতিষ্টায় বদ্ধ পরিকর barisal live bd news

দৈনিক সাহসী বার্তা, প্রকাশক ও সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ, প্রধান সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, এস এস টাওয়ার (তৃতীয় তলা) ফকির বাড়ী রোড, বরিশাল। মোবাইল : ০১৭২২-০৯৬০৮৬।

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিতস্টাফ রিপোর্টারবরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত...
07/03/2025

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্ট এ ইফতার ও দোয়া মোনাজাত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু। সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, এম জহির, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের প্রধান অতিথি লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু বলেন, রোজার মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। তাই এ মাসের আর্দশকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণকে খুন গুম নির্যাতনের শিকার হয়েছে। সেই পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত রাখতে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাই জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। # #

অশ্রু শিক্ত বিদায়. . . . ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী চাকুরী জীবন শেষ করে অবসরে গেলেন বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে...
05/03/2025

অশ্রু শিক্ত বিদায়. . . .
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী চাকুরী জীবন শেষ করে অবসরে গেলেন বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু মানিক লাল সিকদার স্যার। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কমর্চারীরা চোখের জ্বলে বিদায় দিলেন এ প্রিয় শিক্ষক ও সহকর্মীকে। আসলে চাকরী জীবনে প্রবেশ করার মধ্য দিয়ে যেমন একটি মানুষকে বেকারত্ব জীবন থেকে মুক্তি দেয় তেমনি চাকুরী থেকে অবসরে যাওয়া মানে এক বুক কস্ট আর হাতাশাকে আলিঙ্গণ করার মতো। আজ থেকে ৩০ বছর আগে পিরোজপুর থেকে উজিরপুরের অজোপাড়াগায়ে এসে মাত্র ৫-৬ হাজার টাকা বেতনে চাকুরী জীবন শুরু করেছিলেন তিনি। ত্রিশটি বছর নিজের জন্মস্থানকে ভুলে থেকে সাতলাকে এবং সাতলার মানুষকে নিজের করে নিয়েছিলেন। এখানকার অসংখ্য ছাত্র ছাত্রী তার কাছ থেকে শিক্ষা নিয়ে হয়েছেন ইঞ্জিনিয়ার, প্রথম শ্রেনীর কর্মকর্তা, কিংবা বিভিন্ন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাতলায় শিক্ষার আলো বিস্তার করার ক্ষেত্রে তিনি নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন। বিনিময়ে তিনি পেয়েছেন সকলের ভালোবাসা। তিনি যখন বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন নিজে হাউ মাউ করে কেঁদেছেন, অন্যান্যদেরও কাঁদিয়েছিলেন। ওই দিন তার শিশু শুলভ আচরন ও কস্টের যন্ত্রনা কাছ থেকে দেখিনি তবে তার সহকর্মীসহ অন্যান্যদের কাছ থেকে শুনেছি। সত্যি বলতে কি তার বিদায়ের বেলার কিছু ছবি দেখে আমারও খুব খারাপ লাগছে। অনেক মিস করছি তাকে। তার প্রতিটি কথা ও আমার সাথে কিছু সময় কাটানোর দৃশ্য আজো টেলিভিশনের পর্দার মতো আমার চোখের সামনে ভেষে উঠে। তার জীবনের সেরা সময় টুকু তিনি বিলিয়ে দিয়েছেন সাতলাবাসীর জন্য। আর প্রতিদান স্বরুপ ধর্ম বর্ন নির্বশেষে সাতলার সবাই তাকে ভালো বেশেছেন, শ্রদ্ধা করেছেন। একটু দেরী হলেও তার প্রতি সম্মান রেখেই আজ আমার এ লেখা। অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলো ভালো কাটুক এমন প্রত্যাশা রাখি।

জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিং বিডির প্রতিনিধি সম্মেলন ও পিকনিকের রাফেল ড্র  অনুষ্ঠানে দুটি পুরস্কার( একটি ওভেন এবং একটি...
03/03/2025

জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিং বিডির প্রতিনিধি সম্মেলন ও পিকনিকের রাফেল ড্র অনুষ্ঠানে দুটি পুরস্কার( একটি ওভেন এবং একটি আয়রন) জিতে নেন রাইজিং বিডির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ। বরিশাল সদররোডস্থ ওয়ালটনের শোরুম থেকে জিতে নেওয়া পুরস্কার দুটি সংগ্রহ করেন তিনি।

23/02/2025

বরিশালের উজিরপুরে চলিতেছে সার্কাস। সাংবাদিককে আসামি করা হলো বোমা উদ্ধার মামলায়!!
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় জঙ্গলের মধ্যে পরিতক্ত্য অবস্থায় কথিত ককলেট বোমা সদৃশ্য বস্ত উদ্ধার ঘটনায় উজিরপুর মডেল থানায় ২২ ফেব্রæয়ারী শনিবার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো.সবুজ হাওলাদার। মামলায় ৭৫ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীদের মধ্যে স্থানীয় সাংবাদিক , দিনমজুর,সহ বেশ কয়েক জন বিএনপি’র নেতাকর্মীরাও রয়েছেন। মামলাটি দায়ের হওয়ার পর সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জমিজমা নিয়ে বিরোধ এক সাবেক যুবদল নেতার প্রতিপক্ষদেরও মামলায় আসামীর করা হয়েছে। জীবনে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না এমন ব্যাক্তিদেরও আসামীর তালিকায় নাম রয়েছে। মামলার বাদী সবুজ হাওলাদার বলেছেন, তিনি নামে মাত্র নমিনি বড় বড় নেতারা তাকে সে করেছেন। তিনি দলের ছোট্র নেতা তাকে বিএনপি’র বড় বড় নেতারা বাদী হতে বাধ্য করেছেন। এদিকে মামলায় ৫২ নাম্বর আসামী করা হয়েছে বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলে হয়ে নির্বাচনে অংশ নেয়া ছাত্রনেতা জাফরুল নাদিমকে ৪৩ নাম্বর আসামীর তালিকায় রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাকালীর নেতা হাবিব প্রফেসরের পুত্র মিলন ফকিরকে সে বিএনপির একজন সক্রিয় কর্মী। জয়শ্রী পান আরতের মালিক আনোয়ার মল্লিক ও ইউপি সদেস্য হানিফ হাওলাদারকেও মামলার আসামী করা হয়েছে। জমি নিয়ে বিএনপি নেতার সাথে বিরোধের কারনে ৬৫ নম্বর আসামী করা হয়েছে দিন মজুর সেলিম খানকে সে একজন বিএনপির কর্মী তার ভাই ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মামলার ১৮ নং আসামীর তালিকায় রয়েছে দৈনিক দেশ রুপান্তর ও আজকের পরিবর্তন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত সাংবাদিক মাকিল মাহমুদ বাচ্চু তিনি কোন রাজনৈতিক দলের সাদেস্যও নয়। মামলাটি থানায় রুজু হওয়ার পর উজিরপুর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেক নিরাপরাদ মানুষকে আসামী করা হয়েছে। ইউপি সদেস্য হানিফ হাওলাদার অভিযোগ করেন মামলার ২ নং সাক্ষী সৈয়দ ইউসুফ’র সাথে জমি নিয়ে বিরোধের জেড় ধরে তিনি দিন মজুর সেলিম খান সহ অনেকেই আসামী পড়েছেন। সেলিম খান বলেন , মামলার সাক্ষী ইউসুফ মীরার সাথে তাদের দির্ঘদিনের বিরোধ রয়েছে জমি সংক্রান্ত সে কারনে তাকে ওই মামলায় আসামী করা হয়েছে। ছাত্রনেতা নাদিমহাওলাদার বলেন, আমার গোটা পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত জমি নিয়ে বিরোধের কারনে উজিরপুর পৌর বিএনপি’র এক নেতার ইন্ধনে দু ভাইকে আসামী করা হয়েছে। সংবাদকর্মী শাকিল মাহমুদ বাচ্চু, জানিয়েছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ব্যাবসা প্রতিষ্ঠান দখলের জন্য তাকে মামলায় আসামী করা হয়েছে। ব্যাবসায়ী আনোয়ার মল্লিক বলেন, ব্যাবসা বানিজ্য করে তিনি জীবিকা চালাচ্ছেন মামলার আসামী হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। জিয়া মঞ্চ’র উপজেলা সাধারন সম্পাদক সাইদুর রহমান ইকবালকে মামলার ৭৪ নাম্বর আাসামী করা হয়েছে। ইকবালে’র সাথে মামলার সাক্ষি শ্রমিক দলনেতা খোকন ডাকুয়ার বিরোধ রয়েছে। হস্তিসুন্ড এলাকার দোকানী জাহিদ হাওলাদাকে আসামী করা হয়েছে। আপর দিকে ঘটনার পর পর আইন সৃংখলা বাহিনীর সদেস্য ও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন কালে মিডিয়া ও সাধারন মানুষের সাথে যে বক্তাব্য দিয়েছেন তার সাথে মামলার এজাহারের অনেক গরমিল রয়েছে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদ করিম বলেন ১৮ ফেব্রæয়ারী ৩টি ককলেট ২ টি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধারের ঘটনায় মামলাটি তদন্তধীন বাদী যাকেই আসামি করুক না তদন্তে যারা দেশী হবেন তাদেও বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে । নির্দোশ কাউকে হয়রানী করা হবে না। এদিকে উজিরপুরের সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে মামলায় আসামী করায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছেন।

20/02/2025
জাতির পিতার প্রতি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনির বান্ধবী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শুচিতা ...
17/02/2025

জাতির পিতার প্রতি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনির বান্ধবী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শুচিতা শারমিন! তিনি এখন আওয়ামী বিরোধী!

বরিশাল : সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দ্বীপু মনির বান্ধবী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।আজ সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাকে ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে (ববি) পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছিলেন ভিসি। ভিসির এমন মন্তব্যে ববির সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলেছেন শিক্ষক সমাজ। ববির সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির বিষয় নিয়ে প্রেস ব্রিফিংকালে লিখিত বক্তব্যে শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন,ববির উপাচার্য ড. শুচিতা শরমিন ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ববির সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন। অথচ ববিই বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে পেটোয়া পুলিশ বাহিনীকে প্রতিহত করেছিলো।

শিক্ষার্থীদের সমর্থনে ববির শিক্ষকরা সবধরনের হয়রানি ও নির্যাতনের ভয় উপেক্ষা করে বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা প্রমাণ সহকারে জানি উপাচার্য ড. শুচিতা শরমিন নিজে ছিলেন ফ্যাসিস্ট শক্তির একজন চিহ্নিত দোসর। ২০২৪ সালের রাতের আধারে ভোট ও ডামি নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও পেশাজীবীরা যে বিবৃতি দিয়েছিলেন তাদের সেই বিবৃতিতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ছিলেন ববির এই উপাচার্য ড. শুচিতা শরমিন। এমন চিহ্নিত ফ্যাসিস্ট ববি পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলেছেন, এরচেয়ে লজ্জার ও ঘৃণার কিছুই হতে পারে না।

সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মনে করছেন তারা। ভিসির এমন বক্তব্য অগ্রহণযোগ্য এবং তার বক্তব্যের জন্য ববির প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য মুহসিন উদ্দীনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

11/02/2025

বরিশালের সেনাবাহিনীর পুলিশ সহ যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে। আতঙ্কিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা কর্মীরা। বরিশাল নগরী ও জেলা থেকে ১৬ জনকে গ্রেফতার।

06/02/2025

হরিণের মায়াবী চাহনিতে জুড়িয়ে যায় দুচোখ

29/01/2025

বরিশালসহ দক্ষিনাঞ্চলের ৫ জেলায় অনিদিস্ট বাস ধর্মঘট শুরু। ভোগান্তিতে যাত্রীরা।

বরিশাল : বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া, হামলা ও পাঁচটি বাস ভাঙ্চুরের প্রতিবাদে ৫ জেলার ১৮ টি রুটে ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। ২৮ জানুয়ারি(মঙ্গলবার) রাত ৮টা থেকে অনিদিস্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন। ফলে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকেদক্ষিণাঞ্চলের পাঁচ জেলার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এ বাস ধর্মঘটের ঘটনায় চরম ভোগান্তিতেপড়েছেন দক্ষিনাঞ্চলের যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জানমালের নিশ্চয়তা দেওয়াসহ হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান বাস শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বিভিন্ন সময় কারনে অকারনে তাদের উপর চড়াও হন শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মারধর ওগাড়ি ভাংচুর করা হয়। মঙ্গলবার বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারের সাথে হাফভাড়া নিয়ে কথার কাটাকাটির জের ধরে বাস ভাংচুর ও বাস টার্মিনালে হামলা করে ব্যাপক ক্ষতি করেছে।এসময় শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, পাঁচটি বাস ভাঙচুর ও ৭ শ্রমিককে আহত করে। এর প্রতিবাদেই বাস শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন।
এদিকে শিক্ষার্থী ও বাস শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাস ধর্মঘট ডাকায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা। বিকল্প পথে গন্তব্য পৌঁছতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যায় করতে হচ্ছে।

26/01/2025

বরিশাল বেতার শিল্পী সুস্মিতার কন্ঠে অসাধারন একটি গান…

26/01/2025

তৃতীয় শ্রেনীর ছাত্রী নিলীমার কন্ঠে অসাধারন একটি ধর্মীয় গান। না শুনলে মিস

26/01/2025

বরিশাল সিটি করপোরেশনে তালা। সড়ক অবরোধ করলো শ্রমিকরা

24/01/2025

কুয়াকাটা রিসোর্টে মঞ্চ মাতালো বরিশালের কন্ঠ শিল্পী..

23/01/2025

কুয়াকাটা বৌদ্ধ মন্দির না দেখলে মিস

22/01/2025

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে চিরতরে নষ্ট হয়ে গেছে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের ছ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সাহসী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সাহসী বার্তা:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share