আদি অন্ত

আদি অন্ত চলমান এবং ঘটে যাওয়া সকল খবর, ইতিহাসের ?

13/12/2023

তুই সেরা ভাই🤣

19/11/2023

অস্ট্রেলিয়া ইন্ডিয়া কো পাইন মারদিয়া🤣
Binodon vai

13/11/2023

বরিশাইল্লা এইডাই মোগো অহংকার,,,, মেগো কি নাই কও,,,!!







04/11/2023

অ হোমান কতা😆😆
Binodon vai এদের ক্রিয়েটিভিটি প্রসংশার দাবীদার।
ধন্যবাদ এরকম ভিডিও আরো চাই,❤️❤️

03/04/2023

বাক স্বাধীনতা নিয়ে সমাজের কিছু মানুষ ভুল ব্যাখ্যা প্রায়ই দিয়ে থাকে, তদের মতে যখন যা খুশি তাই বলতে পারাই বাক স্বাধীনতা 😆
সত্যিই কি তাই,সংবিধান কি আপনকে সত্যিই যা খুশি তাই বলার স্বাধীনতা দিয়েছে,,,???🤔🤔
চলুন সংবিধান অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি,,,
সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী---

৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।

(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে

(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং

(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার
নিশ্চয়তা দান করা হইল।

এখানে ৩৯ এর উপধারা (২) ভালো করে লক্ষ্য করুন,বলা আছে,

রাষ্ট্রের নিরাপত্তা>>>> এমন কোনো কথা বলা যাবেনা যা দ্বারা রাষ্ট্রের স্বাভাবিক নিরাপত্তার ব্যাঘাত ঘটে,
বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক >>> আপনার কোনো কথা দ্বারা বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর প্রভাব পরে,,,

জনশৃঙ্খলা>>>> আপনার কথার কারনে জন সাধারণের স্বাভাবিক পরিবেশের ব্যাত্যয় ঘটা,

শালীনতা ও নৈতিকতার স্বার্থে >>> কথার ভাষা শালীন এবং নৈতিকতা বিরধী না হওয়া,,,,

আদালত-অবমাননা>> আদালত কতৃক আরোপিত আদেশ নির্দেশ অবমাননা না করা,,,,

মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা>> এমন কোনো কথা বলা যাবে না যা দ্বারা অন্যের সম্মান নষ্ট হয় এবং কথা দিয়ে অপরাধ সংঘটনের জন্য অন্যকে উদ্ভুদ্ধ করা।
এবং দেশের প্রচলিত আইনে বাধানিষেধ আছে এমন কথা বলা ছাড়া, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।

তার মনে খেয়াল করে দেখুন,আপনাকে আপনার সুষ্ঠ বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করার যেমনি অধিকার দেওয়া হয়েছে তেমনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিছু কিছু ক্ষেত্রে বাঁধা নিষেধ ও দেওয়া হয়েছে। যেটা দেশ এবং সমাজের জন্য একান্তই প্রয়োজন।
চাইলেই আপনি আবেগর তাড়নায় বিবেকহীন কথাবার্তা বলতে যেমনি পারবেন না, তেমনি আপনার সুষ্ঠ চিন্তা যা দেশের উন্নতির সার্থে আপনার বিবেকবান যুক্তি দায়ের করতে বাঁধা ও কেউ দিবেনা।

কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে যারা সংবিধানের শিরোনাম দেখে বুঝে নিয়েছে তাদের বাকস্বাধীনতা আছে, তাই যেখানে সেখানে যা খুশি বলে বিপদে পড়ে। আর যখন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় তখন রাষ্ট্রের দোষ দিয়ে বলে, "আমাদের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে"। অথচ এরা দেখে না যে বাকস্বাধীনতা ঠিক কোথায় কোথায় দেওয়া আছে আর কোথায় নাই।

তাই আসুন আইনকে আইনের মত করে জানি, শিরোনাম নয়,পূর্নাঙ্গ ভাবে আইনের বিশ্লেষণ করে পড়ি।কারন আইন না জেনে অপরাধ করলে, ভুল হয়েছে বলে পার পাবার কোনো উপায় নেই,,,,,

02/04/2023

প্রেম ভালোবাসায় শেষমেশ বিয়ে বা বনিবনা না হলে দেখা যায় মেয়ে ধর্ষণের অভিযোগ তুলে ছেলের নামে মামলা করে দেয়..!
কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়ের সম্মতি নিয়ে সহবাস করলে সেটা কি ধর্ষণ হবে??

>>>>প্রথমে দেখি ধর্ষন কিঃ-
দন্ডবিধির ধারা ৩৭৫ অনুয়ায়ী,
সহজভাবে বললে,কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে যেকোনো উপায় তার সাথে যৌনমিলন করলে সেটা ধর্ষণ হবে।
এবং ১৪ বছরের কম বয়সি কোনো মেয়েকে তার ইচ্ছা থাক বা না থাক মানে তার সম্মতি নিয়েও যদি সহবাস করা হয় তাহলেও সেটা ধর্ষণ বলে গণ্য হবে।
এবং ধারা ৩৭৬ অনুযায়ী তার যাবজীবন কারাদণ্ডে, অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে,
যদি না ধর্ষিত স্ত্রীলোকটি তার নিজ স্ত্রী হয় ও বারো বৎসরের কম বয়স্কা না হয়;
যদি তদ্রুপ হয়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

>>>বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসঃ-
দন্ডবিধির ধারা ৪৯৩ অনুযায়ী,
যদি কোন ব্যক্তি যদি যে নারী তার সাথে আইন সম্মত ভাবে বিবাহিত নয় সে নারীকে প্রতারণামূলক ভাবে বিশ্বাস করায় যে, সে নারী তার সাথে আইনসম্মত ভাবে বিবাহিত এবং সে নারীকে এই বিশ্বাসের বশবর্তী হয়ে তার সাথে সহবাসে বা যৌন সঙ্গমে প্রবৃত্ত করে, তবে উক্ত ব্যক্তি দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে।

তারমানে, ৩৭৫ এবং ৪৯৩ ধারা বিশ্লেষণ করলে এটা বুঝতে পারি যে, বিয়ের কথা বলে তার সম্মতিক্রমে কোনো নারীর সাথে যৌনমিলন করে তাকে বিয়ে না করলে সে ধর্ষণ করেছে বলে অভিযুক্ত হবে না ঠিকই কিন্তু তারপর ও সে অপরাধী এবং তার ১০ বছর প্রযন্ত কারাদণ্ড এবং অর্থদন্ড হবে।

13/09/2022

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে নাতো মন।

Address

Barisal Sador
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when আদি অন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আদি অন্ত:

Videos

Share

Category