Md Rakibul Hasan

Md Rakibul Hasan আমি মোহাম্মদ রাকিবুল হাসান একজন মুসলিম, আমি জান্নাতে যেতে চাই।
(1)

আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ রাকিবুল হাসান। মোটিভেশনাল ভিডিও তৈরি করি এবং আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। মানুষের কল্যানে নিবেদিত আমার প্রান। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে মানুষকে সঠিক জ্ঞান দান করা ও সহযোগিতা কার্যক্রম করে থাকি। সকলে আমার জন্য দোয়া করবেন।

কি মর্মান্তিক ঘটনা।
04/01/2025

কি মর্মান্তিক ঘটনা।

04/01/2025

*বিসমিল্লাহির রহমানির রহীম*,
*মহান আল্লাহ তায়ালার বাণীর অ'থ সহ*
وَ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ وَ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ
দেখো, এভাবে আমি নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে পেশ করে থাকি। আর এ জন্য করে থাকি যাতে তারা ফিরে আসে।
সুরা- আল- আরাফ,আয়াত -১৭৪
*আজ*-
*০৪ রজব-১৪৪৬ হিজরি*
*২০ পৌষ -১৪৩১ বঙ্গাব্দ*,
*০৪-জানুয়ারী- শনিবার- ২০২৫*

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান । বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আ...
04/01/2025

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান ।

বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 🤍

অতিরিক্ত মায়া মস্তিষ্ক ধ্বংস করে।
04/01/2025

অতিরিক্ত মায়া মস্তিষ্ক ধ্বংস করে।

04/01/2025

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
বরকতময় আরেকটি সকাল, আলহামদুলিল্লাহ।

04/01/2025

না না ক্ষমা নেই, ক্ষমা কোনো মানবিক গুন নয়,
বরং তা অন্যায়, অক্ষমের অলস সান্ত্বনা মাত্র।
ক্ষমা হলো সেই ক্ষত, সভ্যতা পচেছে যার দোষে
বড়ো তাড়াতাড়ি।

_রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

02/01/2025
আনন্দের ফলস্বরূপ!😢মনে হচ্ছে এরা নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন বড় হয়েছে? অবশ্যই না! জানামতে অনেক অভিভাবক আতশবাজি ফোটানো কাজ...
01/01/2025

আনন্দের ফলস্বরূপ!😢
মনে হচ্ছে এরা নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন বড় হয়েছে? অবশ্যই না! জানামতে অনেক অভিভাবক আতশবাজি ফোটানো কাজে জড়িত কারণ এরকমটাই দেখতে পাওয়া যায়!

ফার্মগেটের নীচে এক ল্যাংড়া নিয়মিত ভিক্ষা করে। তার একটা পা নাই, হাঁটুর উপর থেকে  কেটে ফেলা হয়েছে। একদিন সেই ল্যাংড়া ভিক্ষ...
01/01/2025

ফার্মগেটের নীচে এক ল্যাংড়া নিয়মিত ভিক্ষা করে। তার একটা পা নাই, হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়েছে।

একদিন সেই ল্যাংড়া ভিক্ষুক সকালে ল্যাংচাতে ল্যাংচাতে এসে দেখে, তার জায়গায় বসে ভিক্ষা করছে এক কানা। কানার দুই চোখই নষ্ট। ছোট পিচ্চি নাতনি তাকে হাত ধরে নিয়ে এসেছে।

ল্যাংড়া তো রেগেমেগে ফায়ার। সে উত্তেজিত হয়ে বলল, রে কানা, তোর সাহস তো কম না! তুই আমার জায়গা দখল করছোস! আমার জায়গা ছাইড়া গেলি,,, ফোট কইলাম!

কানাও রেগে গিয়ে বলল, কেন রে ল্যাংড়া, এই জায়গা কি তোর শ্বশুরের কেনা? আমি যেখানে খুশি সেখানে বসুম। তোর শ্বশুরের কী?

ল্যাংড়া ল্যাংচাতে ল্যাংচাতে বলল, এই সাবধান শ্বশুর নিয়া কতা কবি না। লাত্থি মাইরা কিন্তু তোর টেংরি ভাইঙ্গা দিমু,,,জানোস আমি কে? ল্যাংড়া সমিতি যদি জানতে পারে, তোর খবর আছে কইলাম,,, সমিতির সভাপতি আমার খুবই পেয়ারের মানুষ।

কানাও লাফিয়ে উঠে বলল, আর আমাগো কানা সমিতি বুঝি ঘাস খাইবো? সাহস থাকলে লাত্থি মাইরা দেখ,নিজেই উল্টাইয়া চিৎপটাং হইয়া যাবি। আমি অনেক জায়গা ঘোরাঘুরি কইরা শেষমেশ এই জায়গা চয়েজ করছি। সহজে ছাড়ুম না। কানা মজিদ যদি জানতে পারে, তুই আমার লগে বেয়াদবি করছোস, তোর অবস্থা কিন্তুক ছেঁড়াবেড়া হইয়া যাইবো।

নাতনি কানার দিকে তাকিয়ে বলল, দাদা, কানা মজিদ কে?

কানা নাতনির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, চুপ থাক, ল্যাংড়ারে ভয় দেখাইছি।

ল্যাংড়া লাফিয়ে উঠে বলল, এই ব্যাটা কানা, তুই চোখে দেখছ না, এই জায়গা চয়েস করলি কেমনে? বিটলামি করছ আমার লগে? ফোট কইতাছি,,,,সমিতির লোক আইলে দৌড় দেওয়ার টাইম কিন্তু পাবি না।

কানা কিছুতেই যাবে না। দুজনেই কথার যুদ্ধ চালিয়ে গেল। ল্যাংড়া এক ঠ্যাং উচিয়ে লাথি দেখায়, কানা আন্দাজে অন্যদিকে ঘুষি পাকায়!

পাশ দিয়ে যাচ্ছিল এক রিকশাওয়ালা। সে ল্যাংড়ার পরিচিত। ল্যাংড়াকে সে এই জায়গায় বহুদিন যাবৎ দেখছে। একসাথে একদিন দু'জনে ভাগাভাগি করে বিড়িও খাইছে। এই ঝগড়ায় অংশগ্রহণ করা কর্তব্য মনে করলো।

সে রিকশা থেকে নেমে এসে সব শুনে কানাকে ঘাড় ধরে সরিয়ে দিয়ে ল্যাংড়াকে বসে দিল।

দূর থেকে সেই দৃশ্য দেখে এগিয়ে এলো এক সিএনজি ওয়ালা। শত হলেও সিএনজি ওয়ালা রিকশাওয়ালা থেকে মর্যাদার দিক দিয়ে কিছুটা হলেও উপরে। সে এই মান হানিকর কাজ মেনে নেয় কীভাবে? সে আবার কানার মামা বাড়ির প্রতিবেশীর আত্মীয়। সিএনজি ওয়ালা এসেই রিকসাওয়ালাকে হুমকি দিয়ে বসলো, ব্যাটা মাস্তানি করস? সিএনজি দিয়া তোর রিকশারে এমন ধাক্কা দিমু না,,,, বাঁচতে চাইলে দৌড় দে।

তুই দৌড় দে হালার পো,,,

তবে রে হমুন্দির পুত,,,,

দু'জনেই লেগে গেল তুমুল হাতাহাতি, মারামারি।

দুর থেকে এই দৃশ্য দেখল এক ট্যাম্পুওয়ালা। সিএনজি থেকে ট্যাম্পুর বডি শক্তিশালী। সে আবার রিকশাওয়ালার দুর সম্পর্কে ভাতিজার বন্ধু । ট্যাম্পুওয়ালা এসেই সিএনজি ওয়ালার ঘাড় চেপে ধরে বলল, ট্যাম্পু দিয়া তোর সিএনজিরে এমন ডলা দিমু, একেবারে ভর্তা বানাইয়া দিমু কইলাম, গেলি?

এবার মারামারি চলছে তাদের মধ্যে।

রাস্তার ওপাশ দিয়ে যাচ্ছিল এক বাস ওয়ালা। সে সিএনজি ওয়ালার বোনের জামাইয়ের বন্ধুর খালু। বাস ফেলে দৌড়ে এসে সে ট্যাম্পুওয়ালাকে ধুরুম ধুরুম কিলাতে শুরু করলো। হুমকি দিয়ে বলল, ব্যাটা রকবাজি করস? বাস দিয়ে তোর ট্যাম্পুরে ডলা দিয়া চানাচুর বানাইয়া দিমু কইলাম!

এখন মারামারি চলছে বাস আর টেম্পুতে।

তুমুল মারামারি চলছে। কানা আর ল্যাংড়া একপাশে বসে ঝগড়া উপভোগ করছে। নাতনি বলল, দাদা, এরা মারামারি করতেছে কেন?

কানা থুঃ করে একদলা থুতু ফেলে বলল, কইতে পারি না,মনে লয় হুদাই !

এক পর্যায়ে কানা একটা বিড়ি ধরিয়ে দুই একটান খেয়ে ল্যাংড়ার দিকে এগিয়ে দিল। ল্যাংড়া সেই বিড়ি নিয়ে আয়েস করে খেতে খেতে ঝগড়া দেখতে লাগল।

ঝগড়ার একপর্যায়ে ট্যাম্পু ওয়ালার দাঁত একটা হাওয়া। মুখ গড়িয়ে রক্ত পড়ছে। বাস ওয়ালার হাঁটু ছিলেছে,থুতনি কেটেছে । দু'জনেরই জামাকাপড় ছেঁড়া।

ট্যাপ্মুওয়ালা ফোন করেছে ট্যাম্পু মালিককে। বাস ওয়ালা আবার ফোন করেছে তার বাস মালিককে।

দু'জনেই মুহুর্তে এসে হাজির। দু’জনেই আবার সরকার দলীয় নেতা।

ট্যাম্পু মালিক বাস মালিককে দেখে হুংকার দিয়ে বলল, এই ব্যাটা আমারে তুই চিনস? চিনস আমারে?

বাস মালিক ততোধিক হুংকার দিয়ে বলল, এই ব্যাটা, তুই গালকাটা ফরিদ রে চিনস? আমি কইলাম তার ছোটভাই।

ট্যাপুওয়ালা বুঝল, হুংকার দিয়ে কাজ হবে না। সে গলা নরম করে হাত বাড়িয়ে দিল , না তো ভাই, আমি তাকে চিনি না। আসেন পরিচিত হই!

দুই মালিক মিমাংসা করতে বসলো।

কানা আর ল্যাংড়া আবার বিড়ি ধরিয়ে দুইজনে ভাগ করে খেতে খেতে শালিশ দেখতে লাগল।

শালিশে ফায়সালা হল, কানা এবং ল্যাংড়া দুজনেই বাদ। বাস মালিক এবং ট্যাম্পু মালিক নিজেদের পছন্দের একজন লোককে এখানে বসাবে। সেই লোক মাসে মাসে দু'জনকেই বাসায় গিয়ে মাসোহারা দিয়ে আসবে।

ফায়সালার কথা কানা আর ল্যাংড়াকে জানিয়ে দেওয়া হয়েছে।

ল্যাংড়া কানাকে ডেকে বলল, এইটা কী হইল রে কানা?

কানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কী আর হইবো, আমরা আমাগো শক্তি দেহাইছি। এখন ওরা অগো শক্তি দেখাইতেছে!

কপি পোস্ট

🖊️হানিফ ওয়াহিদ

আজ মঙ্গলবার০১ জানুয়ারি ২০২৫   ২৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি ১৭ পৌষ ১৪৩১ বাংলা       -------------------      ফজর- ৫:২১ মিনি...
01/01/2025

আজ মঙ্গলবার
০১ জানুয়ারি ২০২৫
২৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
১৭ পৌষ ১৪৩১ বাংলা
-------------------
ফজর- ৫:২১ মিনিট
জোহর- ১২:০৬ মিনিট
আসর- ৩:৪৫ মিনিট
মাগরিব- ৫:২৭ মিনিট
ইশা- ৬:৪৪ মিনিট
--------------------
আজ সূর্যোদয়- ৬:৪০ মিনিট
আজ সূর্যাস্ত- ৫:২৩ মিনিট

Happy New Year

বিষয়টি দুঃখজনক।
01/01/2025

বিষয়টি দুঃখজনক।

"HappY New Year 2025"Happy New Year 2025! May this year bring you joy, health, and success in everything you do. Here's ...
01/01/2025

"HappY New Year 2025"

Happy New Year 2025! May this year bring you joy, health, and success in everything you do. Here's to new beginnings and endless possibilities!

নতুন বৎসর শুরু হোক সচেনতায়। আনন্দ মানে দূর্ঘটনা নয়।
31/12/2024

নতুন বৎসর শুরু হোক সচেনতায়।
আনন্দ মানে দূর্ঘটনা নয়।

পেরুর লিমাতে হুয়াকা পুক্লানা সাইট খনন করে প্রত্নতাত্ত্বিকরা নীল 'চোখ' সহ একটি 1,300 বছর আগের একটি 'মহিলা মমি' আবিষ্কার ...
31/12/2024

পেরুর লিমাতে হুয়াকা পুক্লানা সাইট খনন করে প্রত্নতাত্ত্বিকরা নীল 'চোখ' সহ একটি 1,300 বছর আগের একটি 'মহিলা মমি' আবিষ্কার করেছেন।
মমির মুখোশটি প্রত্নতাত্ত্বিকদের দ্বারা খনন করা একটি পিরামিডের সবচেয়ে চিত্তাকর্ষক আবিস্কার এবং এটি প্রাপ্তবয়স্কদের এবং একটি শিশুর অন্য দুটি মমির পাশে অবস্থিত ছিল, যা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির দাফন অনুষ্ঠানে বলি হিসাবে দেওয়া হয়েছিল।
এটি একটি অভিজাত বংশোদ্ভূত মহিলার মমি বলে মনে করা হয় যাকে সিরামিক বস্তু এবং টেক্সটাইল দিয়ে সজ্জিত ঝুড়ি দিয়ে ঘেরা হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গিয়েছিল।
মহিলা মমি এবং অন্যান্য আবিষ্কারগুলি পেরুর আদিম ওয়ারী উপজাতির সমাধি প্রথা এবং সংস্কৃতি সম্পর্কে প্রমাণ এবং তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, যা ইনকাদের অগ্রদূত।

সংগৃহীত

31/12/2024

বছরের শেষ দিনে একটাই প্রার্থনা ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা,পরিবারের সকল সদস্যরা !❤️‍🩹

সুস্থ থাকুক মানব পৃথিবী।

হে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই বছরজুড়ে আপনি আমাদের রহমত,বরকত, মঙ্গল ও সুরক্ষা দিয়েছ। আমাদের সুখ-দুঃখ, সফ...
31/12/2024

হে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন।
এই বছরজুড়ে আপনি আমাদের রহমত,বরকত, মঙ্গল ও সুরক্ষা দিয়েছ। আমাদের সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, হাসি-কান্নার সঙ্গী হয়েছ। আমরা কৃতজ্ঞ আপনার প্রতি, আপনার অনুগ্রহের প্রতি

আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনার থেকে দূরে চলে গিয়ে থাকি, তবে আমাদের ক্ষমা করুন আমাদের হেদায়েত এর পথ প্রদর্শন করুন । আমাদের জীবনে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, তা থেকে শিক্ষা নেওয়ার শক্তি দান করুন।

নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা আপনার দিকেই তাকিয়ে আছি। আমাদের জীবনকে আলোয় পূর্ণ করো, সঠিক পথে পরিচালিত করার তাওফিক দিন । আমাদের মধ্যে শান্তি, ভালোবাসা এবং সদ্ভাবনা ছড়িয়ে দিন।

আপনি আমাদের সাহস দিন, যেন আমরা ভবিষ্যতের পথে অগ্রসর হতে পারি দৃঢ়তার সাথে। তোমার করুণায় আমরা যেন প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে পারি।

হে রাব্বে কারিম আপনি আমাদের উপর আপনার দয়া, রহমত,বরকত, অনুগ্রহ, নাজাত, হেয়ায়েত, উত্তম রিজিক, হায়াত সম্মানের সাথে বাচার তাওফিক দিন।

আমাদের পরিবারের মুরুব্বিদেরকে সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন, আমাদের সন্তানদেরকে উত্তম সন্তান হিসেবে কবুল করুন। তাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষকে শান্তি-শৃঙ্খলভাবে বসবাস করার সুযোগ করে দিন। পৃথিবীর সকল মুসলমানদেরকে হেফাজত করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে সম্প্রীতির বন্ধনে অটুট রাখুন।

---

বৎসরের শেষ প্রান্তে দাড়িয়ে........ শেষ সূর্যোদয়।

নবীকে ১ ওভার করানোর পর আর করালো না। মায়ার্স এতো ভালো বোলিং করলো তারপরও শেষ ওভারে তাকে না দিয়ে রিপনকে বোলিং দেওয়ার সাইন্স...
30/12/2024

নবীকে ১ ওভার করানোর পর আর করালো না। মায়ার্স এতো ভালো বোলিং করলো তারপরও শেষ ওভারে তাকে না দিয়ে রিপনকে বোলিং দেওয়ার সাইন্সটা তো কোনো ভাবেই বুঝলাম না খান সাহেব।

কপি : ফাফরবাজ

ভালো লাগছে....... Story
30/12/2024

ভালো লাগছে.......
Story

Address

Barisal Sadar
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Md Rakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rakibul Hasan:

Videos

Share