সুন্দর এই বিকেল বেলায় গিয়েছিলাম হালিম খেতে☘️❤️
নাম জানি না
তবে ফুলগুলো অনেক বেশিই সুন্দর🌸🌸🌼
জীবনে প্রথম বার ঈদের দিন বের হয়েছি🙂🥳
আহ ছোটবেলাটা কতই না সুন্দর ছিল।এগুলো দিয়ে পুতুল বানাতাম।রান্না-বাটি খেলতাম।তরকারি বানিয়ে রান্না করতাম।এখনকার ছেলে-মেয়েরা এসব বুঝবে না😌😌
আমিই কি একমাত্র অলস ব্যক্তি যে কিনা টেবিল রেখে বিছানায় শুয়ে,বসে,হেলিয়ে পড়তে ভালোবাসে🤭🤭
সকাল বেলার আবহাওয়াটা সব সময়ই অদ্ভুত রকমের সুন্দর হয়☘️
সকাল সকাল মেহগনি ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম,চারদিকে ফুলের ঘ্রানে মৌ মৌ করতে ছিল❤️
#morningvives
#beautifulpeaceweather
কুট্টুসগুলো🐰🐇🦚🦚
𝐇𝐨𝐰 𝐚𝐝𝐨𝐫𝐚𝐛𝐥𝐞 𝐚𝐧𝐢𝐦𝐚𝐥𝐬 𝐭𝐡𝐞𝐲 𝐚𝐫𝐞.𝐌𝐚𝐬𝐡𝐚𝐥𝐥𝐚𝐡❤️☘️
কোনো এক পড়ন্ত বিকেলে করেছিলাম ভিডিওটা🥀
"আকাশ"
কতই না সুন্দর সে।এই নীল এই সাদা।আবার হঠাৎ করেই দেখা দেয় কালো মেঘের ভেলা।কতই না মনমুগ্ধকর বিচিত্র রূপ তাহার।
প্রিয় নীল আকাশ আমার❤️
আজকের বিকালের আকাশটা একটু বেশিই সুন্দর ছিল🤗
বৃষ্টি আসার পূর্ব মুহূর্তটা ভীষন রকমের সুন্দর হয়😇
বৃষ্টি হলো আল্লাহর দেওয়া নেয়ামত।বৃষ্টি হলে সব কিছু যেন প্রান ফিরে পায়।
ধরেন বাহিরে বৃষ্টি হচ্ছে।এখন আপনার কোনো অট্টালিকা বা প্রাসাদ নেই।কিন্তু আছে টিনের চালা ঘর।কিন্তু আপনার পাশেই আছে বড় বড় সব দালান-কোঁঠা।সেই সব দালানের মানুষেরা তাদের জানালা/বারান্দা দিয়ে বৃষ্টি উপভোগ করছে।কিন্তু এতে করে আপনার মন খারাপ করা যাবে না।কারন দালানে বৃষ্টির প্রকৃত সুখ,মহিমা উপভোগ করা যায় না।যাদের মাটির অথবা টিনের চালা ঘর আছে তারাই বৃষ্টির সত্যিকারের সুখ উপভোগ করতে পারে।
টিনের চালা ঘরে যখন বৃষ্টি পড়ে তখন একটি পাতলা কাঁথা গাঁয়ে জড়িয়ে শুয়ে পড়ে বৃষ্টির টুপটাপ শব্দে ঘুমিয়ে যাওয়ার মতো শান্তি আর কিছুতেই পাওয়া যায় না।কি-যে শান্তির ঘুম হয় তা বলে বোঝানো যাবে না।
যতই অট্টালিকা থাকুক না কেন।বৃষ্টিকে উপভোগ করার জন্য টিনের চালার ঘরই সবচেয়ে বেস্ট।
আমি ভীষণই ভালোবাসি বৃষ্টির টুপ
সারা বছরই ভাজাপোড়ায় ডুবে থাকি।মানে প্রতিদিনই ভাজাপোড়া খাই।নাহলে আমার সন্ধ্যাটা ইনকম্পিলিট থেকে যায়।
আর রোযার মাসে ভাজাপোড়া খাবো না তা কি করে হয়🤗
মায়ের হাতের রান্নার চেয়ে শ্রেষ্ঠ রান্না আর হয় না।মা শুধুই মা-ই হয়❤️❤️
আজকে আমার একটা ফ্রেন্ডের ট্রিট দেওয়ার কথা ছিল আমাকে।তো সে আর দেয় নাই।তাই আমার হাব্বি সাহেব আমাকে ট্রিট হিসেবে মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো🥰😘
#bestbelovedmyhubbyjaan❤️❤️
আর বান্ধবী তোমার থেকে ট্রিট নিবোই🥀
মারিয়া❤️
জীবনটা খুবই ছোট।তাই প্রতি মুহূর্তে একে উপভোগ করা উচিত🥰
তারাহুরো করে করা ভিডিওটা।দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন❤️
ভিডিওটা অনেক আগের।ব্রীজটা তখনও কম্পিলিট হয়নি।ঢাকা থেকে ফেরার পথে করেছিলাম ভিডিওটা স্মৃতি হিসেবে রাখার জন্য🥰❤️
আমরা হুট করেই গিয়েছিলাম।এক ঘন্টার মতো ওইখানে ছিলাম।তারা।এইটুকু সময়ে যা পারছে তাই আয়োজন করছে।এইটাই অনেক❤️
শুকরিয়া,আলহামদুলিল্লাহ🥰
প্রকৃতির প্রতি আমার রয়েছে গভীর এক অনুভূতি।প্রকৃতির মায়ায় আমার মন হারিয়ে যেতে চায় যখন-তখন।কি সুন্দর!আমাদের এই সবুজ-শ্যামল বাংলাদেশ।এতো মায়া এতো ভালোবাসা আর কোথায় গেলে পাবো বলো।এটাই তো আমাদের মাতৃভূমি।আমাদের মায়ের মতোই আপন।আমাদের শিকড় হলো এই পরিবেশ।আমরা পরিবেশকে যত বেশি ভালো রাখব,পরিবেশও ততোটাই আমাদেরকে ভালো রাখবে...☘️
নদীর পাশ দিয়ে রাস্তা।ন্যাচারাল ফিল নেওয়ার জন্য এসব জায়গার কোনো তুলনাই হয় না🌺প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার মতো সেই না জায়গাটা😘
বিঃদ্রঃ ইহা আমার শ্বশুর বাড়ির রাস্তা❤️আমার এই রাস্তাটা ভীষণই ভালো লাগে🥀
মজার ছিল দিনটি😘
#yummy
#food
#tastyfood
#newpost
#recipe☘️☘️
আমি মনে হয় একজন প্রকৃতি প্রেমী মানুষ।আমার বাহিরে গেলেই শুধুই চোখ যায় আকাশে-বাতাসে,মাঠ-ঘাটে,সবুজ পথে-প্রান্তে।আমার সবুজ গাছ-পালা,নীল আকাশে সাদা মেঘের ভেলা,পাখিদের কলরব,নদীর কলকল ঢেউ ইত্যাদি খুবই ভাল্লাগে।এক কথায় বলা যায় যে প্রকৃতিতে যা কিছুই আছে তার সবকিছুই আমার ভালো লাগে☘️
আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একটি কবিতায় পড়েছিলাম....কবি (Wordsworth)তার বোন(Dorothy)উপদেশ দিয়েছিলেন যে সে যেন সব সময় প্রকৃতিকে ভালোবাসে।কেননা,প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না।
আসলেই প্রকৃতি তার পবিত্র ভালোবাসা বিলিয়ে দেয় আমাদের সকলের মাঝে।প্রকৃতি আমাদেরকে তার সৌন্দর্য দ্বারা আনন্দ প্রদান করে।প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে জীবনে আর কোন বন্ধুর প্রয়োজন হয় না।প্রকৃতির ছোঁয়ায় নিজেকে বিলিয়ে দেওয়া যায়।প্রকৃতিকে ভালোবাসুন আর নিজেকে ভালো রাখুন🌺
ঝালমুড়ি!!
কত ছোট এই শব্দটা।অথচ এর ডেফিনেশন কিন্তু অনেক বড়।এই ঝালমুড়ির সাথে জড়িয়ে আছে কত আবেগ, কত মায়া, কত ভালোবাসা❤️
পরিবার কিংবা বন্ধুমহল সবাই একসাথে বসে গল্পের ছন্দে ছন্দে ঝালমুড়ি মাঁখিয়ে খাওয়ার মজাই আলাদা☺️
জীবনটা বড্ড ছোট।তাই সব সময় বিনয়ের সাথে একে উপভোগ করুন☘️☘️
#jhalmurilover😘