17/07/2020
এর আগে যখন PMCO Fall Split এর শিডিউল পোস্ট করেছি, অনেকেই জানতে চেয়েছেন কীভাবে ম্যাচগুলো খেলতে পারবো?
এই পোস্টে কোয়ালিফাই রাউন্ড খেলার বিস্তারিত আলোচনা করবো।
ক. ১নং ছবিটিতে খেয়াল করুন Start বাটনের পাশে Cheer Park এবং তার পাশে রয়েছে ট্রফি 🏆 সিম্বল। এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর Tournament Center ওপেন হবে।
খ. Tournament center ওপেন হওয়ার পর সেখানে ৪টি ভিন্ন টুর্নামেন্ট এর ব্যানার রয়েছে। সেখান থেকে Sponsored Match এ ট্যাপ করতে হবে। [২নং ছবি]
গ. Sponsored Match এ ঢোকার পর, (৩য় ছবি) বামে নিচে দেখছেন কত ঘন্টা পর ১ম ম্যাচ শুরু হবে তার শিডিউল সেট করা। যখন নির্দিষ্ট সেই সময় আসবে তখন সেখানে Enter Match অপশন আসবে। সেখানে ট্যাপ করার পর শুধুমাত্র আপনার টিমমেটদের (যাদের আইডি সহ রেজিস্ট্রেশন করেছেন) ইনভাইট করতে পারবেন। এবং নির্দিষ্ট ম্যাচটি খেলতে পারবেন।
ঘ. ৩য় ছবির ডান দিকে মার্ক করা অংশে আপনি প্রত্যেকটি ম্যাপের নাম দেখতে পারছেন, সেখানে ট্যাপ করলে৷ ম্যাপ অনুযায়ী আপনার এবং অন্যান্য টিমের র্যাংক এবং পয়েন্টগুলো দেখতে পাবেন সবুজ দাগ দেয়া অংশে।
বিশেষ দ্রষ্টব্য: প্রত্যেক ম্যাচের শিডিউল অনুযায়ী সর্বোচ্চ ১০ মিনিট সময় পাবেন Enter Match দেয়ার। ১০ মিনিট পর আর Enter করতে পারবেন না। অর্থাৎ ৭.৩০-৭.৪০, ৮.৩০-৮.৪০, ৯.৩০-৯.৪০, ১০.৩০-১০.৪০ এই সময়গুলোর মধ্যেই ম্যাচে ঢুকতে হবে।
প্রতি ম্যাপের দুটি করে ম্যাচ এর পয়েন্ট যোগ করে মোট ৪ম্যাপের ৮ ম্যাচের পয়েন্ট এর যোগফল থেকেই যাদের পয়েন্ট উপরে থাকবে সেই ১৬ টি টিম গ্রুপ পর্বের জন্য কোয়ালিফাই করবে।
১ কীল = ১ পয়েন্ট
১ চিকেন = ৩০ পয়েন্ট
তাই, নিজেদের প্রস্তুত করুন চিকেন এর জন্য। আর সাথে এনিমিদের ত্রাস হয়ে কোয়ালিফাই করুন PMCO Fall Split এর গ্রুপ পর্বে।
কোন ম্যাপে কখন খেলা হবে জানতে অবশ্যই আগের শিডিউল পোস্টটি দেখে নিবেন।
ধন্যবাদ সবাইকে।