Ummah Message / উম্মাহ বার্তা

Ummah  Message / উম্মাহ বার্তা ইসলাম প্রচার লক্ষ্যবেধ ইনশাআল্লাহ

20/09/2023

দুনিয়াতে কেউ আপন নয়❓

16/07/2023

চরমোনাই সমাবেশ।

বাইতুল মোকাররম উত্তর গেট।

১৫.৭.২০২৩। ✊

21/06/2023

পীর সাহেব চরমোনাই অন্তর নরম করা বয়ান ২০২৩

#পীর_সাহেব_চরমোনাই
#চরমোনাই_ওয়াজ
#রেজাউল_করীম
#ওয়াজ
#চরমোনাই_ওয়াজ_২০২৩

15/06/2023

কেয়ামত ময়দানে যদি আল্লাহ্ সুবহানাহু ওতায়ালা জিজ্ঞাস করেন,
আমার জমিনে আমার দ্বীন কায়েম জন্য, তুমি কি মেহনত করেছে, তখন কি জবাব দিবে।

14/06/2023

কলিজায় আঘাত লেগেছে
প্রতিশোধ আগুন ধাও ধাও করছে।
শুধু আমীরের হুকুমের অপেক্ষায় প্রহর কাটছে। 😥

14/06/2023

-ওরা এখনো বলবে
চরমোনাই আঃলীগ দালাল
আল্লাহ্ আপনাদের বুজদান করুক আমিন। 🤲

আমার শায়েখ ও মুরশিদের রক্তা ঝড়িয়েছে জালেম সরকার গুন্ডা বাহিনী। 😥প্রস্তুত থাকো এর কঠিন জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ্‌। ✊
13/06/2023

আমার শায়েখ ও মুরশিদের রক্তা ঝড়িয়েছে জালেম
সরকার গুন্ডা বাহিনী। 😥

প্রস্তুত থাকো এর কঠিন জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ্‌। ✊

26/05/2023

ওয়াজের ময়দানে তাফসির চলছে।

আল্লাহ্ হেদায়েত করুক।

29/07/2022

জুম্মাহ মুবারক। 💞

27/06/2022

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই হাফিজুল্লাহ্।

04/06/2022

চট্টগ্রাম সীতাকুণ্ড ভয়াবহ অগ্নিকান্ড।
আল্লাহ্ হেফাজত করুন। 🤲

ইনশাআল্লাহ্‌। 💝ইসলাম ও মুসলমানের বিজয় অতি নিকটে।
04/06/2022

ইনশাআল্লাহ্‌। 💝

ইসলাম ও মুসলমানের বিজয় অতি নিকটে।

01/06/2022

জীবন পরিবর্তন করার মতো একটি বয়ান। 🇧🇩🇸🇦🕋

পীর সাহেব চরমোনাই।💝

[পর্ব ১]শুদ্ধভাবে লাইলাহা ইল্লাল্লাহ না জেনে শুধু ইল্লাল্লাহ বলতেন না রশীদ আহমদ গাঙ্গুহীগণ। তারা জানতেন ইল্লাল্লাহ হচ্ছে...
28/03/2022

[পর্ব ১]

শুদ্ধভাবে লাইলাহা ইল্লাল্লাহ না জেনে শুধু ইল্লাল্লাহ বলতেন না রশীদ আহমদ গাঙ্গুহীগণ। তারা জানতেন ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত। এর মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই।লা ইলাহা কথাটা কেবল মাহযুফ।

মুহাম্মাদ ইবনে আব্দুল ওহাব নজদী আল-উসুলুস সালাসা কিতাবে লিখেছেন,

ومعناها لا معبود بحق إلا الله ” لا إله ” نافياً جميع ما يعبد من دون الله .

” إلا الله ” مثبتاً العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه

অর্থাৎ এর অর্থ হলো, আল্লাহ তায়ালা ব্যতীত কোন সত্য মা’বুদ নেই। “লা ইলাহা” দ্বারা আল্লাহ তায়ালা ব্যতীত অন্য সব মা’বুদকে অস্বীকার করা হয়। “ইল্লাল্লাহ” শব্দ দ্বারা একমাত্র আল্লাহ তায়ালাই ইবাদতের উপযুক্ত মেনে নেয়া হয়।

[আল-উসুলুস সালাসা, পৃ.৩]

এর অর্থ যে স্বীকৃত ও গৃহিত,তার ভাষ্য রয়েছে সালাফি আলেমদের বয়ানেও।
তবে অক্ষরবাদিতা দিয়ে একে নিরর্থক সাব্যস্ত করার জবরদস্তি কেউ করতে চাইলে করতে পারেন। কিন্তু আমি নিজের চেয়ে কোটিগুণ ইলম,কোটিগুণ ইখলাস, কোটিগুণ দ্বিনী গাইরত এবং সুন্নাতের পাবন্দিতে নিমগ্ন মাশাইখের এই অনুশীলনকে মাহযুফ শব্দাবলীসহ ভাবি,জানি। যা ভুল নয় এবং তাদের জন্য সংশোধন জরুরী নয়।
আবুল কালাম যাকারিয়া রহ. এর যে বক্তব্য দিয়ে জামাতে তাহাজ্জুদকে খারিজ করলেন,সেই যাকারিয়া রহ. চিশতিয়া তরিকার রিয়াজতের মাধ্যমে ইযাযত লাভ করেন। তিনিও ইল্লাল্লাহর রিয়াযত করেছেন।
তাহাজ্জুদের জামায়াত আর এই আমল এক নয়। কারণ এটি কারো তাফাররুদাত নয়। জাম্মে গাফির উলামার রিয়াযাত।
আপনি একে বিদয়াতের আয়নায় দেখতে চান,দেখুন। তাহলে আপনার আসাতিযার পুরো সিলসিলার সিংহভাগকেই বিদয়াতে লিপ্ত দেখবেন।
আপনি বিদয়াত ও রিয়াযাতকে যখন একাকার করে ফেলবেন,হাসান বাসারী,ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, আবদুল কাদির জিলানী,বায়েজিদ বুস্তামী, ফুজায়েল ইবনে ইয়াজ থেকে নিয়ে ওয়ালিউল্লাহ - নানুতুবীর জীবনে ছড়ানো ছিটানো দেখবেন বিদয়াত আর বিদয়াত।
সুন্নাহের মধ্যে শুধু দেখবেন নিজেকে এবং নিজের মত বলেন ও ভাবেন,এমন লোকদের।
তাকওয়া,যুহদ,ইবাদত,ইখলাস,ইলম,হুব্বে খোদা- হুব্বে রাসুল ইত্যাদিতে যারা সেইসব মহামনীষীর তুলনায় নিতান্তই...

13/11/2021

হালাল উর্পাজন। 💞

19/09/2021
11/09/2021

হে মুমিনগণ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত।’
সুরা : মুনাফিকুন (৯)

শিরক সম্পর্কে জানলেন না? তো আপনার জীবনই বৃথা!!শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]আ...
28/07/2021

শিরক সম্পর্কে জানলেন না? তো আপনার জীবনই বৃথা!!
শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]
আল্লাহ ব্যাতিত অন্য কারো নামে কসম করা শিরক
[আবু দাউদ:৩২৩৬(ইফা)]
কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক
[বুখারি :৫৩৪৬, আবু দাউদ:৩৯১০]
মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক
[সুর জীন: ২০, মুসলিম:১০৭৭,
আবু দাউদ, মুত্তাফাকুন আলাই]
আল্লাহ ছাড়া অন্য কারো বা যেকোন পির-আওলিয়া কিংবা
মাজারের নামে মানত করা শিরক। তবে মানত না করাই উত্তম
[সহিহ বুখারি: অধ্যায় : তাকদির]
কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময়
পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক
(বুখারি, আবু দাউদ:৩৯১০)
”খোদা" বলে আল্লাহকে ডাকা শিরক। মোট কথা আল্লাহর
দেয়া গুনবাচক নাম ব্যাতিত অন্য কোন নামে তাকে ডাকা শিরক।
[সুরা আরাফ:১৮০, ইসরা:১১০, হাশর]
কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি
বলে এইরকম গায়েবি ডাকা শিরক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়
(সুরা বাকারাহঃ ১৫৬)
‘তর ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে',
এইধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক
[সুরা নমল:৬৫, আল জিন:২৫-২৬, আনাম:৫৯]
হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই
ধারনা শিরক (সুরা আনাম:১৭, ইউনুস:১০৭)
রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরিরে
পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের
বস্তু লটকানো শিরক।
[তির্মিযি, আবু দাউদ ও হাকেম]
সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা
সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমংগল হয় এই ধারনা করা
শিরক!।
(আবু দাউদঃ৩৯১০)
সফলতা কিংবা মংগল লাভের জন্য এবং অমংগল থেকে রক্ষা
পেতে যেকোন প্রকার আংটি ব্যাবহার করা শিরক।
[সুরা আনাম:১৭, ইউনুস :১০৭]

আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক
দেখানো ইবাদাত করা শিরক
[সুরা আনাম:১৬২, বাইয়িনাহঃ ৫, কাহফ:১১০,ইমরান:৬৪, ইবনে মাজাহ হা
নং৫২০৪]
আল্লাহ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই
কথা বিশ্বাস করা শিরক
[সুরা নমল:৬৫, আল জিন:২৬, আনাম:৫৯]
পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক,
কারন শান্তিদাতা একমাত্র আল্লাহ
(সুরা হাশরঃ ২৩)
আল্লাহর ছাড়া কোন পির-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া
করা বা কোন কিছু চাওয়া শিরক
[সুরা ফাতিহা:৪, আশ শোআরা:২১৩, গাফির:৬০, তির্মিযি]
“আপনি চাইলে এই কাজটি হবে" এই কথা বলা শিরক
এইরকম আরো অসংখ্য শিরক সমাজে বিদ্যামান।
আল্লাহ বলেন,
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে
সাথে শিরকও করে।
(সুরা ইউসুফঃ ১০৬)
মনে রাখবেন,,
শিরক এমন একটি গুনাহ যা করলে ঈমান এবং পূর্বের সমস্ত আমল
সম্পুর্ন নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ সুবাহান্তায়ালা
যেকোন গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের
গুনাহ কস্মিনকালে ও ক্ষমা করবেন না।
আল্লাহ বলেন,,
নিসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যেকোন গুনাহ ক্ষমা করে
দিবেন কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না
(সুরা নিসা :৪৮,১১৬).
নিশ্চয় যে ব্যাক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ
তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত
করে দেন (সুরা মায়িদাহ:৭২)
রাসুল্লাহ (সা) বলেছেন,,
“আমার সামনে জিব্রাঈল আবির্ভূত হলেন। তিনি বললেন, আপনি
আপনার উম্মতদের সুসংবাদ দিন, যে ব্যাক্তি আল্লাহর সংগে
কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ
করবে। আমি বললাম, যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি করে
থাকে? তিনি বললেন: যদিও সে যিনা করে এবং যদিও সে চুরি
করে থাকে।
[সহিহ বুখারি :১২৩৭,মুসলিম:৯৪]
শিরক হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসত্মাক বিষয়। শত পাপ করলে ও
কিয়ামতের দিন তা ক্ষমার সম্ভবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার
কোন সম্ভবনাই নেই এবং তা নিসন্দেহে জাহান্নামে নিয়ে
যাবে।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমিন।

হে প্রিয় বোন..!-বিয়ের পূর্বে অবশ্যই দেখে নাও, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো?-বেনামাযী, ফাসিক্ব, দাঁড়ি কামানো পুরুষ নামে...
28/07/2021

হে প্রিয় বোন..!
-বিয়ের পূর্বে অবশ্যই দেখে নাও, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো?

-বেনামাযী, ফাসিক্ব, দাঁড়ি কামানো পুরুষ নামের নারী, দুনিয়ালোভী কোন পুরুষ এমন কাউকে তুমি কখনই বিয়ে করবে না। একবার বাজে লোকের পাল্লায় পড়লে ডিভোর্স দিয়েও সারা জীবনেও হয়তোবা সেই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে না। অন্তত নামাযী, হালাল উপার্জন করে, সুন্নতের অনুসারী এমন সৎ ও দ্বীনদার কাউকে বিয়ে করিও, যদিওবা সে হাই স্ট্যাটাসধারী বা সম্পদশালী না হোক। আশা করা যায় ভালো ব্যবহার পাবে। আর বিশেষ করে গার্জিয়ানদের জন্যে মোটেও উচিৎ নয়, একটা বদমায়েশ; দুশ্চরিত্র ছেলের সাথে তার আদরের কন্যাকে বিয়ে দেয়া।

-একটা বার ভেবে দেখো, তুমি যেই ছেলেকে বিয়ে করতে যাচ্ছো; সে যত বড়ই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যেই ছেলে প্রস্রাব করে কীভাবে পবিত্র হতে হয় সেটা জানেনা, সে একজন স্ত্রী হিসেবে তোমার হক্ব আদায় করবে কি করে? যেই ছেলে দাঁড়ি কামীয়ে পুরুষ থেকে নারীতে পরিণত হয়েছে, সে একজন স্ত্রী হিসেবে তোমার জৈবিক চাহিদা মিটাবে কি করে?
-যেই ছেলে বিড়ি-সিগারেট খেয়ে তার মুখ পায়খানা সমতুল্য দুর্গন্ধে পরিণত করেছে, সে একজন স্ত্রী হিসেবে তোমার সঙ্গে মিষ্টি কথা বলবে কি করে? যেই ছেলে রাস্তায় বের হলে কোন মেয়ের দিকেই কুদৃষ্টি না দিয়ে থাকতে পারে না, সেই লুচ্চা, দুশ্চরিত্র, কাপুরুষ একজন স্ত্রী হিসেবে তোমার ভালোবাসার অধিকার আদায় করবে কি করে....??

-আরও বলি, যেই ছেলের হালাল-হারাম সম্পর্কে কোন জ্ঞানই নাই, সেই শিক্ষিত নামের মূর্খ একজন স্ত্রী হিসেবে তোমাকে জান্নাতে যাওয়ার পথে সহযোগিতা করবে কি করে? যেই ছেলে সুদী ব্যাংকে চাকরি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সেই অভিশপ্ত সুদখোর একজন স্ত্রী হিসেবে তোমাকে নিরাপত্তা দেবে কি করে...?
সমাজের মা-বাবারা কি এসব বোঝে না......???
সুতরাং হে প্রিয় মসুলিম বোন আমার..!
বিয়ের আগে অবশ্যই দেখে নাও তুমি কেমন ছেলে বিয়ে করতে যাচ্ছো...?
-হে প্রিয় বোন, তোমার জন্য রাসূল (সা:) একটি নির্দেশনা, তুমি মনে রাখিও...
-রাসূল (সঃ) বলেছেন, তোমাদের মেয়ের জন্য যদি এমন কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয়, যার দ্বীনদারি এবং চরিত্র ভালো লাগে, তাহলে তার কাছেই তোমাদের কন্যাকে বিবাহ দেও। যদি তা না করো, তাহলে সমাজে অনেক ফিতনা ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে।
-তিরমিজি ১০৮৫
বোন এই হাদিসের বাস্তবতা সমাজের দিকে তাকাইলে তুমি দেখতে পাবে। ইনশা'আল্লাহ। 💕
তাই সাবধান থাকিও বোন, এবং নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করিও।
আল্লাহ সবাইকে সহিহ্ বুঝ দান করুন।

©️

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা......💬এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়......✍️যৌবন একটা অমূল্য নেয়ামত, এর ভিতরেইআছে দুনিয়ার স...
02/06/2021

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা......💬
এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়......✍️

যৌবন একটা অমূল্য নেয়ামত, এর ভিতরেই
আছে দুনিয়ার সকল মজা। আর যৌবনের মাধ্যম দিয়েই দুনিয়ার মানবের নিয়ম নিতি সাজানো গোছানো। আপনার ভিতরে যদি যৌবন না থাকে, ছেলে মেয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হবার কোন প্রশ্নই আসেনা......!!!

যৌবন অনেক বড় একটা নেয়ামত, আল্লাহ সবাইকে যৌবন দিয়েছে এবং যৌবন কোথায় ব্যয় করবেন তার নিতি মালা আছে। আমি যদি পর্ণ ভিডিও দেখে যৌবন নষ্ট করি সেই হিসাব আমায় দেয়া লাগবে।

আল্লাহ যৌবন দিয়েছে তা ব্যয় করার বিকল্প একটা রাস্তা হচ্ছে বিয়ে। এছাড়া যৌবন ব্যয় করার
দ্বিতীয় কোন পথ নেই। ডিজিটাল সমাজে বিয়ে হয়েছে কঠিন, ক্যারিয়ারের নামে সমাজ তাদের আনন্দ মূহুর্ত
গুলো নষ্ট করতেছে। একটা ছেলের ভরা যৌবন শুরু হয় ১৬ বছর বয়সে আর একটা মেয়ের শুরু হয় তেরো বছর বয়সে।

কিন্তু ক্যারিয়ার গড়াতে সময় হয়ে যায় ৩০ বছর আর বাকি পনেরো বছর তাকে ক্ষুদার্থ অবস্থায় থাকতে হয়। আমার যৌবন মিটানোর জন্য কোন পথ খোলা নেই।সমাজ বলছে আগে ক্যারিয়ার গড়ো। তারপর বিয়ের পিড়িতে বসো।

আর হারামভাবে যৌবন কে ব্যায় করার অনেক পথ খোলা। যেমন দুইশত টাকা হলে পতিতাদের কাছে গিয়ে যৌবনের খায়েশ মিটাতে পারবেন। এছাড়া প্রেম করে কিংবা ভাবি, পাশের বাসার আন্টিদের পটিয়ে হারামভাবে যৌবনের তাড়না মিটাতে পারবেন। অনেক অপশন খোলা।

কিন্তু হালালভাবে করতে গেলে আপনি পাবেন না। অল্প বয়সে বিয়ে করতে চাইলে মা বাবা বলে তুই তো বেকার, এখনো পড়াশোনা করিস তোকে কে মেয়ে দেবে। কারণ তুইতো জানিস এখনকার মেয়ের বাবা গুলো কুরবানীর আড়িয়ার মতো নামি দামি সরকারি চাকরী ওয়ালা ছেলে খুজে। আব্বু ক্যারিয়ার গড়ো।তারপর বিয়ে দেব তোমাকে।

মেয়ের বয়স ষোল বছর, ভরা যৌবন পার হয়ে যাচ্ছে।মা বাবা মনে করছে মেয়েটা আমার অনেক ছোট আছে। তবে চাকরি ওয়ালা ভাল পজিশনের ছেলে পেলে বিয়ে দেব। এটাই তো সমাজের নিয়ম নিতি.....!!!!

অনেক চেষ্টা করেও পারছিনা বিয়ে করতে। কারণ টাকা নাই, চাকরি নাই, বেকার আমি। কে নেবে আমার যৌবনের দায়িত্ব। কে নেবে আমার চরিত্র রক্ষার দায়িত্ব। আমি সমাজের আয়নায় দেখতে পাচ্ছি, একমাত্র জেনার রাস্তাটাই আমার কাছে খোলা।
প্রেম করে একটা মেয়ে দেহ ভোগ করা কোন ব্যাপার না।

এইভাবে হাজারো ছেলে মেয়ে হারাচ্ছে চরিত্র....!!
দিন দিন মানসিক টেনশনে ভুগছে। এইভাবে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে দুমড়ে মুছড়ে। আপনি যতো বড় তাকওয়া বান হন। তবুও নিজের চরিত্র ঠিক রাখতে পারছেন না। হাজারো চেষ্টা করেও তা পারছেন না।

এই সমাজ তোমাকে ভালকিছু দিতে চায়না
বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চায়
এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র
পারছিনা যৌবন কে পবিত্র রাখতে।

কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বউ দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।

অতচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর......!!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,

২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

হাদিসটি পাবেন

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।
শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ।
বিয়ে করুণ

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো👇👇👇

১। লজ্জা স্থানের হেফাজত হয়

২। বিবাহ চক্ষু নিচু করে

৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।

৪। ইমান পরিপূর্ণ হয়

৫। অসুস্থতা দূর হয়।

৬। ইবাদতে মজা পাওয়া যায়।

৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।

৯। মেজাস ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।

১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে যখন ক্ষুদার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে।ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুদার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জেনা ব্যাবিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে করান।
সরকারি চাকরি বাদ দেন,আগে দেখুন ছেলে মানুষ কিনা।যদি মানুষ হয়, তার সাথে বিয়ে দেন।

কারণ একটা মেয়ে কখনো খাবার অভাবে
মারা যায়না।মারা যায়তো জানোয়ার গুলোর অত্যাচারে।
তাই মেয়ের বাবাদের বলছি বিষয়টি বিবেচনায় নেন।

ছেলের বাবাদের বলছি
আল্লাহ ওয়াদা দিয়েছেন ধনী বানিয়ে দেবে
তাই ছেলেকে বিয়ে করাণ,,, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার ছেলে।

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন
আমিন।

❤️❤️❤️
20/03/2021

❤️❤️❤️

08/03/2021

. যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার পিছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।
সূরা- বনী-ইসরাইল আয়াত (৩৬)

নিজ গ্রামে বাড়ি...❤️
12/02/2021

নিজ গ্রামে বাড়ি...❤️

সাহসী বক্তব্য"আল জাজিরার প্রতিবেদন হয় মিথ্যা প্রমাণ করুন না হয় পদত্যাগ করুন"---মুফতি সৈয়দ রেজাউল করীমআমীর, ইসলামী আন্দোল...
05/02/2021

সাহসী বক্তব্য
"আল জাজিরার প্রতিবেদন হয় মিথ্যা প্রমাণ করুন
না হয় পদত্যাগ করুন"

---মুফতি সৈয়দ রেজাউল করীম
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

💝
30/01/2021

💝

21/01/2021

হে নেতা আপনার শাসনে দেশ মদিনা সদনে চলবে ইনশাআল্লাহ্‌...?

#বাংলাদেশ_ইসলামি_আন্দোলন

19/01/2021

আসসালামু আলাইকুম
প্রিয় ভাইদের মুসলিম মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম ❤️❤️❤️

চট্টগ্রামে যুবলীগ কুলাঙ্গার নেতা, মাদ্রাসা গিয়ে ছাত্রদের মারধর, এবং মাদ্রাসা ভাঙচুর করেছে, হে মুসলিম ভাই আর কতো ঘুমানোর ...
05/01/2021

চট্টগ্রামে যুবলীগ কুলাঙ্গার নেতা, মাদ্রাসা গিয়ে ছাত্রদের মারধর, এবং মাদ্রাসা ভাঙচুর করেছে, হে মুসলিম ভাই আর কতো ঘুমানোর ভান করবে...😢
এই কাফের বাচ্চা ভারতের দালাল যুবলীগ কুলাঙ্গার পাতি নেতার, কঠিন বিচার করতে হবে, না হলো এক, দুই, হাজারো, নাস্তিক বাচ্চা ইসলাম কে এই বাংলার জমিন থেকে মুছতে পায়তারা করবে...!

শুধু "কমান্ডো সিনেমা" নয় সকল প্রকার  ইসলাম বিদ্বেষী সকল কাজ্য কর্ম বন্ধ ও কঠিন প্রতিবাত করতে হবে, জাগো হে মুসলিম উম্মাহ ...
30/12/2020

শুধু "কমান্ডো সিনেমা" নয় সকল প্রকার ইসলাম বিদ্বেষী সকল কাজ্য কর্ম বন্ধ ও কঠিন প্রতিবাত করতে হবে, জাগো হে মুসলিম উম্মাহ ✊✊✊

28/05/2020

hello hello hello...😂
৭১ টিভি কঠিন দোলাইয় খেলো...😂😂😂

28/05/2020

(আল্লাহ আকবার)
(আল্লাহ আকবার)
মৃত্যু পরে বাবা সন্তানের হাত দরে রেখেছে...!

বিদায় বেলা মোরে দিও গো দেখা(হে প্রিয় রাসুল)
28/05/2020

বিদায় বেলা মোরে দিও গো দেখা
(হে প্রিয় রাসুল)

04/05/2020

#করোনাগজল #বাংলাইসলামিকসংগীত #নতুনগজল২০২০

কত জানাযা পড়েছি নামাজ....!মায়বী কান্না ঝরিত গজল... 💝
04/05/2020

কত জানাযা পড়েছি নামাজ....!
মায়বী কান্না ঝরিত গজল... 💝

#করোনাগজল #বাংলাইসলামিকসংগীত #নতুনগজল২০২০

Address

Barisal
01785524

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Message / উম্মাহ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Barisal

Show All

You may also like