Zahirul 2.0

Zahirul 2.0 সময় পেলে নিজেকে ভালোবাসুন 🥰🥰

কারন ঘৃণা তো সবাই করবে 😪
(11)

ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো।হিসাব কিংবা দর কষাকষি করিয়া ভালোবাসা যায় না। তাহা হইলে তা আর ভালোবাসা হয় ...
19/11/2024

ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো।হিসাব কিংবা দর কষাকষি করিয়া ভালোবাসা যায় না। তাহা হইলে তা আর ভালোবাসা হয় না ভনিতা হইয়া দাঁড়ায়। মানুষ বাঁচে আর কয়দিন?সেই স্বল্প সময়ের মধ্যে অবিনশ্বর পৃথিবীতে নশ্বর জীবন লইয়া কাউকে হিসাব করিয়া ভালোবাসতে আমি চাই না।

আমি জানি সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসার পর হয়তো আমি স্বর্গ পাবো না হয় সব হারাবার পরে উচ্ছনে যাবো।যা হবে সেটা পরে হবে। কিন্তু ততদিনও যদি আমার জীবনকাল না থাকে তাহা হইলে তো আমি সব হারাইয়া ফেলিব।বেশির মোহে আমার আমার সব বিলীন হইবে। তাহার চেয়ে ভালো আমি বর্তমানে বাঁচি। জীবনাবসানের নিশ্চয়তা নাই। যখন আমি চলিয়া যাইবো তখন জগতের সমস্ত সৌন্দর্য লইয়াই আমি পারি দিব। কোনো কিছুর মোহ আর আমায় আটকাইতে পারিবে না।

এই বিশাল জগৎ ছাড়িয়া যাইবার পূর্বে আমি তোমারে মহা সমুদ্রের ন্যায় দীর্ঘ ও গভীরভাবে ভালোবাসিতে চাই। যাহার গভীরতার অন্ত নাই সেইরূপ আমি তোমার ভালোবাসার অতল স্পর্শ গভীরে প্রবেশ করিতে চাই।আমি তোমায় অসীম আকাশের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে কোনো কিছুর সীমা থাকবে না। আমি তোমারে স্থির পাহাড়ের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে প্রেম থাকবে অটল। আমি তোমাকে বৃষ্টির ন্যায় ভালোবাসিতে চাই যেখানে থাকবে সীমাহীন জল যা হৃদয় শুষ্ক করিবে না কখনো।আমি ঝর্ণার ন্যায় তোমারে ভালোবাসিতে চাই যাহা ক্রমাগত বহমান যেখানে বহমান থাকবে তোমার প্রতি আমার প্রেম।

আমি তোমারে এমনভাবে ভালোবাসিতে চাই যেখানে তোমারে পাওয়ার পর আমি জগতের সমস্ত কিছু ভুলিয়া যাইবো। আমি তোমারে পাওয়ার পর ভুলিয়া যাইবো কে দিয়াছিলা আমায় কষ্ট, কে করিয়াছিল পর, কে দিয়াছিল মিথ্যা অপবাদ, কে করিয়াছিল অন্যায় অপরাধ। আমি শুধু তোমাতেই মগ্ন থাকিব। আমি তোমাতেই মুগ্ধ হইয়া জীবনকালের ক্ষীন আয়ু ফুরাইয়া জগৎ পারি দিব।আমি তোমাতেই বিভার হইয়া এই পৃথিবীর মায়া শেষ করিয়া যাইবো।

বেহিসেবী ভালোবাসা

মানুষ তো হারায় না,মানুষ বদলে যায়!💔😅
19/11/2024

মানুষ তো হারায় না,মানুষ বদলে যায়!💔😅

18/11/2024

কিছু মানুষ থাকে, যে নিজেই মেন্টালি ঠিক থাকে না। কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে।
কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও; অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে।'🌻

এই মানুষগুলো একটু বেশিই জোশ!'🖤

স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়। তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগ...
18/11/2024

স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।
আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়। তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।
অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে। কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!
আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে।
বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি।
আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি, "জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।"
আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা।
কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি। তবে করার দিকে এগিয়ে যাচ্ছি।
কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম, "এটাই তো স্বাভাবিক। এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?"
তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়। মিলিত হতে চায়।
একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে?
আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম।
ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, "আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন?"
বললাম, "জী করি।"
"আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না। গ্যারান্টি দিচ্ছি।"
"কী সেটা?"
"সুরা আন নূরে আল্লাহ বলেছেন, 'হে নবী, পুরুষদের বলে দাও, তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি'।"
এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, "আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।"
সন্দেহ নিয়ে বললাম, "এটাতেই কাজ হয়ে যাবে?"
ডাক্তার হেসে বললেন, "অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।"
"কথা দিলাম। ফাঁকি দেবো না। নিখুঁত ভাবে পালন করবো।"
শেষে ডাক্তার বললেন, "এক মাস পর আমার কাছে আসবেন।"
আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।
এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।
গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম।
এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম, আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি।
সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম। এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।
এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।
সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে।
বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, "এষা, কোথায় তুমি?"
স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।
ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?"
সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। বিয়ের শুরুর দিকে যেমন করতাম।
সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে।
সে লজ্জায় লাল হয়ে বললো, "ছেলেটা ঘুমাচ্ছে। ও জেগে যাবে। কী করো, কী করো?"
স্ত্রীকে পাঁজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, "ভালোবাসি এষা। ভালোবাসি।"
পরদিন ডাক্তারের কাছে গেলাম।
ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"
হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"
ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"
ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"
"আলোকবর্তিকা"

জেলখানাতে জামাই আদরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আনা হয়েছে হ্যান্ডকাপ-হেলমেট ছাড়া নতুন পোশাক পড়িয়ে ভিআইপি মর্যাদা দি...
18/11/2024

জেলখানাতে জামাই আদরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আনা হয়েছে হ্যান্ডকাপ-হেলমেট ছাড়া নতুন পোশাক পড়িয়ে ভিআইপি মর্যাদা দিয়ে! অথচ আলেম -ওলামাদের কিভাবে ডান্ডাবেড়ি, হেলমেট পরিয়ে আনতো।
এখানেও আলেমদেরকে অসম্মান করা হয়েছে। এরা প্রকৃত অপরাধী, এদেরকে এতো সম্মান দিয়ে আনাটা আমি মানতে পারলামনা 😰😰

সব অহংকার এখানেই শেষ!
18/11/2024

সব অহংকার এখানেই শেষ!

১০ বছর সম্পর্ক রেখে বিয়ে করলো অন্য মেয়েকে। আহারে ভালোবাসা এতো সৃতি সময় ভুলা কি এতোটাই সহজ হবে মেয়েটির জন্য। ছেলেটা কিভাব...
18/11/2024

১০ বছর সম্পর্ক রেখে বিয়ে করলো অন্য মেয়েকে। আহারে ভালোবাসা এতো সৃতি সময় ভুলা কি এতোটাই সহজ হবে মেয়েটির জন্য। ছেলেটা কিভাবে এত দিনের সব কিছু ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করছে। এমন সময়ে বেশিরভাগ মেয়েই মুভঅন করতে নাহ পেরে কত ভুল করে! এমন সময় কোন মেয়ের জী'বনে না আসুক! 😅💔

আমাদের মন খারাপটা কেউ বুঝে না। কেউ দেখে না ঠিক কতখানি বুকের ব্যথা লুকিয়ে রেখে দিব্যি হাসি। বুকের ভেতর জমাট বাঁধা অন্ধকার...
18/11/2024

আমাদের মন খারাপটা কেউ বুঝে না। কেউ দেখে না ঠিক কতখানি বুকের ব্যথা লুকিয়ে রেখে দিব্যি হাসি। বুকের ভেতর জমাট বাঁধা অন্ধকারের গভীরতা কেউ খোঁজে না। শান্তি শীতল পরশ মাখা হাত দু'খানা কাঁধে রেখে কেউ বলে না, “তোমার কী খুব মন খারাপ?”
আসলে আমরা কেউ কারো না। একেবারেই না। আপন ভেবে যাকেই তুমি কাছে নিবে দিনশেষে দেখবে সেই সবচেয়ে পর। সামান্য অনিয়মেই দেখবে এমন মুখ, যেটা খুবই ভয়াবহ এবং তোমার কাছে ভীষণ অপরিচিত।
তাই নিজের আঘাতটা নিজেই সারিয়ে তোলার মনোবলটা আয়ত্ত করে নাও। নিজেকে নিজেকেই বলে দাও, “মন খারাপ করো না। এই দেখে তুমি আছো তো তোমার সাথে।” জানো তো, নিজের ক্ষতটায় নিজেই মলমের প্রলেপ লাগাতে পারার মতোন সুন্দর বিষয় আর কিছুতে নেই। বিশ্বাস রাখো নিজের উপর পারবে তুমিও। করবে সেটা, যেটা সবাই ধরেই নিয়েছিল তোমাকে দিয়ে হবে না।
সবশেষে নিজেকে বলো,
❝হাল ছেড়ো না বন্ধু❤️

সব কিছুর মধ্যে একটা শান্তি থাকে, ভালোবাসা হোক একাকিত্ব, যখন ভালোবাসা ভালো লাগে তখন আমাদের,, এর একাকিত্ব ভালো লাগে না.......
18/11/2024

সব কিছুর মধ্যে একটা শান্তি থাকে,
ভালোবাসা হোক একাকিত্ব,
যখন ভালোবাসা ভালো লাগে তখন আমাদের,, এর একাকিত্ব ভালো লাগে না.....!
এর বিপরীতে যখন ভালোবাসা না থাকে তখন আমাদের,, একাকিত্ব ভালো লাগে.....!
একাকিত্বর মাঝে আমরা কষ্ট দেওয়ার মতো বিষাক্ত
স্মৃতিচারন করতেই থাকি.....!
যখন আমার সব কিছু থেকে বঞ্চিত হই,
তখনি একাকিত্ব কে আপন করে নেই....!

--- রিলেশনের ২ সপ্তাহের মাথায়ে আমার বয়ফ্রেন্ড ১ সপ্তাহ আগে আমাকে অনেক বাজে বকা দিয়েছিলো সেকারণেই আমি তার সাথে কথা বলা বন...
18/11/2024

--- রিলেশনের ২ সপ্তাহের মাথায়ে আমার বয়ফ্রেন্ড ১ সপ্তাহ আগে আমাকে অনেক বাজে বকা দিয়েছিলো সেকারণেই আমি তার সাথে কথা বলা বন্ধ করে দেই অবশ্য বকা দেওয়ার কারণ আমার কিছু ভুল ছিলো সেজন্য।

একদিন রাতে সে আমার কাছে অনেক করুনভাবে ক্ষমা চায় তার বাজে ব্যবহারের জন্য।
এমনিতে আমি যতটুকু বুঝতে পারি সে আমার ব্যপারে খুবই সিরিয়াস। আমাদের বিয়ের ব্যাপারে আমার চেয়ে সে বেশি আগ্রহী। সবমিলিয়ে ওভারওল সে পার্ফেক্ট প্রেমিক কিন্তু রাগের সময় বাজে বকা দেয় এটাই সমস্যা।

সো মেইন সমস্যা হচ্ছে ওর সাথে কথা বন্ধ থাকার সময় একটা অপরিচিত ছেলে দেখতে আমার বয়ফ্রেন্ডের চেয়ে স্মার্ট, সুন্দর, আমাকে ম্যাসেজ দেয়। তাকে জানাই যে আমার ব্রেকআপ হয়ে গেছে এবং সেও সিঙ্গেল। তো তার কথাবার্তায় বুঝতে পারছি যে সে আমাকে পছন্দ করে এবং যেকোনোদিন প্রপোজও করে ফেলতে পারে।

এখন আমাকে একসাথে আমার বয়ফ্রেন্ড এবং নতুন ছেলেটা দুজনের সাথেই কথা বলতে হয় যেটাকে বলে ডাবল টাইমিং, কয়েকদিন আগে আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফেসবুকের পাসওয়ার্ড চায় সুতরাং পাসওয়ার্ড দিলেতো আমি শেষ সে সব দেখে ফেলবে তাই নতুন ছেলেটাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই ফেসবুক থেকে ব্লক করে বাট ছেলেটা এখনো আমাকে হোয়াটসএপে নক দেয়নি।

তাই আমি আগে থেকেই ছোটবোন হিসেবে একটা পরামর্শ নিতে চাই সেটা হলো আমি কি আমার বয়ফ্রেন্ডের সাথেই থাকবো নাকি নতুন ছেলেটাকে সুযোগ দেবো?
কেউ বাজে মন্তব্য না করে পরামর্শ দেবেন।

( নাম প্রকাশে অনিচ্ছুক )

_ পুরুষ যদি দেহ পাগল হইতো তাহলে বিয়ে করতো না, কারণ একটা সংসারের খরচের থেকেও দৈনিক একটা করে মেয়ে নিয়ে শুয়ে থাকার খরচ ...
18/11/2024

_ পুরুষ যদি দেহ পাগল হইতো তাহলে বিয়ে করতো না, কারণ একটা সংসারের খরচের থেকেও দৈনিক একটা করে মেয়ে নিয়ে শুয়ে থাকার খরচ অনেক কম!

_ পুরুষ আটকাই নারীর মায়ায় পুরুষ চাই তার শখের নারী শুধু তার প্রতি'ই আসক্ত থাকুক। তার কথাই মূল্য দিক সে চায় তার নারী অন্য কোন পুরুষের সাথে কথা বলা তো দূরে থাক ছায়া'ও না মাড়াক আমার মত পুরুষ এর চাইতে বেশি কিছুই চাই না..!☺️💔🥹

কিভাবে শুরু করবো বুঝতেছিনা আপুরা প্লিজ পরামর্শ দিবেন।পালিয়ে বিয়ে করি ১০ বছর চলে বিবাহিত জীবন। স্বামীর ফেমেলি মেনে নিছে ৪...
18/11/2024

কিভাবে শুরু করবো বুঝতেছিনা আপুরা প্লিজ পরামর্শ দিবেন।পালিয়ে বিয়ে করি ১০ বছর চলে বিবাহিত জীবন। স্বামীর ফেমেলি মেনে নিছে ৪ বছর হবে তবে আমার ফেমেলি এখনো মেনে নেয়নি তবে আমার যোগাযোগ আছে তাদের সাথে।প্রথম যখন গর্ভবতী ছিলাম তখন স্বামীর প'রকিয়া জানতে পারি।ওই মেয়েকে অনেক বুঝায়ছি কিন্তু কোনো লাভ হয়নি বরং ওই মেয়ে আমাকে নানান ভাবে কথা শুনাইতে থাকে। ওদের প্রেমের এক মাস পর হতেই তাদের শারী'রিক সম্পর্ক হয়।বাচ্চা টা পেটে থাকতে ওরা সাপ্তাহে ৩/৪ দিন মেলামেশা করতো এসব মেয়ে আমাকে জানাতো মেসেজ করে,এগুলা শুনে আমি যেন চলে যায়।

ওই সবসময় ওকে ফোন মেসেজ দিতো আমার সামনেই সব চলতো কিন্তু আমি নিরুপায় হয়ে দেখতাম হে আমি রাগ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিতাম এর বাইরে আমি আর কিছু করতে পারতাম না।বাচ্চা টাকে পেটে নিয়ে এমন কোনোদিন নাই কান্না করিনাই।পরে বেবিটা ৯ মাসের ডেলিভারি এক সাপ্তাহ আগে পে'টে মারা যায়।
আসলে পালিয়ে বিয়ে করেছি বলে নিজের বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্তা ছিলোনা এখনো তাদের সম্পর্ক আছে।আলহামদুলিল্লাহ আবার আমার একটা বেবি হয় ৬ মাস চলে।মেয়ে বলছে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু কোনো প্রমাণ দিচ্ছে না এখন আমার কি করা উচিত?

ওদের সম্পর্ক ৪ বছর চলে এই ৪ বছরে অনেক দুঃখ জনক অবস্থায় ছিলাম তা লিখে প্রকাশ করা যাবেনা।আমি একা বাচ্চাটাকে নিয়ে বাসায় থাকি।স্বামী সকাল ৯ টায় যায় রাত ১১/১২ টায় আসে।খাওয়া দাওয়া করে ঘুমায় যায়।বাহিরে সারাক্ষণ মেয়ের সাথে কথা বলে আর সাপ্তাহ ৩/৪ দিন একান্ত সময় কাটায়।
আমার কষ্ট গুলা কাউকে প্রকাশ করতে পারিনা তাই এখানেও গুছিয়ে কিছু বলতে পারিনি।হে একটা সময় সে আমার জন্য অনেক কষ্ট করেছে। আজ তার অনেক টাকা হয়ছে তাই আমার প্রতি তার অবহেলাও বেড়ে গেছে। তার কথা থাকলে থাকো না থাকলে চলে যাও। কিন্তু কই যাবো বাড়িতে ফিরে যাওয়ার মুখ আমার নাই💔🙂

পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু

এক বোনের ঘটনাএক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেননি। তার বাবা তাকে বলেছিলেন, আগে পড়াশোনা...
18/11/2024

এক বোনের ঘটনা
এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেননি। তার বাবা তাকে বলেছিলেন, আগে পড়াশোনা শেষ করো, তারপর অন্যকথা।
বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন। কোনো ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়। হয়ত মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট নয়। এমনকি তার মেয়েও নয়।
এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়ালো। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।
সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন, আমীন।
বাবা বললেন, আমীন।
— আবার বলুন, আমীন।
— আমীন।
— আরেকবার বলুন, আমীন।
— আমীন।
বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন, আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখেরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন। যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।প্রেমের মুগ্ধতা নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।আপনারা একই প্য...
18/11/2024

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার।
প্রেমের মুগ্ধতা নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন।

আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন।

টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ!
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা। এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে। একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ।

প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন।

বিয়ে তা নয়!
বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস!
বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ।
সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট।
একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা। বিছানায় ভেজা তোয়ালে। রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা। সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু। বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা। বিয়ে মানেই হাজার নোংরা জিনিস!

কোথায় যেন পড়েছিলাম-
পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে।
এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে।

এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো। কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই।বিয়ে করার আগে, একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও,
একশোবার ভাবুন। কথা বলুন সব বিষয়ে! সময় নিন।

18/11/2024

১৭ বছরের নেতাকর্মীরা ক্ষুধার্ত না ক্ষুধার্ত তো তারা যারা ৫ তারিখের পরে নেতা হয়েছে

পরীক্ষায় যেরকম MCQ আসে!🙂
18/11/2024

পরীক্ষায় যেরকম MCQ আসে!🙂

সাধ আছে সাধ্য নেই! তবুও সাধ্যর মধ্যে সবটুকু সুখে থাকার চেষ্টা। বেড়াটি যিনি তৈরি করেছেন তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন "...
18/11/2024

সাধ আছে সাধ্য নেই! তবুও সাধ্যর মধ্যে সবটুকু সুখে থাকার চেষ্টা।
বেড়াটি যিনি তৈরি করেছেন তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন " এখন টাকার স্বল্পতা, যখন টাকা হবে এই বোতলের মধ্যে ছোট লাইট লাগাবো, আমার বাড়ির আঙ্গিনায় জ্বলজ্বল করে লাইটিং জ্বলবে, দেখতে ভালো লাগবে। "
কুড়িগ্রামের কোনএক গ্রামে ( নাম ভুলে গেছি) ছোট্ট একটা দোকান আছে এক দোকানদার ভাইএর। প্রতিনিয়তই দোকানে ঠান্ডা পানিও বিক্রি করেন তিনি।
পানিয় খাওয়া শেষ হলে বোতলগুলো ফেলে রেখে যান ক্রেতারা। এভাবে অনেক বোতল জামা হয় তার।বোতলগুলো দিয়ে কি করা যায় সেটা ভাবতে ভাবতেই মাথায় আসে বোতল দিয়ে বেড়া তৈরি করার চিন্তা।
যেই চিন্তা সেই কাজ। তৈরি করে ফেলেছেন বোতলের তৈরি বেড়াটি।
প্রতন্ত গ্রামের মানুষ হয়েও কি চমৎকার চিন্তাধারা। সাধ্য না থাকলেও যতটুকু আছে তা দিয়েই নিজের সাধ পূরণ করার এই অদম্য চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লেগেছে।
অল্পতেই সন্তুষ্ট এরকম পজেটিভ চিন্তাধারার মানুষ এ পৃথিবীতে এখন আর তেমন পাওয়া যায় না।
বিষয় টা দারুণ না?

ধরুন আপনার বাড়িতে আজ  আত্মীয় আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো ...
18/11/2024

ধরুন আপনার বাড়িতে আজ আত্মীয় আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো হাঁড়ি-পাতিল-কড়াই-ডেকচি, কিচেনে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় এখানে একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় ওখানে একটু ঝোল পড়েছে। হাঁড়ির তলাটা কালো হয়েছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেল ছিটকে এসে লেগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো, অনাকর্ষণীয়, মেসি সবকিছু।
আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে। পাউরুটি আছে বাসায়, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়াদাওয়ার পরেও কিচেনটা এতো সুন্দর, এতো সাজানো--মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি।
স্কুল জীবনের কথা মনে করুন। গণিত বইটি এতো বেশি ব্যবহৃত হয়ে এমন ম্যাড়ম্যাড়ে হয়েছে যে দুচারটা পৃষ্ঠা হারিয়ে যাবার জোগাড় ছমাস না পেরুতেই। অন্যদিকে কৃষিশিক্ষা বইটি ঝা তকতকে বছরশেষেও।
মানুষও তো ঠিক তেমনই। যে মানুষ যতো পরিশ্রম, যতো সাধনা, যতো চ্যালেঞ্জ, যতো গভীর চিন্তা, যতো দহন, যতো ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে তার জীবনেও এখানে-সেখানে তেল-ঝোল লেগে আছে, ততো বেশি ক্ষয়ে গেছে সে, ততো বেশি ক্লান্তির ছাপ তার মুখাবয়বে, ততোটা অবিন্যস্ত-এলোমেলো সে।
যার জীবন অতোটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি--সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর, সে যেন স্কুলজীবনের কৃষিশিক্ষা বই।
আপনার জীবনের তেল-ঝোলকে ঘৃণা করবেন না। ঐ ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন। জীবনের ওজন কি কম, বলুন?

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Zahirul 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahirul 2.0:

Videos

Share