19/11/2024
ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো।হিসাব কিংবা দর কষাকষি করিয়া ভালোবাসা যায় না। তাহা হইলে তা আর ভালোবাসা হয় না ভনিতা হইয়া দাঁড়ায়। মানুষ বাঁচে আর কয়দিন?সেই স্বল্প সময়ের মধ্যে অবিনশ্বর পৃথিবীতে নশ্বর জীবন লইয়া কাউকে হিসাব করিয়া ভালোবাসতে আমি চাই না।
আমি জানি সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসার পর হয়তো আমি স্বর্গ পাবো না হয় সব হারাবার পরে উচ্ছনে যাবো।যা হবে সেটা পরে হবে। কিন্তু ততদিনও যদি আমার জীবনকাল না থাকে তাহা হইলে তো আমি সব হারাইয়া ফেলিব।বেশির মোহে আমার আমার সব বিলীন হইবে। তাহার চেয়ে ভালো আমি বর্তমানে বাঁচি। জীবনাবসানের নিশ্চয়তা নাই। যখন আমি চলিয়া যাইবো তখন জগতের সমস্ত সৌন্দর্য লইয়াই আমি পারি দিব। কোনো কিছুর মোহ আর আমায় আটকাইতে পারিবে না।
এই বিশাল জগৎ ছাড়িয়া যাইবার পূর্বে আমি তোমারে মহা সমুদ্রের ন্যায় দীর্ঘ ও গভীরভাবে ভালোবাসিতে চাই। যাহার গভীরতার অন্ত নাই সেইরূপ আমি তোমার ভালোবাসার অতল স্পর্শ গভীরে প্রবেশ করিতে চাই।আমি তোমায় অসীম আকাশের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে কোনো কিছুর সীমা থাকবে না। আমি তোমারে স্থির পাহাড়ের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে প্রেম থাকবে অটল। আমি তোমাকে বৃষ্টির ন্যায় ভালোবাসিতে চাই যেখানে থাকবে সীমাহীন জল যা হৃদয় শুষ্ক করিবে না কখনো।আমি ঝর্ণার ন্যায় তোমারে ভালোবাসিতে চাই যাহা ক্রমাগত বহমান যেখানে বহমান থাকবে তোমার প্রতি আমার প্রেম।
আমি তোমারে এমনভাবে ভালোবাসিতে চাই যেখানে তোমারে পাওয়ার পর আমি জগতের সমস্ত কিছু ভুলিয়া যাইবো। আমি তোমারে পাওয়ার পর ভুলিয়া যাইবো কে দিয়াছিলা আমায় কষ্ট, কে করিয়াছিল পর, কে দিয়াছিল মিথ্যা অপবাদ, কে করিয়াছিল অন্যায় অপরাধ। আমি শুধু তোমাতেই মগ্ন থাকিব। আমি তোমাতেই মুগ্ধ হইয়া জীবনকালের ক্ষীন আয়ু ফুরাইয়া জগৎ পারি দিব।আমি তোমাতেই বিভার হইয়া এই পৃথিবীর মায়া শেষ করিয়া যাইবো।
বেহিসেবী ভালোবাসা