মাওলানা সৈয়দ মু. ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই র. এর জীবন ও দর্শন

  • Home
  • Bangladesh
  • Barisal
  • মাওলানা সৈয়দ মু. ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই র. এর জীবন ও দর্শন

মাওলানা সৈয়দ মু. ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই র. এর জীবন ও দর্শন Maulana Syed Fazlul Karim,(Pir Sahib Charmonai Rah) the great philosopher of the modern form of Mujaddidi philosophy in the practice of Islam in Bangladesh, .

A promising initiative to promote its life and philosophy বাংলাদেশে ইসলাম চর্চায় মুজাদ্দিদি দর্শনের আধুনিক রুপায়নের মহান দার্শনিক মাওলানা সৈয়দ ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও দর্শন প্রচারের নিমিত্তে প্রতিশ্রুতিশীল একটি উদ্যোগ।

এখানে পীর সাহেব চরমোনাই রহ. সংক্রান্ত লেখা, তাঁর জীবন, দর্শন নিয়ে আলোচনা হবে। তার ধারার শীর্ষ নেতৃত্ব যারা ইন্তেকাল করেছেন তাদের জীবন-কর্ম নিয়ে আলোচনা হবে।

মসজিদ আল কারীম চাঁদ আর আকাশ দেখে দেখে নদীর বুক চিরে-পানি ভেঙ্গে ভেঙ্গে আমি যাচ্ছি আমার প্রিয়তমের নিকট। সে যেখানে আছে সেখ...
25/11/2023

মসজিদ আল কারীম

চাঁদ আর আকাশ দেখে দেখে
নদীর বুক চিরে-
পানি ভেঙ্গে ভেঙ্গে
আমি যাচ্ছি আমার প্রিয়তমের নিকট।

সে যেখানে আছে সেখানের মাটির ঘ্রাণ আমাকে আকুল করে পাগলের মতন।
আমি বাকরুদ্ধ ও কান্নারুদ্ধ হয়ে যাই...

তাঁর সামনে আমি দাঁড়াই
নত হৃদয় এবং নত মস্তকে।
কল্পনায় হারিয়ে গিয়ে তাঁকে দেখি...

তাঁকে আমি খোঁজে পাই মসজিদে জিকিরের হালকায় এবং
সমাবেশে বজ্র নিনাদে প্রবল প্রতাপে জালিম শাহির বিরুদ্ধে জুলুমের দরিয়ায়।

তাঁকে দেখি রমজানে আত্মসমাহিত আত্মভোলা নিমগ্ন এক রুহানি সাধক।

তাঁকে দেখি নদীর ঢেউ ডিঙ্গিয়ে বিচরণ করতে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত হওয়া প্রতিটি জল সীমানায়।

তাঁকে দেখি হিমালয়ের পাদদেশ ধরে হেঁটে যেতে সমগ্র ভূ- এলাকায়।

তাঁকে দেখি অঝোর ধারায় প্রবাহিত অশ্রু কণা নিয়েও মানুষকে বলছেন তাদের আপন গন্তব্যের ঠিকানা।

জল ভেঙ্গে যেতে যেতে আমি দেখি জলসীমা শেষ হয়ে যে ভূভাগ
তার মাঝে মসজিদ আল কারীম এবং
এরও সামনে তাঁর বিশ্রামগাহ...

যেখানে আসমান থেকে নামে বেহেশতের উষ্ণ- শীতল- কোমল শরাব।

কবি ইউসুফ আহমাদ মানসুর
ইশকিস্থান, কারীমাবাদ

ফিকরে ওয়ালিউল্লাহ ও তাসাওফে  ইমদাদুল্লাহ যেখানে মিলেমিশে একাকার হয়েছে।যার মাঝে সন্নিবেশিত হয়েছে একাধারে শায়খুল হিন্দ মাহ...
25/11/2023

ফিকরে ওয়ালিউল্লাহ ও তাসাওফে ইমদাদুল্লাহ যেখানে মিলেমিশে একাকার হয়েছে।
যার মাঝে সন্নিবেশিত হয়েছে একাধারে শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী ও হোসাইন আহমদ মাদানি'র আপোষহীন চেতনা ও জিহাদী স্পৃহা, সৈয়দ আহমদ শহিদ এর অদম্য দৃঢ়তা ও সংগ্রাম, নানুতবী'র তালিমি বিপ্লব, আলী মিয়া নদভী'র উম্মাহচিন্তা ও মধ্যমপন্থা, মাও. ইলিয়াস এর
দরদে দিলি দাওয়াত, হাসান আল বান্না'র উম্মাহ'র পুনর্জাগরণের স্বপ্ন ও সাঈদ নুরসি রহ. এর খেলাফাত পুনরুদ্ধারের সাধনা যেখানে এসে নোঙর গেড়েছে।

বাংলাদেশের মানুষের বোধ-বিশ্বাস ও সমাজ-সংস্কৃতিকে ধারণ করে দাওয়াত, তালিম, আত্মশুদ্ধি ও রাজনীতিতে ইসলামী পুনর্জাগরণের সিপাহসালার, একবিংশ শতাব্দীর উম্মাহ চিন্তক, মর্দে মুজাহিদ, কুতুবুল আলম মাওলানা সৈয়দ ফজলুল করিম (পীর সাহেব চরমোনাই) রহ. (১৯৩৫ - ২৫ নভেম্বর ২০০৬)

প্রতিষ্ঠাতা
★ ইসলামী আন্দোলন বাংলাদেশ (১৩ই মার্চ ১৯৮৭)
★ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (২৩ আগস্ট ১৯৯১)
★ বাংলাদেশ মুজাহিদ কমিটি (২৬ ফেব্রুয়ারী ১৯৮২)
★ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড (১০মে ১৯৮৯)
★ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ (০৯ অক্টোবর ২০০৪)

আল্লাহ তায়ালা উম্মাহ'র এই মর্দে মুজাহিদকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকামে সমাসীন করুন।

একটি ঐতিহাসিক ছবি। ইসলামী ঐক্যজোটের ব্যানারে ওলামা-মাশায়েখ সম্মেলনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কান্ডারী উলামায়ে কেরাম ...
03/01/2022

একটি ঐতিহাসিক ছবি।
ইসলামী ঐক্যজোটের ব্যানারে ওলামা-মাশায়েখ সম্মেলনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কান্ডারী উলামায়ে কেরাম এক মঞ্চে বসা।

বক্তব্য রাখছেন চরমোনাই'র মরহুম পীর মাওলানা ফজলুল করিম রাহ.।
তার পাশের চেয়ারে ইসলামী ঐক্যজোটের সমন্বয়কারী ও অন্যতম প্রতিষ্ঠাতা, মুজাহিদে মিল্লাত, মাওলানা শামসুদ্দীন কাসেমী রাহ., তার এক চেয়ার পরে মুফতি ফজলুল হক আমিনী রাহ., তার পরেই মধ্যখানের চেয়ারে বসে আছেন ক্বায়িদুল উলামা হাফিজ মাওলানা শায়খ আব্দুল করিম শায়খে কৌড়িয়া রাহ.। দ্বিতীয় সারিতে আছেন মাওলানা মুহিউদ্দিন খান রাহ.।

অন্যান্য উলামায়ে কেরামের পরিচয় জানতে পারিনি। কেউ চিনতে পারলে একটু বলে দেবেন। কৃতজ্ঞ থাকবো।

*ছবিটি মুহতারাম Saifuddin Yusuf Fahim ভাই'র টাইমলাইন হতে সংগ্রহীত।

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা সৈয়দ মু. ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই র. এর জীবন ও দর্শন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাওলানা সৈয়দ মু. ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই র. এর জীবন ও দর্শন:

Share