Bidrohi Channel

Bidrohi Channel Something be on entertainment

13/12/2023

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

25/09/2023
01/08/2023
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে
02/05/2023

কথা কি ক্লিয়ার না ভেজাল আছে

13/04/2023

গত কয়েক বছর থেকে এই গরমের মৌসুমে বিচিত্র এক সমস্যা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ঠোঁট ফাটার সমস্যা। সাধারণত এমন ঠোঁট ফাটা, চামড়া খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা গুলো শীতকালে দেখা যায়। কিন্তু এবার যেনো গরমেও পাল্লা দিয়ে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে! এর কারণটা কি?

এর এককথায় উত্তর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং এর সাইড ইফেক্ট হিসেবে বর্তমানে দ্রুত আবহাওয়ার বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। যার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য একটি হচ্ছে এই গরমেও শুষ্ক আবহাওয়া। সাধারণত শীতকালে বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকে, যার কারণে আমাদের ত্বকের বহি:স্তর তার জমা করা পানি বা ময়শ্চার হারায়। ফলস্বরূপ, খসখসে চামড়া, ঠোঁট ফাটার মতো লক্ষণ দেখা যায়। আর শরীরের চামড়ার তুলনায় ঠোঁট বেশি ফাটে, কারণ এটি মূলত চামড়ার উপরিভাগের খুব পাতলা স্তর। তাই শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হলে শরীর থেকে জলীয় অংশ কমে যায় এবং তখন চামড়ার এই স্তরটি দ্রুত ক্ষতিগ্রস্ত অর্থাৎ শুকিয়ে ফেটে যায়।

এবার আসি গরম কালে কেনো এমন হচ্ছে, সাধারনত গরমে বাতাসে জলীয়বাষ্পের মাত্রা তুলনামুলক বেশি থাকে, অর্থাৎ প্রকৃতিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে এবং এর ঘাটতি পূরণ করার জন্য আমাদের বহি:ত্বক থেকে কোন পানি বা ময়শ্চার নেয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু গত কয়েক বছর ধরে এই গরমে জলীয়বাষ্পের মাত্রা বা আপেক্ষিক আদ্রতা ব্যাপক ভাবে কমে গেছে! যার কারণে বাতাস তুলনামূলক শুষ্ক হয়ে যাচ্ছে! ফলাফল আমার আপনার শরীরের পানি দ্রুত বাষ্প হচ্ছে, ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, ঘাম হচ্ছে না। বাতাসে জলীয় বাষ্প এর পরিমাণ যদি আগের মতো স্বাভাবিক থাকতো তাহলে তাহলে আগের মতো আমাদের ত্বকের পানি আর টানতে পারতো না। এখনকার মতো শুষ্কতা সাধারণত মরুভূমিতে দেখা যায়! যেমন, ৯ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ২৯% অর্থাৎ বাতাস ৭১% শুষ্ক! সেই সাথে ঢাকায় আজকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৩৭ এভারেজ) আর আদ্রতার হার ৪৪! যেখানে এপ্রিল মাসে গড়ে আদ্রতা থাকার কথা ৬৫% (বিগত বছরের তথ্য অনুযায়ী)। সুতরাং বুঝাই যাচ্ছে কিভাবে দ্রুত আবহাওয়ার পরিবর্তন আমাদের জীবন যাত্রায় প্রভাব ফেলছে। তবে এর কিছু সাময়িক প্রতিকার হিসেবে চিকিৎসকরা এ সকল পরামর্শ দিয়ে থাকেন। এগুলো হলো:

•প্রচুর পানি পান করা

•ঠোঁটের যত্ন নেয়া

•তীব্র সূর্যালোক ও ধুলোবালি এড়ানো

•সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া

•প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করা (তবে রাসায়নিক মিশ্রিত কোন কিছু ব্যবহার থেকে সাবধান থাকার কথা বলেন চিকিৎসকরা)।

আর যেহেতু রোজার মাস তাই ইফতার ও ইফতারের পর প্রচুর তরল জাতীয় খাবার খান।

2 TB = 2048 GB। দাম মাত্র ২ হাজার টাকা। এতো কম দাম দেখে ভেবেছিলাম, এটিতে ২ টেরাবাইট স্প্রেস পাবো না। কিন্তু চেক করে দেখি...
13/04/2023

2 TB = 2048 GB। দাম মাত্র ২ হাজার টাকা। এতো কম দাম দেখে ভেবেছিলাম, এটিতে ২ টেরাবাইট স্প্রেস পাবো না। কিন্তু চেক করে দেখি- সত্যি এতে ২ টেরাবাইট মেমরি আছে।

২০০৫-০৬ সালের দিকে 1 GB মেমরি কার্ডের দাম ছিলো ৩ হাজার টাকা। এখন 2048 GB কিনছি 2 হাজার দিয়ে। প্রযুক্তি পণ্যগুলো দিনে দিনে সস্তা হয়ে যাচ্ছে। এই মেমোরি কার্ডটি হাতে নিয়ে একটা ভিন্ন একটা ক্যালকুলেশন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটি হলো-

এই ছোট্ট মেমরি কার্ডে 5 MP সিসি ক্যামেরার প্রায় ৬ মাসের ভিডিও সংরক্ষণ করে রাখা সম্ভব। একজন মানুষ যদি ১০০ বছরও বাঁচে, তাহলে তার সারা জীবনের সমস্ত কর্মকান্ডের ভিডিও চিত্র ধারণ করতে এরকম ২০০ টা মেমরি কার্ডই যথেষ্ট।

এই ১টি মেমরি কার্ড আমার হাতের তালুর ছোট্ট একটা অংশ দখল করেছে, এরকম ২০০ টা মেমরি কার্ড আমার ১ হাতেই ধারণ করা সম্ভব। তাহলে মানুষের আমলনামা ১ হাতে নেওয়া অসম্ভব কিছুই না। আর এটা মানুষের তৈরি করা টেকনোলজি তেই সম্ভব। আর মহান সৃষ্টিকর্তার টেকনোলজি তো আমাদের ছোট্ট ব্রেন দিয়ে চিন্তা করাও অসম্ভব।

সত্যিই আল্লাহ মহান। একদিন তাঁর কাছে আমাদের সমস্ত কর্মকান্ডের চূড়ান্ত জবাবদিহি করতে হবে। আমাদের আমলনামা আমাদের হাতেই ধরিয়ে দেওয়া হবে। সেদিনের জবাবদিহি করার জন্য আমরা প্রস্তুত আছি তো? আল্লাহ্ আমাদের কাজগুলোকে সহজ করে দিন, (আমিন।)

Big shout-out to those who've recently engaged with me!Md Sojib Mollik, মোঃ মনির হোসাইন খান, Asikur Rahman Moon, Juel Ra...
13/04/2023

Big shout-out to those who've recently engaged with me!

Md Sojib Mollik, মোঃ মনির হোসাইন খান, Asikur Rahman Moon, Juel Rana, Md Nazrul Islam, Zakir Hossain, Avijit Karmakar, Hasan Islam, Saddam Hossain, Mahabub Hawladar, Abid Hasan Tushar, Mintu Csm Jay, Mohammad Dulal, محمد سهيل حسين

09/04/2023
31/03/2023

জীবনের কঠিন কিছু বাস্তবতা Normally boys সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।

মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।

এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?

দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?

কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না। কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে hoy!

একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?

অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

26/03/2023

১৯৫৫ সালে ইতালির বিখ্যাত গায়িকা

"জুলিয়া মার্কিন" শহরের এক মোড়ে দাঁড়িয়ে নিজের শরীর থেকে "ব্রা" খুলে বলেন -- "

এটা নিলাম করতে চাইছি,,,

বলুন কতো টাকা দেবেন ??"

উপস্থিত জনগণ ব্রা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে।।

নিলামে ৩০০০ ডলার পর্যন্ত দাম ওঠে।।

গায়িকা অট্টহাসিতে ফেটে পড়েন।।

তিনি বলেন -- "তোমরা অত্যন্ত বোকা মানুষ।। যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না,, এটা জেনেও আমার ব্রা কেনার জন্য ৩০০০ ডলার খরচ করতে চাইছো??"

" অথচ,,

কোনো দরিদ্র অভুক্ত মানুষ সামান্য খাদ্য চাইলে,,

তাকে এক ডলার ও দিতে চাইবে না।।"

"তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত।

এটাই আমাদের সমাজের বাস্তবতা।

ধর্মের কাজে ডোনেশন চাইলে ওরা অভাবে থাকে।

সামাজিক কাজে ডোনেশন চাইলে ওরা দেনায় থাকে।

কিন্তু যখনই নাচ গানের আয়োজন হয়,

ওরাই থাকে প্রথম সারিতে।

তখন ডোনেশনের অভাব হয়না।

©সংগৃহীত

22/03/2023

স্মার্ট হওয়ার জন্য আপনাকে খুব দামি দামি পোশাক পড়তে হবে এমন নয়। কিছু কৌশল আর অভ্যাস আপনাকে স্মার্ট করে তুলবে। স্মার্ট মানুষের চাহিদা সকল ক্ষেত্রের প্রথমে। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা সব কিছুই তারা অর্জন করে নিতে পারে।

১। মানুষের সাথে চলাফেরার দক্ষতা অর্জন করুন

২। কথা বলার সময় মুখে হাসি এবং চোখে চোখ রাখুন।

৩। সবসময় কথোপকথন সংক্ষিপ্ত করুন।

৪। ইতিবাচক চিন্তা করুন।

৫। অন্যের কথা আগে মনোযোগ দিয়ে শুনুন তারপর উত্তর দিন।

৬। সততা এবং ওয়াদা রক্ষা করুন।

৭। প্রতিদিন নতুন কিছু শিখুন।

21/03/2023

******* বদ অভ্যাস******** ১. সময় নষ্ট করা।

২. রাতে দেরি করে ঘুমানো।

৩. শাক সবজির তুলনাই জাঙ্ক ফুড বেশি খাওয়া।

৪. নিজের ক্যরিয়ারে, পড়াশোনাই মন না দিয়ে তথাকথিত লাভ ( ভালোবাসা)র ফাঁদে জরিয়ে পরা।

৫. নিজের ধর্মের নিয়ম মেনে না চলা নিজের ধর্ম গ্রন্থ পাঠ না করা।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করা।

৭. নিজেকে সময় না দেওয়া.

৮. পরনিন্দা করা।

৯. আরেকজনের কথাই নিজেকে পরিবর্তন করা।

১০. নিজেকে ছোট, একা মনে করা মনে রাখবেন এ পৃথিবীতে কেউ আপনার পাশে না থাকলেও আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার পাশে আছে।

20/03/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

20/03/2023

কখনো কারো কষ্টের বা ভালো কাজের কৃতজ্ঞতা দিতে ভুলবেন না। কৃতজ্ঞতা জানালে সেই ব্যক্তিটা তার কষ্টের কথা ভুলে গিয়ে খুশি হয়ে যায়।

20/03/2023

নেশা জাতীয় জিনিস ভুলেও টেস্ট করতে যাবেন না। কারণ নেশা মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে ফেলে।

20/03/2023

পর্নোগ্রাফির ইতিহাস কী? কিভাবে এটা ছড়িয়ে পড়ল, এবং বর্তমান সমাজে এর প্রভাব কী?
পর্নোগ্রাফির ইতিহাস বহুৎ পুরানো, পর্নোগ্রাফি মূলত শুরু হয় পতিতাবৃত্তির উপর ভর করে।

মানুষ যে সময় মূর্তি তৈরি করা শিখেছে তখন থেকেই এই পর্নোগ্রাফি শুরু হয়।
পতিতালয়ের মেয়েদের নগ্ন করে রেখে তারপর তারা ছবি অংকন করে পর্নোগ্রাফির ছবি । ছবি অংকন পর্নোগ্রাফি অনেকদিন টিকে ছিল এই আধুনিক আবিষ্কার করার আগ পর্যন্ত।
নগ্ন ছবি অংকন করে বই তৈরি করা হতো এই ব্যবসা অনেক লাভজনক ছিল এবং কি বিকৃত মানুষেরা এই ব্যবসা চালিয়ে যেত।
আধুনিক মেশিন আবিষ্কার হওয়ার পর তখন তো আধুনিক মেশিন দিয়ে হাজার হাজার নগ্ন ছবির বই তৈরি হতো।
তারপরে আমরা আরো আধুনিক হলাম মোবাইল কম্পিউটারের মাধ্যমে এখন পর্নোগ্রাফির হাতের নাগালে। মোবাইলে একটা ঠুমালেই পর্নোগ্রাফির অভাব নাই।
বর্তমান সমাজে এর প্রভাব অনেক ক্ষতিকর অনেক যুবক বুদ্ধ মেয়ে ছেলে সবাই এখন পর্নোগ্রাফির আসক্তি এমন ভাবে আসক্ত হয়েছে মানুষকে খাস করে নিচ্ছে, মানুষ এখন আর মেয়ে মানুষ দেখলে মেয়ে ভাবেনা কাপড় চোপড় পরা মেয়ে দেখলেও তারা এখন উলঙ্গ ভাবে, যারা পর্নোগ্রাফিতে আসক্ত।
পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ার ইতিহাস অনেক পুরানো যখন বই পেপারের মাধ্যমে বিক্রি করা হতো তখন থেকেই ছড়িয়ে পড়েছিল পর্নোগ্রাফি অনেক।
১৯৭০ সালের সিনেমা হলের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও। মোবাইল আবিষ্কার হওয়ার পর পর্যন্ত টিকে ছিল এখনো টিকে আছে সিনেমা হলে মাধ্যমে অনেক পর্নোগ্রাফি ভিডিও এক টিকেটে দুই ছবি চলে।
১৯৭০ সালের পর্নোগ্রাফির মুভি স্বর্ণযুগ বলা হয় এবং ব্যাপকভাবে সিনেমা হলে চলত।
২০০৯ সালে বাংলাদেশে পর্নোগ্রাফি আইন বার হওয়ার আগেও বাংলাদেশ পর্নোগ্রাফি সিনেমা হলে পর্নোগ্রাফি সিনেমা উরাধুর চলতো।
কিন্তু ২০০০ সালের পর থেকে যখন মোবাইল কম্পিউটার আসলো তখন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো ঘরে ঘরে এবং কি সবার হাতে হাতে এখন পর্নোগ্রাফির ছরাছরি। দুনিয়াতে এখন সবচেয়ে সহজলভ্য জিনিসই হল পর্নোগ্রাফি।
আধুনিক আবিষ্কার আমাদের সহজ করেছে জীবনযাত্রাকে।
অনেক বিজ্ঞানী এই মোবাইল কম্পিউটার তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছে যাতে মানুষ অল্পতেই সহজ ভাবে সবকিছু করতে পারে।
কিন্তু বিপন্ন ব্যবসায়ীরা এটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে শুধু এটা মোবাইলের কম্পিউটারের সীমাবদ্ধ রাখেনা এটাকে একটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না এখন।
বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা কি হাতছাড়া করতে চায়। তাই তো পর্নোগ্রাফি ইনস্টিটিউট হাজার হাজার টাকা খরচ করে আপনাকে আমাকে এই নেশার জালে ডুবিয়ে দিচ্ছে এবং হাজার হাজার টাকা ইনকাম করছে।
আবার অনেক মানুষ যুক্তি দেয় মোবাইল কে অপব্যবহার করি আমরা। আচ্ছা ভাই বলেন তো আপনার সামনে খানা রাখছে খাওয়ার অনুমতি আছে আপনি না খেয়ে কি বসে থাকবেন। সেরকমই মোবাইলের ভিতরে আপনাকে অনেক সিস্টেম অনেক ভাবে অনেক রকমের আপনার সামনে তুলে ধরা হচ্ছে পর্নোগ্রাফি আপনি কি না দেখে বসে থাকবেন।আপনি চাইলেও ভালো কাজে ব্যবহার করতে পারবেন না কেননা একভাবে না একভাবে আপনার নজরে আসবে পর্নোগ্রাফি একটু অংশ হলেও আসবে। যেমন ধরেন হট ছবি হট পিকচার হট পোশাক পরা মেয়ে অর্ধপোশাকের মেয়েদের ছবি দেখলে আপনার শরীরে তখন একটু ঝাঁকি দিবে তখনই তো আপনি পর্নোগ্রাফির দিকে ঝুঁকে যাবেন ‌‌। তখনই তো আপনি পর্নোগ্রাফির ভিডিও দেখবেন এবং কি হস্তমৈথুন করতে ছাড়বেন না।
পর্নোগ্রাফি বলতে বোঝায় সেসব শিল্প বা সাহিত্যকে, যাতে পতিতাদের জীবনাচার তুলে ধরা হয়। তবে প্রচলিত অর্থে পর্নোগ্রাফি হলো বই, ছবি, মূর্তি, ভাস্কর্য, ভিডিও কিংবা অন্যান্য মাধ্যমে যৌনক্রিয়া বা নগ্নতার প্রতিফলন, যেগুলোর লক্ষ্য থাকে দর্শকদের মধ্যে যৌন উন্মাদনা জাগিয়ে তোলা।

26/02/2023

বাচ্চাদের মেলা

10/09/2022

আধুনিকতার নামে নগ্নতা সভ্যতার নামে ব্যভিচার ব্যক্তি স্বাধীনতার নামে উশৃংখলতা, যে সমাজে চলে সে সমাজ ধ্বংস করে দাও

15/07/2022

Welcome my all audience for follow this page thank you everybody take care

05/10/2021
05/10/2021
05/10/2021

মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

28/09/2021
26/09/2021
23/09/2021

Address

Barisal

Telephone

+8801886943296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bidrohi Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bidrohi Channel:

Videos

Share


Other Digital creator in Barisal

Show All

You may also like