Gournadi BD News

Gournadi BD News Gournadi BD News এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

31/01/2025

আগামি কাল ০১-০২-২০২৫ তাং রোজ শনিবার রাজপথে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ...?

সবাইকে রাজপথে নামার আহবান জান বাংলাদেশ ছাত্রলীগ..?
31/01/2025

সবাইকে রাজপথে নামার আহবান জান বাংলাদেশ ছাত্রলীগ..?

এবারের সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ✊

গণহ*ত্যাকারী ফ্যাসিস্ট ইউনুস সরকারকে বিদায়ের লক্ষ্যে কর্মসূচী সফল করুন।

'জয় বাংলা' বলে আগে বাড়ো...জয় বাংলার লড়াই চলবে, দাবায়ে রাখতে পারবানা ✊

05/08/2024
05/08/2024

গনভবন যাত্রা

06/04/2024

৮.০৪.২০২৪ তারিখ সূর্য গ্রহ হবে..?

06/04/2024

বেকিং নিউজ,,
আগামী ৮ ই এপ্রিল ২০২৪ রোজ সোমবার,,
সূর্য-গ্রহ হবে...?

01/04/2024

তানজানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের ৯ বছরের ক্ষুদে হাফেজ হুযায়ফা।

আহ কি হৃদয় বিদারক ঘটনা !ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে হাজি ইনজাদ আলী স্কুলের পিছনের এ...
27/03/2024

আহ কি হৃদয় বিদারক ঘটনা !

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

জুড়ী উপজেলার গোয়ালবাড়ীতে হাজি ইনজাদ আলী স্কুলের পিছনের একটি বাড়ীতে বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু!

বরিশাল-১ আসনে বিজয় হয়েছেন নৌকা প্রাথি (আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ)
07/01/2024

বরিশাল-১ আসনে বিজয় হয়েছেন নৌকা প্রাথি (আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ)

জামালপুর-৩ আসনে ট্রাক প্রাথি (প্রিন্সিপাল মোঃ আবদুর রশিদ) বিপুল ভোটে বিজয় হয়েছেন?
07/01/2024

জামালপুর-৩ আসনে ট্রাক প্রাথি
(প্রিন্সিপাল মোঃ আবদুর রশিদ) বিপুল ভোটে বিজয় হয়েছেন?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৩ আসন,এই মাত্র নৌকা প্রাথি (জাহাঙ্গীর কবির নানক) উপস্থিত হলেন? শান্ত সুষ্ঠ ভাবে ভোট চলছ...
07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৩ আসন,এই মাত্র নৌকা প্রাথি (জাহাঙ্গীর কবির নানক) উপস্থিত হলেন?
শান্ত সুষ্ঠ ভাবে ভোট চলছে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন,কেন্দ্র-২ শান্ত সুষ্ঠ ভাবে ভোট চলছে?
07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন,কেন্দ্র-২ শান্ত সুষ্ঠ ভাবে ভোট চলছে?

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন
01/01/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে নিহত-১, আহত-১২মোঃ ইমন ইসলাম, গৌরনদীবরিশালের গৌরনদীতে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাস...
14/10/2023

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে নিহত-১, আহত-১২

মোঃ ইমন ইসলাম, গৌরনদী

বরিশালের গৌরনদীতে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিয়ে সামনেরর একটি মাহিন্দ্রাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পায়সারহাটগামী গোন্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে উল্টে পড়েছে।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপার আল-আমিন হাওলাদার (৩০) নিতহত ও ১2 যাত্রী আহত হয়েছে।

শানিবার বেলা পৌণে ১১টার দিকে উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

আহত অবস্থায় ১ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ১১ যাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী টিটু হাওলাদার জানান, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা মহানগরীর গাফতলী বাস টার্মিনাল থেকে ৪০/৪২ জন যাত্রী নিয়ে গোন্ডেন লাইন

পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৮২) শনিবার সকাল ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের উদ্দেশ্যে রওনা দেয়।

পতিমধ্যে বাসটি বেলা পৌনে ১১টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়।

এ সময় সামনের একটি মাহ্নিদ্রাকে বাঁচাতে গিয়ে নিয়œত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে। এত ঘটনাস্থলে বাসের হেলপার আল-আমিন হাওলাদার (৩০) নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে গৌরনদী এলাকার খাদিজা বেগম (২৫), ফাতেমা বেগম (৬৫),

শিফাত (৯), সিয়াম (৯), গৌরনদীর আশোকাঠি গ্রামের মাহামুদা জাহান (৫০), লামিয়া খানম (২৮), জাকিয়া খানম (১৩), সাকিলা (১০), আরিফ (১০),

বিল্বগ্রাম এলাকার বেনু বেগম(৬৫), আগৈলঝাড়ার পতিহার গ্রামের সুনীল বিম্বাস (৬০), নমিতা বিশ্বাস (৫২), বাগধা গ্রামের সাহিদা বেগম (৫৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, সেচ পাম্প দিয়ে পুকুরের পানি সেচে দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে পুকুর থেকে তোলা হয়েছে।

ওই বাসের নিচ থেকে হেলপার আল-আমিন হাওলাদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গৌরনদী বিডি নিউজ ফেসবুক পেজের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
08/09/2023

গৌরনদী বিডি নিউজ ফেসবুক পেজের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Gournadi
Barishal

Telephone

+8801306486270

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gournadi BD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gournadi BD News:

Videos

Share