Harun Bhola

Harun Bhola ''Harun Bhola'' হলো আমার পারসোনাল ব্লগ পেজ।
এখানে গজল,ইসলামিক আলোচনা, ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করবো "Harun Bhola" is my personal blog page.
(1)

Here I will regularly upload videos of Ghazal, Quran Recitation, Islamic Discussion, Waj Mahfil.

06/12/2023

আমাদের খলিল খা দুদু

04/12/2023

Khan Saheb কি করল এটা

02/12/2023

কিছুক্ষণ আগে ঢাকা সহ
দেশের বিভিন্ন জেলায়
ভুমিকম্প অনুভূত হয়েছে
আল্লাহ সবাই কে হেফাজত করুন

02/12/2023

কিভাবে হাঁস ডাকে প্যাক প্যাক প্যাক

ও আল্লাহ জালিমদের নেস্তনাবুদ করোমাজলুমদের প্রতি রহমত বর্ষন করো
27/11/2023

ও আল্লাহ জালিমদের নেস্তনাবুদ করো
মাজলুমদের প্রতি রহমত বর্ষন করো

আলহামদুলিল্লাহনানান প্রতিকূলতার মধ্যেও আজ ২২ নভেম্বর'২৩, বুধবার আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুজুরের উদ্বোধনী বয়ানের...
22/11/2023

আলহামদুলিল্লাহ
নানান প্রতিকূলতার মধ্যেও আজ ২২ নভেম্বর'২৩, বুধবার আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব হুজুরের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে চরমোনাইর ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
আগামী ২৫ নভেম্বর'২৩, শনিবার বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে ইনশাআল্লাহ।

02/11/2023

লুটেরাদের রক্ষা নাই পুলিশ জনতা ভাই ভাই সন্ত্রাসীদের রক্ষা নাই পুলিশ জনতা ভাই ভাই

31/10/2023

পদ্মা মেঘনা যমুনার তীরে
ইসলামি সংগীত

28/10/2023

মহাখালি খাজা টাওয়ারে আগুন

25/10/2023

কি হতে যাচ্ছে
২৮ ই অক্টোবর ২০২৩
সকলে শেয়ার করে দিন

18/10/2023

জাহাঙ্গীর হুযুরকে বাংলা ওয়াশ করলাম

Pilstin jindabad
14/10/2023

Pilstin jindabad

14/10/2023

ভাই হিংসে না করে
একে অপরকে ফলো দেই ফলো নেই

11/10/2023

আমাদের সন্তানকে বারবার ফিলি স্তিনের ইতিহাস শুনাবো, তাকে বারবার বলব কেন আমরা ফিলি স্তিনকে ভালোবাসি—

১.ফিলি স্তিন নবীদের পূণ্যভূমি।

২.ইবরাহীম আলাইহিস সালাম সর্বপ্রথম ফিলি স্তিনে হিজরত করেন এবং পরবর্তীতে স্ত্রী সারার সাথে সেখানে বসবাস করেন।

৩. লুত আলাইহিস সালামের কওমের ওপর পতিত গজব থেকে আল্লাহ তাআলা লুত আলাইহিস সালামকে রক্ষা করেন ফিলি স্তিনে।

৪.নবী ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের জন্ম এই ফিলি স্তিনে।

৫.নবী মুসা আলাইহিস সালাম মিসর থেকে বনী ইসরাইলকে ফিরিয়ে নিয়ে আসেন পবিত্র এই ভূমিতে প্রবেশ করার জন্য। যদিও ইহু দিরা তাদের চিরকালীন কাপুরুষোচিত স্বভাবের কারণে প্রবেশ করতে পারেনি। মুসা আলাইহিস সালাম এই ভূমিকে পবিত্র বলেন।

৬.নবী দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালূতের কপালে পাথর ছুঁড়ে তখনকার মুমিনদেরকে ফিলি স্তিন পুনরুদ্ধারে সহযোগিতা করেন।

৭.নবী সুলাইমান আলাইহিস সালাম ফিলি স্তিনে বসেই জিন ইনসানসহ পৃথিবীবাসির ওপর রাজত্ব করেন।

৮.সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ের যে বিখ্যাত কাহিনী কুরআনে বর্ণিত আছে তা এই শহরেই ঘটেছিল। বর্তমান city of ashkelon এ অবস্থিত আন্ট ভ্যালি আছে واد النمل নামে।

৭.নবী জাকারিয়া আলাইহিস সালাম ফিলি স্তিনেই বাস করতেন এবং তার মিহরাব এই ফিলি স্তিনেই ছিল।

৮.এই বায়তুল মাকদিসেই মারইয়াম আলাইহাস সালাম বসবাস করতেন এবং অলৌকিক খাদ্যভাণ্ডার প্রাপ্ত হতেন।

৯. এই ফিলি স্তিনেই মারইয়াম আলাইহিস সালাম কোনো পুরুষ ব্যতীত একটি শিশু গর্ভে ধারণ করার মতো আশ্চর্যজনক ঘটনার জন্ম দেন।

১০.নবী ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের এই ফিলি স্তিনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন।

১১.এই ফিলি স্তিনেই ঈসা আলাইহিস সালামকে হ ত্যার ষড়যন্ত্র হলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেন।

১২.আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আকাশের জগতে রওয়ানা হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে ফিলি স্তিনের বায়তুল মাকদিসে মেহমান করেন।

১৩.বায়তুল মাকদিসের দক্ষিণদিকে কোথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জগতের বাহন তাঁর বোরাককে বেঁধে রাখেন।

১৪.ফিলি স্তিনের বায়তুল মাকদিসেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের নামাজের ইমামতি করেন।

১৫.মিরাজের রাতে নামাজ ফরজ হওয়ার পর মসজিদুল আকসাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানরা বায়তুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। পরবর্তীতে আল্লাহর আদেশে কিবলা পরিবর্তন করে আল্লাহর সবশ্রেষ্ঠ ঘর কাবার দিকে ফেরানো হয়।

১৬.কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের কাছাকাছি শামের পবিত্র শহর দামেস্কে আসমান থেকে নেমে আসবেন ।

১৭.ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শামের বাবে লুদের কাছে হ ত্যা করবেন।

১৮.রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বায়তুল মাকদিস হলো হাশরের ময়দান। পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো। কেননা, তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায়ের সওয়ার পাওয়া যায়।’

১৯.দুনিয়াতে নির্মিত দ্বিতীয় মসজিদ পবিত্র শহর ফিলিস্তিনে অবস্থিত। মসজিদটি হলো মসজিদুল আকসা। বলা হয়ে থাকে আদম আলাইহিস সালামই মসজদটি নির্মাণ করেছেন। আবু জর গিফারি রাদিয়াল্লাহু তায়ালা আনহু একদিন নবীজিকে বলেন, হে আল্লাহর রাসুল! দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তারপর কোনটি? প্রতিউত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর তিনি জানতে চাইলেন যে, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান। [সহিহ বুখারি]

২০.বুখারী শরিফে আছে পৃথিবীতে মাত্র তিনটি মসজিদ ব্যতীত অন্য সকল মসজিদে ইবাদতের উদ্দেশ্য ভ্রমণ করা নিষিদ্ধ। এক.মসজিদুল হারাম। দুই.[বলুন তো কোন মসজিদ, কুইজ রইলো] তিন.মসজিদুল আকসা।

২১. সুরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা মসজিদুল আকসার পরিবেশকে বরকতময় বলেছেন।

২২.সুরা আম্বিয়ায় আল্লাহ তায়ালা এই ভূখন্ডের ব্যাপারে বলেন, ‘আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে, যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য।’

২৩.সুরা আরাফে আল্লাহ তাআলা ফিলি স্তিনকে কল্যাণপ্রাপ্ত রাজ্য বলেছেন।

২৪.সূরা আম্বিয়ার আরেকটি আয়াতেও সুলাইমানের আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ তাআলা ফিলি স্তিনে কল্যাণ রেখেছেন বলে ঘোষণা দেন।

২৫.ফিলি স্তিনের এই ইতিহাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইন। ফিলি স্তিনের আছে আরও অসংখ্য বিস্তারিত ইতিহাস, সাহাবাদের আমলের, তাবেয়ীদের আমলের, সালাফদের আমলের ইতিহাস, সালাহউদ্দীন আইয়ুবীর ইতিহাস। এই ভূমির কল্যাণের ব্যাপারে আছে হাদিসও। এখানকার মানুষের ব্যাপারেও আছে হাদিস। এতসব কিছু ছাড়া ফিলি স্তিনের যে অধ্যায়টি আমাদের হৃদয়ের সাথে সংযুক্ত, সেটা হলো ফিলি স্তিন হচ্ছে— শ হী দদের ভূমি। এখানে নিয়মিত সেই অমূল্য নেয়ামত লাভে ধন্য হচ্ছে মানুষ, যে নেয়ামত পেলে জীন্দেগী অতিবাহিত করা স্বার্থক। সেই নেয়ামতের কল্যাণে যারা সেখানে বাস করে তারা মুহূর্তেই পৌঁছে যায় জান্নাতের দোরগোড়ায়। ফিলি স্তিন ও ফিলি স্তিনের মানুষকে ভালো না বেসে কি পারা যায়!

সবগুলো কারণেই আমরা ফিলি স্তিনকে ভালোবাসি। তবে বিশেষভাবে ফিলি স্তিনকে ভালোবাসার যদি একটা কারণ জিজ্ঞেস করা হয়— কোন বিশেষ কারণটির কথা বলবেন?
সংগ্রহীত

11/10/2023

ইসলামি আন্দোলন কি কেন
মাওলানা মুফতী হারুনুর রশিদ শিবপুরি

09/10/2023

সম্পুর্ন নতুন ওয়াজ
কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় যে তার পরিনতি
মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ শিবপুরি

07/10/2023

বেলালের সুরে আযান
এযেন মদিনার কন্ঠ
শৈশবে মা হারানো সুমনের কন্ঠে

05/10/2023

বদ নসীব আর সু নসীব কে

04/10/2023

কুরআনুল মাজিদ নিয়ে একটু আলোচনা করলাম

04/10/2023

গত মাহে রমযানের ২য় জুমায় নির্মানাধীন এন আর বি মসজিদ কমপ্লেক্সে
জুমার আলোচনার চুম্বুকাঙ্শ

ও মালিক তোমার দয়ার ভিখারি তোমার দুয়ারেই তো ভিক্ষা চাইছে দাও না মোরে কিছু আজ ৩ দিন ধরে অসুস্থতার নিয়ামতে আছিসকলের নিকট দো...
04/10/2023

ও মালিক তোমার দয়ার ভিখারি
তোমার দুয়ারেই তো
ভিক্ষা চাইছে
দাও না মোরে কিছু
আজ ৩ দিন ধরে অসুস্থতার নিয়ামতে আছি
সকলের নিকট দোয়া চাই

03/10/2023

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

02/10/2023

মানুষ মানুষের জন্য
তবেই তো জীবন ধন্য

02/10/2023

পৃথিবীর সব কিছু পেয়ে গেলেও
যদি আল্লাহ তায়ালা কে নাই পাই
তাহলে আমার কিছুই পাওয়া হলো না

01/10/2023
30/09/2023

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
সবাই উঠুন
ফজরের সময় হয়ে গেছে

30/09/2023

সকলের দোয়া নিয়ে ছোট্ট এই পেইজটিকে এগিয়ে যেতে চাই

28/09/2023

সম্মুখে দুরন্ত পথ অন্ধকারে ঢাকা
জ্বালাও জিবনের আলো
যেতে হবে একা

28/09/2023

ফলো দিন ফলো নিন

28/09/2023

মান আর না মানো বাস্তবতা এটাই

26/09/2023

সেন্টু হাওলাত দিয়ে পড়ে গেল
বিপদে
বুঝে শুনে ধার দেনা করিয়েন

25/09/2023

নগদ পাড়ে কিছুক্ষন

এদের যেখানে পাবেন গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দিনস্বপন চরম লেবেলের কুত্তা
25/09/2023

এদের যেখানে পাবেন গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দিন
স্বপন চরম লেবেলের কুত্তা

25/09/2023

চেয়ারম্যান কে নামাজের দাওয়াত

25/09/2023

নামাজ নিয়ে শিক্ষনিয় ভিডিও
ছাত্র এ কেমন উত্তর দিল

24/09/2023

হামদে বারি তায়ালা

22/09/2023

সৎ মানুষ
সমাজের আলো

22/09/2023

নামাজকে বলো না কাজ আছে
কাজকে বলো আমার নামাজ আছে

এক তানজীম হাসানেই না*স্কিক-আস্তিক স্পষ্ট হয়ে যাচ্ছে। সারা দেশের মানুষ দুইভাগে বিভক্ত! ইসলামবিদ্বেষী ও নারীকে পণ্য হিসেবে...
20/09/2023

এক তানজীম হাসানেই না*স্কিক-আস্তিক স্পষ্ট হয়ে যাচ্ছে। সারা দেশের মানুষ দুইভাগে বিভক্ত! ইসলামবিদ্বেষী ও নারীকে পণ্য হিসেবে দেখতে চাওয়া শেয়ালগুলোর উৎপাত বেড়েছে।

হে মা জাতি! মনে রেখো— তানজীম হাসান সাকিব তোমাদের বিরুদ্ধে লেখেনি, লিখেছে তোমাদের অধিকারের পক্ষে, ইজ্জত আব্রুর পক্ষে, তোমাদের যেন পণ্য না বানাতে পারে তার পক্ষে। হঠাৎ দরদীরা তোমাদের সস্তা উপভোগের সামগ্রি বানাতে চায় বলেই মায়া কান্না দেখাচ্ছে!

প্রত্যেক মিডিয়াকর্মী, নায়ক-গায়ক, অভিনেতা, ক্রীড়াবিদ— প্রফেশন যার যা হয় হোক, প্রত্যেকের কর্মের ফল নিজ নিজ জিম্মায়, কিন্তু ডানপন্থী সবাইকে এই মুহূর্তে তানজীমের পক্ষে পোস্ট দেওয়া উচিত।

Address

শিবপুর, রতনপুর, ভোলা
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when Harun Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun Bhola:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Barisal

Show All