Boithakata Media

Boithakata Media This page you will provide many kinds of news and views. Documentary, drama, short film, natural bea

18/11/2023

জাবাল -ই-নূর ফাউন্ডেশনের সেক্রেটারী জনাব আবুল হোসেন স্যারের বড় বোন রহিমা বেগম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

23/10/2023
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
18/10/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

ভূমিকম্পে বাংলাদেশ।
19/09/2023

ভূমিকম্পে বাংলাদেশ।

বিজ্ঞান মেলায় তৃতীয় শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট উপস্থাপনা। পরিদর্শন করেছেন জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সম্মানিত চে...
31/08/2023

বিজ্ঞান মেলায় তৃতীয় শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট উপস্থাপনা।
পরিদর্শন করেছেন জাবাল-ই-নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম রফিক স্যার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা স্যার।

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ।
28/08/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ।

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগের দ্বিতীয় সিমেস্টার ধারাবাহিক মূল্যায়ন। আজকে তাদের বাংলা পরীক্ষা। উল্লেখ...
22/08/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগের দ্বিতীয় সিমেস্টার ধারাবাহিক মূল্যায়ন। আজকে তাদের বাংলা পরীক্ষা। উল্লেখ্য, আমাদের এখানে হিফজের সাথে সাথে জেনারেল বিষয় ও পড়ানো হয়।

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
09/08/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার ২০২৩ সেশনের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা A+ পেয়েছে তাদের একাংশ। তাঁরা আজকে মাদরাসার শিক্ষ...
30/07/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার ২০২৩ সেশনের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা A+ পেয়েছে তাদের একাংশ। তাঁরা আজকে মাদরাসার শিক্ষকদের মিষ্টিমুখ করিয়েছে। প্রিয় শিক্ষার্থীদের জন্য বড় নসিহাহ করা হয়েছে, তারা যেন সবাই অন্তত মাদরাসা থেকে আলিম পাশ করে। এর পরে যে যেখানে পড়তে চায় পড়বে। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে দ্বীনের উপর অটল থেকে সফল জীবন গঠন করার তাওফীক দান করুন।‌আমীন।

28/07/2023

জাবাল-ই-নূর শিক্ষা পরিবার
মোট পরীক্ষার্থী 54 জন, A+ 13 জন, A 36 জন, A-5 জন, পাশ ১০০%

জাবাল-ই-নূর দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় সকলে আমন্ত্রিত।
19/07/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলায় সকলে আমন্ত্রিত।

16/07/2023

জরুরী ভিত্তিতে একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়া হবে।
যোগাযোগ:০১৭২৩৬৪৩৮২২
থাকা+খাওয়া সহ আকর্ষণীয় বেতন।

আলহামদুলিল্লাহ!মক্কা - মদীনায় যেতে না পারলেও সেই পবিত্র পূণ্য ভূমি থেকে আগত ব্যক্তির সাথে মোলাকাত করতে পেরেছি। শুকরিয়া...
10/07/2023

আলহামদুলিল্লাহ!
মক্কা - মদীনায় যেতে না পারলেও সেই পবিত্র পূণ্য ভূমি থেকে আগত ব্যক্তির সাথে মোলাকাত করতে পেরেছি।
শুকরিয়া অধ্যাপক ড. সাইফুল ইসলাম রফিক স্যারের প্রতি। যিনি দীর্ঘ ১৪ ঘন্টা জার্নি করার পরেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন। বাসায় আপ্যায়ন করিয়েছেন। আপ্যায়ন শেষে আমাদেরকে হাদিয়া ও দিয়েছেন। আল্লাহ তাআলা স্যারের নেক হায়াতে বরকত দান করুন। আমীন।

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ সু সম্পন্ন হয়েছে।
23/06/2023

জাবাল-ই-নূর দাখিল মাদরাসার হিফজুল কুরআন বিভাগ কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ সু সম্পন্ন হয়েছে।

নতুন বছরের নতুন চমক।  #বানর_তত্ত্ব। ( #বিবর্তনবাদ) আগে সর্বনিম্ন, ৯ম/১০ম শ্রেণি পর্যন্ত ছিল। এখন ষষ্ঠ শ্রেণিতে। আরও নিচে...
01/01/2023

নতুন বছরের নতুন চমক। #বানর_তত্ত্ব। ( #বিবর্তনবাদ)
আগে সর্বনিম্ন, ৯ম/১০ম শ্রেণি পর্যন্ত ছিল। এখন ষষ্ঠ শ্রেণিতে। আরও নিচের ক্লাসে আছে কি না জানা নেই।
#কোমলমতি শিক্ষার্থীদের মাথায় ঢুকাতে পারলেই তো উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
এখন প্রশ্ন হচ্ছে,,,,,,
#ঈমান_ও_ইসলামের সাথে এটা কতটুকু সাংঘর্ষিক বা সামঞ্জস্যপূর্ণ?

18/12/2022

টান টান উত্তেজনা শেষে আর্জেন্টিনার জয়।

      2022২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্স পারবে কি আর্জেন্টিনাকে দমাতে!!দেখা যাক শেষ জয়টা কার!!
18/12/2022

2022

২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
ফ্রান্স পারবে কি আর্জেন্টিনাকে দমাতে!!

দেখা যাক শেষ জয়টা কার!!

হযরত  খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদ।কালিয়াকৈর, গাজীপুর।
25/08/2022

হযরত খাজা গরীবে নেওয়াজ জামে মসজিদ।
কালিয়াকৈর, গাজীপুর।

আমরা শোকাহত।
05/06/2022

আমরা শোকাহত।

সংগৃহীত.....
21/05/2022

সংগৃহীত.....

আ/ব্দুল গাফ/ফার চৌধুরী সাহেব মেধাবী ও পরিশ্রমী ছিলেন কিন্তু ইসলাম ছিলো তার ও তাদের চক্ষু* শূল। তার কলম ইসলামের বিরু*দ্ধে লিখেছে সবসময় । ইসলামি আইন, রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন কায়েমের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি ফেরা*উনের রেখে যাওয়া দায়িত্বই যেন পালন করেছেন। লন্ডনে মারা গিয়েছেন তিনি।

24/04/2022

অপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই শোনা দরকার। খাদ্যে ভেজাল নিয়ে অজানা তথ্য দিলেন ড. এনায়েতুল্লাহ আব্বাসি।

19/04/2022

ডেস্ক রিপোর্ট: খুলনায় ইফতারিতে নতুনত্ব এনেছে তরমুজের জিলাপি ও কাঁচা আমের জিলাপি। নগরীর খালিশপুরে চিত্রালী সিনে.....

11/04/2022

“ ইফতারে পূর্বমুহুর্ত দোয়া কবুলের সময়।”
তাই এই সময় মোবাইল না চেপে বেশি বেশি দোয়া করুন।

05/04/2022

Cute মেয়েটার কন্ঠের গানটিই বেশি ভালো লেগেছে।

01/04/2022
প্রকৃত স্বাধীনতার হাওয়া বিরাজমান থাকুক অনন্তকাল ধরে।
26/03/2022

প্রকৃত স্বাধীনতার হাওয়া বিরাজমান থাকুক অনন্তকাল ধরে।

Address

Boithakata, Nazirpur, Pirojpur
Barisal
8200

Telephone

+8801836294876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boithakata Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like