Hasan হাসান

Hasan হাসান RM Hasan
(1)

চিকিৎসা মহাবিদ্যালয়।হে মহাবিদ্যালয় তোমার কাছে এসে অসুস্থ হয়ে,কেউ ফিরে সুস্থ হয়ে হাসি মুখে, আবার কেউ ফিরে লাশ হয়ে।
06/12/2023

চিকিৎসা মহাবিদ্যালয়।

হে মহাবিদ্যালয় তোমার কাছে এসে অসুস্থ হয়ে,কেউ ফিরে সুস্থ হয়ে হাসি মুখে, আবার কেউ ফিরে লাশ হয়ে।

বিচ্ছেদের বাইশ বছর পরের চিঠি,মাঝি,আইজকা বাইশটা বছর কাইটা গেল, আপনের সাথে কাটানো দিনগুলার কথা, এক্কান সেকেন্ডের জন্যেও ভু...
28/11/2023

বিচ্ছেদের বাইশ বছর পরের চিঠি,

মাঝি,

আইজকা বাইশটা বছর কাইটা গেল, আপনের সাথে কাটানো দিনগুলার কথা, এক্কান সেকেন্ডের জন্যেও ভুইলা যাইবার পারিনাই। আপনের কথা মনে হইলে, অন্তরটা ফাইট্যা চৌচির হইয়া যাইতে চায়। কেমন আছেন আপনে? আমার কথা বুঝি মনে পড়ে না?

হুনছি, আমাগো বিচ্ছেদের পরেই নাকি? সুন্দর একখান মাইয়ারে বিয়া কইরা ঘরে তুলছেন। সংসারী হইয়া বেশ সুখেই আছেন।

আপনের মনে পড়ে মাঝি?

কোন এক জ্যোৎস্নামাখা রাইতে, আমারে নাওয়ে লইয়া মাঝ নদীতে দাঁড়াইয়া ঐ আসমানের চাঁদটারে দেহাইয়া কইছিলেন, আমারে নাকি ঐ আসমানের চান্দের লাহান লাগে। আইছা মাঝি! আপনের নয়া বউ বুঝি, ঐ চাঁন্দের চাইতেও বেশি সুন্দর?

মাঝি! মনে আছে আপনের?

আমারে বুকভরা আশ্বাস দিয়ে কইছিলেন, আমারে নিয়া নাকি এতগুলান স্বপ্ন দেহেন। আমাগো সংসার হইবো, ছেলেমেয়ে হইবো, সারাটা জীবন আমারে লইয়া নাকি কাটাইয়া দিবেন।

কোনো বিপদ আপদ, আমাগো দুজনরে কোনদিনও

আলাদা করতে পারবোনা।

আমারে নাকি আপনার মনের শিকল দিয়া বাইন্ধা
রাখবেন।

মাঝি, আপনার এইসব সব কথাগুলান কি তাইলে মিছা আছিল?

জানেন মাঝি সম্পদের লোভে পইরা যেদিন আমারে ছাইরা অন্য কাউরে বউ বানাইয়া ঘরে তুলছেন?

সেদিন আমি হাউমাউ করে কান্না করছিলাম। তারপরেও আপনের দিলটা নরম হয়নাই মাঝি। ছুইটা আইসা চোক্ষের পানিগুলান মুইছা দেন নাই। সেই পানি আইজ বাইশটা বছর ধইরা ঝরতে ঝরতে দুইটা চোখ আমার অন্ধকারে ডাকা পইড়া গেছে।

এই চোক্ষের আলো আর কোনোদিনও ফিরাইবো না। আপনের লগে কাটানো অতীতগুলান, আমার অন্ধ চক্ষু দুইটা দিয়া দেখতে দেখতে, আমার শরীলটাও একদিন কবরের অন্ধকারের মাটির সাথে মিইশা যাইবো।

আপনে খুব সুখে থাইকেন মাঝি। এত্তগুলা বছরেও আপ্নেরে ভুইলা যাইবার পারিনাই বইলা, আমারে মাফ কইরা দিয়েন।
ভালোবাসা এমনে হয়🥲
ভালোবেসে শুধু কষ্টই পেলাম।

কপি- কারো পেজ থেকে।

স্বপ্ন যাক বহুদূর।
27/11/2023

স্বপ্ন যাক বহুদূর।

রিপোর্টার - শেন ওয়ার্ন তার জার্সি নিয়েছিলো মাইকেল জর্ডানের সাথে মিল রেখে। আপনিও কি ৭৫ নাম্বার জার্সি কারো সাথে মিল রেখে ...
12/10/2023

রিপোর্টার - শেন ওয়ার্ন তার জার্সি নিয়েছিলো মাইকেল জর্ডানের সাথে মিল রেখে। আপনিও কি ৭৫ নাম্বার জার্সি কারো সাথে মিল রেখে নিয়েছেন?

সাকিব- আমি ইচ্ছে করলে এখন দশ নাম্বার জার্সিটা নিতে পারবো, কিন্তু অন্যের জার্সি যা সবাইকে চিনে তা কেনো আমি নিবো? আমি আমার নিজের জার্সিটাকে এভাবে করে তুলবো যেনো এরপরে সবাই সেভেন্টি ফাইভ (৭৫) নাম্বার জার্সি নিতে চায় ❤
-
হ্যা, তিনি পেরেছেন। তিনি যা করতে চেয়েছিলেন তা তিনি পেরেছেন। এখন হাজারো ভক্ত দশ নাম্বার জার্সির বেড়াজাল থেকে বের হয়ে ৭৫ নং জার্সিটার দিকে ঝুকে পড়ছে। সবাই নিজেদের বুকে ধারন করছে এই জার্সির নাম্বার🌼

*ইন্টারভিউটা ২০১৫/১৬ সালে ইন্ডিপেনডেন্ট টিভিকে দেয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক (ট্রেড-১) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা   :   এসএসসি/সমমান পরিক্ষায় নূ...
02/12/2022

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক (ট্রেড-১) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যোগ্যতা : এসএসসি/সমমান পরিক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
বয়স :‌ ১৭ থেকে ২০ বছর।
উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি (নূন্যতম) ।

আবেদন করা যাবে ১০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।

যেকোনো সমস্যায় ইনবক্স করুন।

সত্যিকারের_ধনী একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আ...
28/11/2022

সত্যিকারের_ধনী
একবার এক লোক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ আছে কি?"

বিল গেটস জবাব দিয়েছিল, "হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী”।

তারপর তিনি একটি গল্প বললেন।

“এই সময়টি ছিল যখন আমি ধনাঢ্য বা বিখ্যাত ছিলাম না।

“একবার নিউইয়র্ক বিমান বন্দরে একজন সংবাদপত্র বিক্রেতার সাথে আমার সাক্ষাত হলো।’’

“আমি একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু দেখেছি আমার কাছে যথেষ্ট টাকা নেই। তাই আমি কেনার সিদ্ধান্ত ছেড়ে পেপারটি বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম।

“আমি তাকে আমার অবস্থার কথা বলেছি। বিক্রেতা বললেন, ‘আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি।’ আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“দুই থেকে তিন মাস পরে, আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছি এবং কাকতালীয়ভাবে আবারও সেই পত্রিকা বিক্রেতার সাথে দেখা হলো। বিক্রেতা আমাকে আজও একটি পত্রিকা অফার করলেন। আমি অপারগতা প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারি না কারণ এখনও আমার পরিবর্তন আসেনি। তিনি বললেন, ‘আপনি এটি নিতে পারেন, আমি এটি আমার লাভাংশ থেকে আপনাকে দিচ্ছি, আমার ক্ষতি হবে না’। বিক্রেতার আগ্রহে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“ঐ ঘটনার ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ একদিন মনে পড়ে গেল সেই পত্রিকা বিক্রেতার কথা। আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেলাম।

“আমি তাকে জিজ্ঞাসা করলাম,‘ আপনি কি আমাকে চেনেন? ’তিনি বলেছিলেন,‘ হ্যাঁ, আপনি বিল গেটস। ’

“আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম,‘ আপনার কি মনে আছে একবার আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? ’

“বিক্রেতা বললেন,‘ হ্যাঁ, মনে আছে। আপনাকে দু’বার দিয়েছি। ’

“আমি বললাম,‘ আপনি যে আমাকে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলেন তা আমি ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার নিজের জন্য যা চান বলুন? আমি এটি পূরণ করব। ’'

“বিক্রেতা বললেন,‘ স্যার, আপনি এমন কিছু দিতে পারবেন না, যা আমার সাহায্যের সমান হবে। ’

“আমি জিজ্ঞাসা করলাম,‘ কেন? ’

“তিনি বলেছিলেন,‘ আমি আপনাকে সংবাদপত্র দিয়েছিলাম আমার দরিদ্র অবস্থান থেকে । আর আপনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার সাহায্য কীভাবে আমার সাহায্যের সমান হবে? ’

"সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশ

24/10/2022

১০ নম্বর মহাবিপদ সংকেত ।
"ঘুণিঝড় সিত্রাং"
সবাইকে আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য অনুরোধ করা হলো।
আপনাদের পাশে আমরা
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছি।
সহযোগিতায়ঃ তালতলী ব্লাড ডোনার ক্লাপ।

21/10/2022

সাগরকন্যা কুয়াকাটা

10/10/2022

আসুন, অন্যকে উৎসাহ দেই।
ফ্রিতে রক্তদান করি,
রক্তের জন্য চিন্তা মুক্ত দেশ করি। আসুন, প্রতিদিন একটি
করে ভালো কাজের সাথে থাকি। ধন্যবাদ জানাই
সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি।

দুইজনের রাগ অভিমান বেশি।যার জন্য, ঝগড়ার থেকে অভিমানটা বেশি হয়। আবার আমরা ঝগড়া করি, আবার আমাদের খারাপ লাগে।আবার আমরা ২...
01/10/2022

দুইজনের রাগ অভিমান বেশি।
যার জন্য, ঝগড়ার থেকে অভিমানটা বেশি হয়। আবার আমরা ঝগড়া করি, আবার আমাদের খারাপ লাগে।
আবার আমরা ২জনেই আগ বাড়িয়ে কথা বলি, ভুল স্বীকার করি।
যার জন্য, হয়তো সম্পর্কটা এখনো টিকে আছে।

এভাবে চিন্তা-চেতনা থাকলে,
পূর্ণতা পায় হাজারো সম্পর্ক।

তোমায় ঘিরে যে ভালো লাগা, হয় নি বলা ভাষায়, হাজার ভীড়ের মাঝে খুঁজে পাওয়া, সেই তুমি আজ কোথায়?___🖊️ Tahsan Khan
25/09/2022

তোমায় ঘিরে যে ভালো লাগা,
হয় নি বলা ভাষায়,
হাজার ভীড়ের মাঝে খুঁজে পাওয়া,
সেই তুমি আজ কোথায়?
___🖊️ Tahsan Khan

আমি ভালোবাসা বলতে বুঝি একজোড়া বিশ্বস্ত হাত যা কখনো ছেড়ে যাবে না। 🌸 ছবি সংগৃহীত.....
15/09/2022

আমি ভালোবাসা বলতে বুঝি একজোড়া বিশ্বস্ত হাত যা কখনো ছেড়ে যাবে না। 🌸

ছবি সংগৃহীত.....

তোমার সঙ্গে ভালো ছবি নেই,তোমার সঙ্গে ভালো স্মৃতি আছে।মনেতে ছবি থাকে না অরুণিমা, মনের মানুষ থাকে।____রুদ্র গোস্বামী
11/09/2022

তোমার সঙ্গে ভালো ছবি নেই,
তোমার সঙ্গে ভালো স্মৃতি আছে।
মনেতে ছবি থাকে না অরুণিমা, মনের মানুষ থাকে।

____রুদ্র গোস্বামী

একজন সৎ  যোগ্যতাসম্পন্ন সেলসম্যান আবশ্যক।যোগাযোগ :- 01712897346সালারি আলোচনা সাপেক্ষে।অপরূপা টেলিকম তালতলী ভবিষ্যৎ কর্ণধ...
08/09/2022

একজন সৎ যোগ্যতাসম্পন্ন সেলসম্যান আবশ্যক।
যোগাযোগ :- 01712897346
সালারি আলোচনা সাপেক্ষে।
অপরূপা টেলিকম তালতলী
ভবিষ্যৎ কর্ণধার।
ফেসবুক লিংক দেওয়া হলো প্রথম কমেন্টে https://www.facebook.com/herubadsha346

আসসালামু আলাইকুম। #ফ্রি_ফ্রি_রক্তের_গ্রুপ_পরীক্ষা করা হবে। সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।আগামীকাল রো...
06/09/2022

আসসালামু আলাইকুম।
#ফ্রি_ফ্রি_রক্তের_গ্রুপ_পরীক্ষা
করা হবে। সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।
আগামীকাল রোজ বুধবার
সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত।
আসুন নিজে ফ্রিতে রক্ত পরীক্ষা করি অন্যকে রক্তের গ্রুপ জানার উৎসাহ দেই।
যদি রক্তদানে বাঁচে প্রাণ,
কেন করব না রক্তদান।
স্থানঃ সরকারী কলেজ তালতলী

কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যেএক ধরনের দুর্বলতা আছে।নিজেকে তুচ্ছ এবং সামান্য মনে হয়।এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়...
06/09/2022

কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে
এক ধরনের দুর্বলতা আছে।
নিজেকে তুচ্ছ এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

__হুমায়ূন আহমেদ

██▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█*এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু, এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮: শিক্ষ...
05/09/2022

██▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু, এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮: শিক্ষামন্ত্রী
*১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

একজন বাবার শত কষ্টের অর্থএভাবেই অপচয় করে কিছু আত্বীয় নামক অমানুষগুলো 😢আসুন আজ থেকে খাবার নষ্ট করবো না। সাধারন তো আমরা যে...
27/08/2022

একজন বাবার শত কষ্টের অর্থ
এভাবেই অপচয় করে কিছু আত্বীয় নামক অমানুষগুলো 😢

আসুন আজ থেকে খাবার নষ্ট করবো না। সাধারন তো আমরা যে খাবার অনুষ্টানে নষ্ট হয়, তা দিয়ে কমপক্ষ ২০/৩০ জন পথশিশু একবেলা ভালো মন্দ খাওয়াতে পারি।

নিজে পরিবর্তন হই,
অন্যকে পরিবর্তন করতে উৎসাহ করি।

শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে...! ____হূমা...
26/08/2022

শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই। শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে...!

____হূমায়ূন আহমেদ
(অর্ধাঙ্গিনী)

“ চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি।- তারপর?তারপর ঠিক করে নেবে,আজীবন শূন্যতা, না আমি। ”___রুদ্র গোস্বামী
22/08/2022

“ চল হাত ছেড়ে শূন্যতা ধরে হাঁটি।
- তারপর?
তারপর ঠিক করে নেবে,
আজীবন শূন্যতা, না আমি। ”

___রুদ্র গোস্বামী

ছেলেটির নাম "আদনান আরাফাত রিদয়"                    বাড়ি-তাতিপাড়া,  নিশানবাড়িয়া ইউনিয়ন।    আজকে বিকালে শুভসন্ধ্যা সমূদ্র ...
21/08/2022

ছেলেটির নাম "আদনান আরাফাত রিদয়"
বাড়ি-তাতিপাড়া, নিশানবাড়িয়া ইউনিয়ন।
আজকে বিকালে শুভসন্ধ্যা সমূদ্র সৈকতে মঠবাড়িয়া থেকে আগত পর্যটকদের ছিনতাই করে সর্বস্ব লুট করে নিয়েছে।
সাথে ছেলেটির দুই বন্ধুও ছিল!!
ছেলেটিকে দেখামাত্র আইনের হাতে তুলে দিন।
তালতলীতে কেন ছিনতাইকারীকে ক্ষমা করা হবে না।
একটা টোকাইর জন্য তালতলীর মানইজ্জত নষ্ট হতে পারে না।

Copy: জিয়াদুল রুবেল সার্র এর প্রোফাইল থেকে নেওয়া

"মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প...
20/08/2022

"মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়।"

___হুমায়ূন আহমেদ

স্থানঃ কালার পয়েন্ট ফ্যাশন
ফটোঃ স্নেহের সুমন-ফরাজী
১৮/০৮/২০২২

চাহিদা কম করুন,নিজের অবস্থানকে ভালোবাসুন। নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন,আবার...
17/08/2022

চাহিদা কম করুন,
নিজের অবস্থানকে ভালোবাসুন। নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন,আবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

15/08/2022

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চলছে ফ্রি ব্লাড গ্রুপিং স্থান তালতলী

14/08/2022

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চলছে ফ্রি ব্লাড গ্রুপিং রোজ সোমবার দুপুর ২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত
তালতলী ব্লাড ডোনার ক্লাব (টি.বি.ডি.সি) আমরা থাকতেছি তালতলী বাজারে।
সহযোগিতায়ঃ তালতলী অ্যাপোলো হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার

13/08/2022

একজন ডিপ্লোমা নার্স প্রয়োজন, বেতন আলোচনা সাপেক্ষে।
স্থান : তালতলী এ্যাপোলো হাসপাতাল।
যোগাযোগ :
👉 M.D📞01811-111638
Copy Fahim vaia fb

জীবনের সব কিছুই পূর্ণতা পায় না। কিছু কিছু অপূর্ণতা থেকে যায়।ভালো থাকুক।__
11/08/2022

জীবনের সব কিছুই পূর্ণতা পায় না। কিছু কিছু অপূর্ণতা থেকে যায়।
ভালো থাকুক।
__

06/08/2022

সব থেকে নিজেকে ভালোবাস উচিৎ। নিজের পরিবার, তারপর প্রিয় মানুষটা। টাকা পয়সা আসবে যাবে,
সময় প্রত্যাখ্যান হবে।
প্রিয় মানুষটি চলে গেলে, আর কখনো আসবেনা। বরং আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে, একটু কষ্ট হলেও প্রিয়ও মানুষটাকে সাথে নিয়ে থাকা, অনেক ভালো। একটা শান্তি আছে অন্যরকমের।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan হাসান:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Barisal

Show All