18/08/2024
"ফারজানা জাহান সিঁথি"
"দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য"
আমরা এবং দেশ অশ্লীলতাকে কখনো সাপোর্ট করবো না।
সেটা হতে পারে, আচরণগত বা শারীরিক।
(ফারজানা জাহান সিঁথি) যাকে আমরা বাঘিনীকন্যা বা অগ্নিকন্যা হিসেবে চিনি,আবার অনেকে মেধাবী শিক্ষার্থী, ন্যায়পরায়ন, ভাল, ভদ্র ও প্রতিবাদী মেয়ে হিসেবে অন্তরে লালন করেছি।
কিন্তু মনে রাখবেন,
আপনি প্রতিবাদী ছিলেন বলে আমরা যে আপনার নোংরামি আচরণ ও অশ্লীলতার অঙ্গভঙ্গিকে সাপোর্ট করবো তা কিন্তু না।
এমন আচরণ করা ব্যক্তির কাছে দেশ জাতি নিরাপদ?
না না না,
মনে রাখবেন নোংরা গোবরের মতো ছুড়ে ফেলে দিবে জনগন।
সে নাকি তার ভুল স্বীকার করে।
আইডি Deactivate করে ফারজানা জাহান সিঁথি নামে পেইজও খুলেছে।
লাভ নেই…........পঁচা ডিম