Easy Recipes

Easy Recipes Easy recipes
Inaya's Universe
প্রজাপতি শূন্য

হবে নাকি চিংড়ি মাছের মালাই কারি।।
30/11/2023

হবে নাকি চিংড়ি মাছের মালাই কারি।।

29/11/2023

যে ছেলে রান্না করতে পারে ওরা ছেলে নয় হীরার টুকরো ।। আর আমার 😄😄😄

শুভ সকাল।।
27/11/2023

শুভ সকাল।।

25/11/2023

আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকার পর ও তাদের মধ্যে ছিটে ফোটা অহংকার নেই ❤️❤️❤️

দশ মিনিটে চকলেট কাপ কেক।।
23/11/2023

দশ মিনিটে চকলেট কাপ কেক।।

"আমি প্রতিদিন তিনবেলা আমার স্ত্রীর হাতের রান্না খাই।"😋একটা সময় হয়তো স্বামী এই কথাটা গর্ব করে বলবে🙈ঐ স্ত্রী সত্যিই ভাগ্যব...
22/11/2023

"আমি প্রতিদিন তিনবেলা আমার স্ত্রীর হাতের রান্না খাই।"😋
একটা সময় হয়তো স্বামী এই কথাটা গর্ব করে বলবে🙈

ঐ স্ত্রী সত্যিই ভাগ্যবান, যার হাতের রান্না তার স্বামীর কাছে সবচেয়ে প্রিয় ❤️❤️

আমার আপুর হাতের পিঠা ।যার দুনিয়াতে বড় বোন আছে আসলেই সে ভাগ্যবতী।।
21/11/2023

আমার আপুর হাতের পিঠা ।যার দুনিয়াতে বড় বোন আছে আসলেই সে ভাগ্যবতী।।

পাবদা মাছ।।
19/11/2023

পাবদা মাছ।।

18/11/2023

জীবনে এমন বন্ধু বানাও যেনো আয়না এবং ছায়ার মতো হয়🌼🌼কারন আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না..!

রান্না ঘরের প্রয়োজনীয় কিছু টিপস :🔸কাঁচকলা ও লেবু অন্ততঃ এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে বেশিদিন টাটকা থাকে।🔸সিরকা/ভিনেগার  ...
17/11/2023

রান্না ঘরের প্রয়োজনীয় কিছু টিপস :

🔸কাঁচকলা ও লেবু অন্ততঃ এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে বেশিদিন টাটকা থাকে।

🔸সিরকা/ভিনেগার ও সোডিয়াম বেনজোয়েট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে।

🔸চাল ধোয়া পানিতে স্টীল ও কাঁচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে।

🔸যে কোনো মসলা শীতল ও অন্ধকার জায়গায় রাখলে বেশিদিন ভালো থাকে।

🔸ভারী বেগুণের থেকে হালকা বেগুণ ভালো। কারণ ভারী বেগুণে বিচি বেশি থাকে।

🔸পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

🔸আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠাণ্ডা করে দিলে গন্ধ হয় না।

🔸ভ্রমণের সময় শুকনা খাবার নেওয়াই ভালো। অনেকক্ষণ খাবার ভালো থাকে।

🔸রান্না করা খাবার রেফ্রিজারেটরে রাখার আগে বাতাসে ঠান্ডা করে নিতে হবে। গরম খাবার রাখলে রেফ্রিজারেটর খারাব নষ্ট হয়ে যেতে পারে।

🔸ঘরের বাইরে খাবার নিতে হলে যদি সাধারণ টিফিন বাক্স ব্যবহার করা হয় তাহলে খাবার বাতাসে ঠান্ডা করে নিতে হবে। কখনোই গরম গরম খাবার বাক্সে নেওয়া যাবে না, এতে খাবার গন্ধ হয়ে যেতে পারে।

🔸পিঁয়াজ কাটার আগে দুফালি করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কাটলে চোখের পানি আসে না।

🔸আটার ভুষি দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়।

🔸একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।

🔸তরকারি কাটার সময় আঙ্গুলে দাগ পড়লে ভিনিগার অথবা লাবুর রসে লবণ মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলে দাগ উঠে যায়।

🔸বাড়তি বাটা মশলায় সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায়।

🔸পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে রান্নাঘর মুছলে মাশা-মাছি- পিঁপড়ে ও তেলাপোকার উৎপাত কমে যায়।

🔸যে সব সবজি বা আনাজ কাটলে হাতে কালচে দাগ হয় তা কাটার আগে হাতে সরষের তল মাখলে কালচে দাগ আর হবে না।

🔸পাত্রের কানায় সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উথলে পড়ার সমস্যা থাকে না।

🔸বাজার থেকে কেনা যে কোনো পাকা ফল খাওয়ার আগে অন্ততঃ আধঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া উচিত। কারণ বেশির ভাগ ফল পাকানো ও সংরক্ষণের জন্য কারবাইড ও ফরমালিন ব্যবহার করা হয়।

🔸মাছ ও মাংস রান্না করার জন্য রেফ্রিজারেটর থেকে নামালে বরফ গলিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে।

🔸চায়ের কাপে লেঘে থাকা বাদামী দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।
শুভ রাত্রি

অনেক মজার খাবার।।
17/11/2023

অনেক মজার খাবার।।

17/11/2023

একজন মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল তারচেয়ে একশত গুন দয়াশীল আমার আল্লাহ তার বান্দাদের প্রতি
সুবহানাল্লাহ

16/11/2023

অল্প সময়ে দেশিও স্টাইলে খুব সহজে ক্ষীরসা পাটিসাপটা পিঠা রেসিপি, যাকে খাওয়াবেন সে আপনার পিছু ছাড়বে না, Patishapta Pitha🥰🥰🥰 #শীতেরপিঠা

এই খাবার টা আমার বাচ্চাদের খুবই পছন্দ।।
16/11/2023

এই খাবার টা আমার বাচ্চাদের খুবই পছন্দ।।

15/11/2023

রান্না টা খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে 🥰🥰🥰

শীতের কুয়াশামাখা সকালে একটু ক্ষীর পাটিসাপটা পিঠা হলে কেমন হয়।।
14/11/2023

শীতের কুয়াশামাখা সকালে একটু ক্ষীর পাটিসাপটা পিঠা হলে কেমন হয়।।

এই শীতে হাঁসের মাংস পছন্দ করো কে কে কমেন্ট এ জানাবেন
13/11/2023

এই শীতে হাঁসের মাংস পছন্দ করো কে কে কমেন্ট এ জানাবেন

গতকাল কালকে লাইভে বানানো বার্মিজ আচার।।
12/11/2023

গতকাল কালকে লাইভে বানানো বার্মিজ আচার।।

Home made মিষ্টি
11/11/2023

Home made মিষ্টি

11/11/2023

বার্মিজ আচার 😋😋😋

কাঁচা আম খাওয়ার উপকারিতা​ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে চেষ্টা করছেন এমন যে কারও জন্য উপকারী একটি ফল হতে পারে কাঁচা আম...
11/11/2023

কাঁচা আম খাওয়ার উপকারিতা
​ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে চেষ্টা করছেন এমন যে কারও জন্য উপকারী একটি ফল হতে পারে কাঁচা আম। ...
শরীর ঠান্ডা রাখে গরমে রোদের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা মুশকিল হয়ে পড়ে। ...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ...
ত্বক ও চুল ভালো রাখে ...
ঘামাচি দূর করে

11/11/2023

দশ বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না,
দশ মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দিবে🙃🙃🙃

08/11/2023

মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। Yummy Ilish Bhorta Recipe 🥰🥰

বাসায় তৈরি খাবার ই বেষ্ট খাবার।।
08/11/2023

বাসায় তৈরি খাবার ই বেষ্ট খাবার।।

08/11/2023

৭ বছর হয়ে গেলো ফেসবুক চালাই
কিন্তু আজকে জানলাম
👍লাইক বাটনে
তিনবার চাপ দিলে স্কিনশট হয় 🤔😅🫣

07/11/2023

অনেক অসুস্থ সবাই দোয়া করবেন

07/11/2023

"কারো সফলতায় আপনার রিজিক থেকে একটু ও কমবে না।তাই হিংসা না করাই উচিত

জলপাই এর আচার কে কে পছন্দ করো।।                #আচার
07/11/2023

জলপাই এর আচার কে কে পছন্দ করো।। #আচার

Home made pound cake ‼️
07/11/2023

Home made pound cake ‼️

06/11/2023

জলপাই এর আচার তাহার খুব পছন্দ ❤️❤️❤️

বাবার বাড়ির পুকুরের মাছ
06/11/2023

বাবার বাড়ির পুকুরের মাছ

05/11/2023

সুইট চিলি সস তৈরি করে নিলাম সবচেয়ে সহজ পদ্ধতিতে।। 🥰🥰

আমাদের ছাঁদ বাগানের ড্রাগন ফল।।
05/11/2023

আমাদের ছাঁদ বাগানের ড্রাগন ফল।।

মুরগির মাংস লাউ দিয়ে সেই স্বাদ।।
04/11/2023

মুরগির মাংস লাউ দিয়ে সেই স্বাদ।।

আমড়ার উপকারিতা-আমড়া একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল। ...এটি মুখে রুচি ফেরায়, ক্ষুধা তৈরি করতে সাহায্য করে।আমড়ার আয়রন দৈনিক...
04/11/2023

আমড়ার উপকারিতা-
আমড়া একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল। ...
এটি মুখে রুচি ফেরায়, ক্ষুধা তৈরি করতে সাহায্য করে।
আমড়ার আয়রন দৈনিক আয়রনের চাহিদার ১৫.৫%-৩৫% পূরণ করতে পারে। ...
আমড়ার ফাইবার বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখে।
ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। ...
আমড়া ক্যালসিয়ামের একটি ভালো উৎস। ...
রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়।।

03/11/2023

একটুখানি বুদ্ধি খাটিয়ে হাজবেন্ড এর হাজার টাকা বাচিয়ে দিলাম।। রেস্টুরেন্টে না গিয়ে বাসায় ই তৈরি করলাম।।🥰🥰🥰

পেঁপের উপকারীতা:-🍐পেঁপে একটি সবজি বা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী । কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। ...
03/11/2023

পেঁপের উপকারীতা:-
🍐পেঁপে একটি সবজি বা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী । কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয়।💪💪

আসসালামুয়ালাইকুম কেউ স্বামী কাবাব এর রেসিপিটা দিবেন? 🤣🤣🤣🤣🤣🤣🤣
02/11/2023

আসসালামুয়ালাইকুম
কেউ স্বামী কাবাব এর রেসিপিটা দিবেন? 🤣🤣🤣🤣🤣🤣🤣

❤️প্রয়জনীয় কিছু কিচেন টিপস্১. ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছ...
02/11/2023

❤️প্রয়জনীয় কিছু কিচেন টিপস্

১. ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছিলুন, তা হলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

২. ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন।

৩.মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

৪.আগামী দিন কী রান্না করবেন তার প্রস্তুতি রাতেই নিন, তা হলে সময় বেচে যাবে।

৫.ভর্তা বানাতে মরিচ খালি হাতে ডলবেন না, এতে হাত জ্বালা করবে

৬.ভর্তা বানানোর সময় হাতে সামান্য সরিষার তেল মেখে নিন এতে হাত জ্বালা করবে না

৭. মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।

👉কিচেন টিপস গুলো ভালো লাগলে পেইজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না।

👉আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। https://www.youtube.com/

প্রয়োজনীয় কিছু কিচেন টিপস:🔸তরকারিতে ঝাল বেশি হলে কিভাবে ঝাল কমানো যায় আসুন দেখে নেই।🔸তরকারিতে কয়েকটুকরা আলু কেটে দিন ঝ...
01/11/2023

প্রয়োজনীয় কিছু কিচেন টিপস:

🔸তরকারিতে ঝাল বেশি হলে কিভাবে ঝাল কমানো যায় আসুন দেখে নেই।

🔸তরকারিতে কয়েকটুকরা আলু কেটে দিন ঝাল এর পরিমান অনেকটা কমে যাবে।

🔸লেবুর রস ঝাল কমাতে খুবই সাহায্য করে। তাই যেকোনো তরকারিতে ঝাল কমাতে লেবুর রস দিয়ে দিন পরিমাণ মতো।

🔸দুধ বা টক দই ঝাল কমানোর জন্য দারুণ উপাদান। তরকারির ধরণ বুঝে দুধ বা টক দই যোগ করুন।ঝাল একদম কমে আসবে।

🔸কোর্মা, রেজালা, চাঁপ জাতীয় খাবারে ঝাল বেশি হলে তাতে যোগ করুন বাদাম বাটা ঝাল অনেকটাই কমে যাবে।

🔸তরকারিতে ঝালের পরিমাণ বেশি হলে টমেটো পিউরি করে বা টমেটো কেটে দিয়ে ঝাল কমিয়ে ফেলতে পারেন।

Address

Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Easy Recipes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Recipes:

Videos

Share


Other Barisal media companies

Show All