Sayz Mahin সায়য মাহিন

Sayz Mahin   সায়য মাহিন

31/01/2022

গল্প: বড় আপু যখন বউ💘
পর্বঃ- ৭,৮................................................................................

একা চলা কোনো মায়ায় না জড়ানো ৷ তিনদিন পর ৷
মাঠের কোনায় বসে নোট করছিলাম ৷
সাথে একটা সিগারেট খাচ্ছিলাম ৷
তখম দেখলাম ৷ রিমঝিম আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দারালো ৷
রিমঝিম আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো ৷
হয়তো আমাকে দেখতে পারে নি ৷
আমি নিজের মতো নোট করতে লাগলাম ৷
কিছুক্ষন পর সামনের দিকে তাকিয়ে দেখি রিমঝিম আপু আমার দিকে তাকিয়ে আছে ৷
চোখ মুখ শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগ ৷ রিমঝিম আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম ৷
কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম ৷
রিমঝিম আপু সেখান থেকে চলে গেলো ৷
আমি একটু পর বাসায় চলে আসলাম ৷
এরপর প্রতিদিন কলেজে গেলাম রিমঝিম আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য ৷
প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না ৷ কিন্তু পরেরদিন ঠিকি কলেজে চলে যাই ৷
রিমঝিম আপু কলেজে আসে ৷ চুপচাপ মনমরা হয়ে বসে থাকে ৷
রনিকে দেখি তার সাথে বসে থাকতে ৷ প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে ৷ রিমঝিম আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে ৷
হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায় আমি খারাপ হয়তো সেই জন্য ৷ আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি ৷
এভাবে ২০ দিন কেটে গেলো ৷ আজ পাচ দিন হলো আর কলেজে যাই না ৷
আজ কলেজে যেতে কেনো জানি খুব মন চাইলো ৷ ব্যাগটা নিয়ে কলেজে গেলাম ৷
কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুজছিলো ৷ কিন্তু তাকে খুজে পাচ্ছিলো না ৷
কলেজের চত্ত্বরে বসে ছিলাম ৷
একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাড়ালো ৷
গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো ৷ তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো ৷
বুকের ভেতরটা কেমন জেনো করছিলো ৷
মনে হচ্ছিলো দৌড়ের দিয়ে পালিয়ে যাই ৷
কিন্তু আমি তো কোনো দোষ করি নি তাই চুপচাপ বসে রইলাম ৷
পুলিশ অফিসারটি আমার কাছে আসলো ৷
* তোমার নাম রিয়াদ ? (পুলিশ অফিসার)
* জি স্যার (আমি)
* তোমাকে আমার সাথে যেতে হবে চলো ৷ (পুলিশ অফিসার)
* কিন্তু কেন আর আপনি কে ? (আমি)
* আমি রিমঝিমের ভাইয়া ৷ (পুলিশ অফিসার)
* ওহ কিন্তু কেন যাব ? (আমি)
* গেলেই বুঝতে পারবে ৷ (রিমঝিম আপুর ভাইয়া)
* কিন্তু কোথায় ? (আমি)
* আমাদের বাসায় ৷ (রিমঝিম আপুর ভাই)
* আচ্ছা চলুন ৷ (আমি)
রিমঝিম আপুকে দেখার খুব ইচ্ছে করছিলো আর মনে মনে

31/01/2022

বড় আপু যখন বউ💘
পর্বঃ- ০৬

ফোন বের করার সাথে সাথে রিমঝিম আপুর ফোন দিয়েছে ৷
* হ্যালো (আমি)
* কই তুই ? (রিমঝিম আপু)
* ব্রিজের উপর বসে আছি ৷ কেন ? (আমি)
* দরকার আছে ওখানেই থাক আমি আসছি ৷
(বলেই রিমঝিম আপু ফোনটা কেটে দিলো )
তারপর দিশা কে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম ৷
কথা বলার ইচ্ছে করছিলো না ৷ কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি ৷ নিজে থেকে কথা বলতে এসেছে চলে যেতে বললে ওর সম্মানে লাগবে ৷ কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিলো ৷
হটাৎ রিমঝিম আপুর গাড়ি এসে দারালো ৷
রিমঝিম আপু বাইরে বেরিয়ে আসলো ৷ আমাকে মিমের সাথে দেখে মুখের ভাব বদলে গেলো আমার কাছে আসল ৷৷
* চল দরকার আছে ৷ (রিমঝিম আপু)
* দারাও একটু ৷ (আমি)
আমি দিশার সাথে আরেকটা কথা বলার আগেই
রিমঝিম আপু আমাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো ৷
* তৌকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না ৷ (রিমঝিম আপু)
* আমি বলি নি আর ও নিজে থেকেই কথা বলতে এসেছিলো ৷ (আমি)
* তারপরেও তুই কথা বলবি না ৷ (রিমঝিম আপু)
রিমঝিম আপুর কাছেই আসলে কেমন যেন দূর্বলতা কাজ করে
* কোথায় যাচ্ছি আমরা ? (আমি)
* মার্কেটে যাবো ৷ (রিমঝিম আপু)
* কেন ? (আমি)
* কাল আমার জন্মদিন তাই ড্রেস কিনবো আর তুই সেটা পছন্দ করে দিবি ৷ (রিমঝিম আপু)
*আমি পছন্দ করে দিব কেন ? তোমার হবু বর পছন্দ করে দিবে ৷ (শুকনো হাসি দিয়ে আমি)
* খোটা মারা কথা গেলো না তোর ৷ (রিমঝিম আপু)
*খোটা মারার কথা আবার কখন বললাম যেটা সত্যি সেটাই বললাম ৷ (আমি)
রিমঝিম আপু আর কোনো কথা বললো না ৷ মার্কেটে গিয়ে রিমঝিম আপু ড্রেস দেখতে লাগলো ৷ একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো ৷
রিমঝিম আপু হয়তো সেটা লক্ষ্য করলো ৷
তাই ড্রেস টা কিনলো ৷
রিমঝিম আপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল আরেকজোরা ঝুমকো কিনলাম ৷
তারপর সেগুলো চুপ করে রিমঝিম আপুর ব্যাগে রেখে দিলাম ৷
রিমঝিম আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিলো ৷ আমি বাসার ভিতর ঢুকতে যাব তখুনি আবার ডাক দিলো ৷
আমি রিমঝিম আপুর কাছে গেলাম ৷৷
* শোন কাল আমি কলেযে যাব না । কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে ৷ তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মাইর পরবে ৷৷ (রিমঝিম)
কথাটা বলার পরেই রিমঝিম আপু চলে গেলো ৷
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না ৷
গিফট তো রিমঝিম আপুকে দিয়েই রেখেছি তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না ৷ আর আমি ওর কাছে গিয়ে মায়া বারাতে চ

31/01/2022

বড়_আপু_যখন_বউ💘
পর্বঃ- ০৪

* আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিবো বলদ কোথা কার ৷ (রিমঝিম আপু)
তখন রিমঝিম আপুর বান্ধবি কোথা থেকে এসে জেনো পাশে বসলো ৷৷
তখন রিমঝিম আপু যা করলো
রিমঝিম আপু রেগে আগুন হয়ে গেলো ৷
আমার হাত ধরে নিজের পাশে বসালো ৷
* আয়েশা তুই এখানে ! (রিমঝিম আপু)
* কেনো আসা যাবে না নাকি ? (আয়েশা)
* আমি কি সেটা বলছি নাকি (রিমঝিম আপু)
* আসলে একা একা ভালো লাগছে না তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম ৷ (আয়েশা)
* ও খুব ভালো করেছিস (রাগে কটমট করে আপু)
* ছেলেটা কে রে ? (আয়েশা)
* দারা পরিচয় করিয়ে দেই ৷ রিয়াদ এ হচ্ছে তোমার বড় আপু আয়েশা । আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি ঠিক আছে ।। আর আয়েশা এ হচ্ছে রিয়াদ ।। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি (রিমঝিম আপু)
* কি বলছিস এসব (আয়েশা আপু)
* ঠিকি তো বললাম (রিমঝিম আপু)
আমি শুধু ওদের কথা শুনছি ৷ তারপর আয়েশা রিমঝিম আপুকে সাউডে নিয়ে গেলো ৷ দুজনে কি যে কথা বলছে কিন্তু দূর থেকে যা বুঝলাম খুব ঝগড়া করছে।।।
এক পর্যায়ে রিমঝিম আপু কি জেনো বললো আর আয়েশা আপু ওখান থেকে চলে গেলো আপু তখন আমার কাছে আসলো !!
* এত্তক্ষন লাগে আসতে কি কথা বললা (আমি)
চুপচাপ পাশে বসে পরলো ৷
* কি হলো কিছু বলছো না যে (আমি)
* শুন কাল থেকে তুই কলেজে আসবি না ! (রিমঝিম আপু)
* আসবো না কেন ? (আমি)
* তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না (রিমঝিম আপু)
*কিন্তু কথা বললে কি সমস্যা ? (আমি)
* সমস্যা আছেওর কথার বলার দরকার নেই ৷ (রিমঝিম আপু)
*আমি কথা না বললেই তো হলো তাতে কলেজ না আসার কি হলো (আমি)
* সেটাও কথা তুই আয়েশার সাথে কথা বলবি না ৷ এমন কি কোনো মেয়ের সাথে কথা বলবি না ঠিক আছে আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার এক দিন ৷৷ (রিমঝিম আপু)
কি বলবো ভেবে পাচ্ছি না। রিমঝিম আপুর এমন আচরন আমায় বেশ অবাক করেছে ৷
* কি হলো কি কথা বল । মনে থাকবে তো ? (রিমঝিম আপু)
* হুম থাকবে (আমি)
* এই তো ভালো ছেলে। এখন ক্লাসে যা (রিমঝিম আপু)
রিমঝিম আপু নিজের ক্লাসে গেলো আমি আমার ক্লাসে চলে গেলাম ৷৷ এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেলো ৷ রিমঝিম আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো ৷ যেমন কোন আপন জন করে ৷ এসব করার অধিকার আমি রিমঝিম আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছি । কারন আমি মনে মনে রিমঝিম আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি৷ নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি । তার সাথে

30/01/2022

আগের পর্ব দুটি আবার একটু কষ্ট করে পড়ুন প্লিজ নাহলে এইটা বুঝতে পারবেন না।আগের টাই একটু Mistake হয়েছিলো তার জন্য Sorry

💘গল্প:বড়_আপু_যখন_বউ💘
পর্বঃ- ০৩

* কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু)
* কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে !! (আমি)
* আমাকে বিয়ে করবি না কেন।। আমি কি দেখতে খারাপ ? (রিমঝিম আপু)
* না সেটা না। কিন্তু তোমার সাথে আমার যায় না (আমি)
* তাই নাকি । কিন্তু আমি যে তোকেই বিয়ে করবো (মুচকি হেসে)
রিমঝিম আপুর কথা গুলো শুনে চোখ আকাশে ৷ এক ভাবে তার দিকে তাকিয়ে আছি ৷৷
* আরে ভ্যাবাচেকা খেয়ে গেলি নাকি। আমি তো মজা করছিলাম তোর সাথে (রিমঝিম আপু)
আপুর কথা শুনে কিছুটা সস্তি পেলাম ।।
* কই যাবে এখন (আমি)
* আজ তোকে গুছিয়ে আনবো (রিমঝিম আপু)
* মানে বুঝলাম না (আমি)
* মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে ৷ (রিমঝিম আপু)
* লাগবে না আমি এরকমি ঠিক আছি (আমি)
* আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব ৷ (রিমঝিম আপু)
আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম ৷ তারপর দুজনে বেরিয়ে পরলাম ৷৷
রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি ৷৷
* কি হলো চুপচাপ বসে আছিস যে কিছু তো বল ৷ (রিমঝিম আপু)
* কী বলবো ? (আমি)
রিমঝিম আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিলো ৷ তারপর দুজনে শপিং মলে গেলাম ৷৷
* এখানে কেনো আসছো ? (আমি)
* শপিং করবো ৷ (রিমঝিম আপু)
* ও আচ্ছা কি কিনবেন ? (আমি) * আবার আপনি বলিস ! (একটু রাগ দেখিয়ে আপু,)
* সরি। আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে ৷ (আমি)
* আরেক বার বলে দেখিস দাত ভেংগে দিবো ৷ (রিমঝিম আপু)
* আচ্ছা বাদ দেও তো ৷ কি কিনবা তারাতাড়ি কিনো ৷ (আমি)
* আমি নিজের জন্য কিনবো কে বললো ৷ তোর জন্য কিনবো ৷ (রিমঝিম আপু)
* আমার জামা কাপড়েও কিনবে কেনো ? (আমি)
* এমনি আমার ইচ্ছে হয়েছে তাই ৷ (রিমঝিম আপু)
* কিন্তু আমার কিছু লাগবে না ৷ (আমি)
* বেশি কথা বলবি না ৷ (রিমঝিম আপু)
তারপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো ৷ আমি গিয়ে বিল দিয়ে দিলাম ৷
রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো ৷
* তোকে বিল দিতে কে বলছে ? (রিমঝিম আপু)
* আমার জিনিস তাই আমি বিল দিলাম ৷ (আমি)
* কেন আমি কি বলছি তোকে টাকা দিতে (রিমঝিম আপু)
* না এমনি দিলাম ৷ (আমি)
* আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি ৷ চল এখন (রিমঝিম আপু)
রিমঝিম আপু আর কোনো কথা বললো না ৷
রেস্টুরেন্ট গিয়েও আপ

30/01/2022

বড়_আপু_যখন_বউ💘
পর্বঃ- ০২

Sayz Mahin
তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো ৷৷
* নে খেয়ে নে ৷ (রিমঝিম আপু)
* করুনা করছেন ? (আমি)
* করুনার কি দেখলি ৷ (একটু রেগে রিমঝিম আপু)
* যা করছেন সবি তো করুনা।। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুনা ছাড়া কি ? (আমি)
রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিলো ৷৷
* চল খেতে হবে না তোকে ৷ (আপু)
বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো ৷
* বাসায় চলে যা ৷ (রিমঝিম আপু)
আমি কিছু না বলে ওখান থেকে হাটতে ধরলাম ৷
কি মেয়েরে বাবা নিজেই ডাকলো আবার নিজেই তারিয়ে দিলো ৷
বড়লোক তো তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না ৷ শুধু নিজের মর্জিতে সবাই কে চালাতে চায় ৷ কি জন্য যে কলেজে আসলাম ৷৷(মনে মনে ভাবলাম আমি)
ভালো লাগছিলো না তাই আর বাসায় গেলাম না ৷ দুইটা সিগারেট কিনে নদীর পারে গিয়ে বসলাম ৷
সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদির পানি চলা চল দেখতে লাগলাম ৷
একটু পর ফোনটা বেজে উঠলো ৷ আননোন নাম্বার ৷ ফোনটা রিসিভ করলাম ৷
ফোনটা রিসভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কন্ঠ শুনতে পেলাম।কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু
* কই আছিস (রিমঝিম আপু)
* কে আপনি ? (না চেনার ভান করে আমি)
* কই আছিস সেটা বল এসে দেখাচ্ছি আমি কে !(রিমঝিম আপু) * নদীর ধারের গাছের নিচে বসে আছি । (আমি)
* দাড়া আমি আসছি কোথাও যাবি না ৷ (রিমঝিম আপু)
প্রায় ১০ মিনিট পর রিমঝিম আপু আসল ৷
* এখানে কি করিস ? (রিমঝিম আপু)
* বসে আছি ৷ কেন বলুন তো ৷ (আমি)
* তোর হাতে ওটা কি ? (রিমঝিম আপু)
* কই কিছুই তো নয় ৷ (আমি)
* সত্যি বল হাতে কী ? ( রিমঝিম আপু)
* সিগারেট ৷ (আমি)
আপু সিগারেট টা নিয়ে ফেলে দিলো আমার হাত থেকে ৷
* আজকের পর থেকেদিন ও জেনো আমার সামনে সিগারেট খাওয়া না দেখি ৷ (রিমঝিম আপু)
কিছু না বলে চুপ করে রইলাম বসে রইলাম ৷
* বাসায় যাবি না ? (রিমঝিম আপু)
* বাসায় গিয়ে কি করবো ? (আমি)
* বাসায় গিয়ে নাচবি আর কী করবি !! (রিমঝিম আপু)
* আমার বাসায় যেতে ইচ্ছে করছে না ৷ (আমি)
আপু আমার পাশে বসে পরলো ৷ তারপর বললো ৷
* সরি '' তখন তোকে রাগ দেখানোর জন্য (রিমঝিম আপু)
* এসব কথা বাদ দেন তো অভ্যাস আছে আমি কিছু মনে করি নি । (আমি)
* হুম আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো ৷৷ (আপু)
* ভূল তো কিছু বলেছিলাম না ৷ (আমি)
রিমঝিম আপু আমার দিকে তাকালো
* কি বলবি আবার ব

30/01/2022

বড়_আপু_যখন_বউ💘

গল্প ------- বড়_আপু_যখন_বউ
Sayz Mahin
পর্ব -------- ০১

এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেনো বাবা -মা ভদ্রতা শিক্ষায় নি ?
ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম ,, তখুনি একটা মেয়ে এসে বললো ৷৷
চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম ৷
কি হলো তোকে আমি কিছু বললাম।। ((মেয়েটি))
চুপচপ (আমি)
এভাবে হবে না তোর আব্বুর নাম্বার দে (মেয়েটি)
ফোন নাম্বার বন্ধ (আমি)
আম্মুর নাম্বার দে (মেয়েটি)
01871******(আমি)
মেয়েটি ফোন দিলো,, আমার পকেটের ফোনটা বেজে উঠলো
ফোনটা বাইর করে কেটে দিলাম |
নিজের নাম্বার দিলি কোনো ফাইজলামি করিস ?(মেয়েটি)
এটাই আম্মুর নাম্বার আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে (আমি)
মেয়েটা চুপ হয়ে গেলো,,
কিছুক্ষন দুজনের মধ্যে নিস্তব্ধতা চললো ৷
নাম কি (মেয়েটি)
রিয়াদ (আমি)
শুধু রিয়াদ আর কিছু নেই (মেয়েটি)
আছে কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না (আমি)
বাসায় কে কে আছে (মেয়েটি)
কেউ নেই (আমি)
মানে (মেয়েটি)
একা থাকি কেউ নেই আমার (আমি)
থাকিস কোথায় ? (মেয়েটি)
কলেজের পিছনে একটা বাসায় থাকি (আমি)
পড়ালেখা কেমন করে চলে (মেয়েটি)
ফ্রিল্যান্সিং করি ওটা দিয়েই চলে যায় (আমি)
কোন ইয়ারে পড়িস ? (মেয়েটি)
সেকেন্ড ইয়ারে (আমি)
মেয়েটা কিচ্ছুক্ষন চুপচাপ দারিয়ে রইলো ৷
আপনার সব জানা হয়ে গেলে এখন আসি (বলেই চলে আসতে লাগলাম,,)
আমার পরিচয় জানতে চাইবি না (মেয়েটি)
প্রয়োজন মনে করি না (আমি)
কিন্তু আমার প্রয়োজন আছে,,,
আমি রিমঝিম অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি (মেয়েটি)
আচ্ছা এখন আসি (আমি)
আচ্ছা যা৷ (রিমঝিম)
ওখান থেকে চলে আসলাম,,
মেয়েটাকে আমি চিনি ৷
এমনকি কলেজের সবাই চেনে ৷
কলেজের ক্রাস দের মধ্যে রিমঝিম আপু একজন।।যেমন সুন্দর দেখতে তেমন রাগ কলেজের কত ছেলে তার হাতে জন্য হাসপাতালে গেছে তার হিসাব নেই ৷৷
রিমঝিম আপুর ভাই পুলিশ কমিশনার তাই সবাই তাকে ভয় করে চলে।।
কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম
কেমন জেন ভালো লেগেছিলো কিন্তু সেটাকে আমি পাত্তা দেই নি কারন এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না ৷৷
এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম,
ফ্রেশ হয়ে রান্না করলাম ৷৷
তারপর খেয়ে ঘুমিয়ে পরলাম,,
কারন খুব কম রাতেই আমি ঘুমাই,,, কাজের জন্য জেগে থাকা লাগে ৷
সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম,,
এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম,,
সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট

Address

Barishal

Telephone

+8801635379188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayz Mahin সায়য মাহিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayz Mahin সায়য মাহিন:

Share