31/01/2022
গল্প: বড় আপু যখন বউ💘
পর্বঃ- ৭,৮................................................................................
একা চলা কোনো মায়ায় না জড়ানো ৷ তিনদিন পর ৷
মাঠের কোনায় বসে নোট করছিলাম ৷
সাথে একটা সিগারেট খাচ্ছিলাম ৷
তখম দেখলাম ৷ রিমঝিম আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দারালো ৷
রিমঝিম আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো ৷
হয়তো আমাকে দেখতে পারে নি ৷
আমি নিজের মতো নোট করতে লাগলাম ৷
কিছুক্ষন পর সামনের দিকে তাকিয়ে দেখি রিমঝিম আপু আমার দিকে তাকিয়ে আছে ৷
চোখ মুখ শুকিয়ে গেছে চোখের নিচে কালো দাগ ৷ রিমঝিম আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম ৷
কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম ৷
রিমঝিম আপু সেখান থেকে চলে গেলো ৷
আমি একটু পর বাসায় চলে আসলাম ৷
এরপর প্রতিদিন কলেজে গেলাম রিমঝিম আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য ৷
প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না ৷ কিন্তু পরেরদিন ঠিকি কলেজে চলে যাই ৷
রিমঝিম আপু কলেজে আসে ৷ চুপচাপ মনমরা হয়ে বসে থাকে ৷
রনিকে দেখি তার সাথে বসে থাকতে ৷ প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে ৷ রিমঝিম আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে ৷
হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায় আমি খারাপ হয়তো সেই জন্য ৷ আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি ৷
এভাবে ২০ দিন কেটে গেলো ৷ আজ পাচ দিন হলো আর কলেজে যাই না ৷
আজ কলেজে যেতে কেনো জানি খুব মন চাইলো ৷ ব্যাগটা নিয়ে কলেজে গেলাম ৷
কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুজছিলো ৷ কিন্তু তাকে খুজে পাচ্ছিলো না ৷
কলেজের চত্ত্বরে বসে ছিলাম ৷
একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাড়ালো ৷
গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো ৷ তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো ৷
বুকের ভেতরটা কেমন জেনো করছিলো ৷
মনে হচ্ছিলো দৌড়ের দিয়ে পালিয়ে যাই ৷
কিন্তু আমি তো কোনো দোষ করি নি তাই চুপচাপ বসে রইলাম ৷
পুলিশ অফিসারটি আমার কাছে আসলো ৷
* তোমার নাম রিয়াদ ? (পুলিশ অফিসার)
* জি স্যার (আমি)
* তোমাকে আমার সাথে যেতে হবে চলো ৷ (পুলিশ অফিসার)
* কিন্তু কেন আর আপনি কে ? (আমি)
* আমি রিমঝিমের ভাইয়া ৷ (পুলিশ অফিসার)
* ওহ কিন্তু কেন যাব ? (আমি)
* গেলেই বুঝতে পারবে ৷ (রিমঝিম আপুর ভাইয়া)
* কিন্তু কোথায় ? (আমি)
* আমাদের বাসায় ৷ (রিমঝিম আপুর ভাই)
* আচ্ছা চলুন ৷ (আমি)
রিমঝিম আপুকে দেখার খুব ইচ্ছে করছিলো আর মনে মনে