Main uddin

Main uddin No
(2)

Main Uddin Sohagh
Founder Finance Director
Feni cardiac center and specialized hospital.
&
Deputy Managing director
New American Diagnostic Center.
170 S.S.K Road, Feni 3900.

27/04/2024

মাশাআল্লাহ
এভাবেই এগিয়ে যাবে আমাদের বোন।

15/04/2024

অবাক করা ক্যাচ ধরে ম্যাচের সেরা উপহারে ভূষিত মোস্তাফিজ।

05/04/2024
টাকা উপার্জন করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও টাকা খরচ করতে নারীরা মোটেও ক্লান্ত নয়।
05/04/2024

টাকা উপার্জন করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও টাকা খরচ করতে নারীরা মোটেও ক্লান্ত নয়।

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানু...
01/04/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা।
সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যালটার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে কোন কিছু দিয়ে বাতাস করলে সাথে সাথে আপনার আশে পাশের যাত্রীকে জানান। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অফ অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ঐ লোক।

সৌজন্য : বাংলাদেশ পুলিশ

হিংসার ডিজিটাল রূপ হলো,,, পোস্টে রিয়েক্ট ও কমেন্ট না করা..!🙂
23/03/2024

হিংসার ডিজিটাল রূপ হলো,,,
পোস্টে রিয়েক্ট ও কমেন্ট না করা..!🙂

যা তুমি পিছনে ফেলে আসবে তার দিকেআর হাত বাড়াবে না......তবে  স্মরণে রাখবেকিছু জিনিস স্মরণে থাকা ভালো।
14/03/2024

যা তুমি পিছনে ফেলে আসবে তার দিকে
আর হাত বাড়াবে না......
তবে স্মরণে রাখবে
কিছু জিনিস স্মরণে থাকা ভালো।

দ্বিতীয় দফায় কম্বল বিতরণ।
07/03/2024

দ্বিতীয় দফায় কম্বল বিতরণ।

মন যখন ঘুরে বেড়ায়.......কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়।
12/02/2024

মন যখন ঘুরে বেড়ায়.......
কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়।

খুব খেতে ইচ্ছে করছে।
12/02/2024

খুব খেতে ইচ্ছে করছে।

ডাঃ সাবরিনার বন্দিনী
08/02/2024

ডাঃ সাবরিনার বন্দিনী

পিঠা উৎসবে কলা গাছেও খেজুরের রস পাওয়া যায় 😀😀।
04/02/2024

পিঠা উৎসবে কলা গাছেও খেজুরের রস পাওয়া যায় 😀😀।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
04/02/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ।
04/02/2024

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ।

সরকারী অফিস গুলোতে একটি সংস্কৃতি আছে। নাম DFA সংস্কৃতি। ড্রাফটস ফর এপ্রুভাল।ধরুন আমি একজন সরকারী অফিসের সহকারী পরিচালক। ...
01/02/2024

সরকারী অফিস গুলোতে একটি সংস্কৃতি আছে। নাম DFA সংস্কৃতি। ড্রাফটস ফর এপ্রুভাল।

ধরুন আমি একজন সরকারী অফিসের সহকারী পরিচালক। তো আমি জানুয়ারী ১০ তারিখে একটা চিঠির লিখলাম। সেই চিঠিটা অফিসের প্রধান স্বাক্ষর করবেন।

এবার আমার কাজ হচ্ছে, চিঠির ড্রাফট লিখে স্বাক্ষর করে সেটি উপ-পরিচালককে দিতে হবে। ধরুন আমি লিখেছি- “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে / বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।– রবীন্দ্রনাথ ঠাকুর”।

উপ-পরিচালক ভাবলেন, নদী ছোট হবে কেন? নদী সরু হবে। নদী হবে বালিকার মতো উচ্ছল। আর এখানে জল হবে কেন? হবে পানি। তিনি দুটো কারেকশন আনলেন। “আমাদের সরু নদী চলে বাঁকে বাঁকে / বৈশাখ মাসে তার হাটু পানি থাকে।– রবীন্দ্রনাথ ঠাকুর।

এটা লিখে তিনি সহকারী পরিচালককে ফেরত দিলেন। সহকারী পরিচালক আবার প্রিন্ট দিয়ে স্বাক্ষর করে উপ-পরিচালকে দিলেন। উপ-পরিচালক স্বাক্ষর করে এবার পাঠালেন যুগ্ম পরিচালক কে । তিনি আরেকটু স্মার্ট ভাবলেন। এখন বাংলা সন চলে না। বৈশাখ মাস না লিখে তিনি কেটে লিখলেন এপ্রিল মাস। আর 'হাঁটু পানি' কেটে তিনি লিখলেন- অল্প পানি থাকে। তার কাটাকাটির পর লাইন দাড়ালো, “আমাদের গ্রামের ছোট নদী বহে বাঁকে বাঁকে/ এপ্রিল মাসে তাতে অল্প পানি থাকে। - রবীন্দ্রনাথ ঠাকুর।”

যথারীতি প্রিন্ট আবার নিচে গড়াল। এর পর আবার প্রিন্ট হলো। সহকারী পরিচালক, উপপরিচালক, যুগ্ম পরিচালক স্বাক্ষর করে পাঠালেন সিনিয়র যুগ্ম পরিচালককে। সিনিয়র সাহেব ভাবলেন, সবই তো ঠিক আছে। কই কাটা যায়? তিনি ভাবলেন রবীন্দ্রনাথ ঠাকুর নামটা যুতসই হচ্ছে না। এটা কেটে দেয়া যায়। আরো কিছু নিজের মত কাঁটছাট করলেন।

এবার যা দাঁড়ালো-

“আমাদের গ্রামের ছোট নদী বহে অক্র বক্র /

এপ্রিল মাসে তাতে দেখি অল্প পানি চক্র-

কবি রবীন্দ্রনাথ ঠক্র।”



এই অসাধারণ ড্রাফটস আবার প্রিন্টের জন্য নিচে গড়ালো। প্রিন্ট হলো। আবার স্বাক্ষর হতে হতে উপরে গেলো। এরপর এই ড্রাফট গেলো, অফিস প্রধানের হাতে। তিনি কিছুক্ষন দেখলেন। হাসলেন। তিনি এই লাইনগুলো জানেন। অফিস প্রধান হলে অনেক জিনিস জানতে হয়। তিনি শেষ কাটাকাটি করে ড্রাফট চূড়ান্ত করলেন। তিনি ড্রাফট সংশোধন করলেনঃ

“আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।– রবীন্দ্রনাথ ঠাকুর।

স্বাক্ষর করে তারিখ লিখলেন । ২০/০১/২০২০


দশ দিন চলে গেছে এই মহা গুরুত্বপূর্ণ কাজে!!!

Post courtesy: Monowar Rubel

এই শীতে ব্যাম্বো টি খেতে চাইলে চলে আসুন সাজেকে।
26/01/2024

এই শীতে ব্যাম্বো টি খেতে চাইলে চলে আসুন সাজেকে।

ট্রান্সজেন্ডার দেখতে ঠিক এই রকম।(গল্পটা পুরুষত্ব হীন প্রজন্মের রূপকার আমার কাছে )
26/01/2024

ট্রান্সজেন্ডার দেখতে ঠিক এই রকম।
(গল্পটা পুরুষত্ব হীন প্রজন্মের রূপকার আমার কাছে )

23/01/2024

( এটাকে ভাইরাল করেন। কপি-পেস্ট করেন, কোন কার্টেসি লাগবে না।)

বলবো, কিন্তু অল্প কথায় লিখে যাই জ্ঞানপাপীদের জন্য।

১। XY+টেসটিস+ মেইল সেকেন্ডারি সেক্সচুয়াল ক্যারেকটার = Male(পুরুষ)। এই পুরুষ অপারেশন করেও কখনো মা হতে পারবে না।

২। XX +ওভারি+ ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেকটার= Female (নারী)। এই নারী অপারেশন করেও কখনো বাবা হতে পারবে না।

এখন হিজড়াতে আসি, এখানে বহু ভ্যারাইটি আছে, তবে এদেরকে মোটাদাগে ৩ভাগে ভাগ করি।

৩। কমপ্লেক্স হিজড়া ( True hermaphrodite) এদের বিষয়টা কমপ্লেক্স। অনেক সময় টেসটিস, ওভারি একসাথে থাকতে পারে। এদের প্রকৃত সেক্স ডিটারমাইন করা টাফ। এরা সংখ্যায় অতিনগন্য।

৪। মেল প্রিডমিনেন্ট হিজড়া ( Male pseudohermaphrodite) XY+টেসটিস+ ফিমেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি মেইল, এক্সটারনালি ফিমেল। এদের মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর বাবা হবারও সুযোগ থাকে।

৫। ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া ( Female pseudohermaphrodite) XX + ওভারি+ মেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি ফিলেম, এক্নটারনালি মেইল। মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর এদের মা হবার সুযোগ থাকছে।

এখানে ১ পুরুষ, ২ নারী, ৩,৪,৫ হিজড়া।

তাহলে গন্ডার কারা? যারা ১ থেকে ২ হতে চায় অথবা ২ থেকে ১ হতে চায় যেটা কখনোই পসিবল না। এদের কারো কারো জেন্ডার ডিস্ফোরিয়া থাকে যা একটা মানসিক সমস্যা।এটার জন্য অধিকার নয়, চিকিৎসা দরকার।

তবে বঙ্গীয় গন্ডার গ্রুপের বেশিরভাগই বটম পায়ুকামী যারা অন্য পুরুষের কাছে নিজেদের পায়ুপথ নিবেদন করে। এটাকে সুচারুরূপে করার জন্য তারা রুপান্তরের পথ বেছে নেয়।

কথা ক্লিয়ার নাকি ভিডিও লাগবে??
ডাঃ মেহেদি হাসান।
©

অতি লোভে আম ছালা দুটিই যাওয়ার সম্ভাবনা থাকে।
23/01/2024

অতি লোভে আম ছালা দুটিই যাওয়ার সম্ভাবনা থাকে।

স্লিপিং পার্টনার 🤎🤎🤎IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক ম...
21/01/2024

স্লিপিং পার্টনার 🤎🤎🤎

IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাস পরে বিয়ে।

ফোনে, ম্যাসেঞ্জারে নিয়মিত কথা হয় তাদের। বিয়ের এক সপ্তাহ আগে কথা প্রসঙ্গে মেয়েটা কৌতূহলী হয়ে হবু বরকে জিজ্ঞাসা করল-

- “আচ্ছা, তোমার ফ্যামিলি তো মধ্যবিত্ত। তুমি এত অল্প বয়সে এই যে এতো বড় বিজনেস দাড় করালে, মূলধন কোথায় পেলে?”

- “শুনো তাহলে। তোমাকে বিয়ে যখন করবো, কিছুই গোপন করবো না। তোমাদের বাসায় তোমাকে দেখতে যাবার সময় আমাদের সাথে ফর্সা করে একটা মেয়ে ছিল। মনে আছে তোমার?”

- “হ্যাঁ, তোমার আপু নাকি উনি?”

- “আরেহ্ না, তার নাম সাদিয়া। ঢাকার এক শিল্পপতির মেয়ে। ছাত্র অবস্থায় একটা আন্তঃবিশ্ববিদ্যালয় কনফারেন্সে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমার বিজনেস প্ল্যান ওর সাথে শেয়ার করার পর সে সন্তুষ্ট হয়। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে আমার উপর আস্থা রেখে সে আমার স্লিপিং পার্টনার হয়ে যায়। এরপর আমার মূলধন নিয়ে আর ভাবা লাগেনি। আমার আরো তিনজন স্লিপিং পার্টনার আছে। তবে সাদিয়া সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে।”

- (রেগেমেগে) “শালা লুইচ্চা, জানোয়ার, ক্যারেক্টারলেস! আমার বেস্ট ফ্রেন্ড শাহেদের কাছে আগেই শুনেছি ভার্সিটির ছেলেরা এতো এতো মেয়ের সাথে ঘুমায়। আজ হাতেনাতে প্রমাণ পেলাম। থ্যাংকস গড। তোর মতো লুইচ্চার সাথে ফুলের মতো নিষ্পাপ এই আমার বিয়ে? না, কিছুতেই হতে পারে না। লুইচ্চা কোথাকার! ফোন রাখ!” (এই বলে মেয়েটা ফোন কেটে দিল)

🥰শিক্ষা:- যত বড় বিদ্বানই হন না কেন, অন্যের জ্ঞানের লেভেল না বুঝে তার কাছে ফর্মাল ওয়েতে সবকিছু প্রকাশ করতে যাবেন না। অবুঝ মানুষ ভালোভাবে না বুঝেই রিয়্যাক্ট করে থাকে।

☘️বি: দ্র:- স্লিপিং পার্টনার অর্থ ব্যবসায়ের নিষ্ক্রিয় অংশীদার। অর্থাৎ সে টাকা ইনভেস্ট করবে, কিন্তু আড়ালেই থেকে যাবে। কাজকর্ম যা করার আপনাকেই করতে হবে আর চুক্তি অনুযায়ী লাভের একটা নির্দিষ্ট অংশ তাকে দিতে হবে ।

বাবাজি, বিয়েতে কি চাও?--------------------------------------রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন ...
20/01/2024

বাবাজি, বিয়েতে কি চাও?
--------------------------------------

রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇

শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?

জামাইঃ কি যে বলেন মা ! আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই!!
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা... ""রেফ্রিজারে' টর,, ----- জেনারে' টর,,-----স্কু' টর,,----কম্পিউ' টর,, --- ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর"" 😊
.. শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। 😄
তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!.... "তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,-----সে হবে তোমার মেন্টর----- তার হাতে থাকবে একটা হান'টর,,------"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"-------রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,, -----"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর কি বুঝলে মিস্'টর !! 😜
.."এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😱

I am রাইটর, & প্রেজেন্টর। তবে এ লেখাটা কিন্তু পূর্বের যে কোনো লেখার চেয়ে বেটর !!. 🫣

Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😁😋

কথা কন ঠিক কিনা ?
18/01/2024

কথা কন ঠিক কিনা ?

14/01/2024

ডিভোর্স হওয়ার প্রধান কারন কি হতে পারে🤔।

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/01/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

১৩ বছর হয়ে গেলো ফেসবুক চালাই কিন্তু আজকে জানলাম, লাইক বাটনে তিনবার চাপ দিলে স্কিনশট হয় 🤔😃😅
04/01/2024

১৩ বছর হয়ে গেলো ফেসবুক চালাই
কিন্তু আজকে জানলাম, লাইক বাটনে
তিনবার চাপ দিলে স্কিনশট হয় 🤔😃😅

জুম্মা মোবারক
29/12/2023

জুম্মা মোবারক

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি.......আমার বাংলাদেশ ❤️💞🥰
15/12/2023

তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ।
তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি.......
আমার বাংলাদেশ ❤️💞🥰

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when Main uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Main uddin:

Videos

Share