RAYHAN BLOG 23

RAYHAN BLOG 23 Bengali travel lover

Official page of RAYHAN BLOG 23
"Domestic-foreign travel-based and travel-related makers.

27/07/2024
26/05/2024

কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহ

সমুদ্রসৈকতের ভাঙ্গন ঠেকানোর জন্য বনবিভাগের মনোলোভা ঝাউবন রয়েছে। যেখানে বাতাসের শব্দ শো শো করতে থাকে। আমাবশ্যার অন্ধকারে রাতে ফসফরাসের মিশ্রনে সাগরের ঢেউগুলো আলোর বিচ্ছুরণ ছড়ায়।

কুয়াকাটা জাতীয় উদ্যান (ইকোপার্ক) : কুয়াকাটা জিরোপার্ক থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে ৭০০ একর জায়গা জুড়ে কুয়াকাটা ইকোপার্ক অবস্থিত। এখানে পরিকল্পিত ভাবে বিভিন্ন ধরনের বনজ ফলজ গাছ লাগানো হয়েছে।

পর্যটকরা লেবু বন বা বাগান মনে করতে পারেন আসলে লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটি মেয়ে। তার বাড়ি ও বাগান এখানে ছিল। সমুদ্রে সে বাড়ি হারিয়ে গেছে। এখান থেকে পশ্চিমে ফাতরার বন দেখা যায়। লেম্বু বাগান থেকে সূর্যাস্ত সবথেকে ভাল দেখা যায়। এখানে সামুদ্রিক শামুক ঝিনুকের প্রচুর খোলস পাওয়া যায়। এখানে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। কাকড়া বা মাছ ফ্রাই করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

লাল কাঁকড়ার চর : কুয়াকাটার বেশ কিছু স্থানেই লাল কাকড়া দেখতে পাওয়া যায়।

গঙ্গামতির চর : কুয়াকাটার মূল পর্যটন স্পট থেকে ৬ কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি অবস্থিত। গঙ্গামতি খালের চরে গড়ে উঠায় চর গঙ্গামতি বা গঙ্গামতির চর বলা হয়। মূল স্পট থেকে এখান থেকে সূর্যোদয় ভালো দেখা যায়।
শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার: কুয়ার পাশের রয়েছে বৌদ্ধমন্দির। যা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার নামে পরিচিত। এখানে নয়টি ধাতুর সমন্বয়ে তৈরি বৌদ্ধ মূতি রয়েছে।

কুয়াকাটার সবচেয়ে বড় রাখাইন সম্প্রদায়ের বসতি গোড়া আমখোলাপাড়া রাখাইন পল্লীতে। আলীপুর বন্দর থেকে তিন কিলোমিটার পূর্বে এ রাখাইন পল্লী। এখানে টিন ও কাঠ ব্যবহার করে মাচার উপর মন্দিরে ছোট ছোট অনেকগুলো বৌদ্ধ মূতি রয়েছে।

24/05/2024

রাতের কুয়াকাটা -ফ্রিস ফ্রাই মারর্কেট ও শুটকি পল্লী।

কুয়াকাটা সৈকতে পর্যটকদের রাতের আকর্ষণ এখন ফিশ ফ্রাই মার্কেট। এখানে এসে সারা দিন ঘোরাফেরা শেষে সন্ধ্যার পর সৈকতে নেমে যান প্রশান্তির খোঁজে। সৈকতের জিরোপয়েন্ট থেকে পূর্ব এবং পশ্চিম দিকে দেখতে পাবেন সারি সারি দোকান। দেখে মনে হবে, এ যেন সামুদ্রিক মাছের বাজার। এখান থেকে পছন্দমতো মাছ কিনে ভেজে নিতে পারবেন। এবং কুয়াকাটার পাশেই শুটকি মাছ রয়েছে
আর সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হলো।

23/05/2024

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত।

কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে বিস্তারিত... ⬇️
Mohammad Rayhan

17/03/2024

আমার সফলতায় যেমন আপনার রিজিক কমবে না। তেমনি আপনার ব্যর্থতায় আমার রিজিক একটুও বাড়বে না। আপনারটা ঠিকই থাকবে। তাই আমাদের ভালো থাকতে হলে হিংসে পরিহার করতে হবে।

21/02/2024

শখ
ভালোবাসা 🖤

25/01/2024

গান শুনে হালকা করে হেঁসে দিলাম 🥴🤣

28/08/2023

বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কূলে রে বন্ধু আইবা যাইয়া তুমি আইলা না রে... 🖤🎶

Address

Barahanuddin

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAYHAN BLOG 23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Barahanuddin media companies

Show All