Akib tv

Akib tv সুন্নীয়তের প্রচারে

23/09/2022

কাউকে ভালোবাসার আগে কথাগুলো শুনেন।
ৈয়দ_মোকাররম_বারী_||

22/09/2022

ইয়া রাসুলুল্লাহ 💝
ইয়া হাবিবাল্লাহ❤️

আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে, অবশ্যই চেষ্টা,সাধনা,ও আমল করতেই হবে, পাশাপাশি লাগবে,পীর.মূর্শীদের তাওয়াজ্জুহ.
19/09/2022

আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে, অবশ্যই
চেষ্টা,সাধনা,ও আমল করতেই হবে, পাশাপাশি
লাগবে,পীর.মূর্শীদের তাওয়াজ্জুহ.

18/09/2022

ঢিলা কুলুখ ব্যবহার না করার পরিনিতি!!
#আল্লামা_পীর_মুফতী_গিয়াস_উদ্দীন_তাহেরী_!!

💙🌿,,,ভালোবাসা কি জানেন...❓(একবার পড়ে দেখুন,, মনটা ভরে যাবে),,!*****************************************১) যখন আজান শুনলে...
01/07/2022

💙🌿,,,ভালোবাসা কি জানেন...❓
(একবার পড়ে দেখুন,, মনটা ভরে যাবে),,!
*****************************************

১) যখন আজান শুনলে মনটা ছটফট করবে কখন নামাজ পড়বো,, হ্যাঁ সেটাই ভালোবাসা,,,! 🖤

২) যখন নামাজে সেজদায় যাওয়ার পর মনে শান্তি লাগে,, হ্যাঁ সেটাই ভালোবাসা,,,! 💙

৩) যখন কুরআনের আয়াত গুলো পড়লে বা শুনলে আল্লাহর রহমত অনুভব করা যায়,, হ্যাঁ সেটাই ভালোবাসা,,,! 🖤

৪) পাপ করার পর যখন মনের ভিতরে ঝড় উঠে যে আমার ভুলের জন্য আল্লাহকে হারিয়ে ফেলছি,, হ্যাঁ সেটাই ভালোবাসা,,,! 💙

৫) যখন কল্পনা করি মক্কা শরিফের ছবি দেখে হার্টবির্ট বেড়ে যাওয়া অশ্রুতে চোখ ছলছল করছে, হ্যাঁ সেটাই ভালোবাসা,,,! 🖤

৬) লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কলিজা কেঁপে উঠার নামই হচ্ছে ভালোবাসা,,,! 💙

৭) "মরনের কথা মনে হওয়ার কারণে" ভয় পেয়ে যখন মুচকি হাসি দিয়ে মনে করা আমি আমার আল্লাহর কাছে যাব এ খুশিতে চোখে পানি আসা টাই ভালোবাসা,,,! 🖤

৮) যখন রাসুল (সাঃ) এর জীবনের কিছু ঘটনা পড়ে কষ্টে বুক ফেটে যাওয়ার নামই হচ্ছে ভালোবাসা,,!💙

৯) কার জন্য এত ভালোবাসা,,,??
আমাদের "আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা"র জন্য!,, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জন্য! ,,,সাহাবী (রাঃ) দের জন্য! যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়,,, !🌿💝

💙🌿 #সুবহান_আল্লাহ্,,🌿💙
🖤🌿আল_হামদুলিল্লাহ্,,🌿🖤
💙🌿 #আল্লাহু_আকবার🌿💙
🖤🌿লা ইলাহা ইল্লাল্লাহ্,!🌿🖤

26/06/2022

খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী(রা:)এর স্মৃতিচারণ।

সুনামগঞ্জের যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ পৌঁছে নি, যেখানে একসাথে ৪/৫ হাজার মানুষ বসবাস করে, সেসব স্থানে কমপক্ষে ৫০/১...
23/06/2022

সুনামগঞ্জের যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ পৌঁছে নি, যেখানে একসাথে ৪/৫ হাজার মানুষ বসবাস করে, সেসব স্থানে কমপক্ষে ৫০/১০০ জনের স্বেচ্ছাসেবী টিম ছাড়া আপনারা যাবেন না। কারণ যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।,,কথা Faraaz Karim Chowdhury,,,,,,,,,,,,,,,,, Mohiuddin Tanvir Mustafa Azhari,, Syed Hasnain Abul Kashem Fazlul Hoque M***i Golam Rabbani Kashaemi M***i Gias Uddin Tahery M***i Alauddin Jihadi

22/06/2022

মামু🤓
আজকে আমার মন ভালো নেই 😔

শরীয়তের একটি ছুরত বা বাহ্যিক আকৃতি এবং একটি হকিকত বা প্রকৃত তত্ত্ব আছে।↘️ জাহেরী আলেমগণ যাহা প্রাপ্ত হইয়াছেন তাহাই ইহার ...
17/06/2022

শরীয়তের একটি ছুরত বা বাহ্যিক আকৃতি এবং একটি হকিকত বা প্রকৃত তত্ত্ব আছে।

↘️ জাহেরী আলেমগণ যাহা প্রাপ্ত হইয়াছেন তাহাই ইহার বাহ্যিক আকৃতি, যাহা কোরআন ও হাদীসের (মুহকাম) বা অকাট্য বাণীর সহিত সম্বন্ধিত।

↘️পক্ষান্তরে মোতাশাবেহ আয়াত ও হাদীস সমূহ হইতে ওলামায়ে (রাছেখীন) বা সুদক্ষ
আলেমবৃন্দ,
এবং অলিআল্লাহ্গণ যাহা প্রাপ্ত হইয়াছেন তাহাই উহার হকিকত বা প্রকৃত তত্ব,,

🌺🌺যাহারা আকৃতিধারী তাহারা বেহেশতের আকৃতি উপভোগ করিবেন এবং যাহারা প্রকৃত তত্ত্বধারী তাঁহারা বেহেশতের তত্ত্ব হইতে পরিতৃপ্ত হইবেন। আকৃতিধারী ও তত্ত্বধারী উভয়ই বেহেশতের একই ফল উপভোগ করিবেন, কিন্তু আকৃতিধারী একরূপ লজ্জতপ্রাপ্ত হইবে এবং তত্ত্বধারীগণ অন্য প্রকার আস্বাদ লাভ করিবেন।

যখন শরীয়তের বাহ্যিক আকৃতি দুরস্ত ও বিশুদ্ধ করে তখন সাধারন বেলায়েত লাভ হয়। আল্লাহ মুমীনগণের বন্ধু বা ওলী ( কোরান)।

তোমরা তাহার দিকে অছিলা অন্বেষন করো অর্থাৎ যোগ্য পীর গ্রহণ করো ( সুরা মায়েদা)।

আল্লাহ্তায়ালার অনুগ্রহে যখন নফস মোৎমায়েন্না ও আল্লাহ্পাকের হুকুমের অনুগত হইয়া যায় তখন তাহার প্রকৃত ইসলাম ও সঠিক ইমান অর্জিত হয়।
♦ মকতুবাত শরীফ মকতুব নং ৫০ ২য় খন্ড♦

🔴ওহে সত্যান্বেষী‼️✅যারা এলমে শরিয়ত ও এলমে তাসাউফের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী,তাদেরকে অনুসরণ করুন‼️✅✅কারণ পরিপূর্ণ জ্ঞানীরাই...
04/06/2022

🔴ওহে সত্যান্বেষী‼️
✅যারা এলমে শরিয়ত ও এলমে তাসাউফের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানী,তাদেরকে অনুসরণ করুন‼️

✅✅কারণ পরিপূর্ণ জ্ঞানীরাই আল্লাহপাক পর্যন্ত পৌছাবার রাস্তা বাতলে দেন।‼️

✅বাকিরা,এ দাবিতে মিথ্যাবাদি,সুতরাং গোমরাহি মিথ্যাবাদীদের পথ পরিত্যাগ করে,,সত্যবাদীদের পথে আসুন‼️

🌺পীর-মুরীদ সম্পর্কে  দলীল ভিক্তিক কিছু তথ্য.পীর শব্দটি ফার্সি। আরবীতে বলা হয় মুর্শীদ। ↘️↘️মুর্শীদ শব্দের অর্থ হল পথপ্রদ...
31/05/2022

🌺পীর-মুরীদ সম্পর্কে দলীল ভিক্তিক কিছু তথ্য.পীর শব্দটি ফার্সি। আরবীতে বলা হয় মুর্শীদ।
↘️↘️মুর্শীদ শব্দের অর্থ হল পথপ্রদর্শক।
যিনি আল্লাহর আদেশ, নিষেধ,আল্লাহ তাআলা যেভাবে চান,, সেভাবে পালন করার প্রশিক্ষণ দেন তার নাম মুর্শীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর।

↘️এ ব্যাখ্যা থেকে একথা স্পষ্ট হল যে, পীর হবেন শরীয়তের আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণদাতা। আর যিনি সে প্রশিক্ষণ নিতে চায় সে শিক্ষার্থীর নাম হল “মুরীদ”। সুতরাং যে ব্যক্তি নিজেই শরীয়তের বিধান মানে না, নামায পড়ে না, পর্দা
করে না, সতর ঢেকে রাখে না বা শরীয়তের আবশ্যকীয় কোন বিধান পালন করে না, সে ব্যক্তি কিছুতেই পীর তথা মুর্শীদ হতে পারে না।

কারণ তার নিজের মাঝেই যখন শরীয়ত নেই, সে কিভাবে অন্যকে শরীয়তের উপর আমল করা প্রশিক্ষণ দিবে?
নিজেইতো প্রশিক্ষিত নয়। আর পীর মুরীদির এ পদ্ধতি রাসূল ( ﷺ থেকে চলে আসছে।
↘️↘️রাসূল ( ﷺ ) সাহাবাদের আল্লাহমুখী হওয়ার প্রশিক্ষণ দিতেন। সাহাবারা রাসূল ( ﷺ ) এর কাছ থেকে প্রশিক্ষণ নিতেন,,,
বলা যায়
রাসূল ( ﷺ ) হলেন সবচেয়ে প্রথম ও বড় পীর, ও সাহাবায়ে কিরাম হলেন প্রথম মুরীদ।

↘️কুরআন হাদীসে পীর মুরিদীর প্রমাণঃ- আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ
অনুবাদ-হে মুমিনরা! আল্লাহকে ভয় কর, আর সৎকর্মপরায়নশীলদের সাথে থাক।
সুরা তাওবা-১১৯ আয়াত.......

এ আয়াতে কারীমায় সুষ্পষ্টভাবে বুযুর্গদের সাহচর্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে,,,

↘️আমাদের সরল সঠিক পথ [সীরাতে মুস্তাকিম] দেখাও। যেপথ তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ।
সূরা ফাতিহা-৬,৭আয়াত..................
সূরায়ে ফাতিহায় মহান রাব্বুল আলামীন তাঁর নিয়ামাতপ্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন সেটাকে সাব্যস্ত করেছেন সীরাতে মুস্তাকিম।‼️

🌺আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন,,,,,
-যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হল নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, ও নেককার বান্দাগণ।
সূরা নিসা-৬৯ আয়াত.....
↘️এ দু’ আয়াত একথাই প্রমাণ করছে যে, নিয়ামতপ্রাপ্ত বান্দা হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, আর নেককারগণ, আর তাদের পথই সরল সঠিক তথা সীরাতে মুস্তাকিম।
অর্থাৎ তাদের অনুসরণ করলেই সীরাতে মুস্তাকিমের উপর চলা হয়ে যাবে। যেহেতু আমরা নবী দেখিনি, দেখিনি সিদ্দীকগণও, দেখিনি শহীদদের।

তাই আমাদের সাধারণ মানুষদের কুরআন সুন্নাহ থেকে বের করে সীরাতে মুস্তাকিমের উপর চলার চেয়ে একজন পূর্ণ শরীয়তপন্থী হক্কানী বুযুর্গের অনুসরণ করার দ্বারা সীরাতে মুস্তাকিমের উপর চলাটা হবে সবচেয়ে সহজ,,
আর একজন শরীয়ত সম্পর্কে প্রাজ্ঞ আল্লাহ ওয়ালা ব্যক্তির সাহচর্য গ্রহণ করার নামই হল পীর মুরিদী।

🌺🌺রাসূলে কারীম ﷺ একাধিক স্থানে নেককার ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেছেন।
যেমন-,, হযরত আবু মুসা রাঃ থেকে বর্ণিত। রাসূল ( ﷺ )ইরশাদ করেছেন-সৎসঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে মেশক বহনকারী আর আগুনের পাত্রে ফুঁকদানকারীর মত। মেশক বহনকারী হয় তোমাকে কিছু দান করবে কিংবা তুমি নিজে কিছু খরীদ করবে। আর যে ব্যক্তি আগুনের পাত্রে ফুঁক দেয় সে হয়তো
তোমার কাপড় জ্বালিয়ে দিবে, অথবা ধোঁয়ার
গন্ধ ছাড়া তুমি আর কিছুই পাবে না।

↘️সুত্রঃ সহীহ বুখারী, হাদীস নং-৫২১৪, সহীহ..
মুসলিম, হাদীস নং-৬৮৬০,
মুসনাদুল বাজ্জার, হাদীসনং-৩১৯০,
সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৮৩১,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬১,
মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪২৯৫,.
মুসনাদে আহমাদ,হাদীস নং-১৯৬৬০,... ............
মুসনাদুল হুমায়দী, হাদীস নং-৭৭০,. ......
মুসনাদুশ শামীন, হাদীস নং-২৬২২,.............
মুসনাদুশ শিহাব, হাদীস নং-১৩৭৭,..............
মুসনাদে তায়ালিসী, হাদীস নং-৫১৫...............

🌺🌺এছাড়াও অনেক হাদীস নেককার ও বুযুর্গ
ব্যক্তিদের সাহচর্য গ্রহণের প্রতি তাগিদ বহন
করে। বর্তমান সময়ে একজন সাধারণ মানুষের পক্ষে কুরআন সুন্নাহ থেকে নিজে বের করে আল্লাহ তাআলার উদ্দিষ্ট সীরাতে মুস্তাকিমে চলা বান্দার জন্য কষ্টসাধ্য। তাই আল্লাহ তাআলা সহজ পথ বাতলে দিলেন একজন বুযুর্গের পথ অনুসরণ করবে, তো সীরাতে মুস্তাকিমেরই অনুসরণ হয়ে যাবে।

🌺🌺↘️কিন্তু কথা হচ্ছে যার অনুসরণ করা হবে সে অবশ্যই সীরাতে মুস্তাকিমের পথিক হতে
হবে। অর্থাৎ লোকটি{মুরশীদ বা পীর}এর মাঝে থাকতে হবে শরীয়তের পূর্ণ অনুসরণ। বাহ্যিক গোনাহ থেকে হতে হবে মুক্ত। কুরআন সুন্নাহ সম্পর্কে হতে হবে প্রাজ্ঞ।
রাসূল সাঃ এর সুন্নাতের উপর হতে হবেঅবিচল। এমন গুনের অধিকারী কোন ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে তার কাছে গিয়ে তার কথা মত দ্বীনে শরীয়ত মানার নামই হল পীর-মুরিদী।

🌺এরই নির্দেশ আল্লাহ তাআলা কুরআনে
দিয়েছেন-‼️
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ
অনুবাদ-হে মুমিনরা! আল্লাহকে ভয় কর, আর
সৎকর্মপরায়নশীলদের সাথে থাক।{সূরা
তাওবা-১১৯...........
আল্লাহপাক পবিত্র কুরআনে আরো এরশাদ
করেন-"শেষ বিচারের দিনে আল্লাহপাক প্রত্যেক মানুষকে তার নেতা বা ইমামের সংগে আহবান করবেন।"
(সুরা বনীঈসরাইল,আয়াত-৭১)

↘️এই আয়াতের তফসীরে রুহুল বায়ানে বলা
হয়েছে-"যাদের কোন মুর্শিদ বা পথ প্রদর্শক
থাকবেনা তাদেরকে শয়তান বলে আহবান করা
হবে।
আল্লাহপাক আরো বলেন-"যার মুর্শিদ নাই তার
মুর্শিদ শয়তান"(সুরা কাহাফ,আয়াত-১৭)

🌺🌺হযরত সায়্যিদুনা শায়খুশ শুয়ূখ শিহাবুল হক ওয়াদদ্বীনসোহারাওয়ার্দী কুদ্দিসা সিররুহু ‘আওয়ারিফুল মা’রিফ’শরীফে বলেছেন,,,,,
আমি সম্মনিত অলীগণকে বলতে শুনেছি,“যে ব্যক্তিসফলকাম লোকের সাহচর্য লাভ করেনি, সে
সফলকামী হয় না।”

♥দ্বিতীয়তঃ পীর ছাড়া ব্যক্তির পীর শয়তান-
বিষয়ে ‘আওয়ারিফুল মা’রিফ’ গ্রন্থে বলা হয়েছে, সায়্যিদুনা বায়েজীদ বোস্তামী রাদ্বিআল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত,,,,
তিনিবলেছেন,“যার পীর নেই, তার পীর
শয়তান।”[আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান (রহ.) এর‘ফাতাওয়া-ই আফ্রিকা’ পৃ.১২২]@ # #

🌺🌺ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূল(সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম)থেকে বর্ণনাকরেন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম)বলেছেন,“যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে
মৃত্যুবরণ করলো সে যেন জাহেলিয়াতের
মৃত্যুবরণ করলো।”
[মুসলিম শরীফ, হাদিস নং-৪৬৫৯]"

↘️মান লা শাইখা লাল্হ ফিস শায়খিশ শায়তান'অর্থাৎ:
যারা বায়াত গ্রহণ করেনি, তাদেরকে হাশরের দিন
'শয়তানের দল বলে ডাকা হবে।'....
"বায়াত ভঙ্গকারী অপবিত্র তথা তারা জীবাত্মার গুন-খাছিয়তে আবৃত থাকবে , যার পরিনাম হলো
জাহান্নাম।
"(বুখারী ৬ষ্ঠ খন্ড হাদিস নং 6703)

🌺🌺হাশরের ময়দানে আল্লাহপাকের ওলীদের
ক্ষমতা,,,, হযরত আবূ সাঈদ রঃ হতে
বর্ণিত,,,রাসুল দঃ এরশাদ করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছেন যারা তাদের সকল সমর্থক ও অনুসারীদের জন্য
সুপারিশ করবে ।
আর কিছু লোক আছেন যারা একটি দলের জন্য সুপারিশ করবে ।আর কিছুলোক আছে যারা এক এক জনের জন্য সুপারিশ করবে ।
এভাবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে । আল হাদিস, তিরমীযি খন্ড ২ পৃঃ
৬৭ , হাদিস ২৪৪০....

🌺🌺 যখন আল্লাহর অলীগণ দেখবে যে তারা মুক্তি পেয়ে গেল,তখন তাদের মুমীন ভাইদের জন্য তারা আল্লাহর কাছে আবেদন করবে "
হে আমার প্রতিপালক!!!
এরা আমাদের ভাই, যাদেরকে তুমি জাহান্নামে
নিক্ষেপ করেছ তারা আমাদের সাথে নামাজ পড়ত আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সৎকাজ করত "।
তখন আল্লাহ বলবেন"যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন পরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস,,তাদের মুখমন্ডলতথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে "।
অতঃপর তারা (অলীগণ)
সেখানে জাহান্নামীদের নিকট যাবেন ।
এসে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত,,,কেউ পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে ডুবে আছে,, এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে ।
সহীহ বুখারী,খন্ড ২,পৃষ্ঠা১১০৭ । হাদীস নং৭০০১.

যদি পীর মুর্শিদ না থাকতো তাহলে গাউছেপাক
বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) কী
ছিলেন⁉️

↘️খাজা মঈনউদ্দীন চিশতী (রহঃ)কী ছিলেন⁉️
যিনি আনা সাগরের পানিকে এক লোটার ভিতরে
নিয়ে আসছিলেন।‼️

↘️ওলীদের কাজ হলো,মানুষকে
আল্লাহমুখী করা রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু
আলাইহী ওয়া সাল্লাম এর গোলামীর খাতায় নাম
উঠিয়ে দেওয়া,,

🔴আত্মিক/ক্বলবের রোগ দুর করার মাধ্যম হলো ২টি,,‼️💞১ টি হলো কামেল মূর্শীদের চিকিৎসাধীন হয়ে,ক্বলবের ভিন্ন ভিন্ন রোগের ঔষধ ব্...
28/05/2022

🔴আত্মিক/ক্বলবের রোগ দুর করার মাধ্যম হলো ২টি,,‼️

💞১ টি হলো কামেল মূর্শীদের চিকিৎসাধীন হয়ে,ক্বলবের ভিন্ন ভিন্ন রোগের ঔষধ ব্যবহার করা,,

💞২ নম্বরটি হলো ইবাদত-বন্দেগীর দ্বারা (যবানে নয়)ক্বলবে, আল্লাহ, আল্লাহ জিকির জারী করে,, অন্তরে আল্লাহ ও তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে'র প্রতি,,,
↪️অনুরাগ,মহব্বত ও এশকের পরিমান বৃদ্ধি করে আল্লাহ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অর্জন করা,,,‼️

আল্লাহপাক সবাইকে উত্তম বোধশক্তি দান করুক। আমিন,,

27/05/2022

#ইনশাআল্লাহ,, এখন থেকে আমার সব পোস্ট এই পেইজে পাবেন।

এই গলিতেই হাটো, এই গলিতেই ঘুমাও, আর কী লাগে তোমার?এমন ভাগ্য যদি আমার হতো। 😢 যদি আমি তোমার মতো সুযোগ পেতাম, 😢 আর কী চাইতা...
26/05/2022

এই গলিতেই হাটো, এই গলিতেই ঘুমাও, আর কী লাগে তোমার?
এমন ভাগ্য যদি আমার হতো। 😢 যদি আমি তোমার মতো সুযোগ পেতাম, 😢 আর কী চাইতাম বলো? আর কী চাইতাম?🕋🖤

আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনায়ে তায়্যিবার জিয়ারত নসিব করুক। আমিন।🕋🖤😢

26/05/2022
22/05/2022

ামদুল্লিহ!!

07/05/2022
🔴ওহে নির্বোধ‼️তুমি ঐ আরেফে কামেল মূর্শীদের সুশীতল ছায়াতলে আস,,‼️✅যাকে কোন বিভ্রান্তকারী, সরল সঠিক পথ থেকে অপসারণ করতে পা...
29/04/2022

🔴ওহে নির্বোধ‼️তুমি ঐ আরেফে কামেল মূর্শীদের সুশীতল ছায়াতলে আস,,‼️

✅যাকে কোন বিভ্রান্তকারী, সরল সঠিক পথ থেকে অপসারণ করতে পারে না।‼️

তুমি ঐ মূর্শীদে বরহক্বের ওছিলায়,আল্লাহপাকের
নৈকট্য লাভ কর,তাঁর পায়রবী ও অনুকরণ থেকে কোন সময় বিরত থাকিও না।‼️

✅✅কারণ ওলীয়ে কামেল মূর্শীদ যিনি,তিনি হেদায়েত ও সত্যপথ অন্বেষীদের জন্য সহায়ক,
তিনি আল্লাহপাকের বিশিষ্ট বান্দাহ্,,‼️
আল্লাহ্অন্বেষী বান্দাদেরকে আল্লাহ্ পাকের দরবার পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম।

⭕⭕আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কি রেখে গেছেন⁉️أخرج أحمد، والطبرانی، عن زيد بن ثابت رضی الله...
24/03/2022

⭕⭕আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কি রেখে গেছেন⁉️

أخرج أحمد، والطبرانی، عن زيد بن ثابت رضی الله عنه قال: قال رسول اللهﷺ إني تارك فيكم خليفتي: کتاب الله، حبل ممدود ما بين السماء والأرض، وعترتی أهل بیتی، و إنهمالن يتفرقا، حتی یردا على الحوض -

ইমাম আহমদ ও তাবরানী হযরত যায়েদ ইবনে ছাবেত রাদিয়াল্লাহু তা'আলা আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাাম ইরশাদ করেন,
“আমি তােমাদের জন্য আমার দু'টি প্রতিনিধি রেখে যাচ্ছি। (তার একটি হচ্ছে), কিতাবুল্লাহ (কুরআন) যা অাসমান ও যমীনের মধ্যখানে একটি দীর্ঘ রশি।
(অপরটি হচ্ছে) আমার পবিবারবর্গ (আহলে বাইত) আর এরা উভয়ে কখনাে বিচ্ছিন্ন হবেনা, যতক্ষণ না তারা (উভয়ে) হাউজে কাউছারের নিকট আমার কাছে অবতরণ করবে।

বর্ণনাসূত্র:
------------১. আল মুসনাদ, ৬:২৩২ (২১০৬৮)/ ২৪৫ (২১১৫৩)।
২. আল মু'জামুল কাবীর, ৫:১৫৪ (৪৯২৩)।
প্রচারে:👉Akib tv🌷

আলহামদুলিল্লাহ                      🤲'পবিত্র শবে বরাত'🤲 ১৮-০৩-২০২২"আজ (পবিত্র শবে বরাত)।হে আল্লাহ আজ পবিত্র শবে বরাত এ-র...
18/03/2022

আলহামদুলিল্লাহ
🤲'পবিত্র শবে বরাত'🤲 ১৮-০৩-২০২২
"আজ (পবিত্র শবে বরাত)।হে আল্লাহ আজ পবিত্র শবে বরাত এ-র ইবাদত পালন করার তৌফিক দান করুন। হে আল্লাহ পবিত্র রাতের উছিলায় আমাদের "বাবা-মা" সহ সকলের জীবন এর গুনাহ ক্ষমা করে দাও🤲! আর আমাদের আপন জন সহ যারা করব বাসী আছেন। পবিত্র রাতের উছিলায় উনাদের বেহেস্ত নসিব করুন.
🤲আমিন🤲আমিন🤲আমিন🤲

16/02/2022
13/02/2022
11/02/2022
11/02/2022
06/02/2022
ব্রেকিং নিউজ ---চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছি...
31/01/2022

ব্রেকিং নিউজ ---
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

28/01/2022

💖💖🥀🥀💖💖

Address


Banskhali

Telephone

+8801842129435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akib tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like