একুশে বাঁশখালী

একুশে বাঁশখালী প্রিয় শুভাকাঙ্খী, 📖 প্রতিদিন বই পড়ুন,
এটি একটি শিক্ষামূলক শিক্ষা-শিক্ষাঙ্গন স্টুডিও।
WhatsApp Number : ✅01759018421
(224)

17/12/2024

Failure is always temporary, only giving up makes it permanent || ব্যর্থতা সবসময় অস্থায়ী , শুধুমাত্র হার মেনে নেওয়াটাই স্থায়ী

05/12/2024

মাশাআল্লাহ 🌼🍓🍑🍅

30/11/2024

আপনি কি সংবাদ পছন্দ করেন? Do you like news?

30/11/2024

Newspapers are an important part of our life || সংবাদপত্র আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

28/11/2024

Cc footage to Facebook live Check 🌻😎

এই ছবিতে একটি মহিষকে সবুজ ঘাসের মাঠে ঘাস খেতে দেখা যাচ্ছে। এটি গ্রামীণ পরিবেশে প্রাণীর শান্তিপূর্ণ দৃশ্যের প্রতিফলন। আশা...
18/11/2024

এই ছবিতে একটি মহিষকে সবুজ ঘাসের মাঠে ঘাস খেতে দেখা যাচ্ছে। এটি গ্রামীণ পরিবেশে প্রাণীর শান্তিপূর্ণ দৃশ্যের প্রতিফলন। আশা করি এটি লেখার কল্পনার সঙ্গে মিলে গেছে!

প্রধান নির্বাহী
একুশে বাঁশখালী

18/11/2024

Humans are the greatest of creations.

fans একুশে বাঁশখালী

16/11/2024

একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি।

15/11/2024

🍀 মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা থেকে যায়।
----------------------------------------------------------
অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না।
একজন চীনা বিত্তবান মারা গেলেন।
ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন।
সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন,
এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি।
এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!
নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্ জীবন লাভ করা বেশি জরুরি।
তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ
* দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
* প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
* কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
* সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না।
করণীয় কী?
# অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেকআপ করুন।
# অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
# মানুষকে ক্ষমা করে দিন।
# রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
# পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই।
# সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
# যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান।
আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
# ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
# সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।
# ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না।
# মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না।
বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১বার গায়ে রোদ লাগান।
মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন।
জীবন তো একটাই।
একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন।

#সংগৃহীত

শুভ রাত্রি🌹💐🌻
14/11/2024

শুভ রাত্রি
🌹💐🌻

আপনি শিশুকে ভালবাসুন, তারা বড় হয়ে আপনাকে সম্মান করবে। আপনি বড়দের শ্রদ্ধা করুন, দেখবেন ছোটরা আপনাকে ভক্তি করছেন। প্রতিদিন...
13/11/2024

আপনি শিশুকে ভালবাসুন, তারা বড় হয়ে আপনাকে সম্মান করবে। আপনি বড়দের শ্রদ্ধা করুন, দেখবেন ছোটরা আপনাকে ভক্তি করছেন। প্রতিদিন একটি একটি মানবিক কাজ করুন, দেখবেন একদিন মানবিক প্রকৃতির হয়ে গেছেন। সুন্দরকে সুন্দর আর কুৎসিতকে মন্দ না ভেবে সুস্থ, সাবলীল ও মানবিকতার পরিচয় দেওয়া সর্বশ্রেষ্ট জীবের প্রধান ও শেষ অধ্যায়। অতঃপর আপনি একজন আদর্শবান মানুষ। ☑🙋🙋‍♂️🧏‍♀️💁💁‍♂️

'' একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম।                    🌹🌻💐🇧🇩💖🦜
11/11/2024

'' একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম।

🌹🌻💐🇧🇩💖🦜

10/11/2024

আমার সেরা স্টার প্রেরককে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সহায়তা করার জন্য অনেক ধন্যবাদ!

প্রিয় শুভাকাঙ্ক্ষী,

যারা অনলাইনে বিজনেস/কন্টেন্ট/নিউজ করছেন, কিন্তু ডুয়েল কারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড না থাকায় প্রোডাক্ট/ভিডিও/নিউজ প্রমোট/বুস্ট (ফেসবুক/গুগল) করতে পারছেন না। বাংলাদেশ ব্যাংক নীতিমালা অনুযায়ী আমেরিকান ডলারের সেবা পেতে আমার সাথে যোগাযোগ করুন।

মোবাইল/হোয়াটসঅ্যাপ: 01619-932468
FB ID : Md Monsur Alam, প্রধান নির্বাহী, বাঁশখালী নিউজ 🌻🌼💐🌹❤️💝

একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম। 🔺🔻💋                                                       ...
10/11/2024

একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম। 🔺🔻💋

'' একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম।                    🌹🌻💐
07/11/2024

'' একুশে বাঁশখালী '' শিক্ষা শিক্ষাঙ্গন স্টুডিওতে আপনাকে স্বাগতম।

🌹🌻💐

Address

Banskhali
4390

Telephone

+8801853452704

Website

https://ekusheybanskhali.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when একুশে বাঁশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একুশে বাঁশখালী:

Videos

Share