বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈঁলগাও আশ্রয়ন প্রকল্পের সামনে বিভিন্ন ধরনের ময়লা পানি যুক্ত করে বাঁশখালী মহা সড়কের উপর ছেড়ে দেওয়া হয়। এতে মানুষ চলাচল করতে অসুবিধা হয়। বিভিন্ন গাড়ি সড়ক দিয়ে চলার সময় সড়কে অবস্থান রত মানুষের গায়ে ছিটকে গিয়ে ময়লা পানি পড়ে। অনেক মানুষেরা এই রাস্তার উপর দিয়ে নামাজ পড়তে যায়, তখন মানুষদের এই ময়লা পানির উপর দিয়ে যেতে হয়। এই বিষয়টি আমি বাঁশখালী প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছি। যারা এই ময়লা পানি গুলো মহা সড়কের মধ্যে ছেড়ে দেই তাদের প্রতি আইন গত ব্যবস্তা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংগ্রহ:
©️ MD Farhadul Islam
বাঁশখালীর উপজেলার পুকুরিয়া ইউনিয়নে প্রকৃত জেলেদের চাল না দিয়ে জেলে নয় এমন লোকদের চাল দেয়ার অভিযোগ উঠেছে,এই বিষয়ে জেলেদের মুখ থেকে শুনুন বিস্তারিত। সাথে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ প্রকৃত জেলেদের চাল না দেয়ার বিষয়ে কি বলছেন তাও শুনুন।
ভিডিও:#সংগৃহীত
সারা বাঁশখালী বাসির যোগাযোগের ব্যবস্থা নিয়ে মুজিবুর রহমান সিআইপি মহোদয় বলেন-------------
@ফলোয়ার
@সেরা ফ্যান
শপথ গ্রহনের পর বাশঁখালী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব খোরশেদ আলম, বাঁশখালীর আগমনে শোভাযাত্রা।
ভিডিও সংগ্রহ : আরফাতুল ইসলাম সুমন।
©️Md Farhadul Islam
সাবেক এমপির বিরুদ্ধে নিউজ করাই, সরাসরি সাংবাদিককে কল করে হুমকি দিলেন সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বাঁশখালীর সাবেক এমপি একই উপজেলার আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদককে গালিগালাজ ও পিটানোর হুমকি দিলেন...
_রিপোর্ট : মোহাম্মদ বেলাল উদ্দিন,
প্রতিনিধি, একুশে পত্রিকা, সময়ের আলো...
@ফলোয়ার
@সেরা ফ্যান
Omar Faruk
স্বচ্ছতা ও জবাবদিহিতায় সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহ্উদ্দীন কামাল আবারও শ্রেষ্ঠত্বের প্রমান।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।
১৪ই জুন ২০২৪ ইং।
ঐতিহ্যবাহী গ্রামীণ গরুর বাজার।।
আজকের, পরিষদের বাজার।
৩নং খানখানাবাদ ইউনিয়ন, ঐতিহ্যবাহী সেন্টার পুকুর পাড়। বাঁশখালী , চট্টগ্রাম।।
@সেরা ফ্যান
ভিডিও : Monirul Islam ..
গ্রামীন গরুর বাজার।
খানখানাবাদ ইউনিয়ন অবস্থিত ঈশ্বর বাবুর হাটের, আজকের গরুর বাজার।
পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি।
ভিডিও : Monirul Islam ।
খানখানাবাদে ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগ সত্য নয়!
খানখানাবাদ ইউনিয়নে ১০০০ পরিবারের জন্য চাল বরাদ্দ ছিল ৫৬ টন। খানখানাবাদের গোডাউনের ধারণক্ষমতা ৪০ টনের মতো। তাই ৪০ টন চাল রির্জার্ভে রেখে সেখান থেকে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। যদিও চলতি মাসের ১০ তারিখের মধ্যে সব চাল গোডাউনে চলে আসার কথা। জানা যায়, বাকি ১৬ টন চাউল গোডাউন খালী হলে আসার পথে। সরেজমিনে দেখা যায়, যথানিয়মে চাল বিতরণ করা হচ্ছে। এখানে উপকারভোগীদের কোনো অভিযোগ নেই।
আজ বুধবার (১২ জুন'২৪ খ্রিঃ) সকালে বাকি ১৬ টন চাউল দুটি ট্রাকে পরিষদে চলে আসে। সাথে চাল বিতরণও অব্যাহত রয়েছে।
খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন,প্রিয় খানখানাবাদ বাসী, আপনারা বিভ্রান্তি হবেন না।।
আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম যে আজ ১২ই জুন, খানখানাবাদ ইউনিয়ন ইউনিয়নে আলহাজ্ব মুজিবুর র
আজ ৮/৬/২০২৪ ইং রোজ শনিবার
পূর্ব রায়ছটা,
দারুল উলুম মাদ্রাসায়, নূরানী ইসলামী কিন্ডার গার্টেন প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
উক্ত অনুষ্ঠানে নূরানীর শিক্ষক গণ এবং রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জনাব Zaker Ullah স্যার উপস্থিত ছিলেন।
ভিডিও এবং এডিট : Monirul Islam ...
আজ, ৩নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার মহোদয় এবং খানখানাবাদ ইউনিয়নের সাধারণ জনগণ কে নিয়ে, বাঁশখালী উপজেলা'র নব'নির্বাচিত চেয়ারম্যান জনাব খোরশেদ আলম মহোদয়ে কে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ে এবং বিজয় মিছিলের কিছু ভিডিও চিত্র।।
ভিডিও টা লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।। Monirul Islam
@সেরা ফ্যান
বাঁশখালী ছনুয়া ইউনিয়নের ,, বাঁশখালী উপজেলার দোয়াত কলম মার্কার জন সভায় বক্তব্য রাখছেন,৩নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার মহোদয়।।
বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে,, বাঁশখালী উপজেলার দোয়াত কলম মার্কার জন সভায় বক্তব্য রাখছেন খোরশেদ আলম
বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে,, বাঁশখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম এর জনসভা
বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে,, বাঁশখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম এর জনসভা
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী , জনাব মোঃ খোরশেদ আলমের বাণী।।
সারা বাঁশখালী
সংগ্রহ : দৈনিক বাঁশখালীর খবর -PB News থেকে।
চট্টগ্রাম বাঁশখালী, খানখানাবাদ সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রেমেলের সর্বোশেষ পরিস্থিতি
বর্তমান শহরের পানির অবস্থা 🥲
#চট্টগ্রামশহর
© Md Farhadul Islam...